Read প্রধানমন্ত্রীর কার্যালয় সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ Exam
1. ‘Let there be light’ কার প্রমাণ্য চিত্র?
(a) তাকের মাসুদ
(b) জহির রায়হান
(c) সুভাষ দত্ত
(d) আলগীর কবির
Ans. b
2. ‌‌‘উপরোধ’ শব্দের অর্থ কী?
(a) প্রতিরোধ
(b) অনুরোধ
(c) উপস্থান
(d) উপযোগী
Ans. b
3. ‌‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
(a) নিষ্ঠা
(b) সদাচার
(c) সততা
(d) সংযম
Ans. b
4. জাপানের ফুকুশিমা পারমাণিক শক্তি উৎপাদন কেন্দ্রে কত গুলো রিঅ্যাক্টর ছিল?
(a) ৪টি
(b) ৫টি
(c) ৬টি
(d) ১০টি
Ans. c
5. কোনটি বানানটি শুদ্ধ?
(a) সান্ত্বনা
(b) শান্তনা
(c) স্বন্তনা
(d) শ্বান্তনা
Ans. a
6. কোন দেশটি দুটি মহাদেশে পড়ছে?
(a) মেক্সিকো
(b) সুদান
(c) জর্দান
(d) কোনোটিই নয়
Ans. d
7. What kind of sentence is – ‘Fight till you die’?
(a) simple
(b) complex
(c) compound
(d) complex-compound
Ans. b
8. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণক্ষমতা কত?
(a) ২৯২ টন
(b) ২২০ টন
(c) ২০০ টন
(d) ১২০ টন
Ans. c
9. ‌‌‌‌‍‌‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
(a) পর্তুগিজ
(b) ফরাসি
(c) ইংরেজী
(d) তুর্কি
Ans. d
10. ‌‘লক্ষ প্রাণের বিনিময়ে’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) সৈদয় শামসুল হক
(b) হুমায়ূন আহমেদ
(c) রফিকুল ইসলাম বীর উত্তম
(d) সেলিনা বেগম
Ans. c
11. The synonym of ‘trendy’ is –
(a) elegant
(b) stylist
(c) attractive
(d) stunning
Ans. b
12. ময়নামতির পূর্বনাম কি?
(a) সিংহজানী
(b) ত্রিপুরা
(c) সুধারাম
(d) রোহিতগিরি
Ans. a
13. The political leader who obtained Noble prize in literature is?
(a) Gorbachev
(b) Winston Churchill
(c) Bertrand Russel
(d) Khrushcher
Ans. b
14. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
(a) ৬ : ৫ : ৪
(b) ১২ : ৮ : ৪
(c) ৯ : ১২ : ১৫
(d) ৬ : ৪ : ৩
Ans. c
15. আন্তর্জাতিক নারী দিবস-
(a) ৮ এপ্রিল
(b) ৮মার্চ
(c) ৭মার্চ
(d) ৭এপ্রিল
Ans. b
16. ১৪ ডিসেম্বর ২০১০ সালে কোন গাছ ‌জাতীয় বৃক্ষ হিসেবে কার্যকর করা হয়?
(a) কাঠাল গাছ
(b) সুন্দরী গাছ
(c) আম গাছ
(d) নারিকেল গাছ
Ans. c
17. Who got noble prize in literature in 2013?
(a) Maria Goeppert
(b) Alice Munro
(c) Dorothy Crowfoot Hdgkin
(d) Linda b Buck
Ans. b
18. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(a) ১২
(b) ১৩
(c) ১৪
(d) ১৫
Ans. b
19. জাতিসংঘের নিরাপওা পরিষদের অস্থায়ী সদস্যপদ কতটি?
(a) ৭টি
(b) ৫টি
(c) ১০টি
(d) ১৫টি
Ans. c
20. The phrase ‘Momentum Theory’ is related to -
(a) Politics
(b) Culture
(c) Sports
(d) Music
Ans. c
21. `দোজখের ওম’ গল্পগ্রন্থটি কার রচনা?
(a) আখতারুজ্জমান ইলিয়াস
(b) হাসান আজিজুল হক
(c) শওকত ওসমান
(d) হুমায়ন আহমেদ
Ans. a
22. কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
(a) বিদ্রোহী
(b) আনন্দময়ী আগমনে
(c) দারিদ্র
(d) নতুন চাঁদ
Ans. b
23. নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত?
(a) Π
(b) ৩.১৪১৬
(c) ২২
(d) সবগুলো
Ans. d
24. ‌‘মহাকীর্তি’ এর ব্যাসবাক্য কোনটি?
(a) মহান যে কীর্তি
(b) মহতী যে কীর্তি
(c) মহৎ যে কীর্তি
(d) মহা যে কীর্তি
Ans. b
25. The man who died for saying ‘The earth moves round the sun’ was –
(a) Hubble
(b) Galileo Galilee
(c) joan of Ark
(d) Lavoisiter
Ans.
26. ইউনেস্কো (UNESCO)কর্তৃক ‌সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষিত হয়-
(a) ১২ অক্টোবর ১৯৯৬
(b) ১৯জুন ১৯৯৭
(c) ৬ ডিসেম্বর ১৯৯৭
(d) ১০ জুলাই ১৯৯৮
Ans. c
27. “Water is flowing ____ the danger point of the river”. Choose the appropriate preposition for the sentence.
(a) up
(b) on
(c) above
(d) over
Ans. d
28. কোনটি ‌দোয়েল নামে পরিচিত নয়?
(a) একটি উন্নত জাতের ইক্ষু
(b) একটি উন্নত জাতের গম
(c) এক ধরনের পাখি
(d) একটি ল্যাপটপ
Ans. a
29. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটির?
(a) কবর
(b) বহুব্রীহি
(c) ওরা কদম আলী
(d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Ans. d
30. = ১২ হলে ‘ক’ এর মান কত?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
Ans. d
31. ‌‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
(a) হুমায়ন আজাদ
(b) শক্তি চট্টোপাধ্যায়
(c) আল মাহমুদ
(d) বিনয় ঘোষ
Ans. c
32. Which of the sentences is correct?
(a) One of the boys was absent in the class
(b) Cowards die many times before their death
(c) He is famous thief
(d) Only graduates are illegible for the post
Ans. b
33. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোনকে অপরটির কি বলে?
(a) পূরক কোণ
(b) সম্পূরক কোণ
(c) সরল কোণ
(d) সন্নিহিত কোণ
Ans. a
34. The phrase ‘Pandora’s box’ is meant for –
(a) good
(b) apparently good
(c) superficially good but actually not
(d) originally not good
Ans. c
35. ‘The social contract’ is written by -
(a) Voltaire
(b) Plato
(c) Jean Jacks Russo
(d) Aristotle
Ans. c
36. ‘India wins Freedom’ is written by –
(a) Jawharlal Nehru
(b) Sir said Ahmed
(c) Mawlana Abul kalam azad
(d) Abul Mansur Ahmed
Ans. c
37. ২০১৪ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
(a) ব্রাজিল
(b) ফ্রান্স
(c) স্পেন
(d) পর্তুগাল
Ans. a
38. ‌‘সংস্কৃত’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) কাজী মোতাহের হোসেন
(b) মোতাহের হোসেন চৌধুরী
(c) কাজী আবদুল ওদুদ
(d) আখতারুজ্জামান ইলিয়াস
Ans.
39. ‌‘সংস্কৃতির ভাঙ্গার সেতু’ গ্রন্থ কে রচনা করেন?
(a) আখতারুজ্জামান ইলিয়াস
(b) শওকত ওসমান
(c) হাসান আজিজুল হক
(d) সৈয়দ শামসুল হক
Ans. a
40. কোনটি ইব্রাহিম খাঁ গ্রন্থ নয়?
(a) আনোয়ারা পাশা
(b) ইস্তাম্বুল যাত্রীর পত্র
(c) কুঁচবরণ কন্যা
(d) সোনার শিকল
Ans. c
41. ‘লাল নীল দীপাবলী’ কার রচনা?
(a) শামসুর রাহমান
(b) হুমায়ুন আহমেদ
(c) হুমায়ুন আজাদ
(d) সৈদয় শামাসুল হক
Ans. c
42. স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য ১।
(a) ১
(b) ০
(c) অসীম
(d) সবগুলো
Ans. a
43. The man came here with a view to –
(a) see his mother
(b) have seen his mother
(c) seeing his mother
(d) have to see his mother
Ans. c
44. a² + b² = 25 এবং ab = 12 হলে a + b = কত?
(a) ৬
(b) ৭
(c) ৮
(d) ৯
Ans. b
45. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
(a) xz<yz
(b) xz>yz
(c) z x > z y
(d) z y > z x
Ans. a
46. ক এবং খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে। ক একা কাজটি ৩০ দিনে শেষ করলে, খ একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
(a) ১৫
(b) ১৮
(c) ২০
(d) ২৫
Ans. c
47. কোনো রাশিকে রামপক্ষ থেকে ডানপক্ষ বা ডানপক্ষথেকে বামপক্ষে আনতে হলে চিহৃর পরিবর্তন করতে হয়। একে কী পদ্ধতি বলা হয়?
(a) একান্তর
(b) পক্ষান্তর
(c) আড়গুণ
(d) কোনোটিই নয়
Ans. b
48. সংবিধানের ৯৪(২) ধরা মোতাবেক বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সংখ্যা কত?
(a) ৫জন
(b) ৭জন
(c) ৯জন
(d) ১১জন
Ans. d
49. ‌‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
(a) শামসুর রাহমান
(b) আল মাহমুদ
(c) সুকান্ত ভট্টাচার্য
(d) নির্মলেন্দ গুণ
Ans. a
50. ‘Do or die’ is a _____ sentence.
(a) simple
(b) compound
(c) complex
(d) complex-compound
Ans. b
51. The antonym of ‘colossal’ is –
(a) greet
(b) gigantic
(c) tiny
(d) poor
Ans. c
52. It is time we ____ home. Fill the blank with appropriate word.
(a) go
(b) went
(c) shall go
(d) will go
Ans. b
53. সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেষ্টর উচ্চতা কত?
(a) ২৯০২৯ ফুট
(b) ৩৫০৩৫ ফুট
(c) ১৪০৪১ ফুট
(d) ২১০২১ ফুট
Ans. a
54. “Justice delayed, ____”. Complete the proverb with the correct one.
(a) justice awarded
(b) justice denied
(c) justice granted
(d) justice deprived
Ans. b
55. কোন সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট?
(a) ৩৪০
(b) ৩৪১
(c) ৩৪২
(d) ৩৪৪
Ans. b
56. SPARRSO? কোন মন্ত্রণালয়ের অধীন?
(a) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(b) শিল্পমন্ত্রণালয়
(c) বাণিজ্য মন্ত্রণালয়
(d) প্রযুক্তি মন্ত্রণালয়
Ans. a
57. ‘রামগরুড়ের ছানা’ বলতে বুঝায়?
(a) আমুদে লোক
(b) অদ্ভুত লোক
(c) নির্বোধ লোক
(d) গোমড়ামুখো লোক
Ans. d
58. ‌‘চাঁদের ন্যায় মুখ’ = চাঁদমুখ, কোন সমাসের উদাহরণ?
(a) উপমিত কর্মধারায়
(b) উপমান কর্মধারায়
(c) মধ্যপদলোপী কর্মধারায়
(d) বহুব্রীহি
Ans. b
59. শুদ্ধ বানান কোনটি?
(a) অদ্ভুত
(b) উদ্ভূত
(c) অন্তর্ভুক্ত
(d) পরাভূত
Ans.
60. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
(a) শূন্যপুরোন
(b) ডাকার্নব
(c) শ্রীকৃষ্ণকীর্তন
(d) গীতগোবিন্দ
Ans. c
61. One hundred years have passed since –
(a) Kazi Nazrul Islam joined the fist world war.
(b) Rabindranath Tagore got the Noble prize
(c) Begum Rokeya was a born.
(d) Dr Muhammad Shaidullah was born.
Ans. B
62. ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ পঙক্তিটির রচয়িতা কে?
(a) কাজী নজুরুল ইসলাম
(b) সিকান্দার আবু জাফর
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সত্যেন্দনাথ দত্ত
Ans. c
63. He can not walk a mile, ____ five miles. Fill the blank with suitable word/phrase_
(a) Last
(b) hardly
(c) Let alone
(d) more over
Ans. c
64. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(a) ৯১
(b) ৮৭
(c) ৬৩
(d) ৫৯
Ans. b
65. যে সংখ্যাকে দুটি পূর্ন সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে?
(a) মূলদ সংখ্যা
(b) স্বাভাবিক সংখ্যা
(c) জটিল সংখ্যা
(d) অমূলদ সংখ্যা
Ans. d
66. ‌‘কাঁশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
(a) নাটক
(b) উপন্যাস
(c) প্রবন্ধ
(d) ছোটগল্প
Ans. b
67. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত?
(a) ১০২৪ মার্কিন ডলার
(b) ১০৪৪ মার্কিন ডলার
(c) ৯৪৬ মার্কিন ডলার
(d) ৮৯৬ মার্কিন ডলার
Ans. b
68. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন-
(a) বেগম হামিদা বানু
(b) বেগম রাজিয়া বানু
(c) বেগম সুলতানা কামাল
(d) বেগম জাহানারা বহক
Ans. b
69. y = x² সমীকরণে x = 3 বসালে ‘y’ এর মান কত?
(a) ৮
(b) ৯
(c) ২৭
(d) ১৫
Ans. b
70. ‌‘রাবনের চিতা’ রাগধারাটির অর্থ কোনটি?
(a) অনিষ্টে ইষ্ট লাভ
(b) চির অশান্তি
(c) অরাজক দেশ
(d) সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো
Ans. b
71. নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষদ্রতম সংখ্যা?
(a) √০.৩
(b)
(c)
(d) ০.৩
Ans. d
72. ____ have you been living in this city? Which of the adverbials fill up the blank?
(a) How often
(b) when
(c) How long
(d) How many time
Ans. c
73. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কোন জাতীয় রচনা?
(a) উপন্যাস
(b) ছোটগল্প
(c) কবিতা গ্রন্থ
(d) নাটক
Ans. d
74. জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ‌শিশুর বয়স -
(a) ০-২বছর
(b) ০-১২ বছর
(c) ০-১৪ বছর
(d) ০-১৮বছর
Ans. d
75. ‘The man was absent ____ the meeting”. Choose the appropriate preposition
(a) in
(b) for
(c) from
(d) into
Ans. c
76. The older book of the world is -
(a) Mahavarata
(b) llliad
(c) Gilgamesh
(d) Faust
Ans.
77. ১ আগষ্ট ১৯৭১ ‌দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল -
(a) প্যারিসে
(b) নিউইয়র্কে
(c) ওয়াশিংটন ডিসেতে
(d) লন্ডেনে
Ans. b
78. সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত?
(a) ১১জন
(b) ১২জন
(c) ১৩জন
(d) ১৪
Ans. c
79. ১৩ % - এর মান কত?
(a) ১১ ২০
(b) ১১ ৮০
(c)
(d)
Ans. b
80. ‘Long of walk to Freedom’ is –
(a) a film on Che Guevara
(b) a biography of Martin Luther
(c) an autobiography by Nelson Mandela
(d) a political book by Abul Kalam Azad
Ans. c
81. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(a) সাহেব
(b) বেয়াই
(c) কবিরাজ
(d) ডাক্তার
Ans. c
82. দেশের প্রথম পারমাণবিক বিদ্যৎ কেন্দ্রর ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়?
(a) ঈশ্বরদী
(b) রূপগঞ্জ
(c) রামপাল
(d) ভেড়ামারা
Ans. a
83. The ‘Guillotine’ was used dunning
(a) World war II
(b) French Revolution
(c) Restoration period of English
(d) Period of reformation
Ans. b
84. ‌‌‍‌‘মোদের গবর, মোদের আশা আ মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে?
(a) বরীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দনাথ দত্ত
(c) অতুলপ্রসাদ সেন
(d) রামনিধি গুপ্ত
Ans. c
85. কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
(a) ১০ মিটার
(b) ২৫ মিটার
(c) ৫√২ মিটার
(d) ২০ মিটার
Ans. c
86. ‘গুরুজনের কর ভক্তি’ - ‘গুরুজনে’ কোন প্রকারে কারক?
(a) কর্তৃকারক
(b) করণ কারক
(c) সম্প্রদান কারক
(d) অপাদান কারক
Ans. c
87. The president of Bangladesh is `Head’ of the –
(a) Government
(b) State
(c) Parliament
(d) President’s Secretariat
Ans. b
88. উইকিলিকস – এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসঞ্জ কোন দেশের নাগরিক?
(a) পোল্যান্ড
(b) কানাডা
(c) সুইজেন
(d) অষ্টেলিয়া
Ans. d
89. ‌‘প্রেম’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(a) প্রে+ম
(b) প্রিয়+এম
(c) প্রিয়+ইমন
(d) প্রেম+অ+ব
Ans. c
90. If he came to take me, I _____ with him. Choose the correct verb to complete the sentence.
(a) will go
(b) have gone
(c) went
(d) would have gone
Ans.
91. ‘রত্নাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ –
(a) রত্না+আকর
(b) রত্ন+আকর
(c) রত্না +কর
(d) রত্ন+কর
Ans. b
92. x এর মান ৭ হলে x+৩ এর মান কত?
(a) ৪
(b) ১১
(c) ১০
(d) ২১
Ans. c
93. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
(a) ২০ মিটার
(b) ১৬ মিটার
(c) ১২ মিটার
(d) ৮ মিটার
Ans. b
94. ‌‘কবর’ কবিতার রচয়িতা কে?
(a) কবি জসীমউদ্দীন
(b) কবি নজররুল ইসলাম
(c) কবি রবীন্দ্রনাথ ঠাকুর
(d) মুনীর চৌধুরী
Ans. a
95. The number of convicts of the Pilkhana massacre (BDR mutiny) having been sentenced to death is -
(a) 154
(b) 152
(c) 153
(d) 156
Ans. b
96. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
(a) y² = ax
(b) x² + y² = 16
(c) ax² + bx + c = 0
(d) y² = 2x + 7
Ans. b
97. English has become a ____ necessity for the communication in the globe. Fill the blank with appropriate word.
(a) utter
(b) pivotal
(c) topmost
(d) calamitous
Ans. b
98. The nation poet England is –
(a) Milton
(b) Wordsworth
(c) Homer
(d) Shakespeare
Ans. d
99. What does the idiom ‘Tooth and Nil’ mean
(a) terribly
(b) with utmost effort
(c) pleasantly
(d) awfully
Ans. b
100. The synonym of ‘Menace’ is -
(a) jeopardy
(b) safety
(c) refuge
(d) sanctuary
Ans. a