Subject General Knowledge
51. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
(a) পদ্মা
(b) বঙ্গোপসাগর
(c) ব্রহ্মপুত্র
(d) মেঘনা
Ans. a
52. ইফটা (EFTA) বলতে বোঝায় -
(a) একটি বাণিজ্যিক গোষ্ঠী
(b) পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
(c) একটি বিমান সংস্থা
(d) একটি সামরিক চুক্তি
Ans. a
53. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -
(a) ৭ জুলাই
(b) ৯ মার্চ
(c) ৫ জুন
(d) ২১ মে
Ans. c
54. আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -
(a) W. Wilson
(b) Paul Haris
(c) Baden Powel
(d) H. Wilson
Ans. b
55. হাজার হ্রদের দেশ কোনটি?
(a) নরওয়ে
(b) ফিনল্যান্ড
(c) ইন্দোনেশিয়া
(d) জাপান
Ans. b
56. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা -
(a) ৪,০০,০০০
(b) ৪০,০০০
(c) ৪৪,০০০
(d) ৫৪,০০০
Ans. b
57. 'ট্রাফলগার স্কয়ার' কোন শহরে অবস্থিত?
(a) ওয়াশিংটন
(b) প্যারিস
(c) মস্কো
(d) লন্ডন
Ans. d
58. বার ভূঁঞার অন্যতম ঈশা খাঁ -এর রাজধানী কোথায় ছিল?
(a) ইসলামাবাদ
(b) ফরিদাবাদ
(c) জাহাঙ্গীরনগর
(d) সোনারগাঁ
(e) কোনটিই নয়
Ans. d
59. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা কত তারিখ ছিল?
(a) ১ ফাল্গুন
(b) ৮ ফাল্গুন
(c) ১৮ ফাল্গুন
(d) ১০ ফাল্গুন
(e) কোনটিই নয়
Ans. b
60. আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
(a) এশিয়া
(b) উত্তর আমেরিকা
(c) ইউরোপ
(d) আফ্রিকা
(e) কোনটিই নয়
Ans. a
61. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
(a) কাবাডি
(b) ক্রিকেট
(c) ফুটবল
(d) হকি
(e) কোনটিই নয়
Ans. a
62. আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
(a) বাংলাদেশ
(b) ভারত
(c) শ্রীলংকা
(d) পাকিস্তান
(e) কোনটিই নয়
Ans. b
63. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
(a) চট্টগ্রাম
(b) ঢাকা
(c) ময়মনসিংহ
(d) রংপুর
(e) কোনটিই নয়
Ans. d
64. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
(a) পরী বিবির মাজার
(b) ছোটকাটরা
(c) বড়কাটরা
(d) ষাট গম্বুজ মসজিদ
(e) কোনটিই নয়
Ans. a
65. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে?
(a) ১৬ ডিসেম্বর
(b) ২৬ মার্চ
(c) ১৪ ডিসেম্বর
(d) ৭ মার্চ
(e) কোনটিই নয়
Ans. c
66. এইডস রোগের ভাইরাস হল
(a) H1N1
(b) HIV
(c) H1N5
(d) H5N1
(e) কোনটিই নয়
Ans. b
67. কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা?
(a) এনোফিলিস
(b) এডিস
(c) কিউলেক্স
(d) সিসি
(e) কোনটিই নয়
Ans. a
68. নিচের কোন গ্যাসটি গ্রীন হাইজ গ্যাস নামে পরিচিত?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) কার্বন-ডাই-অক্সাইড
(e) কোনটিই নয়
Ans. d
69. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমার সীমান্ত আছে?
(a) খাগড়াছড়ি
(b) বান্দরবান
(c) রাঙামাটি
(d) কক্সবাজার
(e) কোনটিই নয়
Ans. c
70. ইউরোপের বেশিরভাগ দেশে কোন মুদ্রাটি চালু আছে?
(a) ডলার
(b) পাউন্ড
(c) ইউরো
(d) রুপি
(e) কোনটিই নয়
Ans. c
71. বাংলাদেশের মুক্তিযু্দ্ধে সাহসিকতার জন্য কতজন নারীরকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়?
(a) ১ জন
(b) ২ জন
(c) ৩ জন
(d) ৪ জন
(e) কোনটিই নয়
Ans. b
72. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে?
(a) ৪ নভেম্বর
(b) ১৬ ডিসেম্বর
(c) ২৩ অক্টোবর
(d) ৭ মার্চ
(e) কোনটিই নয়
Ans. a
73. 'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?
(a) শীতলক্ষা
(b) বুড়িগঙ্গা
(c) ধলেশ্বরী
(d) গোমতী
(e) কোনটিই নয়
Ans. b
74. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
(a) ১১
(b) ৮
(c) ৯
(d) ১০
(e) কোনটিই নয়
Ans. a
75. কোনটি পাখি নয়?
(a) সরালি
(b) ময়ূর
(c) পেঁচা
(d) বাদুর
(e) কোনটিই নয়
Ans. d