Read বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ উপ-আঞ্চলিক ব্যবস্থাপক ২০১৩ Exam
1. কোনটি শুদ্ধ বানান?
(a) Heterogenons
(b) Heterogeneous
(c) Heteroganeous
(d) Hetrogeneous
Ans. b
2. x+y=7, xy=10 হলে (x-y)² এর মান কত?
(a) 9
(b) 12
(c) 6
(d) 3
Ans. a
3. Choose the correct English translation:
কখনো অপরের নিন্দা করো না।
(a) Never tell bad of others
(b) Never tell sick of others
(c) Never speak evil of others
(d) Never speak ill of others
Ans. d
4. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের মূল কত?
(a) ৬ টাকা
(b) ৭ টাকা
(c) ৮ টাকা
(d) ৯ টাকা
Ans. d
5. বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত ৩টি মহিলা আসন সহ মোট কত জন সদস্য দ্বারা গঠিত হয়?
(a) ১০জন
(b) ১২জন
(c) ১৪জন
(d) ১৩জন
Ans. d
6. রক্তশূন্য দেখা যায় কোনটির অভাবে?
(a) আয়রন
(b) ভিটামিন-এ
(c) ক্যালসিয়াম
(d) আয়োডিন
Ans. a
7. ধন্যধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা .... গানটি রচয়িতা কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) অবনীনন্দ্রনাথ ঠাকুর
(c) দ্বিজেন্দ্রলাল রায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. c
8. Which one is correct?
(a) I was I am in Europe
(b) I wish I were in Europe
(c) I wish I have been in Europe
(d) I wish I was in Europe
Ans. b
9. Antonym of ‘harmony’ is
(a) admiration
(b) discard
(c) co-operation
(d) co-ordination
Ans.
10. Choose the correct sentence-
(a) I am very busy to you.
(b) I am very so busy to talk to you
(c) I am so busy to talk to you
(d) I am too busy to talk to you
Ans. d
11. ‘Renaissance’ means -
(a) the revival of learning
(b) the revival of hard task
(c) the revival of life
(d) the revival of new country
Ans. a
12. শেখ মুজিব রহমানকে ‘‌বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
(a) ২৩ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
(b) ২৫ জানুয়ারি ১৯৭০
(c) ৭ মার্চ ১৯৭১
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ans. a
13. What is the synonym of ‘disparity’?
(a) argumentation
(b) belittlement
(c) difference
(d) harmony
Ans. c
14. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ - কার উক্তি?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) মীর মশাররফ হোসেন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ans. c
15. ‘মোদের গর্ব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’- কে লিখেছেন?
(a) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অতুল প্রসান সেন
(d) কামিনী রায়
Ans. c
16. ‘কাঁচা-পিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) কাঁচা ও পিঠা
(b) যা কঁচা তাই মিঠা
(c) কাঁচার মিঠা
(d) কাচাপিঠা
Ans. b
17. I waited until the plane-
(a) did not take off
(b) took off
(c) had not off
(d) had taken off
Ans. b
18. ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪:১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তমার অনুপাত ৫:১ হবে?
(a) ৫ গ্রাম
(b) ৬ গ্রাম
(c) ১০ গ্রাম
(d) ২০ গ্রাম
Ans. a
19. মুদ্রাস্ফীতির কারণ কি?
(a) উৎপাদন বৃদ্ধি
(b) টাকার সরবরাহ বৃদ্ধি
(c) আমদানি বৃদ্ধি
(d) সরকারি কর হ্রাস
Ans. b
20. Choose the correct sentence-
(a) I, you and he are present
(b) You, he and I are present
(c) You, he and I am present
(d) He, You and I are present
Ans. b
21. What is the antonym of harmony?
(a) admiration
(b) discord
(c) co-operation
(d) co-ordination
Ans. b
22. ‘Justice delayed is denied’ was stated by-
(a) Shakespeare
(b) Emerson
(c) Gladstone
(d) Disraeli
Ans. c
23. কত সালে ২১ ফ্রেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে?
(a) ১৯৯৯
(b) ২০০০
(c) ২০০১
(d) ২০০২
Ans. b
24. একটি আয়তন ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে?
(a) ৮% হ্রাস
(b) ৮% বৃদ্ধি
(c) ১০৮% বৃদ্ধি
(d) ১০৮% হ্রাস
Ans. b
25. বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি?
(a) ৮টি
(b) ১০টি
(c) ৯টি
(d) ৭টি
Ans. b
26. বাংলাদেশ ব্যাংকে সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি (২০১৩) কত ছাড়িয়ে গিয়েছে?
(a) ইউএস ডলার ৯ বিলিয়ান
(b) ইউএস ডলার ১০ বিলিয়ান
(c) ইউএস ডলার ১১ বিলিয়ান
(d) ইউএস ডলার ১২ বিলিয়ান
Ans. d
27. Choose the correct sentence
(a) The matter was informed to the police
(b) The matter has been informed to the police
(c) The information was given to police
(d) The police were informed of the matter
Ans. d
28. রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি?
(a) লাল, আসমানী এবং সবুজ
(b) লাল, আসমানী এবং কমলা
(c) লাল, আসমানী এবং বেগুনী
(d) লাল, আসমানী এবং হলুদ
Ans. a
29. বাংলা ‘ধীর’ শব্দটির বিশেষ্য কী?
(a) ধৈর্য
(b) ধীরতা
(c) ধীরস্থির
(d) ধীরস্থিতা
Ans. b
30. Identify the correct translation:
আমি তাকে অনেকদিন থেকে চিনি।
(a) I know him for a long time
(b) I knew him for a long time
(c) I had known him a long time
(d) I have known him for a long time
Ans. d
31. Full শব্দটির synonym হচ্ছে-
(a) filled
(b) fulfilment
(c) fill
(d) full
Ans. a
32. কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
(a) মিশর
(b) তুরষ্ক
(c) হন্ডুরাস
(d) আলজেরিয়া
Ans. b
33. What is the synonym of the word dictionary?
(a) index book
(b) lexicon
(c) big word book
(d) legend book
Ans. b
34. নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়?
(a) ব্যাংক হার বৃদ্ধি
(b) নগদ জমার অনুপাত বৃদ্ধি
(c) খোলাবাজারে ঋণপত্র বিক্রয়
(d) মুদ্রা সরবরাহ বৃদ্ধি
Ans. d
35. প্রিজমে পতিত আলো সাধারণত -
(a) প্রতিফিলিত হয়
(b) বিকরিত হয় না
(c) বিকরিত হয়
(d) প্রতিসরিত হয়
Ans. d
36. ‘দন্দিনী’ এর প্রতিশব্দ কোনটি?
(a) মানাক্ষী
(b) তনয়া
(c) সুন্দরী
(d) ননদিনী
Ans. b
37. AFTER : BEFORE
(a) first : second
(b) contemporary
(c) present : past
(d) successor : predecessor
Ans. d
38. ‘দুর্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ-
(a) দূর+যোগ
(b) দুর+যোগ
(c) দু:+যোগ
(d) দু+যোগ
Ans. c
39. বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
(a) ১ বছর
(b) ৩ বছর
(c) ৫ বছর
(d) ২ বছর
Ans. a
40. কোন ব্যবসায় ‘‌ক’, ‘খ’, ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত বেশি পাবে?
(a) ৬০ টাকা
(b) ৮০ টাকা
(c) ১২০ টাকা
(d) ৪০ টাকা
Ans. d
41. Which is the antonym of ‘transparent’?
(a) opaque
(b) clear
(c) honest
(d) none of the above
Ans. a
42. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?
(a) রপ্তানি বৃদ্ধি করা
(b) আমদানি বৃদ্ধি
(c) অর্থনৈতিক মন্দা দূর করা
(d) রেমিট্যান্স বৃদ্ধি করা
Ans. a
43. সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
(a) সিলিকা বালু
(b) চীনামাটি
(c) চুনা পাথর
(d) খনিজ বালি
Ans. c
44. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
(a) ২২
(b)
(c) ২২/৯ ২২
(d) ২৫/৯ ২৫
Ans. a
45. The police opened fire ___ the crowd to disperse. Which of the following dose best fit in the blank space?
(a) to
(b) into
(c) in
(d) on
Ans. d
46. PAIN : SEDATIVE
(a) comfort : stimulant
(b) grief : consolation
(c) trance : narcotic
(d) ache : extraction
Ans. b
47. DISTANCE : MILE
(a) Liquid : litre
(b) bushel : corn
(c) weight : scale
(d) fame : television
Ans. a
48. বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন -
(a) সচিব
(b) মাননীয় প্রতিমন্ত্রী
(c) মাননীয় মন্ত্রী
(d) মহাপরিচালক, বিআরডিবি
Ans. c
49. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
(a) কতুদিয়া
(b) মহেশখালী
(c) ভোলা
(d) নিঝুম দ্বীপ
Ans. b
50. ‘যা বলা হয়নি’ - এর বাক্য সংকোচন কোনটি?
(a) অউক্ত
(b) অব্যক্ত
(c) অনুক্ত
(d) নিরবক্ত
Ans. c