Read মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিদর্শক ২০১৩ Exam
1. এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ?
(a) ১০০০
(b) ১০০০০০০
(c) ১০০০০০
(d) ১০০০০
Ans. b
2. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
(a) ৯ : ৭
(b) ৭ : ২
(c) ৩১ : ১৬
(d) ৭ : ৩
Ans. c
3. By fits and starts-means
(a) irregularly
(b) carefully
(c) regularly
(d) attentively
Ans. a
4. Jerry said, ``I ____ the axe _____.`
(a) put down, slow
(b) brought down, carelessly
(c) took away, now
(d) hit over, powerfully
Ans. b
5. Golden Crescent কি?
(a) সোনালী অর্ধচন্দ্র
(b) চিকিসা সেবা প্রতীক
(c) ইরান, ইরাক ও আফগানিস্তান এলাকা
(d) পাকিস্তান, ইরান ও আফগানিস্তান এলাকা
Ans. d
6. `A person who was before another person` refers to-
(a) superior
(b) successor
(c) contemporary
(d) predecessor
Ans. d
7. ঔদ্ধত্য-এর বিপরীত শব্দ কোনটি?
(a) স্তব্ধ
(b) বিনয়
(c) গম্ভীর
(d) স্বান্তনা
Ans. b
8. এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী কে?
(a) মুসা ইব্রাহীম
(b) নিশাত মজুমদার
(c) আকরাম খান
(d) এম এ মুহিত
Ans. a
9. The price of daily necessaries increases by -
(a) the by
(b) leaps and bounds
(c) hook or by crook
(d) fits and starts
Ans. b
10. Democracy demands _____ to rules.
(a) adherence
(b) respectful
(c) knowledge
(d) awareness
Ans. a
11. x + 1 x = √3 হলে x³ + 1 এর মান কত?
(a) 2
(b) 4
(c) 0
(d) 6
Ans. c
12. কোনটি দ্বন্দ্ব সমাস?
(a) কোকিলকন্ঠি
(b) রাতজাগা
(c) হাটেবাজারে
(d) মেনিমুখো
Ans. c
13. What is the antonym of `honorary`?
(a) official
(b) honorable
(c) salaried
(d) literary
Ans. c
14. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯২০
(b) ১৯২৩
(c) ১৯২১
(d) ১৯৩১
Ans. c
15. The mob _____ dispersed.
(a) is
(b) are
(c) have
(d) has
Ans. c
16. Nostalgic means -
(a) soothing
(b) temperate
(c) realistic
(d) homesick
Ans. d
17. মানব কোষে ক্রোমোজমের সংখ্যা কত?
(a) ২৩ জোড়া
(b) ৩৩ জোড়া
(c) ২৮ জোড়া
(d) ৪৩ জোড়া
Ans. a
18. কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
(a) ২৮০০
(b) ২৯০০
(c) ৩০০০
(d) ৩০৫০
Ans. c
19. কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ?
(a) বৃহস্পতি
(b) শনি
(c) পৃথিবী
(d) ইউরেনাস
Ans. a
20. Which is the synonym of the `Valiant` is -
(a) active
(b) overcome
(c) brave
(d) ingenious
Ans. c
21. এফবিআই কি?
(a) একটি গোয়েন্দা সংস্থা
(b) একটি ব্যাংক
(c) একটি সন্ত্রাসী সংগঠন
(d) একটি গেরিলা সংগঠন
Ans. a
22. Antonym of the word `doctrine` is -
(a) belief
(b) faith
(c) error
(d) theory
Ans. c
23. ‘কাষ্ঠহাসি’ বাগধারার অর্থ কি?
(a) স্বেচ্ছাচারী
(b) বিত্তশালী
(c) শুকনো হাসি
(d) গণ্ডমূর্খ
Ans. c
24. ‘চোখের বালি’ বাগধারার অর্থ কি?
(a) চোখের অসুখ
(b) চোখের যত্ন
(c) শত্রু
(d) কৃতঘ্ন
Ans. c
25. কোনটি শুদ্ধ বাক্য?
(a) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
(b) তোমার সাথে গোপন পরামর্শ আছে
(c) মেয়েটি দারুণ সবুদ্ধিতী
(d) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
Ans. a
26. William Shakespeare wrote -
(a) Tempest
(b) Doctor Faustus
(c) Rainbow
(d) The Sun also Rises
Ans. a
27. কোন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
(a) ৮৯
(b) ৮৮
(c) ৮৬
(d) ৯১
Ans. a
28. An ordinance is a -
(a) book
(b) law
(c) newspaper
(d) manuscript
Ans. b
29. কোন চতুর্ভুজের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এরূপ চতুর্ভুজকে বলে-
(a) বর্গক্ষেত্র
(b) আয়তক্ষেত্র
(c) ট্রাপিজিয়াম
(d) রম্বস
Ans. d
30. `Civil Society` এর পরিভাষা কোনটি?
(a) সভ্য সমাজ
(b) সুশীল সমাজ
(c) বেসামরিক সমাজ
(d) অসামাজিক সমাজ
Ans. b
31. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
(a) ৩৬
(b) ৪৮
(c) ৫৬
(d) ৭২
Ans. a
32. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(a) পায়ের আওয়াজ পাওয়া যায়
(b) আগুনের পরশমনণি
(c) চিলেকোঠার সেপাই
(d) রাজা যায় রাজা আসে
Ans. b
33. “To meet trouble half way” means -
(a) to get nervous
(b) to be puzzled
(c) to gear up
(d) to disappointed
Ans. b
34. নিচের কোনটি ভ্রমণকাহিনী?
(a) ভল্গা থেকে গঙ্গা
(b) পার্থিব
(c) দুই দেশ দুই নাম
(d) জঙ্গম
Ans. a
35. 2x+3y=36 এবং 2x+y=16 হলে x ও y এর মান কত?
(a) 2,10
(b) 3,10
(c) 3,5
(d) 6,10
Ans. b
36. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
(a) 5
(b) 4
(c) 3
(d) 2
Ans. b
37. Anarchy : Government-
(a) Penury : Wealth
(b) Chaos : Disorder
(c) Monarchy : Republic
(d) Verbosity : Words
Ans. a
38. কোনোটি সামান্তরিকের ক্ষেত্রফল?
(a) × দৈর্ঘ্য × প্রস্ত
(b) দৈর্ঘ্য × প্রস্ত
(c) ২ × দৈর্ঘ্য × প্রস্ত
(d) ভূমি × উচ্চতা
Ans. d
39. নিম্নোক্ত ভগ্নাংশসমূহের মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
(a)
(b)
(c)
(d) ১১ ১৮
Ans. d
40. মোড়ক শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) মোড়+এক
(b) মুড়+অক
(c) মুড়ি+অক
(d) মোড়+ক
Ans. b
41. তিনটি ক্রমিক সংখ্যার গূণফল ৬০ হলে তাদের যোগফল কত?
(a) ২০
(b) ১৫
(c) ১৪
(d) ১২
Ans. d
42. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
(a) লব্ধপ্রতিষ্ঠ
(b) জাতিস্মর
(c) ভজঙ্গম
(d) প্রতুৎপন্নমতি
Ans. b
43. মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি?
(a) একাত্তরের দিনগুলি
(b) এইসব দিন রাত্রি
(c) নুরুলদীনের সারা জীবন
(d) সৎ মানুষের খোঁজে
Ans. a
44. কোনটি খাঁটি বাংলা শব্দ?
(a) ঢোল
(b) ঈদ
(c) হালুয়া
(d) আনারস
Ans. a
45. নিচের কোনটি চলিতরীতির শব্দ?
(a) তুল
(b) শুকনো
(c) পড়িল
(d) শহীদ
Ans. b
46. সিপাহি বিপ্লব সংঘটিত হয় _____সালে।
(a) ১৯৫৭
(b) ১৮৫৭
(c) ১৭৫৭
(d) ১৯১৭
Ans. b
47. এক বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
(a) ১০০
(b) ১০০০০
(c) ১০০০
(d) ১০
Ans. b
48. কোনটি শুদ্ধ বানান?
(a) শান্তনা
(b) স্বান্তনা
(c) সান্ত্বনা
(d) স্বান্তনা
Ans. c
49. বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কতটি?
(a) ২৫০
(b) ১৫৩
(c) ২১০
(d) ১২৫
Ans. b
50. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হাবে?
(a) ২২ টাকা
(b) ২৫ টাকা
(c) ১৫ টাকা
(d) ১২ টাকা
Ans. a
51. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
(a) পড়ালাম
(b) পড়াতাম
(c) পড়িয়েছিলাম
(d) পড়িয়েছি
Ans. b
52. He was accused ____ theft.
(a) for
(b) with
(c) of
(d) from
Ans. c
53. Which word is correctly spelt?
(a) Recesion
(b) Recession
(c) Recesson
(d) Ricession
Ans. b
54. It is time you ____ for a new job.
(a) looked
(b) looking
(c) had looked
(d) look
Ans. a
55. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
(a) UNUCEF
(b) UNESCO
(c) ILO
(d) UNDP
Ans. b
56. বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায়?
(a) খুলনা
(b) যশোর
(c) বাগেরহাট
(d) পাবনা
Ans. c
57. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
(a) দু’হাতি
(b) সমান তালী
(c) সব্যসাচী
(d) তবলা বাদক
Ans. c
58. The word ` Pediatric` relates to the treatment of -
(a) adults
(b) children
(c) old people
(d) woman
Ans. b
59. মহাকীর্তি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) মহান যে কীর্তি
(b) মহা যে কীর্তি
(c) মহতী যে র্কীতি
(d) মহান যে কীর্তি
Ans. c
60. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
Ans. b
61. Hydrophobia is the fear of -
(a) closed place
(b) examination
(c) water
(d) snake
Ans. c
62. If I lived near my office, ____ in time for work.
(a) I would be
(b) I shall be
(c) I will be
(d) I were
Ans. a
63. The word ‘Compulsive’ is-
(a) adverb
(b) verb
(c) adjective
(d) noun
Ans. c
64. নিচের কোনটি রম্য রচনা?
(a) পঞ্চতন্ত্র
(b) ধীরে বহে নীল
(c) চোখের বালি
(d) সাত-সমুদ্র
Ans. a
65. হিল্লোল-এর প্রতিশব্দ কোনটি?
(a) সাহস
(b) হাসি ঠাট্টা
(c) তরঙ্গ
(d) কম্পন
Ans. c
66. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
(a) ওলন্দাজ
(b) ফরাসি
(c) জাপানি
(d) ইংরেজি
Ans. b
67. 2x² - x – 3 এর উৎপাদক কত?
(a) (2x+1)(x-3)
(b) (x-1)(2x+3)
(c) (x+1)(2x-3)
(d) (2x-1)(x+3)
Ans. c
68. The synonym of `Trivial` is -
(a) intellectual
(b) insignificant
(c) uncertain
(d) unusual
Ans. b
69. ‘শ্রীঘর’-এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি?
(a) সুদৃশ্য ঘর
(b) বৈঠকখানা
(c) জেলখানা
(d) সরাইখানা
Ans. c
70. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার পরিমাণের অনুপাত ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?
(a) ৬ গ্রাম
(b) ৫ গ্রাম
(c) ৪ গ্রাম
(d) ৮ গ্রাম
Ans. c
71. ১৬০ টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
(a) ১৪০ টাকা
(b) ১৩৬ টাকা
(c) ১৩৫ টাকা
(d) ১৩০ টাকা
Ans. b
72. একটি চৌবাচ্চা এর তিনটি নল দিয়ে যথাক্রমে ১০,১২ ও ১৫ ঘন্টা পূর্ণ হতে পারে। তিনটি নল এক সংগে খুলে দিলে চৌবাচ্চারি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
(a) ৬ ঘন্টা
(b) ৪ ঘন্টা
(c) ২ ঘন্টা
(d) ৩ ঘন্টা
Ans. c
73. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
(a) ১১
(b) ৩
(c) ৮
(d) ২
Ans. c
74. মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? (সাল ২০১৩)
(a) ড. মুহাম্মদ মুরসী
(b) হোসনী মোবারক
(c) আকরাম খান
(d) এম এ মুহিদ
Ans. a
75. IUCB-এর পূর্ণরূপ কোনটি?
(a) International Nutrition Control Board
(b) International Narcotics Control Board
(c) International Narcotics Control Bureau
(d) কোনটিই নয়
Ans. b
76. দিন ও রাত্রির সন্ধিক্ষণ-
(a) গোধূলি
(b) দুপুর
(c) সন্ধ্যাকাল
(d) ক ও খ উভয়ই
Ans. a
77. The adjective form of the `decision` is -
(a) decide
(b) decisiveness
(c) decisive
(d) deceived
Ans. c
78. He always does what _____
(a) he can’t see
(b) he likes
(c) likes
(d) sees the point
Ans. b
79. কোনটি শুদ্ধ বাক্য?
(a) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
(b) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
(c) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
(d) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
Ans. a
80. a = 1 2 হলে (2a + 1)(4a² -2a + 1) এর মান কত?
(a) 0
(b) 1
(c) 2
(d) 3
Ans. c
81. শামসুর রাহমানের কাব্য কোনটি?
(a) রৌদ্র করোটিতে
(b) রাখালী
(c) ছায়াহরিণ
(d) সাঁঝের মায়া
Ans. a
82. He ran _____debt.
(a) with
(b) in
(c) after
(d) into
Ans. d
83. কোন দেশে প্রথম ‘‌আরব বসন্ত’- এর সূচনা হয়?
(a) মিশর
(b) লেবানন
(c) তিউনিশিয়া
(d) লিবিয়া
Ans. c
84. চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) চিরু+নি
(b) চির+উনি
(c) চিরুন+ই
(d) চির:+উনি
Ans. b
85. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এ ধারা কয়টি?
(a) ৫৯
(b) ৫৬
(c) ৫৭
(d) ৫৮
Ans. b