Subject Bangladesh Affairs
676. কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
(a) IBRD
(b) ICAO
(c) WTO
(d) ILO
Ans. c
677. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
(a) সরকারি কর্মকমিশন
(b) জাতীয় মানবাধিকার কমিশন
(c) নির্বাচন কমিশন
(d) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
Ans. b
678. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী কোথায় অবস্থিত?
(a) দিনাজপুর
(b) নেত্রকোনা
(c) নওগাঁ
(d) পার্বত্য চট্টগ্রাম
Ans. b
679. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ কবিরেন’ বলা আছে?
(a) ১০ অনুচ্ছেদে
(b) ২৮(২) অনুচ্ছেদে
(c) ২১ অনুচ্ছেদে
(d) ২৭ অনুচ্ছেদে
Ans. b
680. বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলৎকরণ সম্পর্কে বলা আছে?
(a) ৩৯ ধারায়
(b) ৪৩ ধারায়
(c) ৪৪ ধারায়
(d) ৪৫ ধারায়
Ans. c
681. ‘Amicus Curiae’ অর্থ?
(a) আদালতের বন্ধু
(b) আদালতের পরামর্শদাতা
(c) আদালতের পণ্ডিতবর্গ
(d) আইন পণ্ডিত
Ans. a
682. কোনো ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়-
(a) ১৫৪ ধারায়
(b) ১৬৪ ধারায়
(c) ১৫৮ ধারায়
(d) ১০১ ধারায়
Ans. b
683. ‘মানবাধিকার’ বিষয়টি বিশ্বজনীন হয়-
(a) জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে
(b) ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে
(c) আন্তর্জাতিক মানবাধিকার বিল প্রতিষ্টার মাধ্যামে
(d) সবগুলো সঠিক
Ans. b
684. Adverse witness হলো-
(a) প্রতিকূল সাক্ষী
(b) যে পক্ষ আহবান করেন এবং সাক্ষী তার বিরুদ্ধে বলে
(c) হোস্টাইল সাক্ষী
(d) সবগুলো
Ans. b
685. ‘Void contract’ বলতে বুঝায় -
(a) বাতিল চুক্তি
(b) সর্বদাই বাতিল চুক্তি
(c) চুক্তি সম্পাদনের পর বিশেষ কারণে বাতিল চুক্তি
(d) সবগুলো সঠিক
Ans. a
686. দণ্ডবিধির কোন ধারায় গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না উল্লেখ আছে?
(a) ৬০ ধারায়
(b) ৬১ ধারায়
(c) ১৬৭ ধারায়
(d) ৬২ ধারায়
Ans. b
687. সাংবিধানিক সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হলো -
(a) লিখিত সংবিধান
(b) পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্ট হবে
(c) নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাসকৃত আইনের বৈধতা যাচাই করবে
(d) সবগুলো সঠিক
Ans. d
688. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়?
(a) ৪র্থ সাংবিধানিক সংশোধন
(b) ৮ম সাংবিধানিক সংশোধন
(c) ৬ষ্ঠ সাংবিধানিক সংশোধন
(d) ১০ম সংশোধনীর মাধ্যমে
Ans. b
689. কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়?
(a) ৭ম সংশোধনীর মাধ্যমে
(b) ৮ম সংশোধনীর মাধ্যমে
(c) ৯ম সংশোধীয়র মাধ্যমে
(d) ১০ সংশোধনীর মাধ্যমে
Ans. b
690. মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলায় ক্ষমতা দেয়া আছে?
(a) ধারা ৪৪ এ
(b) ধারা ৪৭ এ
(c) ধারা ১০২ এ
(d) ধারা ১০৩ এ
Ans. a
691. ‘Ground noun’ তত্ত্বের প্রবক্তা হলেন -
(a) অস্টিন
(b) কেলজন
(c) হল্যান্ড
(d) সালমন্ড
Ans. b
692. ‘Agent’ হিসেবে নিয়োগ পেতে পারে-
(a) ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তি
(b) যে কোনো ব্যক্তি
(c) চুক্তি সম্পাদনের ক্ষমতা রাখে যদি
(d) কেবল পরিচিতি ব্যক্তি
Ans. b
693. বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেয়া হয়েছে?
(a) ১০৭ ধারায়
(b) ৮২ ধারায়
(c) ১৫২ ধারায়
(d) ১৫৩ ধারায়
Ans. a
694. অপরাধ বলতে বুঝায় -
(a) আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন
(b) অপরের জন্য ক্ষতিকর কর্ম
(c) পূর্ব পরিকল্পিত ক্ষতিকর কর্ম সম্পাদন
(d) সবগুলো সঠিক
Ans. a
695. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ সম্পর্কে বলা হয়েছে?
(a) ৫০ ধারায়
(b) ৫৩ ধারায়
(c) ৫৫ ধারায়
(d) ৫৭ ধারায়
Ans. c
696. ‘আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গ্রহীত হয়-
(a) ১৯৮৯ সালে
(b) ১৯৯০ সালে
(c) ২০০০ সালে
(d) ২০০১ সালে
Ans. a
697. বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার? (সাল ২০১৪)
(a) ১১৯০
(b) ১১৪৪
(c) ১১৮০
(d) ১২০০
Ans. a
698. পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন?
(a) বৌদ্ধ সভ্যতার
(b) হিন্দু সভ্যতার
(c) খ্রিষ্টীয় সভ্যতার
(d) মুসলিম সভ্যতার
Ans. a
699. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে?
(a) ৪ টি
(b) ৬ টি
(c) ৫ টি
(d) ২ টি
Ans. a
700. বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে সর্বোচ্চ?
(a) বীর উত্তম
(b) বীর প্রতীক
(c) বীর শ্রেষ্ঠ
(d) বীর বিক্রম
Ans. c