Read জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যক্তিগত সহকারী ২০১৩ Exam
1. ‘মেঘে বৃষ্টি হয়’-এখানে কারক হলো -
(a) অধিকরণ
(b) অপাদান
(c) করণ
(d) কর্ম
Ans. b
2. ‘জানালা’ শব্দটি -
(a) তৎসম
(b) তদ্ভব
(c) দেশী
(d) বিদেশী
Ans. d
3. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
(a) দূত+লোক
(b) দ্বী+লোক
(c) দিব+লোক
(d) দ্বী+আলোক
Ans. c
4. বাংলা স্বরবর্ণ কয়টি?
(a) দশটি
(b) এগারটি
(c) বারটি
(d) তেরটি
Ans. b
5. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?
(a) কথা
(b) ভাত
(c) ঘটি
(d) মাছের আঁশ
Ans. d
6. ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ?
(a) দ্বন্দ্ব
(b) দ্বিগু
(c) তৎপুরুষ
(d) অব্যয়ীভাব
Ans. a
7. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
(a) বর্ণ
(b) ধ্বনি
(c) ধাতু
(d) শব্দ
Ans. c
8. কোনটি শুদ্ধ বানান?
(a) Foreigner
(b) Forienor
(c) Foreignor
(d) Forener
Ans. a
9. The word ‘Magnificent’ means -
(a) splendid
(b) thoughtful
(c) resourceful
(d) graceful
Ans. a
10. প্রবল জোয়ালে কারণ, এ সময়
(a) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
(b) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
(c) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থেকে থাকে
(d) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
Ans. d
11. ‘সমুদ্র’ এর সমার্থক শব্দ কোনটি?
(a) পাথার
(b) গণণ
(c) অরুণ
(d) বহ্নি
Ans. a
12. What is the adjective of word ‘Tax’?
(a) Taxable
(b) Taxation
(c) Taxability
(d) Taxing
Ans. a
13. কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়?
(a) ১৫৫৬
(b) ১৬৪১
(c) ১৭৫৭
(d) ১৮২৯
Ans. d
14. কোনটি শুদ্ধ?
(a) সাথী
(b) সারথি
(c) সাড়সী
(d) সাড়স
Ans. b
15. যার চক্ষু লজ্জা নেই -
(a) চশমখোর
(b) নির্লজ্জ
(c) চাক্ষুষ
(d) চোষ্য
Ans. a
16. Choose the correct preposition.
Divide the money ___ the two boys.
(a) among
(b) between
(c) for
(d) over
Ans. b
17. Who called ‘the poet of beauty’ in English literature?
(a) P.B. Shelley
(b) Lord Byron
(c) William Wordsworth
(d) John Keats
Ans. d
18. ‘বৃহস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) বৃহস+পতি
(b) বৃহৎ+পতি
(c) বৃহ:+পতি
(d) বৃহস্পত+ই
Ans. b
19. দুই বর্ণের পরস্পর মিলনকে বলে?
(a) সন্ধি
(b) তদ্ভব
(c) পদ
(d) বিদেশী
Ans. a
20. What is the opposite of Pessimism?
(a) positivism
(b) Optimism
(c) primitvism
(d) Aestheticism
Ans. b
21. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(a) জয়নুল আবেদিন
(b) হাসেম খান
(c) হামিদুর রহমান
(d) কামরুল হাসান
Ans. d
22. স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
(a) আব্দুল মালেক উকিল
(b) সামসুল হুদা চৌধুরী
(c) শাহ্ আব্দুল হামিদ
(d) মোহাম্মদ উল্লাহ
Ans. d
23. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(a) বৃহদার্থে
(b) সাদৃশ্য অর্থে
(c) ব্যাঙ্গার্থে
(d) ক্ষুদ্রার্থে
Ans. d
24. ক্রিয়ার মূল উপাদান কি?
(a) ধ্বনি
(b) বাক্য
(c) শব্দ
(d) বর্ণ
Ans.
25. লালবাগের কেল্লা স্থাপন করেছেন কে?
(a) শাহ সুজা
(b) শায়েস্তা খান
(c) টিপু সুলতান
(d) ইসলাম খান
Ans. b
26. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
(a) ৫ জুন
(b) ১৫ জুন
(c) ৫ মে
(d) ১৫ মে
Ans. a
27. জাতিসংঘ দিবস পালিত হয়-
(a) ২৪ অক্টোবর
(b) ২৪ আগষ্ট
(c) ২৪ ডিসেম্বর
(d) ২৪ জুলাই
Ans. a
28. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’ – এটি কোন শ্রেণী বাক্য?
(a) সরল বাক্য
(b) জটিল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাসবাক্য
Ans. b
29. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কি?
(a) রুগ্ন
(b) স্পষ্টভাষী
(c) লেজুরবৃত্তি
(d) নির্ভীক
Ans. c
30. ‘কুহক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) কুহেলী
(b) ভূম
(c) ঋষি
(d) মায়া
Ans. d
31. পৃথিবীতে দিন রাত্রি সমান হয়-
(a) ২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
(b) ২১ মার্চ ও ২৩ অক্টোবর
(c) ২৩ মার্চ ও ২১ সেপ্টেম্বর
(d) ২২ ডিসেম্বর ও অক্টোবর
Ans. b
32. Truth শব্দটি noun হচ্ছে-
(a) Truth
(b) Truthful
(c) Truly
(d) Truthfulness
Ans. a
33. ‘ঠৌঁট কাটা’ – বলতে কি বুঝায়?
(a) অহংকারী
(b) স্পটভাষী
(c) মিথ্যাবাদী
(d) পক্ষপাতদুষ্ট
Ans. b
34. Choose the right sentence-
(a) He is senior than me for five years
(b) He is senior to me for five years
(c) He is senior from me five years
(d) He is senior at me for five years
Ans.
35. উইম্বডন - এর নাম কোন খেলার সাথে যুক্ত?
(a) ফুটবল
(b) ক্রিকেট
(c) লন টেনিস
(d) রাগবী
Ans. c
36. ‘কপোল’ শব্দটির অর্থ কি?
(a) কপাল
(b) গগুদেশ
(c) গাল
(d) ঠোঁট
Ans. bc
37. Deer এর plural form -
(a) Deer
(b) Deeres
(c) Deers
(d) Deariven
Ans. a
38. The writer of David Copperfield is -
(a) Shakespeare
(b) Daniel Defoe
(c) Charles Dickens
(d) Rudyard Kipling
Ans. c
39. একাত্তরের দিনগুলি কে লিখেছেন?
(a) জাহানারা ইমাম
(b) হাসান ইমাম
(c) আলী ইমাম
(d) আলতাব ইমাম
Ans. a