Subject Bengali
501. ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
(a) ষষ্ঠ
(b) চতুর্থ
(c) তৃতীয়
(d) অষ্টম
(e) পঞ্চম
Ans. a
502. অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) অহো + রহো
(b) অহ + অহ
(c) অহো + অহ
(d) অহ + রহ
(e) অহঃ + রহ
Ans.
N.B. সঠিক উত্তর হবে অহঃ + অহ = অহরহ
503. দৃষ্টান্ত' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) দৃষ্টি + আন্ত
(b) দৃষ্টি + অন্ত
(c) দৃষ্ট + আন্ত
(d) দৃষ্ট + অন্ত
(e) দৃষ্টা + অন্ত
Ans. b
504. 'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) পুর + অধ্যক্ষ
(b) পুর + আধ্যক্ষ
(c) পুরা + আধ্যক্ষ
(d) পুর + অধ্যক্ষ
(e) পুরা + ধ্যক্ষ
Ans. a
505. 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?
(a) হাতে মাথা কাটা
(b) কপালে হাত দেওয়া
(c) হাতের লক্ষী পায়ে ঠেলা
(d) হাত কচলানো
(e) হাত কামড়ানো
Ans. b
506. 'সারেং বৌ' উপন্যাসটির চরিত্র কোনটি?
(a) জয়গুন
(b) মজিদ
(c) সন্তু মিয়া
(d) রহিমা
(e) জমিলা
Ans. a
507. 'Hybrid' শব্দের বাংলা পরিভাষা কি?
(a) উচ্চ ফলনশীন
(b) সঙ্কর
(c) কৃত্রিম প্রজনন
(d) উন্নত ফসল
(e) গবেষণার মাধ্যমে প্রাপ্ত
Ans. b
508. ‘শাঁখের করাত’ - বাগধারাটির অর্থ কি?
(a) অবাস্তব
(b) সূক্ষ্ম কারুকাজ
(c) দর্প
(d) উভয় সংকট
(e) কোনোটিই নয়
Ans. d
509. ‘তিনি যখন চাঁদপুরে থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন’ - এটি কোন শ্রেণীর বাক্য?
(a) সরল বাক্য
(b) জটিল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাস বাক্য
(e) কোনোটিই নয়
Ans. b
510. সন্ধি বিচ্ছেদ করুন: ‘তিরস্কার’
(a) তিরস + কার
(b) তির + স্কার
(c) তিরঃ + কার
(d) তিরস: + কার
(e) কোনোটিই নয়
Ans. c
511. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি -
(a) আত্মজীবনী
(b) কাব্যগ্রন্থ
(c) উপন্যাস
(d) প্রবন্ধ সংকলন
(e) কোনোটিই নয়
Ans. c
512. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয়?
(a) ১৯৬১
(b) ১৯৮১
(c) ২০১১
(d) ২০১০
(e) কোনোটিই নয়
Ans. c
513. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
(a) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) প্রথম চৌধুরী
(c) সৈয়দ মুজতবা আলী
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
(e) কোনোটিই নয়
Ans. b
514. ‘সূর্য’ -এর প্রতিশব্দ কোনটি?
(a) অবনী
(b) নিশানাথ
(c) সবিতা
(d) উদক
(e) কোনোটিই নয়
Ans. a
515. এক কথায় প্রকাশ করুন: ‘নুপুরের ধ্বনি’-
(a) গর্জন
(b) কেকা
(c) কুহু
(d) নিক্কণ
(e) কোনোটিই নয়
Ans. d
516. বাক্য সংকোচন করুন: ‘শোনা মাত্র স্মরণ রাখতে পারে যে’:
(a) শ্রুতিধর
(b) জাতিস্মর
(c) স্মরণধর
(d) শ্রুতিধর
(e) কোনটিই নয়
Ans. a
517. নিচের কোনটি কবি জসীম উদ্দীনের রচনা নয়?
(a) ধানক্ষেত
(b) মধুমালা
(c) পদ্মাপার
(d) এক মুঠো
(e) কোনটিই নয়
Ans. d
518. উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
(a) হ্রস্ব ধ্বনি
(b) বিবৃত স্বরধনি
(c) সম্মুখ স্বরধনি
(d) পশ্চাৎ স্বরধনি
(e) কোনটিই নয়
Ans.
N.B. সম্ভবত সঠিক উত্তর নাই
519. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
(a) আগুন
(b) আরমারিও
(c) পিচাশ
(d) ইচ্ছে
(e) কোনটিই নয়
Ans. c
520. দ্রুত উচ্চারনের জন্য শব্দের আদি, অন্ত কোন স্বরধনি লোপ পেলে তাকে কি বলে?
(a) সমীভবন
(b) সম্প্রকর্ষ
(c) স্বরাগত
(d) স্বরসঙ্গতি
(e) কোনটিই নয়
Ans. b
521. কাজী নজরুল ইসলামের উপন্যাস 'মৃত্যুক্ষুধা' কাদের পটভূমিতে রচিত?
(a) বিপ্লবীদের
(b) জমিদার শোষকদের
(c) গরিব দুঃখীদের
(d) নিগৃহীত মহিলাদের
(e) কোনটিই নয়
Ans. d
522. শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
(a) মন্দির
(b) বড়দিদি
(c) শ্রীকান্ত
(d) মেজদিদি
(e) কোনটিই নয়
Ans. a
523. 'নেমেসিস' কোন ধরনের রচনা?
(a) নাটক
(b) উপন্যাস
(c) প্রবন্ধগ্রন্থ
(d) কাব্যগ্রন্থ
(e) কোনটিই নয়
Ans. a
524. 'মাথায়' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) মাথা + আয়
(b) মাথা + য়
(c) মাথা + অয়
(d) মাথা + এ
(e) কোনটিই নয়
Ans.
525. 'কাঁচি' কোন ধরনের শব্দ?
(a) আরবি
(b) ফরাসি
(c) হিন্দি
(d) তুর্কি
(e) কোনটিই নয়
Ans. d