Read বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ Exam
1. বাংলাদেশের জাতীয় খেলা –
(a) ফুটবল
(b) ক্রিকেট
(c) কাবাডি
(d) ব্যাডমিন্টন
Ans. c
2. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
(a) আলালে ঘরের দুলাল
(b) ফুলমনি ও করুণার বিবরণ
(c) মৃত্যুক্ষুধা
(d) দুর্গেশনন্দিনী
Ans. d
3. আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত?
(a) দি হেগ
(b) জেনোভ
(c) ন্যরেনবাগ
(d) টোকিও
Ans. a
4. কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
(a) রাজশাহী
(b) ফরিদপুর
(c) রংপুর
(d) যশোর
Ans. d
5. Many scientists are still hoping ____ life on another planet.
(a) to have found
(b) to find
(c) to have been found
(d) finding
Ans. b
6. কোন সময়কে বাংলা সাহিত্যোর অন্ধকার যুগ বলা হয়?
(a) ৩১৫১-১৫০০
(b) ৬০০-৭৫০
(c) ১২০১-১৩৫০
(d) ৬০০-৯৫০
Ans. c
7. কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় -
(a) ইন্টারকম
(b) ইন্টারনেট
(c) টেলিগ্রাম
(d) ইন্টারসীট
Ans. b
8. Identify the faulty sentence –
(a) It is eleven thirty
(b) It is half past eleven
(c) It is quarter to past eleven
(d) It is eleven O’clock
Ans. c
9. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(a) ৪
(b) ৭
(c) ১১
(d) ১৪
Ans. c
10. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
(a) দিল্লী
(b) ইসলামাবাদ
(c) কাঠমান্ডু
(d) ঢাকা
Ans. c
11. log28 কত?
(a) 4
(b) 3
(c) 2
(d) 1
Ans. b
12. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
(a) ৮০ মিটার
(b) ৬০ মিটার
(c) ৪০ মিটার
(d) ২০ মিটার
Ans. b
13. f(x) = x ³ + Kx ² - 6x -9; K এর মান কত হলে f(3) = 0 হবে?
(a) 1
(b) -1
(c) 2
(d) 0
Ans. d
14. ‌'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) ফারসি
(b) আরবি
(c) বার্মিজ
(d) পর্তুগিজ
Ans. d
15. Choose the correct analogy of Colour : Spectrum.
(a) Liner: scale
(b) sound: waves
(c) verse: poem
(d) dimension: space
Ans. b
16. বাংলাদেশ সর্বদক্ষিণের উপজেলার নাম কি?
(a) ডুমুরিয়া
(b) কয়রা
(c) কলারোয়া
(d) টেকনাফ
Ans. d
17. They have ____ their support for our case.
(a) pledged
(b) disavowed
(c) provided
(d) defeered
Ans. a
18. Antonym of ‘famous’ is-
(a) distinguished
(b) immature
(c) obscure
(d) illiterate
Ans. c
19. ‌‘ঘেঁটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
(a) মোরমেদুল ইসলাম
(b) সুভাষ দত্ত
(c) হুমায়ূন আহমেদ
(d) চাষী নজরুল ইসলাম
Ans. c
20. ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
(a) ধ্বনিতত্ত্ব
(b) অর্থতত্ত্ব
(c) বাক্যতত্ত্ব
(d) রূপতত্ত্ব
Ans. d
21. সুষম বহুভূজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ² হলে এর বাহুর সংখ্যা কত?
(a) ৭
(b) ৮
(c) ৯
(d) ১০
Ans. b
22. স্থির পানিতে একটি নৌকার গতিকেগ ঘন্টার ৭ কি.মি। নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টার সময় লাগবে?
(a) ১০ ঘন্টা
(b) ১১ ঘন্টা
(c) ১২ ঘন্টা
(d) ৬ ঘন্টা
Ans. b
23. নিচের কোনটি নিত্যবৃও অতীত?
(a) পড়াতাম
(b) পড়ালাম
(c) পড়িয়েছিলাম
(d) পড়াব
Ans. a
24. The word ‘Intolerable’ is –
(a) verb
(b) conjunction
(c) adjective
(d) adverb
Ans. c
25. একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিটারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30 ° হলে মিনারটির উচ্চতা কত?
(a) 20 √3 মিটার
(b) 20 √3 মিটার
(c) 20 মিটার
(d) 10 √3 মিটার
Ans. b
26. I don’t mind ____ with the cooking but I am not going to wash the dishes.
(a) To help
(b) help
(c) helping
(d) for helping
Ans. c
27. Choose the synonym of ‘Disdain’.
(a) pain
(b) disappear
(c) scorn
(d) monograph
Ans. c
28. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
(a) বৈষ্ণব পদাবলী
(b) শ্রীকৃষ্ণকীর্তন
(c) চর্যাপদ
(d) ইউসুফ জুলেখা
Ans. c
29. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে?
(a) ১০৮% বৃদ্ধি
(b) ১০৮% হ্রাস
(c) ৮% বৃদ্ধি
(d) ৮% হ্রাস
Ans. c
30. তিন বিঘা করিডোরের আয়তন কত?
(a) ১৭৮ মিটার × ৮৫ মিটার
(b) ১৮৩ মিটার × ৮৭ মিটার
(c) ১৮৭ মিটার × ৯৩ মিটার
(d) ১৭৫ মিটার × ৭১ মিটার
Ans. a
31. একটির বড় বাক্সের মধ্যে ৪ টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪ টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
(a) ৩১টি
(b) ২৩টি
(c) ২১টি
(d) ১৮টি
Ans. c
32. ‌'সংবাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) সম্+বাদ
(b) সং+বাদ
(c) স+অংবাদ
(d) সমং+বাদ
Ans. a
33. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
(a) ২৫%
(b) ২০%
(c) ১৫%
(d) ১০%
Ans. d
34. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য –
(a) বেগম রাজিয়া বানু
(b) বেগম মতিয়া চৌধুরী
(c) আমেনা বেগম
(d) এদেঁর কেউ নন
Ans. a
35. রাশিয়া মুদ্রার নাম –
(a) ইউরো
(b) ডলার
(c) রুবল
(d) লিরা
Ans. c
36. একটি পাত্রের দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
(a) ১৪ লিটার
(b) ৬ লিটার
(c) ১০ লিটার
(d) ৪ লিটার
Ans. d
37. যদি a² + 1 = 51 হয় তবে a + 1 a এর মান কত?
(a) ± 9
(b) ±7
(c) ±5
(d) ±3
Ans. b
38. কোকিল এর সমার্থক শব্দ লিখুন
(a) কপোত
(b) পিক
(c) বসন্তদূত
(d) বিহংগ
Ans. bc
39. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) অপভ্রংশ
Ans. d
40. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) প্রমথ চৌধুরী
(c) প্যারীচাঁদ মিত্রা
(d) প্রমথানাথ বসু
Ans. b
41. I spent ____ with the patient.
(a) sometimes
(b) sometime
(c) some time
(d) sometimes
Ans. c
42. বাংলা ব্যাকরণের চলিত রীতির প্রবর্তক কে?
(a) বিশেষ্য পদ
(b) ক্রিয়া পদ
(c) বিশেষণ পদ
(d) সর্বনাম পদ
Ans. b
43. কোনটি বানানটি শুদ্ধ?
(a) আদ্যোক্ষর
(b) আদ্যক্ষর
(c) আদ্যখর
(d) আদ্যাক্ষর
Ans. b
44. শাপলা চত্বরের স্থাপিত কে?
(a) মৃণাল হক
(b) মাসুদ আহমেদ
(c) আবুল হোসেন
(d) আজিজুল জলিল পাশা
Ans. d
45. সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
(a) ১২৫০ টাকা
(b) ৩৯০ টাকা
(c) ১৩৯০ টাকা
(d) ১০৬৫ টাকা
Ans. c
46. Shakespeare’s “To be or not to be” is quoted from –
(a) Othello
(b) Macbeth
(c) Hamlet
(d) Henry
Ans. c
47. what is the meaning of the word ‘Statusquo’?
(a) equal status
(b) state affair
(c) high status
(d) the former state
Ans. b
48. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
(a) ৪৬
(b) ৩৬
(c) ৪৪
(d) ৫৪
Ans. c
49. “I never interfere ____ my grown up children,” Mrs. Chowdhury said.
(a) in
(b) with
(c) about
(d) at
Ans. b
50. ক - এর বেতন খ - এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ - এর বেতর ক - এর বেতন অপেক্ষা কত টাকা কম?
(a) ২৭ টাকা
(b) ২৫.৯৩ টাকা
(c) ৪০ টাকা
(d) ২৫.৫০ টাকা
Ans. b