Read বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা প্রকল্প কর্মকতা ২০১৩ Exam | |||
---|---|---|---|
1. ‘সিরডাপ’ ৩০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে বাংলাদেশকে কি পুরষ্কার প্রদান করে? | |||
(a) পল্লী উন্নয়ন | |||
(b) শিক্ষা নারী উন্নয়ন | |||
(c) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা | |||
(d) মৎস্য প্রাণীসম্পদ উন্নয়ন | |||
Ans. a | |||
2. ‘Give me good mothers, I will give you a good nation, was the observation of- | |||
(a) Hitler | |||
(b) Abraham Lincoln | |||
(c) Napoleon | |||
(d) Disraeli | |||
Ans. c | |||
3. শব্দের আগে বসে কোনটি | |||
(a) অনুসর্গ | |||
(b) প্রত্যয় | |||
(c) বিভক্তি | |||
(d) উপসর্গ | |||
Ans. d | |||
4. কেওক্রাংডং পাহাড় কোথায় অবস্থিত? | |||
(a) খাগড়াছড়ি | |||
(b) বান্দরবান | |||
(c) সিলেট | |||
(d) হবিগঞ্জ | |||
Ans. b | |||
5. কোন কবিতা রচনা করার জন্য কবি নজরুল ইসলাম কারারুদ্ধ হন? | |||
(a) বিদোহী | |||
(b) প্রলয়োল্লাস | |||
(c) কান্ডারী হুশিয়ারী | |||
(d) আনন্দময়ী আগমনে | |||
Ans. d | |||
6. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন - | |||
(a) সচিব | |||
(b) মাননীয় প্রতিমন্ত্রী | |||
(c) মাননীয় মন্ত্রী | |||
(d) মহাপরিচালক, বিআরডিবি | |||
Ans. a | |||
7. বাংলাদেশ ব্যাংক সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কত ছাড়িয়ে গিয়েছে? | |||
(a) ইউএস ডলার ৯ বিলিয়ন | |||
(b) চীনামাটি | |||
(c) ইউএস ডলার ১১ বিলিয়ন | |||
(d) ইউএস ডলার ১২ বিলিয়ন | |||
Ans. | |||
8. Food and Agricultural organization - এর বাংলা অনুবাদ কোনটি? | |||
(a) খাদ্য ও কৃষি সংস্থা | |||
(b) বিশ্বখাদ্য ও কৃষি সংস্থা | |||
(c) বিশ্বখাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা | |||
(d) খাদ্যবিষয়ক এবং কৃষিবিষয়ক সংস্থা | |||
Ans. a | |||
9. Belal came after my departure. The underlined word after has been used as- | |||
(a) Adjective | |||
(b) pronoun | |||
(c) Adverb | |||
(d) Conjunction | |||
Ans. c | |||
10. Choose the correct sentence | |||
(a) The matter was informed to the police. | |||
(b) The matter has been informed to the police. | |||
(c) The information was given to the police. | |||
(d) The police were informed of the matter. | |||
Ans. d | |||
11. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে? | |||
(a) ১৫ ডিসেম্বর ১৯৭২ | |||
(b) ১৬ ডিসেম্বর ১৯৭২ | |||
(c) ২২ ডিসেম্বর ১৯৭২ | |||
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১ | |||
Ans. b | |||
12. What is the synonym of the word ‘dictionary’? | |||
(a) Index book | |||
(b) Lexicon | |||
(c) big word book | |||
(d) Legend book | |||
Ans. b | |||
13. এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে? | |||
(a) নিশাত মজুমদার | |||
(b) ওয়াশুফিয়া | |||
(c) মেহের আফরোজ শাওন | |||
(d) নাজনিন আক্তার | |||
Ans. a | |||
14. সার্ক ফোয়ারার ভাষ্কর কে? | |||
(a) রাশা | |||
(b) মৃণাল হক | |||
(c) নিতুন কুণ্ডু | |||
(d) হামিদুর রহমান | |||
Ans. c | |||
15. ‘Shortly’ means - | |||
(a) short | |||
(b) soon | |||
(c) small size | |||
(d) similar | |||
Ans. b | |||
16. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত? | |||
(a) ৮টি | |||
(b) ১০ টি | |||
(c) ৬টি | |||
(d) কোনোটিই নয় | |||
Ans. a | |||
17. জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করে? | |||
(a) নারীর উন্নয়ন | |||
(b) অর্থনৈতিক উন্নয়ন | |||
(c) দারিদ্র্য বিমোচনা | |||
(d) শিক্ষা উন্নয়ন | |||
Ans. c | |||
18. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? | |||
(a) সেমিকোলন | |||
(b) কোলন | |||
(c) হাইফেন | |||
(d) কমা | |||
Ans. a | |||
19. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? | |||
(a) ১২ নভেম্বর ১৯৯৭ | |||
(b) ২ ডিসেম্বর ১৯৯৭ | |||
(c) ১৬ ডিসেম্বর ১৯৯৭ | |||
(d) ২৫ ডিসেম্বর ১৯৯৭ | |||
Ans. b | |||
20. নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়? | |||
(a) ব্যাংক হার বৃদ্ধি | |||
(b) নগদ জমার অনুপাত বৃদ্ধি | |||
(c) খোলাবাজারে ঋণপত্র বিক্রয় | |||
(d) মুদ্রা সরবরাহ বৃদ্ধি | |||
Ans. d | |||
21. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কে?’ এই প্রবাদটির রচয়িতা কে? | |||
(a) মীর মশাররফ হোসেন | |||
(b) রোকেয়া সাখাওয়াত হোসেন | |||
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |||
(d) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
Ans. c | |||
22. ‘Justice delayed is justice denied’ was stated by | |||
(a) Shakespeare | |||
(b) Emerson | |||
(c) Gladstone | |||
(d) Disraeli | |||
Ans. c | |||
23. ১৯৭১ সালে রাজাকার বাহিনী প্রধান কে ছিলেন? | |||
(a) আব্দুস কাদের মোল্লা | |||
(b) এ কে এম ইউসুফ | |||
(c) মতিউর রহমান নিজামী | |||
(d) দেলওয়ার হোসেন সাঈদী | |||
Ans. c | |||
24. একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? | |||
(a) ৮% হ্রাস | |||
(b) ৮% বৃদ্ধি | |||
(c) ১০৮% বৃদ্ধি | |||
(d) ১০৮% হ্রাস | |||
Ans. b | |||
25. ‘সিএনজি’-এর অর্থ কি? | |||
(a) কার্বনমুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল | |||
(b) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব | |||
(c) সীসামুক্ত পেট্রল | |||
(d) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস | |||
Ans. d | |||
26. পাটের জীনরহস্য আবিষ্কারক বৈজ্ঞানিক কে? | |||
(a) ড. আইনুন নিশাত | |||
(b) ড. জাফর ইকবাল | |||
(c) ড. মাকসুদুল আলম | |||
(d) জামিলুল রেজা চৌধুরী | |||
Ans. c | |||
27. ৫০ টাকায় ৬টি করে আম ক্রয় করে ৫০ টাকায় ৫টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? | |||
(a) ১০% | |||
(b) ১২% | |||
(c) ২০% | |||
(d) ২৫% | |||
Ans. c | |||
28. What is meaning of ‘White Elephant’? | |||
(a) An elephant of white color | |||
(b) A hoarder | |||
(c) A very costly and troublesome possession | |||
(d) A black marketer | |||
Ans. c | |||
29. ‘বিদায় অভিশাপ’ কবিতাটি কার লেখা? | |||
(a) কাজী নজরুল ইসলাম | |||
(b) মাইকেল মধুসূদন দত্ত | |||
(c) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(d) বিহারীলাল চক্রবর্তী | |||
Ans. d | |||
30. সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? | |||
(a) সিলিকা বালু | |||
(b) চীনামাটি | |||
(c) চুনাপাথর | |||
(d) খনিজ বালি | |||
Ans. c | |||
31. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অর্জন করার কথা কোন সালে? | |||
(a) ২০১০ | |||
(b) ২০১৫ | |||
(c) ২০২০ | |||
(d) ২০২৫ | |||
Ans. b | |||
32. ‘Renaissance’ means- | |||
(a) the revival of learning | |||
(b) the revival of hard task | |||
(c) the revival of life | |||
(d) the revival of new country | |||
Ans. a | |||
33. আসাদ গেই কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? | |||
(a) ১৯৫২ সালে ভাষা আন্দোলনে | |||
(b) ১৯৬৬ সালে ৬ দফা আন্দোন | |||
(c) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ | |||
(d) ১৯৬৯ সালের গণঅভ্যত্থান | |||
Ans. d | |||
34. ৩, ৬, ১১, ১৮, ২৭ – এর পরবর্তী সংখ্যটি কত? | |||
(a) ৩৫ | |||
(b) ৩৮ | |||
(c) ৮৩ | |||
(d) ৪৮ | |||
Ans. b | |||
35. a + b + c = 0, হলে a³ + b³ + ³ এর মান কত? | |||
(a) 6abc | |||
(b) abc | |||
(c) 3abc | |||
(d) 9abc | |||
Ans. c | |||
নিচের গন্থগুলোর ক্ষেত্রে শুধু ‘কার লেখা’ লেখা ছিল। a, b, c কিংবা d এভাবে কোন বিকল্প উত্তর ছিল না। পরীক্ষার খাতায় সঠিক উত্তরটা লিখতে হবে। এখানে প্রশ্নগুলি নৈবক্তিক আকারে দেয়া হল। | |||
36. ‘মৃত্যুক্ষুধা’ এর রচয়িতা কে? | |||
(a) জীবনানন্দ দাশ | |||
(b) কাজী নজরুল ইসলাম | |||
(c) মাইকেল মধুসূদন দত্ত | |||
(d) সত্যেন্দ্রনাথ দত্ত | |||
Ans. b | |||
37. ‘চোখের বালি’ কার লেখা? | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) প্রথম চৌধুরী | |||
(c) শেখ ফজলুল করিম | |||
(d) বেনজির আহমেদ | |||
Ans. a | |||
38. ‘সাতটি তারার তিমির’ লেখকের নাম কি? | |||
(a) জীবানন্দ দাশ | |||
(b) মুকু্দরাম চক্রবর্তী | |||
(c) নির্মলেন্দু গুণ | |||
(d) মোহাম্মদ লুৎফর রহমান | |||
Ans. a | |||
39. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কে লিখেছেন? | |||
(a) শেখ মুজিবুর রহমান | |||
(b) মীর মশাররফ হোসেন | |||
(c) শামসুর রাহমান | |||
(d) কাজী নজরুল ইসলাম | |||
Ans. a | |||
40. ‘পদ্ম নদীর মাঝি’ কে লিখেছেন? | |||
(a) ভরতচন্দ্র তর্কালংকার | |||
(b) রামায়ণ তর্কালংকার | |||
(c) মানিক বন্দ্যোপাধ্যায় | |||
(d) যতীন্দ্রমোহন বাগচী | |||
Ans. c |