Read Agrani Bank Limited Officer 2010 Exam
1. 'সারেং বৌ' উপন্যাসটির চরিত্র কোনটি?
(a) জয়গুন
(b) মজিদ
(c) সন্তু মিয়া
(d) রহিমা
(e) জমিলা
Ans. a
2. 'পরকে প্রতিপালন করে যে' - এক কথায় হবে
(a) পরভৃৎ
(b) পরভূত
(c) পরপোকারী
(d) প্রতিপালক
(e) প্রতিপোষক
Ans. a
3. 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?
(a) হাতে মাথা কাটা
(b) কপালে হাত দেওয়া
(c) হাতের লক্ষী পায়ে ঠেলা
(d) হাত কচলানো
(e) হাত কামড়ানো
Ans. b
4. দৃষ্টান্ত' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) দৃষ্টি + আন্ত
(b) দৃষ্টি + অন্ত
(c) দৃষ্ট + আন্ত
(d) দৃষ্ট + অন্ত
(e) দৃষ্টা + অন্ত
Ans. b
5. পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) পর + পর
(b) পরো + পর
(c) পর: + পর
(d) পরস: + পর
(e) পরস + পর
Ans. a
6. অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) অহো + রহো
(b) অহ + অহ
(c) অহো + অহ
(d) অহ + রহ
(e) অহঃ + রহ
Ans.
N.B. সঠিক উত্তর হবে অহঃ + অহ = অহরহ
7. _____ সেপ্টেম্বর নিরক্ষতা দিবস।
(a) ২রা
(b) ১২ই
(c) ৫ই
(d) ৮ই
(e) ৪ঠা
Ans. d
8. 'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) পুর + অধ্যক্ষ
(b) পুর + আধ্যক্ষ
(c) পুরা + আধ্যক্ষ
(d) পুর + অধ্যক্ষ
(e) পুরা + ধ্যক্ষ
Ans. a
9. 'Hybrid' শব্দের বাংলা পরিভাষা কি?
(a) উচ্চ ফলনশীন
(b) সঙ্কর
(c) কৃত্রিম প্রজনন
(d) উন্নত ফসল
(e) গবেষণার মাধ্যমে প্রাপ্ত
Ans. b
10. 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ -
(a) ছোট কপাল
(b) অদৃষ্টের পরিহাস
(c) মন্দ ভাগ্য
(d) সৌভাগ্যবান
(e) অদৃষ্টের পরিহাস
Ans. c
11. 'The rose is a fragrant flower' এর সঠিক অনুবাদ কোনটি?
(a) গোলাপ সুগন্ধি ফুল
(b) গোলাপ নয়ন নন্দন ফুল
(c) গোলাপ কোমল ফুল
(d) গোলাপ কাঁটাযুক্ত ফুল
(e) গোলাফ ক্ষণস্থায়ী ফুল
Ans. a
12. 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ -
(a) সদ্য মৃত
(b) ঘৃণার বস্তু
(c) ফেলনা
(d) দুর্বল
(e) অতি বৃদ্ধ
Ans. e
13. কোনটি শুদ্ধ?
(a) সৌজন্য
(b) সৌজনতা
(c) সৌজন্যতা
(d) সৌজন্বতা
(e) সৌজন্নতা
Ans. a
14. শুদ্ধ বানান কোনটি?
(a) কনীনিকা
(b) কনিনিকা
(c) কনিনীকা
(d) কর্নিনিকা
(e) উপরের কোনটিই নয়
Ans. a
15. ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
(a) ষষ্ঠ
(b) চতুর্থ
(c) তৃতীয়
(d) অষ্টম
(e) পঞ্চম
Ans. a