Subject Bengali
1626. কোনটি রবীন্দ্রনাথের রচিত নাটক?
(a) চোখের বালি
(b) বলাকা
(c) ঘরে-বাইরে
(d) রক্তকরবী
Ans. d
1627. ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
(a) ৩৭
(b) ৩৯
(c) ৩১
(d) ৩৫
Ans. b
1628. কাজী নজরুল ইসলামের জন্মসন-
(a) ১৮৬১
(b) ১৮৭৬
(c) ১৮৯৯
(d) ১৮৮৬
Ans. c
1629. যা চেটে খেতে হয়-
(a) চোষ্য
(b) লেহ
(c) লেহ্য
(d) পেলব
Ans. c
1630. ‘হ্যামলেট’ নাটকের রচয়িতা হচ্ছেন-
(a) শেকসপিয়ার
(b) জর্জ বার্নার্ড শ
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) জহির রায়হান
Ans. a
1631. ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়-
(a) চাটুকার
(b) অপদার্থ
(c) অলস
(d) অকালপক্ব
Ans. b
1632. মৃতের মতো অবস্থা যার-
(a) জীবন্মৃত
(b) মুমূর্ষু
(c) মৃতবৎ
(d) আনমনা
Ans. b
1633. বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
(a) ৮টি
(b) ৯টি
(c) ১০টি
(d) ৭টি
Ans. a
1634. ঘোড়া গাড়ি টানে। এখানে ‘গাড়ি’-
(a) কর্মকারক
(b) কর্তৃকারক
(c) করণ কারক
(d) অপাদান কারক
Ans. a
1635. বাক্যের তিনটি গুণ কি কি?
(a) আকাঙ্কা, আসত্তি ও বিধেয়
(b) আকাঙ্কা, আসত্তি ও যোগ্যতা
(c) যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
(d) কোনোটিই নয়
Ans. b
1636. সমাস ভাষাকে কি করে?
(a) সংক্ষেপ করে
(b) বিস্তৃত করে
(c) অর্থপূর্ণ করে
(d) অর্থের রূপান্তর ঘটায়
Ans. a
1637. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
(a) বিশেষ্য
(b) বিশেষণ
(c) সর্বনাম
(d) বিশেষণের বিশেষণ
Ans. a
1638. কাঁচি কোন ধরনের শব্দ?
(a) আরবি
(b) ফারসি
(c) হিন্দি
(d) তুর্কি
Ans. d
1639. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
(a) দাতা
(b) কম খরচে
(c) দরিদ্র
(d) কৃপণ
Ans. d
1640. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ এখানে ‘মুখ’ বলতে কি?
(a) অনুভুতি
(b) গালি
(c) প্রত্যঙ্গ
(d) শক্তি
Ans. d
1641. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
(a) ক্লান্তিহীন
(b) অক্লান্ত
(c) অক্লান্ত কর্মী
(d) অবিশ্রাম
Ans. c
1642. একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
1643. উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমুহ কয়টি শ্রেণিতে বিভক্ত?
(a) ৫
(b) ৪
(c) ৩
(d) ৬
Ans. a
1644. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
(a) রাজাদেশ প্রাপ্তি
(b) স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
(c) রাজা ও সভাসদের মনোরঞ্জন করা
(d) রাজকবির দায়িত্ব পালন
Ans. b
1645. রোমান্টিক প্রণয়োপাখ্যান ‘ইউসুফ জোলেখা’র রচয়িতা কে?
(a) শাহ্ মুহম্মদ সগীর
(b) দৌলত উজীর বাহরাম খান
(c) আলাওল
(d) কাজী দৌলত
Ans. a
1646. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন -
(a) চণ্ডীদাস
(b) বড়ু চণ্ডীদাস
(c) দীন চণ্ডীদাস
(d) দ্বিজ চণ্ডীদাস
Ans. b
1647. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - চরণটি কার রচনা?
(a) বিহারীলাল চক্রবর্তী
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) মোহিতলাল মজুমদার
(d) সুকান্ত ভট্টাচার্য
Ans. b
1648. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
(a) যাযাবর
(b) পরশুরাম
(c) চরাসন্ধ
(d) বনফুল
Ans. d
1649. কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস-
(a) ২৭ আগস্ট
(b) ২৯ আগস্ট
(c) ২৩ আগস্ট
(d) ২৫ আগস্ট
Ans. b
1650. ক্রিয়ার মূল অংশকে বলা হয়-
(a) ধাতু
(b) প্রত্যয়
(c) বিভক্তি
(d) প্রাতিপদিক
Ans. a