Subject General Knowledge
1426. NILG এর পূর্ণরূপ -
(a) National Information Legal Guide
(b) National Information of Local Government
(c) National Identity Licence Guide
(d) National Industrial League Group
Ans. b
1427. BRICS এর সদর দপ্তর কোথায়?
(a) সাংহাই
(b) মক্কো
(c) প্রিটোরিয়া
(d) নয়াদিল্লী
Ans.
1428. World development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
(a) UNDP
(b) World Bank
(c) IMF
(d) BRICS
Ans. b
1429. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
(a) ১৯৬৯
(b) ১৯৭১
(c) ১৯৭৫
(d) ১৯৭৮
Ans. a
1430. Black Lives Matter কি?
(a) একটি গ্রন্থের নাম
(b) একটি পানীয়
(c) বর্ণবাদ বিরোধী আন্দোলন
(d) একটি NGO
Ans. c
1431. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
(a) IPCC
(b) COP 21
(c) Green Peace
(d) Sierra Club
Ans. a
1432. IMF এর সদর দপ্তর অবস্থিত-
(a) ওয়াশিংটন ডিসি
(b) নিউইয়র্ক
(c) জেনেভা
(d) রোম
Ans. a
1433. জাতিসংঘের স্থায়ী সদস্যঃ
(a) জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
(b) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
(c) যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
(d) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
Ans. b
1434. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
(a) ২২ নটিক্যাল মাইল
(b) ৪৪ নটিক্যাল মাইল
(c) ২০০ নটিক্যাল মাইল
(d) ৩৭০ নট
Ans. c
1435. সোলোমান-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
(a) ভারত মহাসাগর
(b) প্রশান্ত মহাসাগর
(c) আটলান্টিক মহাসাগর
(d) আর্কটিক মহাসাগর
Ans. b
1436. ‘গ্রীন পীস’ যাত্রা শুরু করে-
(a) ১৯৪৫
(b) ২০১১
(c) ২০১৩
(d) ১৯৭১
Ans. d
1437. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
(a) NATO
(b) SALT
(c) NPT
(d) CTBT
Ans. a
1438. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
(a) ২৫%
(b) ৩৫%
(c) ৪৫%
(d) ৫৫%
Ans. a
1439. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক ও উপদেশ দিয়ে থাকে?
(a) IFC
(b) IBRD
(c) MIGA
(d) ICSID
Ans. a
1440. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
(a) ইটালী
(b) ইংল্যান্ড
(c) ফ্রান্স
(d) রাশিয়া
Ans. a
1441. ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(a) আফ্রিকার জোহানেসবার্গে
(b) ব্রাজিলের রিওডিজেনিরোতে
(c) ইটালির রোমে
(d) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
Ans. b
1442. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
(a) খেজুর পাম
(b) সাগু পাম
(c) নিপা পাম
(d) তাল পাম
Ans. c
1443. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
(a) ট্রপোমন্ডল (Troposphere)
(b) স্ট্রাটোমন্ডল (Stratosphere)
(c) মেসোমন্ডল (Mesosphere)
(d) তাপমন্ডল (Troposphere)
Ans. a
1444. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে?
(a) ২.০৫%
(b) ০.৬৮%
(c) ০.০১%
(d) ০.০০১%
Ans. b
1445. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
(a) মিয়ানমার
(b) চীন
(c) সিঙ্গাপুর
(d) ব্রুনাই
Ans. a
N.B. মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট। দেশটির দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রিদাংসুর নিম্নকক্ষের নাম পিথু হুততা ও উচ্চকক্ষের নাম অ্যমিয়োথা হুতাতাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাই –এর আইন সভা এককক্ষ বিশিষ্ট।
1446. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
(a) জেনেভা
(b) ভিয়েনা
(c) জেদ্দা
(d) বাগদাদ
Ans. a
N.B. ১৪ সেপ্টেম্বর ১৯৬০ গঠিত হয় Organization of the Petroleum Exporting Countries (OPEC)। প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।
1447. ‘খনার বচন’ –এর মূলভাব কি?
(a) লৌকিক প্রণয়সঙ্গীত
(b) শুদ্ধ জীবনযাবন রীতি
(c) সামাজিক মঙ্গলবোধ
(d) রাস্ট্র পরিচালনা নীতি
Ans. b
N.B. বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত ‘খনার বচন’ মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপন, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত। অজস্র খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জন-জীপনের সাথে মিশে আছে।
1448. পলাশির যুদ্ধ কবে সংগটিত হয়েছিল?
(a) জুন ২২, ১৭৫৭
(b) জুন ২৪, ১৭৫৭
(c) জুন ২৩, ১৭৫৭
(d) জুন ২৫, ১৭৫৭
Ans. c
N.B. নবাব সিরাজউদ্দৌলা এবং ইষ্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন ১৭৫৭ যে যুদ্ধ হয়েছিল তা পলাশীর যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলায় শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয়বরণ করেন।
1449. আধুনিক রাষ্টব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
(a) প্রাচীন গ্রীস সময়কাল
(b) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
(c) ১৬০০-১৮০০ সাল
(d) প্রাচীন রোম শাসনকাল
Ans. c
N.B. ১৬১৮-১৬৪৮ সময়কালে ত্রিশ বছরব্যাপী প্রথম সর্ব ইউরোপীয় যুদ্ধ সংঘটিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে, যাতে প্রায় আশি লক্ষ মানুষ প্রাণ হারায়। যুদ্ধের এ ভয়বহতা থেকে মুক্তি লাভের জন্য জার্মানির উত্তর-পশ্চিমের ওয়েস্টফ্যালিয়া নামক স্থানে ১৬৪৮ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপরিউক্ত দুই পক্ষ স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়, যেখানে রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, ধর্মবিম্বাস অনুযায়ী এক রাষ্ট্রে অন্য রাষ্ট্র কর্তৃক অভ্যন্তরীণ, বহিঃরাষ্ট্রের এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ না করার বিষয়ে নিশ্বয়তা দেয়া হয়েছে। ১৬৪৮ সাল থেকে ১৯৩৯ পর্যন্ত এবং স্নায়ুযুদ্ধের সময়কাল বাদে বর্তমান সময়েও রাষ্ট্রব্যবস্থা তথা আন্তর্জাতিক সম্পর্ক ওয়েস্টফ্যামিলয়া নীতি অনুযায়ীই চলছে।
1450. জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?
(a) হিলারি ক্লীন্টন
(b) থেরেসা মে
(c) শেখ হাসিনা
(d) এঞ্জেলা মার্কেল
Ans. c
N.B. ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (United Nations Environment Programme - UNEP) সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পয়ন অব দ্যা আর্থ’ খেতাব লাভ করেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ সাল বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. এ আতিক রহমান এ পুরস্কার লাভ করেন।