Subject Bangladesh Affairs
26. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংঙ্গিত?
(a) চট্টগ্রাম
(b) রাংগামাটি
(c) চাঁপাইনবাবগঞ্জ
(d) জামালপুর
Ans. c
27. রেলপথে ঢাকা থেকে খুলনার দুরত্ব কত?
(a) ৬২৭ কি. মি.
(b) ৫২৯ কি. মি.
(c) ৪২০ কি. মি.
(d) ৩০৭ কি. মি.
Ans. a
28. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
(a) ৬ টি
(b) ৫ টি
(c) ৪ টি
(d) ৩ টি
Ans. c
29. নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) জাপান
(c) দক্ষিন কোরিয়া
(d) জার্মানি
Ans. b
30. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে?
(a) ১৯৮২
(b) ১৯৮৫
(c) ১৯৭৫
(d) ১৯৭৯
Ans.
N.B. বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে। প্রথম UNIMOG এবং UNTAG শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
31. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?
(a) ১২১২
(b) ১২০০
(c) ১২০৪
(d) ১২১১
Ans. c
32. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?
(a) ৩১-১০-০৭
(b) ১-১১-০৭
(c) ৩-১১-০৭
(d) ১-১০-০৭
Ans. b
33. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
(a) সোনারগাঁয়ে
(b) মহাস্থানগর
(c) রংপুর
(d) সিলেট
Ans. a
34. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
(a) ইরান
(b) সৌদি আরব
(c) ইরাক
(d) কুয়েত
Ans. c
35. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
(a) ১৭০০ সালে
(b) ১৭৬২ সালে
(c) ১৭৯৩ সালে
(d) ১৯৬৫ সালে
Ans. c
36. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
(a) শায়েস্তা খাঁ
(b) নওয়াব সলিমুল্লাহ
(c) মির্জা আহমেদ খান
(d) মির্জা গোলাম পীর
Ans. c
37. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
(a) বিজয়পুরে
(b) রাণীগঞ্জে
(c) টেকেরহাটে
(d) বিয়ানীবাজারে
Ans. a
38. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
(a) সোমপুর বিহার
(b) ধর্মপাল বিহার
(c) জগদ্দল বিহার
(d) শ্রী বিহার
Ans. a
39. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
(a) মহাস্থানগড়ে
(b) শাহজাদপুরে
(c) নেত্রকোণায়
(d) রামপালে
Ans. a
40. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
(a) ১৭ এপ্রিল ১৯৭১
(b) ২৬ মার্চ ১৯৭১
(c) ১১ এপ্রিল ১৯৭১
(d) ১০ জানুয়ারি ১৯৭১
Ans. a
41. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(a) ৩:২
(b) ৫:৮
(c) ১০:৬
(d) ১০:৭
Ans. c
42. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
(a) রংপুর
(b) ফরিদপুর
(c) রাজশাহী
(d) যশোর
Ans. d
43. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
(a) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
(b) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
(c) সিলেটের বন ভূমি
(d) খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি
Ans. a
44. বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
(a) যমুনা
(b) পদ্মা
(c) ব্রক্ষপুত্র
(d) মেঘনা
Ans. d
45. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় -
(a) ১৯৮৫ সালে
(b) ১৯৮৬ সালে
(c) ১৯৮৭ সালে
(d) ১৯৮৪ সালে
Ans. b
46. মিশুকের স্থপতি কে ?
(a) মোস্তফা মনোয়ারা
(b) শামীম সিকদার
(c) হামিদুজ্জামান খান
(d) মঈনুল হোসেন
Ans. c
47. বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
(a) রংপুর
(b) ময়মনসিংহ
(c) ফরিদপুর
(d) টাংগাইল
Ans. c
48. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
(a) গঙ্গা
(b) ব্রক্ষ্মপুত্র
(c) করতোয়া
(d) মহানন্দা
Ans. c
49. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
(a) মালদ্ধীপ
(b) সদ্ধীপ
(c) হাতিয়া
(d) বরিশাল
Ans. d
50. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ?
(a) 4
(b) 5
(c) 6
(d) 2
Ans. a