Read Sonali Bank Limited Senior Officer 2014 Exam
1. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
(a) VAST
(b) শব্দ তরঙ্গ
(c) চুম্বক তরঙ্গ
(d) অপটিক্যাল ফাইবার
Ans. d
2. বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার? (সাল ২০১৪)
(a) ১১৯০
(b) ১১৪৪
(c) ১১৮০
(d) ১২০০
Ans. a
3. A person who writes plays is called a
(a) play-write
(b) play writer
(c) playwright
(d) player
Ans. c
4. প্রতি 100 মিটার অন্তর রাস্তার একই পার্শ্বে যদি একটি বৈদ্যুতিক বাতি লাগানো হয়, তবে 1000 মিটার দীর্ঘ 4-সারি বিশিষ্ট (Lane) রাস্তার সকল পার্শ্বে বৈদ্যুতিক বাতি লাগাতে মোট কতটি বাতির প্রয়োজন হবে?
(a) 40
(b) 50
(c) 44
(d) 55
Ans. c
5. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
(a) কিউলেস
(b) এডিস
(c) এ্যানোফিলিস
(d) সব ধরনের মশা
Ans. b
6. ‘বঙ্কিম’ – এর বিপরীতার্থক শব্দ -
(a) রক্তিম
(b) ক্লেদাক্ত
(c) ঋজু
(d) বাঁকা
Ans. c
7. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
(a) হোয়াংহো
(b) নীল
(c) আমাজন
(d) কঙ্গো
Ans. c
8. P এবং Q একটি কাজ একা সম্পন্ন করতে সময় লাগে যথাক্রমে 15 দিন ও 10 দিন। তারা একসঙ্গে কাজটি 3 দিন করার পর P অন্যত্র চলে যায়। অবশিষ্ট কাজ Q একা সম্পন্ন করে। সমগ্র কাজটি সমাপ্ত হতে কত সময় লাগে?
(a) 3 দিন
(b) 4 দিন
(c) 5 দিন
(d) 8 দিন
Ans. d
9. চন্ডীদাস কোন যুগের কবি?
(a) প্রাচীন যুগ
(b) মধ্য যুগ
(c) আধুনিক যুগ
(d) উত্তর-আধুনিক যুগ
Ans. b
10. ‘পদ্মাবতী’ কাব্যের লেখক কে?
(a) বিদ্যাপতী
(b) গোবিন্দ দাস
(c) আবুল হাসান
(d) আলাওল
Ans. d
11. কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে -
(a) এ এল ইউ (ALU)
(b) মেমরি
(c) ক্যাশ মেমরি
(d) কন্ট্রোল ডিভাইস
Ans. b
12. কোন রচনার জন্য নজরুলের জেল হয়?
(a) অগ্নি-বীণা
(b) বিদ্রোহী
(c) প্রলয়-শিখা
(d) আনন্দময়ীর আগমনে
Ans. d
13. মানবাধিকার দিবস পালিত হয় কবে?
(a) ২৬ শে জুন
(b) ১ লা মার্চ
(c) ১ লা মে
(d) ১০ ই ডিসেম্বর
Ans. d
14. 4 n = 64 হলে n এর মান নিচের কোনটি হবে?
(a) 0
(b) 1
(c) 3
(d) 4
Ans. c
15. Renal failure means
(a) kidney failure
(b) heart failure
(c) collapse of the lungs
(d) severe low blood pressure
Ans. a
16. ‘হাত চালাও’ dএই বাগধারাটির অর্থ কী?
(a) মার দাও
(b) সাহায্য চাও
(c) দক্ষ হও
(d) তাড়াতাড়ি কর
Ans. d
17. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
(a) একক
(b) একত্র
(c) একাকিত্ব
(d) একত্রিত
Ans. d
18. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে?
(a) ৪ টি
(b) ৬ টি
(c) ৫ টি
(d) ২ টি
Ans. a
19. কোন বানানটি শুদ্ধ?
(a) স্বায়ত্তশাসন
(b) সায়ত্ত্বশাসন
(c) স্বায়ত্বশাসন
(d) সায়ত্বশাসন
Ans. a
20. একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয় -
(a) Dot per second
(b) Dot per inch
(c) Dot matrix per minute
(d) Dot printed per sq. inch
Ans. b
21. William Shakespeare was an English dramatist and poet of the ____ century.
(a) fifteenth
(b) sixteenth
(c) fourteenth
(d) seventeenth
Ans. b
22. 120 টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে, পঁচিশ পয়সার মুদ্রার ও দশ পয়সার মুদ্রার সংখ্যা কত?
(a) 100 টি ও 20 টি
(b) 90 টি ও 30 টি
(c) 80 টি ও 40 টি
(d) 70 টি ও 50 টি
Ans. a
23. যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই -
(a) সর্বসম্মত
(b) অবিসংবাদী
(c) ঐক্যমত
(d) নির্বিরোধী
Ans. b
24. VAST বলতে কি বুঝায়?
(a) Very Swift Automatic Terminal
(b) Very Standard Automobile Test
(c) Very Small Apparatus Terminal
(d) Very Static Aligned Terminal
Ans. c
25. পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন?
(a) বৌদ্ধ সভ্যতার
(b) হিন্দু সভ্যতার
(c) খ্রিষ্টীয় সভ্যতার
(d) মুসলিম সভ্যতার
Ans. a
26. কংকা টিভির মূল্য 20% হ্রাস করার ফলে যদি উহার বিক্রয়ের পরিমাণ ৫০% বৃদ্ধি পায়, তাহলে কোম্পানীর বিক্রয় খাতে অর্জিত রাজস্ব আয়ে পরিবর্তনের হার কিরূপ হবে?
(a) 25% বৃদ্ধি
(b) 22% বৃদ্ধি
(c) 20% বৃদ্ধি
(d) 19% বৃদ্ধি
Ans. c
27. Who among the following is not a recipient of the Nobel in literature?
(a) Rabindranath Tagore
(b) W. B. Yeats
(c) T. S. Eliot
(d) Robert Browning
Ans. b
28. ‘বেনাগিজ’ শহর কোথায় অবস্থিত?
(a) মিশর
(b) লিবিয়া
(c) সিরিয়া
(d) ইরাক
Ans. b
29. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন একটি কোণের পরিমাণ 40° হলে অপর কোনটির পরিমাণ কত হবে?
(a) 23°
(b) 150°
(c) 50°
(d) 60°
Ans. c
30. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
(a) ব্যারোমিটার
(b) সিসমোমিটার
(c) ল্যাকটোমিটার
(d) থার্মোমিটার
Ans. b
31. একটি সম্পত্তির 7 8 অংশ 2 পুত্র ও 3 কন্যার মধ্যে এমনভাবে বন্টন করা হল যার ফলে প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রের অর্ধেক পায়। প্রত্যেক পুত্র সম্পত্তির কত অংশ পেল?
(a) 1 4
(b) 1 8
(c) 3 4
(d) 5 8
Ans. a
32. কোনটি বাংলা উপসর্গ/
(a) পরা
(b) প্রতি
(c) হর
(d) অনা
Ans. d
33. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান সদস্য দেশ কতটি? (সাল ২০১৪)
(a) ১৫৭ টি
(b) ১৫৮ টি
(c) ১৫৯ টি
(d) ১৬০ টি
Ans. a
34. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
(a) ১৭৫৩ সালে
(b) ১৭৫৭ সালে
(c) ১৮০৩ সালে
(d) ১৮৫৭ সালে
Ans. b
35. ওয়াল ষ্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
(a) জুয়েলারী শিল্পে
(b) শেয়ার বাজার
(c) সংবাদ প্রকাশনার সংস্থা
(d) বিমান বন্দর
Ans. b
36. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
(a) যুক্তরাষ্ট্র
(b) সুইডেন
(c) যুক্তরাজ্য
(d) ডেনমার্ক
Ans. b
37. যদি x y = y -1 হয়, তবে x এর মান কোনটি হবে?
(a) 1
(b) y -1
(c) y²
(d) 1 y
Ans. a
38. কম্পিউটারের মেমোরি নিম্নের কোনটি?
(a) কী-বোর্ড
(b) মাইক্রোপ্রসেসর
(c) রম (ROM)
(d) মাদার বোর্ড
Ans. c
39. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে কত টাকা 12 বছরে সুদে-আসলে 1248 টাকা হবে?
(a) 700 টাকা
(b) 750 টাকা
(c) 780 টাকা
(d) 800 টাকা
Ans. c
40. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
(a) মাইক্রোফোন
(b) সিডি ড্রাইভ
(c) মনিটর
(d) জয়ষ্টিক
Ans. c
41. Apple প্রযুক্তির সাথে নিম্নের কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
(a) এ্যাডওয়ার্ড স্নোডেন
(b) ফিলিপ কটলার
(c) স্টিভ জবস
(d) মাইকেল শুমেকারপ
Ans. c
42. ‘শকট’ শব্দের অর্থ -
(a) মাছ
(b) মাছের আঁশ
(c) গাড়ি
(d) ময়ূর
Ans. c
43. OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৬৭ সালে
(b) ১৯৬৯ সালে
(c) ১৯৪৭ সালে
(d) ১৯৮৩ সালে
Ans. b
44. ‘Prima facie’ means
(a) at first view
(b) main cause
(c) prime figure
(d) prime accused
Ans. a
45. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(a) কামরুল হাসান
(b) জয়নুল আবেদিন
(c) হাসেম খান
(d) হামিদুর রহমান
Ans. a
46. Transferring part of management responsibility to a third party is called
(a) brokering
(b) outsourcing
(c) merchandizing
(d) forwarding
Ans. b
47. John Keats is known as a Romantic poet. So is (choose one name)
(a) T. S. Eliot
(b) Lord Tennyson
(c) Lord Byron
(d) G. M. Hopkins
Ans. c
48. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
(a) মতিচুর
(b) পদ্মরাগ
(c) পদ্মিনী
(d) সুলতানার স্বপ্ন
Ans. c
49. বিখ্যাত ‘কাজলা’ কি বা কে?
(a) একটি কবিতা
(b) একটি উপন্যাস
(c) কায়কোবাদের জন্মস্থান
(d) মধুসূদনের পত্নী
Ans. a
50. বঙ্গভঙ্গ রহিত করা হয কোন সালে?
(a) ১৯০৫ সালে
(b) ১৯০১ সালে
(c) ১৯১১ সালে
(d) ১৯১৩ সালে
Ans. c
51. নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইজ (Input device)?
(a) সি আর টি মনিটর (CRT Motitor)
(b) স্পিকার (Speaker)
(c) প্রিন্টার (Printer)
(d) কী-বোর্ড (Key-Board)
Ans. d
52. ‘কলা দেখানো’ বাগধারার অর্থ -
(a) লোভ দেখানো
(b) প্রলুদ্ধ করা
(c) ফাঁকি দেওয়া
(d) উদ্বুদ্ধ করা
Ans. c
53. নিচের কোনটি সিষ্টেম সফটওয়ারের উদাহরণ?
(a) ফারা ফক্স (Fire Fox)
(b) নোটপেড (Notepad)
(c) উইন্ডোজ ৯৮ (Windows 98)
(d) এভিরা (Avira)
Ans. c
54. কোন বানানটি অশুদ্ধ?
(a) শারীরিক
(b) বাল্মিকী
(c) উধ্বমুখী
(d) হরিণ
Ans. b
55. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
(a) বুধ
(b) শুক্র
(c) মঙ্গল
(d) বৃহস্পতি
Ans. a
56. ‘শেষের কবিতা’ উপন্যাস হলে ‘শেষে লেখা’ কি?
(a) উপন্যাস
(b) কাব্য
(c) ছোট গল্প
(d) নাটক
Ans. b
57. কোনটি মাদার বোর্ড (Mother Board) এর অংশ নয়?
(a) সি পি ইউ (CPU)
(b) মেমোরি
(c) পাওয়ার সাপ্লাই
(d) রেজিস্ট্রার
Ans. c
58. ATM এর পূর্ণরূপ হচ্ছে -
(a) Alternative Teller Machine
(b) Automatic Transfer Money
(c) Automated Teller Machine
(d) All Time Money
Ans. c
59. ‘ভানুসিংহ’ কার ছদ্ম নাম?
(a) রবীন্দ্রনাথ
(b) মধুসূদন
(c) শরৎচন্দ্র
(d) বঙ্কিমচন্দ্র
Ans. a
60. নিম্নের কোনটি সেকেন্ডারি ষ্টোর ডিভাইজ (Secondary Store Device) এর উদাহরণ নয়?
(a) হার্ড হিস্ক (Hard disk)
(b) রেম (RAM)
(c) ম্যাগনেটিক টেপস্ (Magnetic tapes))
(d) সি ডিস (CDs)
Ans. b
61. জাতিসংঘের পতাকার কোন দু’টি রং আছে?
(a) নীল ও লাল
(b) নীল ও সাদা
(c) লাল ও সাদা
(d) সবুজ ও সাদা
Ans. b
62. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
(a) কয়লা
(b) গ্যাস
(c) চুনাপাথর
(d) সাদামাটি
Ans. b
63. The word ‘subterfuge’ means
(a) Subtlety
(b) cunning
(c) simplicity
(d) trickery
Ans. d
64. ∜x × x 1 4 এর সঠিক মান কোনটি?
(a) √x
(b) x
(c) x 1 4
(d) 1
Ans. a
65. 180° < A < 360° হলে ∠a কোন প্রকারের কোণ?
(a) সমকোণ
(b) সূক্ষ্মকোণ
(c) স্থূলকোণ
(d) প্রবৃদ্ধকোণ
Ans. d
66. বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে সর্বোচ্চ?
(a) বীর উত্তম
(b) বীর প্রতীক
(c) বীর শ্রেষ্ঠ
(d) বীর বিক্রম
Ans. c
67. Who wrote the introduction to Rabindranath Tagore’s Song offerings (also known as English Gitanjaliji)?
(a) T. S. Eliot
(b) W. H. Auden
(c) Ezra Pound D
(d) W. B. Yeats
Ans. d
68. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
(a) ১৭ ই জুন
(b) ৭ ই ফেব্রুয়ারী
(c) ১৭ ই মার্চ
(d) ১৭ ই এপ্রিল
Ans. c
69. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
(a) ১৯১২
(b) ১৯১৩
(c) ১৯১৬
(d) ১৯০৮
Ans. b
70. নিচের কোনটি অপটিক্যাল ডিভাইজের উদাহরণ?
(a) হার্ড হিস্ক (Hard Disk)
(b) রেম (RAM)
(c) সি পি ইউ (CPU)
(d) সিডি ড্রাইভ (CD Drive)
Ans. d
71. একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ। যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহনের করে, তবে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহন করে?
(a) 80
(b) 78
(c) 76
(d) 72
Ans. b
72. Which of the following plays is by William Shakespeare?
(a) Desire Under the Elms
(b) Measure of Measure
(c) Pygmalion
(d) Cocktail Party
Ans. b
73. বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে -
(a) ই-নিউজ (E-news)
(b) বিডি-নিউজ (Bd-News)
(c) এন টিভি নিউজ (NTV-News)
(d) প্রথম আলো নিউজ (Protom Alo-News)
Ans. b
74. 3 -3 এর মান নিচের কোনটি?
(a) 1 9
(b) 27
(c) 1 3
(d) 1 27
Ans. d
75. 57° এর পূরককোণ কত?
(a) 123°
(b) 303°
(c) 180°
(d) 33°
Ans. d
76. ‘নীল-দর্পন’ gdjfনাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
(a) ঢাকা
(b) কলকাতা
(c) মুর্শিদাবাদ
(d) যশোর
Ans. a
77. ‘INF’ কোন ধরনের ফাইল?
(a) সিস্টেম ফাইল
(b) ইমেজ ফাইল
(c) হাইপারটেক্সট ফাইল
(d) ডকুমেন্ট ফাইল
Ans. a
78. প্রথম বাংলা পত্রিকা কোনটি?
(a) কল্লোল
(b) প্রভাকর
(c) সংবাদ
(d) দিক দর্শন
Ans. d
79. (a – b)(a – b) = কত?
(a) a² - b²
(b) a² - 2ab + b²
(c) a² + 2ab + b²
(d) a² + b²
Ans. b
80. ‘মেঘনাদবদ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
(a) ১৮৫২
(b) ১৮৫৩
(c) ১৮৬১
(d) ১৮৬৪
Ans. c
Choose the appropriate options to complete the sentences.
81. Today ____ people who enjoy cricket is bigger than that of thirty years ago.
(a) number of
(b) a great deal of
(c) many
(d) the number of
Ans. d
82. Heavy fines and jail sentence have made ____ difference in preventing elephant poaching.
(a) a few
(b) many
(c) little
(d) the number of
Ans. c
Fill in the blanks:
83. I remember ____ the race.
(a) the horse’s wining the race
(b) the horse to win
(c) the horse wining
(d) the horse will win
Ans. c
84. Neither of the two men wants ____ son educated.
(a) their
(b) his
(c) them
(d) its
Ans. a
85. A basket of apples ____ been sold.
(a) have
(b) has
(c) having
(d) haven’t
Ans. b
86. The fire in the museum resulted in ____ damage.
(a) intensive
(b) expensive
(c) abrasive
(d) extensive
Ans. d
87. She couldn’t stop _____.
(a) laughing
(b) to laugh
(c) laugh
(d) laughter
Ans. a
88. _____ physicist, Gabriel Fahrenheit, invents the mercury thermometer in 1714.
(a) There is
(b) it is
(c) the
(d) it is the
Ans. c
89. He ____ that he’s millionaire, but don’t believe him.
(a) admits
(b) attempts
(c) screams
(d) claims
Ans. d
90. You’ll remember to call me, ____?
(a) will you
(b) would you
(c) won’t you
(d) would not you
Ans. c
Find the matching part of words according to the logic of pairing in Doctor Hospital:
91. .
(a) Farmer : Village
(b) Chef : Kitchen
(c) Water : Reservoir
(d) Plumber : Wrench
Ans. b
92. .
(a) Teacher : library
(b) Patient : Dispensary
(c) Bee : Flower
(d) Teller : Bank
Ans. d
Provide the appropriate synonym:
93. Intermittent
(a) Continuous
(b) Irregular
(c) Immediate
(d) Constant
Ans. b
94. Frugal
(a) Careful
(b) Economical
(c) Profligate
(d) Ideal
Ans. b
Provide the correct antonym:
95. Permanent
(a) Evanescent
(b) Temporal
(c) Persistent
(d) Short
Ans. a
96. Destitute
(a) Affected
(b) Wealthy
(c) Indifferent
(d) Indigent
Ans. b
Supply the appropriate preposition:
97. The bank will compensate the customer ____ his loss.
(a) at
(b) for
(c) to
(d) of
Ans. b
98. Supply minister arrived _____ a decision last night.
(a) over
(b) in
(c) at
(d) on
Ans. c
What do the underlined words mean:
99. Some felt the law would impinge on the rights of others.
(a) change
(b) trespass
(c) enlarge
(d) facilitate
Ans. b
100. Drink only tepid water.
(a) cold
(b) slightly warm
(c) slightly cold
(d) hot
Ans. b