Read পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা ২০১৩ Exam
1. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
(a) নাটোর
(b) নওগাঁ
(c) ঢাকা
(d) যশোর
Ans. a
2. কোনটি তৃণভোজী প্রাণী?
(a) কচ্ছপ
(b) বক
(c) ব্যাঙ
(d) ছাগল
Ans. d
3. বাংলাদেশের সর্ব দক্ষিণে জেলা কোনটি?
(a) বরগুনা
(b) পটুয়াখালী
(c) বরিশাল
(d) ভোলা
Ans. a
4. বাংলাদেশ ঋতু কয়টি?
(a) ৫টি
(b) ৬টি
(c) ৭টি
(d) ৮টি
Ans. b
5. Sentence কত প্রকার?
(a) ৪
(b) ৫
(c) ৬
(d) ৭
Ans. b
6. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জীবানন্দ দাশ
(c) শামসুর রাহমান
(d) জসীমউদ্দীন
Ans. a
7. ‘জিলাপীর প্যাঁচ’ বাগধারাটি অর্থ কী?
(a) প্যাঁচানো
(b) কুটিল
(c) কলহপ্রিয়
(d) জটিল
Ans. b
8. বার্ষিক শতকরা মুনফার হার ১০.৫০ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?
(a) ১৫০০ টাকা
(b) ১০৫০ টাকা
(c) ১১০০ টাকা
(d) ১১২৫ টাকা
Ans. b
9. Mina and Rina ___ শূণ্যস্থানে উপযুক্ত Predicate কোনটি?
(a) reads book
(b) caught a mouse
(c) are cousin
(d) is a doctor
Ans. c
10. Parts of speech কত প্রকার?
(a) ৬
(b) ৭
(c) ৮
(d) ৯
Ans. c
11. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(a) খুলনা
(b) গোপালগঞ্জ
(c) ফরিদপুর
(d) নড়াইলে
Ans. b
12. কোন জেলায় রেললাইন আছে?
(a) নরসিংদী
(b) বরিশাল
(c) মানিগঞ্জ
(d) মাগুরা
Ans. a
13. কোনটির অভাবে গলগগু হয়?
(a) আয়োডিন
(b) ভিটামিন
(c) স্নেহ
(d) ক্যালসিয়াম
Ans. a
14. স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত সংখ্যা কত?
(a) ৭
(b) ৬৮
(c) ১২৬
(d) ৪৭৬
Ans. a
15. নিচের কোনটি সঠিক বাক্য?
(a) A boy am I
(b) I is a boy
(c) I am a boy
(d) I was boy
Ans. c
16. সন্ধি কত প্রকার?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
Ans. c
17. ‘সাদা সোনা’ কাকে বলা হয়?
(a) চিংড়ি মাছ
(b) ইলিশ মাছ
(c) কৈ মাছ
(d) বোয়াল মাছ
Ans. a
18. সুষষ খাদ্যের কয়টি উপাদান আছে?
(a) ৫
(b) ৬
(c) ৭
(d) ৮
Ans. b
19. পল্লীকবি কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) জসীমউদ্দীন
(d) সুকুমার বায়
Ans. c
20. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দূরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হয়?
(a) ১৮
(b) ১৬
(c) ১৪
(d) ১২
Ans. d
21. বাংলা স্বরবর্ণ কয়টি?
(a) ৫
(b) ৭
(c) ৯
(d) ১১
Ans. d
22. আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত?
(a) ঢাকা
(b) চট্টগ্রাম
(c) কুমিল্লা
(d) ভোলা
Ans. a
23. ৫৫ সংখ্যাটি নিচের কোন সংখ্যার দ্বারা ভাজ্য?
(a) ৮
(b) ৯
(c) ১০
(d) ১১
Ans. d
24. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
(a) যুমনা
(b) শীতলক্ষ্যা
(c) বুড়িগঙ্গা
(d) পদ্ম
Ans. c
25. কোন ভিটামিনের অভাবে ‘রিকেটস’ রোগ হয়?
(a) এ
(b) বি
(c) সি
(d) ডি
Ans. d
26. দেবর শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
(a) নন্দাই
(b) ননদ
(c) ভাবী
(d) দেবী
Ans. b
27. কোন সমুদ্র সৈকত থেকে সুর্যোদয় ও সূর্যস্ত দেখা যায়?
(a) কক্সবাজার
(b) সেন্টমার্টিন
(c) পতেঙ্গা
(d) কুয়াকাটা
Ans. d
28. ঢাকার নিকটবর্তী কোন জেলা?
(a) মানিকগঞ্জ
(b) মাগুরা
(c) মাদারীপুর
(d) ময়মনসিংহ
Ans. a
29. লালন শাহের মাজার কোন জেলায়?
(a) কুষ্টিয়া
(b) সাতক্ষীরা
(c) নওগাঁ
(d) বগুড়া
Ans. a
30. বাংলাদেশের মোট কয়টি জেলা? (২০১৩ পর্যন্ত)
(a) ৬৬
(b) ৬৫
(c) ৬৪
(d) ৬৩
Ans. c
31. কোন বানানটি সঠিক?
(a) Truthfulness
(b) Trothfulness
(c) Tuthfulnedd
(d) Truthfolness
Ans. a
32. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদাতা রাষ্ট্র কোনটি?
(a) ভারত
(b) নেপাল
(c) শ্রীলংকা
(d) জাপান
Ans. a
33. বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
(a) কুমিল্লা
(b) চট্টগ্রাম
(c) যশোর
(d) রংপুর
Ans. c
34. এক ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?
(a) ২৪ টাকা
(b) ২৫ টাকা
(c) ২৬ টাকা
(d) ২৭ টাকা
Ans. a
35. কোন উভয় লিঙ্গের উদাহরণ?
(a) মানুষ
(b) কবিরাজ
(c) সবধা
(d) দাই
Ans. a
36. বাংলাদেশের প্রথম সরকার কোথার গঠিত হয়?
(a) ঢাকা
(b) মুজিবনগর
(c) গোপালগঞ্জ
(d) যশোর
Ans. b
37. ‘মধুর’ শব্দের বিপরীত শব্দ?
(a) মিষ্টি
(b) তিক্ত
(c) অম্লত্ব
(d) মন্দ
Ans. b
38. শ্রীলংকার রাজধানী কোথায়?
(a) কলেম্বা
(b) কাঠমান্ডু
(c) কুয়ালালমপুর
(d) দিল্লী
Ans. a
39. বাংলা প্রথম চলচ্চিত্রের নাম কি?
(a) চরুলতা
(b) বেহুলা
(c) মুখ ও মুখোশ
(d) হারানো সুর
Ans. c
40. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
(a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(b) সৈয়দ নজরুল ইসলাম
(c) তাজদ্দীন আহমদ
(d) আবু সাইদ চৌধুরী
Ans. a
41. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি?(২০১৩ পর্যন্ত)
(a) ঢাকা
(b) রাজশাহী
(c) রংপুর
(d) সিলেট
Ans. c
42. Vowel কয়টি?
(a) ৩
(b) ৪
(c) ৫
(d) ৬
Ans. c
43. ইংরেজী বর্ণ কয়টি?
(a) ২৯
(b) ২৮
(c) ২৭
(d) ২৬
Ans. d
44. কোন প্রাণী জিহবা দিয়ে শোনে?
(a) সাপ
(b) ব্যাঙ
(c) কেঁচো
(d) কুমির
Ans. a
45. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
(a) ২টি
(b) ৪টি
(c) ৬টি
(d) ৮টি
Ans. a
46. Tense প্রধানত কত প্রকার?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
47. ৮১ কে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
(a) ৮
(b) ৯
(c) ১০
(d) ১২
Ans. b
48. বাংলাদেশের বিভাগ কয়টি? (২০১৩ পর্যন্ত)
(a) ৮টি
(b) ৭টি
(c) ৬টি
(d) ৬৪টি
Ans. b
49. নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans.
50. কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
(a) রাজশাহী
(b) দিনাজপুর
(c) নওগাঁ
(d) বগুড়া
Ans. b
51. পরবর্তী সংখ্যা নির্ধারণ করুন: ৩, ১০, ১৭, ?
(a) ২৪
(b) ২৮
(c) ৩০
(d) ৩২
Ans. a
52. পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি কোনটি?
(a) ইমপ্ল্যান্ট
(b) আইইউডি
(c) খাবার বড়ি
(d) এনএসভি
Ans. d
53. বঙ্গবন্ধুর জন্মতারিখ কোনটি?
(a) ১৭ জানুয়ারি
(b) ১৭ ফ্রেরুযারী
(c) ১৭ মার্চ
(d) ১৭ এপ্রিল
Ans. c
54. কোন শব্দ past participle?
(a) Arise
(b) Arase
(c) Arisen
(d) Arising
Ans. c
55. Person কয় প্রকার?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
56. বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
(a) কাঁঠাল গাছ
(b) আম গাছ
(c) বট গাছ
(d) জাম গাছ
Ans. b
57. ভারতবর্ষের সিপাহি বিদ্রোহী কোন সনে সংঘটিত হয়?
(a) ১৭৫৭
(b) ১৮৫৭
(c) ১৯৫৭
(d) ১৯৭১
Ans. b
58. ‘গীতাঞ্জলী’ কার লেখা?
(a) কাজী নজরুল ইসলাম
(b) আমত্য সেন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সুকুমার বায়
Ans. c
59. এক অংকের বৃহত্তর সংখ্যার কোনটি?
(a) ৭
(b) ৮
(c) ৯
(d) ১০
Ans. c
60. সৌদি মুদ্রার নাম কি?
(a) রিয়েল
(b) রিংগিত
(c) দিনার
(d) ডলার
Ans. a
61. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
(a) সুসময়ের বন্ধু
(b) স্বার্থপর ব্যক্তি
(c) বেহায়া
(d) চালবাজ লোক
Ans. a
62. মলা ও ঢেলামাছে কোন ভিটামিন প্রচুর থাকে?
(a) এ
(b) বি
(c) সি
(d) ডি
Ans. a
63. একটি চৌবচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং ১.২৫ মিটার হলে গভীরতা কত মিটার?
(a) ২.৮
(b) ২.৭
(c) ২.৫
(d) ২.৪
Ans. c
64. ৫৫৫ এর সর্ব ডানের অংকের স্থানীয় মান কত?
(a) ৫
(b) ৬
(c) ৭
(d) ৮
Ans. a
65. শহীদ বুদ্ধিজীবি দিবস কবে?
(a) ১৪ ডিসেম্বর
(b) ১৬ ডিসেম্বর
(c) ২১ ফ্রেরুয়ারি
(d) ২৬ মার্চ
Ans. a
66. বাংলার শেষ স্বাধীন নবাব কে?
(a) নবার আলীবর্দী খাঁ
(b) আলউদ্দিন হুসেন শাহ
(c) নবার সিরাজউদ্দৌলা
(d) ফকির মজনু শাহ
Ans. c
67. ‘রাতকানা’ রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
(a) ভিটামিন ‘এ’
(b) ভিটামিন ‘বি’
(c) ভিটামিন ‘সি’
(d) ভিটামিন ‘ডি’
Ans. a
68. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
(a) বর্ণ
(b) স্বরবর্ণ
(c) ব্যঞ্জন-বর্ণ
(d) ধ্বনি
Ans. a
69. পৃথিবীর কয়টি মহাদেশ আছে?
(a) ৫টি
(b) ৬টি
(c) ৭টি
(d) ৮টি
Ans. c