Read বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২০১৩ Exam
1. What is the synonym of ‘nurse’?
(a) curse
(b) urge
(c) forge
(d) harbor
Ans. d
2. মিয়ানমারের মুদ্রার নাম কি?
(a) রিয়াল
(b) কিয়াট
(c) ইয়েন
(d) রুপি
Ans. b
3. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
(a) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(b) ঢাকা বিশ্ববিদ্যালয়
(c) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(d) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Ans. a
4. মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের চাকুরী থেকে অবসর গ্রহণের বয়সসীমা কত?
(a) ৫৭ বছর
(b) ৯৫ বছর
(c) ৬০ বছর
(d) ৬২ বছর
Ans. c
5. ‘তন্বী’ কাব্যের কবি কে?
(a) প্রেমেন্দ্র মিত্র
(b) বুদ্ধ দেব বসু
(c) সুধীন্দ্রনাথ দত্ত
(d) বিষ্ণুদে
Ans. c
6. পদ্মনদী কোথার যুমনা নদীর সাথে মিলিত হয়?
(a) নগরবাড়ী
(b) গোয়ালন্দ
(c) চাঁদপুর
(d) ভৈরব
Ans. b
7. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
(a) ২৪০০ লিটার
(b) ২৪০০০ লিটার
(c) ২৪০ লিটার
(d) ২৪০০০০ লিটার
Ans. b
8. The sound of a lamb is ____
(a) bleat
(b) roar
(c) scream
(d) grunt
Ans. a
9. কবি আলাওলের প্রথম রচনা-
(a) সপ্ত পয়কর
(b) পদ্মবতী
(c) সায়ফুল মুলুক বদিউজ্জামাল
(d) ওলেবাকোওলী
Ans. b
10. নিচের কোন পদটি বিশেষণ
(a) দিগম্বর
(b) যেহেতু
(c) দীন
(d) যিনি
Ans. ac
11. রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত কত সালে?
(a) ১৯৭১ সালে
(b) ১৯১৮ সালে
(c) ১৮১৭ সালে
(d) ১৯২০ সালে
Ans. a
12. ২০১২ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
(a) ড. মোহাম্মদ ইউনূস
(b) অমর্ত্য সেন
(c) বারক্ ওবামা
(d) ইউরোপীয় ইউনিয়ন
Ans. d
13. কমনওয়েলভুক্ত কোন রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনে ছিল না?
(a) মোজাম্বিক
(b) দক্ষিণ আফ্রিকা
(c) ভারত
(d) অষ্ট্রিলিয়া
Ans. a
14. 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
(a) সসীট সেট
(b) ফাঁকা সেট
(c) সার্বিক সেট
(d) অসীম সেট
Ans. d
15. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
(a) বৌ ঠাকুরারী হাট
(b) মালঞ্চ
(c) মৃণালিনী
(d) দুইবোন
Ans. c
16. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB একটি ব্যাস ভিন্ন জ্যা। OD, AB এর উপর লম্ব। AD = 2.5cm হলে, AB = কত cm?
(a) 4 cm
(b) 5 cm
(c) 6 cm
(d) 3 cm
Ans. b
17. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১৪ ও ১৬৮, একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত?
(a) ৫৬
(b) ৬২
(c) ৮৪
(d) ১১২
Ans. a
18. Fill in the blanks with the correct word: His house is adjacent ____ mine.
(a) for
(b) to
(c) by
(d) from
Ans. b
19. x² + 2xy – 2y -1 এর উৎপাদক কত?
(a) (x + y + 1)(x - 1)
(b) (x + 2y + 1)(x + 1)
(c) (x + y + 1)(x + 1)
(d) (x + 2y + 1)(x - 1)
Ans. d
20. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
(a) বেলা শেষের গান
(b) নিশান্তিকা
(c) হেমন্ত গধুলী
(d) পুবের হওয়া
Ans. d
21. UNECO – এর সদস্য দেশ কয়টি?
(a) ১৯২
(b) ১৯৩
(c) ১৯৪
(d) ১৯৫
Ans. d
22. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
(a) কৃষ্ণদাস কবিরাজ
(b) জয়ান্দ
(c) বৃন্দাবন দাস সেন
(d) কবি কর্ণপুর পরামানন্দ
Ans. a
23. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার
(d) প্রধান বিচারপতি
Ans. b
24. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন -
(a) পল্টল ময়দানে
(b) মানিয়া মিয়া এভিনিউতে
(c) সোহরাওয়াদী উদ্যানে
(d) লালদীঘির ময়দানে
Ans. c
25. Times have changed and so ____
(a) we have
(b) we are
(c) have we
(d) are we
Ans. d
26. ‘সই কেবা শুনাইল শ্যাসনাম’ পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
(a) জ্ঞানাদাস
(b) গোবিন্দদাস
(c) দ্বিজ চন্ডিদাস
(d) বলরাম দাস
Ans. b
27. Telling lies ___ a great sin.
(a) am
(b) are
(c) was
(d) is
Ans. d
28. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
(a) গ্রহ
(b) উপগ্রহ
(c) তারা
(d) চন্দ্রগ্রহণ
Ans. b
29. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
(a) তাপশক্তি
(b) আলোকশক্তি
(c) রাসায়নিক শক্তি
(d) সৌরশক্তি
Ans. c
30. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
(a) সৌদি আরব
(b) লেবানন
(c) মিশর
(d) তিউনিশিয়া
Ans.
31. Which one of the following is correct?
(a) Being a cold day, we did not go out.
(b) A cold day we did not go out.
(c) It being a cold day we did not go out.
(d) It having a cold day we did not go out.
Ans. a
32. মূল্য সংযোজন কর একটি -
(a) প্রত্যক্ষ কর
(b) পরোক্ষ কর
(c) সম্পূরক কর
(d) পরিপূরক কর
Ans. b
33. x 3 - 2 y = 1 এবং x 4 + 3 y = 3 হলে, (x, y) = কত?
(a) (2, 5)
(b) (3, 4)
(c) (2, 6)
(d) (6, 2)
Ans. d
34. x - 1 x = 2 হলে, x² + 1 এর মান কত?
(a) 6
(b) 0
(c) 4
(d) 2
Ans. a
35. বৃ্ত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়?
(a) 50%
(b) 100%
(c) 125%
(d) 75%
Ans. c
36. Choose the best translation of the Bangla sentence
‘সে আমার মনের মত লোক।’
(a) He is man of my mind
(b) He is a man after my heart
(c) He is man like my mind.
(d) He is man to my mind
Ans. b
37. The phrasal verb ‘write off’ means -
(a) to reduce rates
(b) to write completely
(c) to increase money
(d) to cancel a debt
Ans. d
38. ‘নবীবংশ’ কোন কবির রচনা?
(a) শাহ মুহাম্মদ সগীর
(b) সৈদয় সুলতান
(c) মুহাম্মদ খান
(d) শৈখ পরান
Ans. b
39. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
(a) এ
(b) বি
(c) সি
(d) ডি
Ans. a
40. কোন দেশের সংবিধান অলিখিত?
(a) যুক্তরাষ্ট্র
(b) যুক্তরাজ্য
(c) ভারত
(d) চীন
Ans. b
41. Fill in gap with the correct word. Peter can’t go and I can’t _____
(a) neither
(b) too
(c) also
(d) either
Ans. b
42. ‘বনফুল’ কার ছদ্মনাম?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) বলাইচন্দ্র মুখোপাধ্যায়
(c) বুদ্ধদেব বসু
(d) কাজী নজরুল ইসলাম
Ans. b
43. বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুন:প্রবর্তিত হয়?
(a) সপ্তম
(b) নবম
(c) একাদশ
(d) দ্বাদশ
Ans. d
44. What does the word RAM stand for?
(a) Random Access Memory
(b) Ready and Made
(c) Radar Air Missile
(d) Read and Memory
Ans. a
45. কোন দুইটি তারিখে দিন-রাত্রি সমান হয়?
(a) ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ
(b) ২২ জুন ও ২১ ডিসেম্বর
(c) ২২ ডিসেম্বর ও ২১ মার্চ
(d) ২১ জুন ও ২৩ সেপ্টেম্বর
Ans. a
46. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক?
(a) কপোল
(b) ললাট
(c) মস্তক
(d) কাপলিক
Ans. b
47. ABCD একটি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ।
(a) 180°
(b) 170°
(c) 150°
(d) 160°
Ans. a
48. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
(a) ৫ বছর
(b) ৭ বছর
(c) ৪ বছর
(d) ৩ বছর
Ans. c
49. log10(0.001) = কত?
(a) -2
(b) -3
(c) 1 2
(d) 1 3
Ans. b
50. একটি সুষম ষড়ভুজের অন্ত:স্থ যে কোনো একটি কোণের পরিমাণ কত?
(a) 120°
(b) 100°
(c) 90°
(d) 60°
Ans. a
51. বেরুবাড়ী ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(a) কুড়িগ্রাম
(b) পঞ্চগড়
(c) নীলফামারী
(d) লালমনিরহাট
Ans. b
52. Choose the appropriate part of speech of the underlined word.
He reached home safely.
(a) Noun
(b) Adjective
(c) Verb
(d) Adverb
Ans. d
53. The word ‘amicable’ means -
(a) hostile
(b) amusing
(c) expensive
(d) friendly
Ans. d
54. ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা?
(a) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(b) উইলিয়ম কেরি
(c) রাজা রাজমোহন বায়
(d) পঞ্চানন কর্মকার
Ans. b
55. Which of the following is an offer?
(a) Look out!
(b) Have a cup of tea.
(c) Let’s have a party!
(d) Have a good time.
Ans. c
56. একটি দ্রব্য ২৫% লাভের বিক্রয় কর হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?
(a) ৫:৪
(b) ৬:৫
(c) ৪:৫
(d) ৫:৬
Ans. a
57. Which one is correct?
(a) It is a true
(b) It is a fact
(c) It is fact
(d) It is truth
Ans. b
58. Since 1996, Rabin _____ in Dhaka.
(a) live
(b) lived
(c) has lived
(d) has been living
Ans. d
59. কোনটি বেগম রোকেয়ার রচনা?
(a) পদ্মরাগ
(b) নারী
(c) মাটির কান্না
(d) অমরাবতী
Ans. a
60. ‘কলম’ শব্দটি কোনভাষা থেকে গৃহীত?
(a) সংস্কৃত
(b) আরবি
(c) ফরাসি
(d) তুর্কি
Ans. b
61. সোনারগাঁ কোন আমলে বাংলার রাজধানী ছিল?
(a) পাল আমলে
(b) গুপ্তযুগে
(c) মোগলে আমলে
(d) সেন আমলে
Ans. c
62. দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর ১৯৭ হলে, সংখ্যাদ্ধয় কত?
(a) ৯৭, ৯৮
(b) ৯৬, ৯৭
(c) ৯৮, ৯৯
(d) ৯৯, ১০০
Ans. c
63. ‘আধেক’ কথাটির শিষ্টরূপ কি?
(a) অর্ধেক
(b) আবখানা
(c) অধুনা
(d) অর্ধ
Ans. a
64. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যদা দিয়েছে?
(a) রুয়ান্ডা
(b) সিয়েরালিওন
(c) নাইজেরিয়া
(d) ইরিত্রিয়া
Ans. b
65. The drama ‘A Mid-Summer Night’s Dream’ is written by -
(a) George B. Shaw
(b) Thomas Hardy
(c) Shakespeare
(d) T. S. Eliot
Ans. c
66. What is the single word for the inability to see things clearly when they are far away?
(a) myopia
(b) myeloma
(c) myalgia
(d) anelmia
Ans. a
67. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে?
(a) ১৯৯৬ সালে
(b) ১৯৯৭ সালে
(c) ১৯৯৮ সালে
(d) ২০০১ সালে
Ans. b
68. মিলিনিয়ান ভেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সালকে নির্ধারণ করা হয়েছে?
(a) ২০১০ সাল
(b) ২০২০ সাল
(c) ২০১৭ সাল
(d) ২০১৫ সাল
Ans. d
69. যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
(a) ২০%
(b) ২৫%
(c) ১৫%
(d) ৩০%
Ans. a
70. আল মাহমুদের কাব্য কোনটি?
(a) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
(b) লোক লোকান্তর
(c) তিমিরাস্তক
(d) সূর্য অন্যতর
Ans. b
71. Which of the following is not a collective noun?
(a) basis
(b) fleet
(c) shoal
(d) crew
Ans. a
72. আইফেল টাওয়ার কোথার অবস্থিত?
(a) প্যারিস
(b) লন্ডন
(c) নিউইয়র্ক
(d) টোকিও
Ans. a
73. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার?
(a) ১০০
(b) ১৪০
(c) ১২০
(d) ১১৫
Ans. c
74. ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
(a) ইব্রাহীম খাঁ
(b) নুরুল মোমেন
(c) আসকার ইবনে শাইখ
(d) মুনির চৌধুরী
Ans. b
75. একজন অসুস্থ ব্যক্তি দৈহিক তাপমাত্রা 40°C। ডাক্তারী থার্মোমিটারের ব্যক্তির দৈহিক তাপমাত্রা কত?
(a) 104°F
(b) 106°F
(c) 98.5°F
(d) 102°F
Ans. a
76. Choose the appropriate indirect speech of the following:
He said to me, “what do you want?”
(a) He said to what I want
(b) He told me what I wanted
(c) He asked me what I want
(d) He asked me what I wanted
Ans. d
77. কোনটি বরীন্দ্রনাথের ঠাকুরের উপন্যাস?
(a) রজনী
(b) ঘরে-বাইরে
(c) শেষ প্রশ্ন
(d) অপরাজিত
Ans. b
78. What is the antonym of ‘courage’?
(a) daring
(b) strong
(c) cowardice
(d) cowardly
Ans. c
79. কোন জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী?
(a) রকশী কাঁথার মাঠ
(b) যে দেশে মানুষ বড়
(c) পদ্মরাগ
(d) ঠাকুর বাড়ির আঙ্গিনায়
Ans. b
80. Which is not true about the function of an adverb?
(a) qualifying a verb
(b) qualifying an verb
(c) qualifying a sentence
(d) qualifying an adjective
Ans.
81. ‘ধুম্র’ শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত?
(a) অর্ধ তৎসম
(b) দেশী
(c) তদ্ভব
(d) তৎসম
Ans. d
82. একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 5 6 অংশ এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 120 জন্য বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত?
(a) 25 জন
(b) 35 জন
(c) 30 জন
(d) 20 জন
Ans. c
83. ৯০ কোন সংখ্যার ৬০%?
(a) ১৫০
(b) ১৬০
(c) ১৪০
(d) ১৮০
Ans. a
84. ‘রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ?
(a) তৎপুরুর
(b) বুহুব্রীহি
(c) কর্মধরায়
(d) দ্বন্দ্ব
Ans. a
85. ডিমের নরম খোসা শক্ত হয়-
(a) বাতাসের সংস্পর্শে
(b) অ্যলবুমিনের জন্য
(c) আলোক সংম্পর্শে
(d) বাতাস ও আলোর সংস্পর্শে
Ans. a
86. ক:খ=৪:৫, খ:গ=২:৩ এবং ক=৮০০ হলে, গ=কত?
(a) ২০০০
(b) ১৫০০
(c) ১২০০
(d) ১৮০০
Ans. b
87. In the word ‘hypersensitive’ the prefix ‘hyper’ means-
(a) supreme
(b) extreme
(c) below
(d) opposite
Ans. b
88. জসীমউদ্দিনের কাব্য কোনটি?
(a) মা যে জননী কান্দে
(b) ময়নামতির চর
(c) রস কদস্ব
(d) বনতলসী
Ans. a
89. By ‘fits and starts’ means -
(a) irregularly
(b) carefully
(c) below
(d) opposite
Ans. a
90. What is the meaning of ‘die in harness’?
(a) commit suicides
(b) die for the country
(c) die in accident
(d) go on working till death
Ans. d
91. ১৯৭১ সালে পাক-বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন?
(a) জেনারেল আতাউল গণি ওসমানী
(b) জেনারেল কে.এম. সফিউল্লাহ
(c) জেনারেল অরোরা
(d) এয়ার ভাইস মার্শাল এ. কে. খন্দকার
Ans. d
92. কোনো শ্রেণীর ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বৎসর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
(a) ৪০ বৎসর
(b) ৩৯ বৎসর
(c) ৪৫ বৎসর
(d) ৩৫ বৎসর
Ans. b
93. উইকিলিস-এর প্রতিষ্ঠাতাকে কে?
(a) বিলগেটস
(b) রবার্ট লিও
(c) মাইকেল অ্যাসাঞ্জ
(d) জুলিয়ান অ্যাসাঞ্জ
Ans. d
94. কোন গ্রন্থটি মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
(a) বত্রিশ সিংহাসন
(b) প্রতাপাদিত্য চরিত্র
(c) পুরুষ পরীক্ষা
(d) মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্রং
Ans. a
95. Choose the correct spelling
(a) propritor
(b) propitor
(c) proprietor
(d) propritore
Ans. c
96. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
(a) কবীন্দ্র পরমেশ্বর
(b) কাশীরাম দাস
(c) শ্রীকরণ নন্দী
(d) সঞ্জয়
Ans. b
97. চৈতন্যদেব ছিলেন -
(a) বৈষ্ণব ধর্মের প্রচারক
(b) পদাবলীর রচয়িতা
(c) ব্রজবুলি ভাষার প্রবর্তক
(d) সঙ্গীতজ্ঞ
Ans. a
98. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
(a) করতোয়া
(b) মহানন্দা
(c) গঙ্গা
(d) ব্রহ্মপুত্র
Ans. a
99. |x – 5 | = 6 সমীকরণটির সমাধান সেট হলো –
(a) {1, -11}
(b) {1, 11}
(c) {-1, 11}
(d) {-1, -11}
Ans. c