Read Bangladesh Krishi Bank Limited Data Entry Control Operator 2012 Exam
1. What does “Fauna” mean?
(a) Animal
(b) Flower
(c) Plant
(d) None of these
Ans. a
2. Mark the part in the following sentence that needs correction: Circumstance were so a that I could neither b stay not come c out d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. a
3. ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
(a) ক্ষুৎ + আর্ত
(b) ক্ষুধা + আর্ত
(c) ক্ষুধা + ঋত
(d) ক্ষুধ + আর্ত
Ans. c
4. ‘বিষাদ সিন্ধু’ কে রচনা করেন?
(a) কায়কোবাদ
(b) মীর মশাররফ হোসেন
(c) ইসমাইল হোসেন সিরাজী
(d) মোজাম্মেল হক
Ans. b
5. মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে?
(a) মস্তিষ্ক
(b) রক্ত
(c) হৃৎপিন্ড
(d) ফুসফুস
Ans. c
6. Which one is conjunction?
(a) And
(b) Of
(c) In
(d) ON
Ans. a
7. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত -
(a) নিউইয়র্ক
(b) লন্ডন
(c) রোম
(d) ব্যাংকক
Ans. c
8. ‘গাহী সাম্যের গান, ধরণীর হাতে দিন যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার অংশ?
(a) নারী
(b) সামীবাদী
(c) জীবন-বন্দনা
(d) মানুষ
Ans. c
9. উইমবলডন কোন খেলার জন্য বিখ্যাত?
(a) ফুটবল
(b) টেনিস
(c) ক্রিকেট
(d) গলফ
Ans. b
10. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
(a) ২ লিটার
(b) ৪ লিটার
(c) ৬ লিটার
(d) ১০ লিটার
Ans. a
11. ফল কৃত্রিমভাবে পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস -
(a) এ্যাসিটিলিন
(b) ইথার
(c) ইথাইলিন
(d) এ্যাসোনিয়া
Ans. c
12. বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা (২০১২ সাল পর্যন্ত) -
(a) ৪
(b) ৫
(c) ৭
(d) ৬
Ans. c
13. ‘অভিরাম’ – এর সমার্থক শব্দ কোনটি?
(a) অভিভূত
(b) রমনীয়
(c) সাদৃশ্য
(d) অভিরুচি
Ans. b
14. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
(a) ৩৪০
(b) ৩৪১
(c) ৩৪২
(d) ৩৪৪
Ans. b
15. The opposite of the word “Benign” is -
(a) Harmless
(b) Harmful
(c) Kind
(d) Honest
Ans. b
16. ‘এইসব দিনরাত্রি’ নাটকের রচয়িতা কে?
(a) হুমায়ূন আহমেদ
(b) শামসুল হক
(c) ইমদাদুল হক মিলন
(d) হুমায়ুন আজাদ
Ans. a
17. সবচেয়ে কঠিন পদার্থ -
(a) সোনা
(b) রুপা
(c) হীরা
(d) প্লাটিনাম
Ans. c
18. Which one of the following words is a plural number?
(a) Datum
(b) Mouse
(c) Errata
(d) Bacterium
Ans. c
19. ‘অপঙক্তেয়’ এর বিপরীত শব্দ কোনটি?
(a) অতুলনীয়
(b) ঘরোয়া
(c) সামাজিক
(d) পংক্তিহীন
Ans. a
20. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(a) ৪
(b) ৯
(c) ১২
(d) ১৬
Ans. b
21. যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে?
(a) জেফারসন
(b) ওবামা
(c) কেনিডি
(d) মার্টিন লুথার কিং
Ans. b
22. Indicate the correct spelling -
(a) Harmonyus
(b) Hermonias
(c) Harmonious
(d) Harminius
Ans. c
23. বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ -
(a) ভুটান
(b) নেপাল
(c) শ্রীলংকা
(d) ভারত
Ans. d
24. কোন বানানটি শুদ্ধ?
(a) মূমর্ষু
(b) মুমূর্ষু
(c) মূমুষ
(d) মুমূর্ষ
Ans. b
25. f(x) = x 3 + k x 2 - 6x – 9; k – এর মান কত হলে f(3) = 0 হবে?
(a) 1
(b) -1
(c) 2
(d) 0
Ans. d
26. ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ কী?
(a) দুধ খাওয়া মাছি
(b) দুধে বসা মাছি
(c) সুসময়ের বন্ধু
(d) অসময়ের বন্ধু
Ans. c
27. ‘পদ্মা নদীর মাঝি’ কী ধরনের রচনা?
(a) উপন্যাস
(b) ভ্রমণকাহিনী
(c) রম্যরচনা
(d) নাটক
Ans. a
28. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
(a) মাইকেল মধুসূধন দত্ত
(b) দীনবন্ধু মিত্র
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) গিরিশচন্দ্র ঘোষ
Ans. a
29. অভিধানে কোন্ শব্দটি আগে বসবে?
(a) চাঁদা
(b) চানা
(c) চালা
(d) চাঁটি
Ans. d
30. The word “Infectious” is?
(a) Noun
(b) Verb
(c) Adverb
(d) Adjective
Ans. d
31. ইলেকট্রন কে আবিস্কার করেন?
(a) রাদারফোর্ড
(b) নীলস বোর
(c) থমসন
(d) নিউটন
Ans. c
32. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা – কে কী বলা হয়?
(a) ব্যাস
(b) ব্যাসার্ধ
(c) বৃত্তাচাপ
(d) পরিধি
Ans. a
33. ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) ৪৫%
(b) ৪৮%
(c) ৫২.৭৫%
(d) ৫৬.২৫%
Ans. d
34. কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?
(a) পাকা বাড়ি
(b) পাকা রং
(c) পাকা কাজ
(d) পাকা আম
Ans. d
35. কোন্ শব্দটি ফারসি?
(a) মুসাফির
(b) ত্কদির
(c) পেরেশান
(d) মজলুম
Ans. c
36. বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি?
(a) বীর বিক্রম
(b) বীরশ্রেষ্ঠ
(c) বীরোত্তম
(d) বীরঙ্গনা
Ans. b
37. প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যজিত রায়
(c) ড. ইউনূস
(d) তারাশংকর বন্দোপাধ্যায়
Ans. a
38. মাদ্রিদ কোন দেশের রাজধানী?
(a) স্পেন
(b) বেলজিয়াম
(c) ফ্রান্স
(d) ইতালী
Ans. a
39. আন্তর্জাতিক ধান গবেষক ইনস্টিটিউট অবস্থিত -
(a) টোকিও
(b) ব্যাংকক
(c) ম্যানিলা
(d) ঢাকা
Ans. c
40. Please see the answer _____ page 10
(a) in
(b) on
(c) of
(d) about
Ans. b