Subject Bengali
1951. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
(a) Buddhist Mystic Songs
(b) চর্যাগীতিকা
(c) চর্যাগীতিকোষ
(d) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
Ans. a
1952. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
(a) দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদার
(b) হরপ্রসাদ শাস্ত্রী
(c) চন্দ্রকুমার দে
(d) দীনেশচন্দ্র সেন
Ans. c
1953. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
(a) রামনিধি গুপ্ত
(b) দাশরথি রায়
(c) এ্যান্টনি ফিরিঙ্গি
(d) রামপ্রসাদ সেন
Ans.
1954. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
(a) হুমায়ুন আজাদ
(b) হেলাল হাফিজ
(c) আসাদ চৌধুরী
(d) রফিক আজাদ
Ans. a
1955. “Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
(a) আইন
(b) প্রথা
(c) শুল্ক
(d) রাজস্বনীতি
Ans. b
1956. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
(a) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
(b) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
(c) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
(d) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
Ans. d
1957. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
(a) তৃতীয় বর্ণ
(b) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
(c) প্রথম ও দ্বিতীয় বর্ণ
(d) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
Ans. b
1958. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
(a) দেশি উপসর্গযোগে
(b) বিদেশি উপসর্গযোগে
(c) সংস্কৃত উপসর্গযোগে
(d) কোনটি নয়
Ans. a
1959. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
(a) মাত্রবৃত্ত
(b) অক্ষরবৃত্ত
(c) মুক্তক
(d) স্বরবৃত্ত
Ans. d
1960. নিচের কোনটি অশুদ্ধ?
(a) অহিংস-সহিংস
(b) প্রসন্ন-বিষন্ন
(c) দোষী-নির্দোষী
(d) নিষ্পাপ-পাপিনী
Ans. c
1961. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
(a) রহু চন্ডালের হাড়
(b) কৈবর্ত খন্ড
(c) ফুল বউ
(d) অলীক মানুষ
Ans. d
1962. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
(a) বুদ্ধদেব বসু
(b) দীনেশরঞ্জন দাশ
(c) সজনীকান্ত দাস
(d) প্রেমেন্দ্র মিত্র
Ans. b
1963. “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” – রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) অপনোদন অর্থে
(b) পূজা অর্থে
(c) বিলানো অর্থে
(d) উপহার অর্থে
Ans. b
1964. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।” – কে বলেছেন?
(a) মোতাহের হোসেন চৌধুরী
(b) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(c) প্রমথ চৌধুরী
(d) কাজী আব্দুল ওদুদ
Ans. a
1965. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?
(a) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
(b) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
(c) কোনটি চরাচরের, আর কোনটি নয়
(d) কোনটি আচার্যের, আর কোনটি নয়
Ans. b
1966. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
(a) শৈবধর্ম
(b) বৌদ্ধ সহজযান
(c) নাথধর্ম
(d) কোনটি নয়
Ans. c
1967. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
(a) বাংলা ধ্বনিবিজ্ঞান
(b) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
(c) ধ্বনিবিজ্ঞানের কথা
(d) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
Ans. d
1968. ‘জলে-স্থলে’ কী সমাস?
(a) সমার্থক দ্বন্দ্ব
(b) বিপরীতার্থক দ্বন্দ্ব
(c) অলুক দ্বন্দ্ব
(d) একশেষ দ্বন্দ্ব
Ans. c
1969. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
(a) যৌগিক স্বরধ্বনি
(b) তালব্য স্বরধ্বনি
(c) মিলিত স্বরধ্বনি
(d) কোনটি নয়
Ans. a
1970. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) বিস্ময় দ্বারা আপন্ন
(b) বিস্ময়ে আপন্ন
(c) বিস্ময়কে আপন্ন
(d) বিস্ময়ে যে আপন্ন
Ans. c
1971. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
(a) নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব
(b) অনূর্বর, উধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
(c) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
(d) রানি, বিকিরণ, দূরতিক্রম্য
Ans. a
1972. Ode কী?
(a) শোককবিতা
(b) পত্রকাব্য
(c) খন্ড কবিতা
(d) কোরাসগান
Ans. d
1973. বাংলাদেশ ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?
(a) মমতাজ উদদীন আহমদ
(b) আব্দুল্লাহ আল মামুন
(c) সেলিম আল দীন
(d) রামেন্দু মজুমদার
Ans. c
1974. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
(a) একাগ্রতায়
(b) সমান ব্যবহারে
(c) সমভাবনায়
(d) একযোগে
Ans. d
1975. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
(a) ১৯১০
(b) ১৯১১
(c) ১৯১২
(d) ১৯১৩
Ans. a