Read বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ Exam
1. বিশ্ব বাণিজ্য সংস্থা (W T O) এর সদর দপ্তর কোন শহরে?
(a) নিউইর্য়ক
(b) জেনেভা
(c) ভিয়েনা
(d) ওয়াশিংটন
Ans. b
2. ‘Corpus’ means –
(a) a dead body
(b) a collection of written texts
(c) red or white cells in blood
(d) one of the technical brances of an army
Ans. b
3. কামালের আয় রফিকের আয় অপেক্ষা ১৬ টাকা বেশি হলে রফিকের আয় কামালের আয় অপেক্ষা শতকরা কত কম?
(a) ১৩.৮%
(b) ২০%
(c) ৮৪%
(d) ১০%
Ans. a
4. কোনটি ‌‘বায়ু’ শব্দের প্রতিশব্দ নয়?
(a) বাতাস
(b) সমীর
(c) পবন
(d) নিরদ
Ans. d
5. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট কোথায়?
(a) ফরিদপুর
(b) দিনাজপুর
(c) ঈশ্বরদী
(d) ঢাকা
Ans. c
6. Give me a telephone number to ring ____ I get lost.
(a) in case
(b) whether
(c) unless
(d) perhaps
Ans. d
7. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
(a) দেবদাস
(b) গৃহদাহ
(c) শ্রীকান্ত
(d) চরিত্রহীন
Ans. c
8. The children studied in a class room _____ windows were never opened.
(a) that
(b) which
(c) where
(d) some
Ans. d
9. একটি ট্রেন ঘন্টায ৪৮ কিলোমিটার বেগে চলে ৩৬০ মিটার দৈর্ঘ্য একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
(a) ৮০০ মিটার
(b) ৪৪০ মিটার
(c) ৩৪০ মিটার
(d) ৬০০ মিটার
Ans. b
10. If you read, you will learn. This sentence is a –
(a) simple sentence
(b) complex sentence
(c) compound sentence
(d) Negative sentence
Ans. b
11. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) ৫০%
(b) ৩৩%
(c) ৩০%
(d) ৩১%
Ans. a
12. Choose the correct spelling.
(a) archelogy
(b) arkelogy
(c) arkeology
(d) archeology
Ans. b
13. বাংলা সনের প্রবর্তক কে?
(a) জাহাঙ্গীর
(b) আকবর
(c) শেরশাহ
(d) আওরঙ্গজেব
Ans. b
14. x + 1 x = √3 হলে, x³ + 1 এর মান কত?
(a) 0
(b) 6
(c) 4
(d) 2
Ans. a
15. ‘দুষ্কৃতি’ এর বিপরীপতার্থ শব্দ কি?
(a) সৎ
(b) ধার্মিক
(c) সদয়
(d) সুকৃতি
Ans. d
16. দুটি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে গড় বড় সংখ্যাটি কত?
(a) 36
(b) 12
(c) 40
(d) 38
Ans. a
17. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে ____।
(a) ৯ টি
(b) ১০ টি
(c) ১১ টি
(d) ১২ টি
Ans. d
18. একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে ৮ ফুট নামে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে?
(a) ৪০ মিনিট
(b) ৪১ মিনিট
(c) ৪২ মিনিট
(d) ৪৩ মিনিট
Ans. b
19. ‘পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) পনি+র
(b) পনি+এর
(c) পন+ই+র
(d) পন+ইর
Ans. b
20. Who, Which, What are-
(a) Demonstrative
(b) Relative pronoun
(c) Interrogative pronun
(d) Both
Ans. b
21. ‘বক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) বিটবী
(b) কপালি
(c) নীরধি
(d) অবনি
Ans.
22. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
(a) ভোরের পাখি
(b) ভানুসিংহ ঠাকুর
(c) গোপী নাথ
(d) হরগোবিন্দ
Ans. b
23. মুজিবনগর সরকর কবে গঠিত হয়?
(a) ১৭ এপ্রিল ১৯৭১
(b) ১০ এপ্রিল ১৯৭১
(c) ২৬ মার্চ ১৯৭১
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ans. b
24. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
(a) কিউলেক্স
(b) এডিস
(c) অ্যানোফিলিস
(d) সবধরনের
Ans. b
25. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
(a) ৭ ও ১১
(b) ১২ ও ১৮
(c) ১০ ও ২৪
(d) ১০ ও ১৬
Ans. d
26. It is very difficult to find a _____ in this country at present.
(a) work
(b) career
(c) profession
(d) job
Ans. d
27. A person of ____ age may suffer from defects vision.
(a) every
(b) any
(c) certain
(d) some
Ans. b
28. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
(a) কপাল কন্ডুলা
(b) মরুশিখা
(c) মেঘনাকাব্য
(d) নীল দর্পণ
Ans. d
29. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
(a) কঠিন পদার্থে
(b) তরল পদার্থে
(c) ব্যয়বীয় পদার্থে
(d) শূন্য পদার্থে
Ans. a
30. I know better. The underlined word is –
(a) adjective
(b) prepostion
(c) noun
(d) adverb
Ans. d
31. সৌম্য - এর বিপরীত শব্দ কোনটি?
(a) শান্ত
(b) উগ্র
(c) উদ্ধত
(d) কঠিন
Ans. b
32. বাংলাদেশ সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
(a) সেন্টমার্টিন
(b) লালপুর
(c) হিলি
(d) লালমোহন
Ans. a
33. ফ্রান্সের রাজধানী নাম?
(a) লন্ডন
(b) প্যারিস
(c) নিউইর্য়ক
(d) বাগদাদ
Ans. b
34. ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈঘ্য –
(a) ২০ কি.মি
(b) ৩০ কি.মি
(c) ৪০ কি.মি
(d) ৫০ কি.মি
Ans. d
35. ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা’ – উক্তিটি কার?
(a) মিল
(b) প্রেটো
(c) এরিষ্টটল
(d) লর্ভ ব্রাইস
Ans. d
36. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মসন্ত্রণালয়ের অধীনে?
(a) দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
(b) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(c) পরিবেশ ও বন মন্ত্রণালয়
(d) বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
Ans. b
37. X + y = 8, x – y = 6 হলে, x² + y² এর মান কত?
(a) 40
(b) 60
(c) 50
(d) 80
Ans. c
38. ‘রাজঘটক’ বাগধারা ব্যবহৃত হয় কোন অর্থে?
(a) অন্তসারশূন্য
(b) পগুশ্রম
(c) চমৎকার মিল
(d) বড়লোক
Ans. c
39. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান –
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) পঞ্চশ
Ans.
40. একটি ক্রিকেট দলে যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
(a) ৩জন
(b) ৪জন
(c) ২জন
(d) ৫জন
Ans. a
41. শ্রীকান্ত উপন্যাসটি কয় খন্ডে রচিত?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. c
42. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) বিহারলাল চক্রবর্তী
(c) রাজশেখর বসু
(d) মোহিতলাল মজুদার
Ans. d
43. What is meaning the word ‘Primafacie’?
(a) out look
(b) face reading
(c) at the first sight
(d) face to face
Ans. c
44. ‘Hoard’ is synonym of –
(a) stove
(b) collection
(c) stock
(d) all of the above
Ans. b
45. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
(a) ১৫ ফুট
(b) ১২ ফুট
(c) ৯ ফুট
(d) ৬ ফুট
Ans. d
46. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে?
(a) সৈয়দ ওয়ালী উল্লাহ
(b) আবু ইসহাক
(c) মুনীর চৌধুরী
(d) শহীদুল্লাহ কায়সার
Ans. d
47. চারণ কবি কি?
(a) উসীমউদ্দিন
(b) মুকুন্দ দাস
(c) মোজাম্মেল হক
(d) প্রথম চৌধরী
Ans. b
48. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল –
(a) ভূমি × উচ্চতা
(b) ভূমি × অতিভূজ
(c) ভূমি × উচ্চতা
(d) ভূমি × উচ্চতা × অতিভূজ
Ans. c
49. `A fish out of water’ means?
(a) Undescribable
(b) Uneasy state
(c) aimlssly
(d) stop
Ans. b
50. 2 – 4 + 8 – 16 + ................... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
(a) 49
(b) 64
(c) 46
(d) 109
Ans.