Review Sonali Bank Limited Senior Officer 2014 Exam
1. নিচের কোনটি অপটিক্যাল ডিভাইজের উদাহরণ?
হার্ড হিস্ক (Hard Disk)
রেম (RAM)
সি পি ইউ (CPU)
সিডি ড্রাইভ (CD Drive)
Ans.
2. জাতিসংঘের পতাকার কোন দু’টি রং আছে?
নীল ও লাল
নীল ও সাদা
লাল ও সাদা
সবুজ ও সাদা
Ans.
3. পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন?
বৌদ্ধ সভ্যতার
হিন্দু সভ্যতার
খ্রিষ্টীয় সভ্যতার
মুসলিম সভ্যতার
Ans.
4. যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই -
সর্বসম্মত
অবিসংবাদী
ঐক্যমত
নির্বিরোধী
Ans.
5. বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে সর্বোচ্চ?
বীর উত্তম
বীর প্রতীক
বীর শ্রেষ্ঠ
বীর বিক্রম
Ans.
6. প্রতি 100 মিটার অন্তর রাস্তার একই পার্শ্বে যদি একটি বৈদ্যুতিক বাতি লাগানো হয়, তবে 1000 মিটার দীর্ঘ 4-সারি বিশিষ্ট (Lane) রাস্তার সকল পার্শ্বে বৈদ্যুতিক বাতি লাগাতে মোট কতটি বাতির প্রয়োজন হবে?
40
50
44
55
Ans.
7. একটি সম্পত্তির 7 8 অংশ 2 পুত্র ও 3 কন্যার মধ্যে এমনভাবে বন্টন করা হল যার ফলে প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রের অর্ধেক পায়। প্রত্যেক পুত্র সম্পত্তির কত অংশ পেল?
1 4
1 8
3 4
5 8
Ans.
8. 120 টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে, পঁচিশ পয়সার মুদ্রার ও দশ পয়সার মুদ্রার সংখ্যা কত?
100 টি ও 20 টি
90 টি ও 30 টি
80 টি ও 40 টি
70 টি ও 50 টি
Ans.
9. P এবং Q একটি কাজ একা সম্পন্ন করতে সময় লাগে যথাক্রমে 15 দিন ও 10 দিন। তারা একসঙ্গে কাজটি 3 দিন করার পর P অন্যত্র চলে যায়। অবশিষ্ট কাজ Q একা সম্পন্ন করে। সমগ্র কাজটি সমাপ্ত হতে কত সময় লাগে?
3 দিন
4 দিন
5 দিন
8 দিন
Ans.
10. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
১৭৫৩ সালে
১৭৫৭ সালে
১৮০৩ সালে
১৮৫৭ সালে
Ans.
11. কংকা টিভির মূল্য 20% হ্রাস করার ফলে যদি উহার বিক্রয়ের পরিমাণ ৫০% বৃদ্ধি পায়, তাহলে কোম্পানীর বিক্রয় খাতে অর্জিত রাজস্ব আয়ে পরিবর্তনের হার কিরূপ হবে?
25% বৃদ্ধি
22% বৃদ্ধি
20% বৃদ্ধি
19% বৃদ্ধি
Ans.
12. বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার? (সাল ২০১৪)
১১৯০
১১৪৪
১১৮০
১২০০
Ans.
13. বঙ্গভঙ্গ রহিত করা হয কোন সালে?
১৯০৫ সালে
১৯০১ সালে
১৯১১ সালে
১৯১৩ সালে
Ans.
14. ‘পদ্মাবতী’ কাব্যের লেখক কে?
বিদ্যাপতী
গোবিন্দ দাস
আবুল হাসান
আলাওল
Ans.
15. ‘নীল-দর্পন’ gdjfনাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
ঢাকা
কলকাতা
মুর্শিদাবাদ
যশোর
Ans.
16. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
কিউলেস
এডিস
এ্যানোফিলিস
সব ধরনের মশা
Ans.
17. কোন বানানটি অশুদ্ধ?
শারীরিক
বাল্মিকী
উধ্বমুখী
হরিণ
Ans.
18. নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইজ (Input device)?
সি আর টি মনিটর (CRT Motitor)
স্পিকার (Speaker)
প্রিন্টার (Printer)
কী-বোর্ড (Key-Board)
Ans.
19. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
১৭ ই জুন
৭ ই ফেব্রুয়ারী
১৭ ই মার্চ
১৭ ই এপ্রিল
Ans.
20. প্রথম বাংলা পত্রিকা কোনটি?
কল্লোল
প্রভাকর
সংবাদ
দিক দর্শন
Ans.
21. 57° এর পূরককোণ কত?
123°
303°
180°
33°
Ans.
22. বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে -
ই-নিউজ (E-news)
বিডি-নিউজ (Bd-News)
এন টিভি নিউজ (NTV-News)
প্রথম আলো নিউজ (Protom Alo-News)
Ans.
23. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
একক
একত্র
একাকিত্ব
একত্রিত
Ans.
24. ‘হাত চালাও’ dএই বাগধারাটির অর্থ কী?
মার দাও
সাহায্য চাও
দক্ষ হও
তাড়াতাড়ি কর
Ans.
25. ‘ভানুসিংহ’ কার ছদ্ম নাম?
রবীন্দ্রনাথ
মধুসূদন
শরৎচন্দ্র
বঙ্কিমচন্দ্র
Ans.
26. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
VAST
শব্দ তরঙ্গ
চুম্বক তরঙ্গ
অপটিক্যাল ফাইবার
Ans.
27. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
মতিচুর
পদ্মরাগ
পদ্মিনী
সুলতানার স্বপ্ন
Ans.
28. A person who writes plays is called a
play-write
play writer
playwright
player
Ans.
29. কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন
সায়ত্ত্বশাসন
স্বায়ত্বশাসন
সায়ত্বশাসন
Ans.
30. ∜x × x 1 4 এর সঠিক মান কোনটি?
√x
x
x 1 4
1
Ans.
31. ATM এর পূর্ণরূপ হচ্ছে -
Alternative Teller Machine
Automatic Transfer Money
Automated Teller Machine
All Time Money
Ans.
32. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
জয়নুল আবেদিন
হাসেম খান
হামিদুর রহমান
Ans.
33. নিম্নের কোনটি সেকেন্ডারি ষ্টোর ডিভাইজ (Secondary Store Device) এর উদাহরণ নয়?
হার্ড হিস্ক (Hard disk)
রেম (RAM)
ম্যাগনেটিক টেপস্ (Magnetic tapes))
সি ডিস (CDs)
Ans.
34. ‘শকট’ শব্দের অর্থ -
মাছ
মাছের আঁশ
গাড়ি
ময়ূর
Ans.
35. ‘কলা দেখানো’ বাগধারার অর্থ -
লোভ দেখানো
প্রলুদ্ধ করা
ফাঁকি দেওয়া
উদ্বুদ্ধ করা
Ans.
36. কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে -
এ এল ইউ (ALU)
মেমরি
ক্যাশ মেমরি
কন্ট্রোল ডিভাইস
Ans.
37. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন একটি কোণের পরিমাণ 40° হলে অপর কোনটির পরিমাণ কত হবে?
23°
150°
50°
60°
Ans.
38. বিখ্যাত ‘কাজলা’ কি বা কে?
একটি কবিতা
একটি উপন্যাস
কায়কোবাদের জন্মস্থান
মধুসূদনের পত্নী
Ans.
39. একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ। যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহনের করে, তবে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহন করে?
80
78
76
72
Ans.
40. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান সদস্য দেশ কতটি? (সাল ২০১৪)
১৫৭ টি
১৫৮ টি
১৫৯ টি
১৬০ টি
Ans.
41. Which of the following plays is by William Shakespeare?
Desire Under the Elms
Measure of Measure
Pygmalion
Cocktail Party
Ans.
42. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে কত টাকা 12 বছরে সুদে-আসলে 1248 টাকা হবে?
700 টাকা
750 টাকা
780 টাকা
800 টাকা
Ans.
43. ‘বেনাগিজ’ শহর কোথায় অবস্থিত?
মিশর
লিবিয়া
সিরিয়া
ইরাক
Ans.
44. ‘মেঘনাদবদ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
১৮৫২
১৮৫৩
১৮৬১
১৮৬৪
Ans.
45. John Keats is known as a Romantic poet. So is (choose one name)
T. S. Eliot
Lord Tennyson
Lord Byron
G. M. Hopkins
Ans.
46. VAST বলতে কি বুঝায়?
Very Swift Automatic Terminal
Very Standard Automobile Test
Very Small Apparatus Terminal
Very Static Aligned Terminal
Ans.
47. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার
সিসমোমিটার
ল্যাকটোমিটার
থার্মোমিটার
Ans.
48. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
হোয়াংহো
নীল
আমাজন
কঙ্গো
Ans.
49. 180° < A < 360° হলে ∠a কোন প্রকারের কোণ?
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থূলকোণ
প্রবৃদ্ধকোণ
Ans.
50. 3 -3 এর মান নিচের কোনটি?
1 9
27
1 3
1 27
Ans.
51. চন্ডীদাস কোন যুগের কবি?
প্রাচীন যুগ
মধ্য যুগ
আধুনিক যুগ
উত্তর-আধুনিক যুগ
Ans.
52. Transferring part of management responsibility to a third party is called
brokering
outsourcing
merchandizing
forwarding
Ans.
53. নিচের কোনটি সিষ্টেম সফটওয়ারের উদাহরণ?
ফারা ফক্স (Fire Fox)
নোটপেড (Notepad)
উইন্ডোজ ৯৮ (Windows 98)
এভিরা (Avira)
Ans.
54. মানবাধিকার দিবস পালিত হয় কবে?
২৬ শে জুন
১ লা মার্চ
১ লা মে
১০ ই ডিসেম্বর
Ans.
55. কম্পিউটারের মেমোরি নিম্নের কোনটি?
কী-বোর্ড
মাইক্রোপ্রসেসর
রম (ROM)
মাদার বোর্ড
Ans.
56. ‘Prima facie’ means
at first view
main cause
prime figure
prime accused
Ans.
57. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
যুক্তরাষ্ট্র
সুইডেন
যুক্তরাজ্য
ডেনমার্ক
Ans.
58. The word ‘subterfuge’ means
Subtlety
cunning
simplicity
trickery
Ans.
59. কোন রচনার জন্য নজরুলের জেল হয়?
অগ্নি-বীণা
বিদ্রোহী
প্রলয়-শিখা
আনন্দময়ীর আগমনে
Ans.
60. যদি x y = y -1 হয়, তবে x এর মান কোনটি হবে?
1
y -1
1 y
Ans.
61. ‘বঙ্কিম’ – এর বিপরীতার্থক শব্দ -
রক্তিম
ক্লেদাক্ত
ঋজু
বাঁকা
Ans.
62. William Shakespeare was an English dramatist and poet of the ____ century.
fifteenth
sixteenth
fourteenth
seventeenth
Ans.
63. Who among the following is not a recipient of the Nobel in literature?
Rabindranath Tagore
W. B. Yeats
T. S. Eliot
Robert Browning
Ans.
64. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
মাইক্রোফোন
সিডি ড্রাইভ
মনিটর
জয়ষ্টিক
Ans.
65. OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৬৭ সালে
১৯৬৯ সালে
১৯৪৭ সালে
১৯৮৩ সালে
Ans.
66. কোনটি মাদার বোর্ড (Mother Board) এর অংশ নয়?
সি পি ইউ (CPU)
মেমোরি
পাওয়ার সাপ্লাই
রেজিস্ট্রার
Ans.
67. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
কয়লা
গ্যাস
চুনাপাথর
সাদামাটি
Ans.
68. একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয় -
Dot per second
Dot per inch
Dot matrix per minute
Dot printed per sq. inch
Ans.
69. Who wrote the introduction to Rabindranath Tagore’s Song offerings (also known as English Gitanjaliji)?
T. S. Eliot
W. H. Auden
Ezra Pound D
W. B. Yeats
Ans.
70. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
বুধ
শুক্র
মঙ্গল
বৃহস্পতি
Ans.
71. Apple প্রযুক্তির সাথে নিম্নের কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
এ্যাডওয়ার্ড স্নোডেন
ফিলিপ কটলার
স্টিভ জবস
মাইকেল শুমেকারপ
Ans.
72. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে?
৪ টি
৬ টি
৫ টি
২ টি
Ans.
73. ওয়াল ষ্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
জুয়েলারী শিল্পে
শেয়ার বাজার
সংবাদ প্রকাশনার সংস্থা
বিমান বন্দর
Ans.
74. কোনটি বাংলা উপসর্গ/
পরা
প্রতি
হর
অনা
Ans.
75. 4 n = 64 হলে n এর মান নিচের কোনটি হবে?
0
1
3
4
Ans.
76. (a – b)(a – b) = কত?
a² - b²
a² - 2ab + b²
a² + 2ab + b²
a² + b²
Ans.
77. Renal failure means
kidney failure
heart failure
collapse of the lungs
severe low blood pressure
Ans.
78. ‘শেষের কবিতা’ উপন্যাস হলে ‘শেষে লেখা’ কি?
উপন্যাস
কাব্য
ছোট গল্প
নাটক
Ans.
79. ‘INF’ কোন ধরনের ফাইল?
সিস্টেম ফাইল
ইমেজ ফাইল
হাইপারটেক্সট ফাইল
ডকুমেন্ট ফাইল
Ans.
80. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
১৯১২
১৯১৩
১৯১৬
১৯০৮
Ans.
Choose the appropriate options to complete the sentences.
81. Today ____ people who enjoy cricket is bigger than that of thirty years ago.
number of
a great deal of
many
the number of
Ans.
82. Heavy fines and jail sentence have made ____ difference in preventing elephant poaching.
a few
many
little
the number of
Ans.
Fill in the blanks:
83. _____ physicist, Gabriel Fahrenheit, invents the mercury thermometer in 1714.
There is
it is
the
it is the
Ans.
84. Neither of the two men wants ____ son educated.
their
his
them
its
Ans.
85. The fire in the museum resulted in ____ damage.
intensive
expensive
abrasive
extensive
Ans.
86. You’ll remember to call me, ____?
will you
would you
won’t you
would not you
Ans.
87. I remember ____ the race.
the horse’s wining the race
the horse to win
the horse wining
the horse will win
Ans.
88. A basket of apples ____ been sold.
have
has
having
haven’t
Ans.
89. She couldn’t stop _____.
laughing
to laugh
laugh
laughter
Ans.
90. He ____ that he’s millionaire, but don’t believe him.
admits
attempts
screams
claims
Ans.
Find the matching part of words according to the logic of pairing in Doctor Hospital:
91. .
Teacher : library
Patient : Dispensary
Bee : Flower
Teller : Bank
Ans.
92. .
Farmer : Village
Chef : Kitchen
Water : Reservoir
Plumber : Wrench
Ans.
Provide the appropriate synonym:
93. Frugal
Careful
Economical
Profligate
Ideal
Ans.
94. Intermittent
Continuous
Irregular
Immediate
Constant
Ans.
Provide the correct antonym:
95. Permanent
Evanescent
Temporal
Persistent
Short
Ans.
96. Destitute
Affected
Wealthy
Indifferent
Indigent
Ans.
Supply the appropriate preposition:
97. The bank will compensate the customer ____ his loss.
at
for
to
of
Ans.
98. Supply minister arrived _____ a decision last night.
over
in
at
on
Ans.
What do the underlined words mean:
99. Drink only tepid water.
cold
slightly warm
slightly cold
hot
Ans.
100. Some felt the law would impinge on the rights of others.
change
trespass
enlarge
facilitate
Ans.
Total Question : 100
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0