Review মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদর্শক ২০১৩ Exam
1. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে?
২৫ দিনে
৩৫ দিনে
৩০ দিনে
৪০ দিনে
Ans.
2. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
১৯৭২
১৯৭৩
১৯৭৫
১৯৭৭
Ans.
3. কোনটি তাপের একক?
ভোল্ট
ওয়াট
জুল
লিটার
Ans.
4. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়?
১৫-২০ মিনিট
১০-১১ মিনিট
২০-২৫ মিনিট
২৫-৩০ মিনিট
Ans.
5. জমিতে চুন প্রয়োগ করতে বলার কারণ-
মাটির এসিড প্রশমিত করে উর্বরতা বৃদ্ধি করা
জমিতে আগাছা ধ্বংস করা
জমির উচ্চতা বৃদ্ধি করা
কোনোটিই নয়
Ans.
6. ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা?
কথাসাহিত্য
কাব্য
প্রেমের গল্প
উপন্যাস
Ans.
7. ‘তপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান’ – বাক্যটি কোন ধরনের?
সরল
জটিল
যৌগিক
মিশ্র
Ans.
8. শাক রান্না করতে তেল রান্না দিয়ে রান্না করতে বলা হয় কারণ-
শাক যাতে পাতিলে লেগে না যায়
শাক রান্না সুবিধা হয়
শাকের ভিটামিন তেলে দ্রবীভূত হয়
শাক দ্রুত সিদ্ধ হয়
Ans.
9. রেচনতন্ত্র দেহের যে কাজ করে-
শ্বাস গ্রহণ
প্রজনন
বর্জ্য ত্যাগ
খাদ্য পরিপাক
Ans.
10. কোনো গাছের শিকড়, ডাল বা পাতা কেটে যে নতুন চারা গজায় তাকে বলে-
দাবা কলম
খন্ড কলম
জোড় কলম
চোখ কলম
Ans.
11. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণ যে গ্যাস ব্যবহার হয়-
নাইট্রোজেন
হিলিয়াম
নিয়ন
অক্সিজেন
Ans.
12. তুঁতে কয় অণু পানি থাকে?
৪ গুণ
৮ গুণ
৫ গুণ
১০ গুণ
Ans.
13. Fill in the gap:
He works too slowly ___ in time.
to complete
complete
for completing
in completing
Ans.
14. কোনটি শুদ্ধ বাক্য?
সাক্ষ্যদান
সাক্ষীদান
সাক্ষ্য বালা
সাক্ষ্য উপস্থিত
Ans.
15. Which one is the relative pronoun?
He
You
His
Who
Ans.
16. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
রাজবন্দীর রোজনামচা
দুর্দিনের যাত্রী
দুদির্নের দিনলিপি
জাপান যাত্রী
Ans.
17. সালোকসংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া, যেখানে তৈরি হয়-
O2
CO2
SO4
DNA
Ans.
18. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফূটে উঠে তা কিসের তৈরি?
এলইডি
সিলিকন চিপ
এলসিডি
আইসি
Ans.
19. ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৫মিটার সময় লাগে। ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরতে সময় লাগবে?
৫ মিনিট
১০ মিনিট
১৫ মিনিট
২০ মিনিট
Ans.
20. আয়তাকার বক্সের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
৯৮ মিটার
৯৬ মিটার
৯৪ মিটার
৯০ মিটার
Ans.
21. ২০০২ সংখ্যা কোন সংখ্যাগুচ্ছের ল. সা.গু নয়?
১৩, ৭৭, ৯১, ১৪৩
৭, ২২, ২৬, ৯১
২৬, ৭৭, ১৪৩, ১৫৪
২, ৭, ১১, ১৩
Ans.
22. ব্যাটসম্যান আউট হয়-
বল গালিতে ঠেলে দিলে
বল কাট করে দিলে
বল বাউন্ডারি হলে
হিট উইকেট হলে
Ans.
23. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে বলে-
ভর
সরণ
ত্বরণ
ওজন
Ans.
24. অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্যসামগ্রী, সেবাকর্ম, নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা হয় তাকে বলে?
পরোক্ষ প্রকৃত আয়
প্রত্যক্ষ প্রকৃত আয়
জোড় কলম
চোখ কলম
Ans.
25. উড়োজাহাজ - এর সাথে গরুগাড়ির যান্ত্রিক সাদৃশ্য হলো-
চাকা আছে
চলতে পারে
ব্যাকগিয়ার নাই
পাইলট দ্বারা পরিচালিত
Ans.
26. A – এর মান কত হলে ৯ – ১২x + Ax² একটি পর্ণবর্গ হবে?
8
6
9
4
Ans.
27. 64×8° = কত?
10
64
-10
-9
Ans.
28. পৃথিবীর ঘুর্ণনের ফলে জীবকূল ছিটকে পড়ে না কেন?
মহাকর্ষ
মাধ্যকর্ষণ বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
পৃথিবীর সঙ্গে জীব আবর্তনের জন্য
Ans.
29. কোনটির দেহের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নেই?
শৈবাল
ছত্রাক
ভাইরাস
ব্যাকটেরিয়া
Ans.
30. ‘গোরা’ উপন্যাসের লেখক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রমেশচন্দ্রসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
Ans.
31. Which is the correct spelling?
Orthopaedic
Orthopedic
Orthopadic
Orthopadyc
Ans.
32. মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত -
৯:৩:৩:১
৯:৭
৯:২:২:২
৯:৩:৪
Ans.
33. The word ‘advance’ is -
an adverb
a verb
a noun
an adjective
Ans.
34. ‘ফরমান’ শব্দের অর্থ কি?
বিবর
খবর
বর্বর
গহবর
Ans.
35. I would rather ___ coffee than tea.
with have
have
had
to have
Ans.
36. গর্ভকালীন সময়ের বিস্তৃতি হলো-
২৫০ - ২৬০ দিন
২৭০ - ২৮০ দিন
২৬০ - ২৭৫ দিন
২৪০ – ২৪৫ দিন
Ans.
37. উপসর্গের কাজ কি?
নতুন শব্দ গঠন করে
বিভক্তি নিরূপণ করে
যতি সংস্করণ করে
সর্বনাম তৈরি করে
Ans.
38. Which one is past indefinite tense?
He is drinking coffee
He drank coffee
He drink coffee
He was drinking coffee
Ans.
39. ‘Dog days’ means -
a time when dogs roan the street
quarrel
hot weather
a period of being care-free
Ans.
40. a 3 + b 3 = কত?
a 3 + 3 a 2 b + 3a b 2 + b 3
(a + b) 3 - 3ab(a + b)
(a + b) 3 + 3ab(a + b)
a 3 - 3 a 2 b + 3a b 2 + b 3
Ans.
41. কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার – সেই ক্ষেত্রে মানুষের হাত হলো-
CPU
প্রিন্টার
মাদার বোর্ড
UPS
Ans.
42. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে-
মূল মধ্যরেখা
আর্ন্তজাতিক তারিখ রেখা
মকরক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা
Ans.
43. আয়োডিন বেশি থাকে-
নদীর ইলিশ মাছে
সমুদ্রের ইলিশ মাছে
পদ্মার ইলিশ মাছে
হালদার ইলিশ মাছে
Ans.
44. ৮ জন পুরুষ একটি ১২ দিনে করতে পারে। দুই পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি প্রয়োজন?
৩১%
৩১ %
৩৩%
৩৩
Ans.
45. উদ্ভিদের বায়বীয় অংশ হতে পানি হারানোর জন্য দায়ী কে?
শ্বসন
ব্যাপন
নিষেক
শোষণ
Ans.
46. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
৫:৩ বা ১০:৬
:৩ বা ১০:৬
৫:৩ বা ১০:৬
৫:৩ বা ১০:৬
Ans.
47. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়?
২০০৯
২০১০
২০১১
২০১২
Ans.
48. ‘দুনীর্তি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে-
দুর + নীতি
দুঃ + নীতি
দুঃ + নীতি
দূর + নীতি
Ans.
49. পুষ্পারতি শব্দের অর্থ -
ফুলের ক্রন্দন
ফুলের ডালা
ফুলের মালা
ফুলের নিবেদন
Ans.
50. The phrase ‘At a stretch’ means-
long way
irregularly
decaying
without break
Ans.
51. যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে -
যান্ত্রিক মোটর
মোটর
তড়িৎ মোটর
তড়িৎ শক্তি
Ans.
52. কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়?
পারমাণবিক সংখ্যা
পারমাবিক ভর
পারমাণবিক ওজন
পারমাণবিক আয়ন
Ans.
53. দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ পানি অপেক্ষা ৮ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?
২ লিটার
৩ লিটার
৪ লিটার
৬ লিটার
Ans.
54. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে?
১০
১৫
২০
Ans.
55. টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহার করা হয়?
২টি
৫টি
৩টি
৭টি
Ans.
56. ৫ + ৮ + ১১ + ......... ধারাটির কোন পদ ৩০২?
৯১
৯৫
৯৮
১০০
Ans.
57. পানের মুল্য ২৫% বৃদ্ধি পাওয়া একটি পরিবার পান খাওয়া এমনভাবে কমালো যে পান বাবদ ব্যয় বৃদ্ধি হলো না। পান বাবদ খরচ শতকরা কত কমেছিল?
১৮%
১৯%
২০%
২১%
Ans.
58. ৫, ৭, ১১, ১৯, .... শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৬
৩০
৩৫
৪৩
Ans.
59. x ও y এর মানের গড় ১০ এবং z = ১৩ হলে, x, y, z এর মানের গড় কত হবে?
১১
১৮
১২
Ans.
60. ৪৮ মিটার উঁচু খুটিঁ ভেঙ্গে মাটির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুটিঁটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
১২ মিটার
১৪ মিটার
১৬ মিটার
১৮ মিটার
Ans.
61. রেডন কি ধরনের মৌল?
ননতেজন্ত্রিয়
হ্যালো তেজস্ত্রিয়
কঠিন
তেজস্ত্রিয়
Ans.
62. PH হলো -
এসিড নিদের্শক
ক্ষারীয় নিদের্শক
এসিড ও ক্ষারীয় নিদের্শক
এসিড, ক্ষীরীয় ও নিরপেক্ষ নিদের্শক
Ans.
63. Choose the right word for the sentence:
‘He divided the money ___ the two children’.
among
between
in between
over
Ans.
64. Genetic Engineering হলো-
জীন প্রকৌশল
পুর প্রকৌশল
নগর প্রকৌশল
তড়িৎ প্রকৌশল
Ans.
65. স্নায়ুবিকাশের সমস্যার একটি বিস্তৃত রূপকে বলে-
স্নায়ুরোগ
থেলাসেমিয়া
ব্রেনষ্ট্রোক
অটিজম
Ans.
66. বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে?
১৫ এপ্রিল ১৯৭১
১৬ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
১৮ এপ্রিল ১৯৭১
Ans.
67. প্রবল জোয়ারের কারণ, এ সময় -
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
পৃথিবী সূর্যের কাছে থাকে
Ans.
68. What is the antonym of ‘determine’?
Restore
Alert
Hesitate
Preserve
Ans.
69. AB দ্বারা বুঝি-
রক্তের গ্রুপ
রক্তের উপাদান
রক্তের কণিকা
রক্তের রস
Ans.
70. গুণবাচক বিশেষ্য কোনটি?
বহর
মধুরতা
সাহসী
দর্শন
Ans.
Total Question : 70
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0