Read 36th BCS Exam | |||
---|---|---|---|
1. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? | |||
(a) ৩০% | |||
(b) ৪০% | |||
(c) ৫০% | |||
(d) ৬০% | |||
Ans. | |||
2. জাতিসংঘ উন্নয়ন কর্মচূচির (UNDP) শীর্ষ পদটি কি? | |||
(a) প্রশাসক | |||
(b) মহাপরিচালক | |||
(c) মহাসচিব | |||
(d) প্রেসিডেন্ট | |||
Ans. a | |||
3. দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? | |||
(a) ৪ | |||
(b) ২ | |||
(c) ৮ | |||
(d) ১৬ | |||
Ans. a | |||
4. নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে? | |||
(a) কল্যাণ | |||
(b) প্রবণ | |||
(c) নিক্কণ | |||
(d) বিপণি | |||
Ans. b | |||
5. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? | |||
(a) সোনার তরী | |||
(b) চিত্রা | |||
(c) মানসী | |||
(d) বলাকা | |||
Ans. a | |||
6. ‘বিষাদসিন্ধু’ একটি - | |||
(a) গবেষণা গ্রন্থ | |||
(b) ধর্মবিষয়ক প্রবন্ধ | |||
(c) ইতিহাস আশ্রিত উপন্যাস | |||
(d) আত্মজীবনী | |||
Ans. c | |||
7. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - | |||
(a) অবকাশ রঞ্জিকা | |||
(b) বিধিধার্য সংগ্রহ | |||
(c) কাব্য প্রকাশ | |||
(d) গ্রামবার্তা প্রকাশিকা | |||
Ans. d | |||
8. বায়ুমন্ডলের শতকরা কতভাগ আরগন বিদ্যমান? | |||
(a) ৭৮.০ | |||
(b) ০.৮ | |||
(c) ০.৪১ | |||
(d) ০.৩ | |||
Ans. b | |||
9. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো- | |||
(a) আইসোটোন | |||
(b) আইসোটোপ | |||
(c) আইসোবার | |||
(d) রাসায়নিক পদার্থ | |||
Ans. b | |||
10. A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত? | |||
(a) 8 | |||
(b) 7 | |||
(c) 6 | |||
(d) 3 | |||
Ans. a | |||
11. David Coperfield’ is a/an _____ novel. | |||
(a) Victorian | |||
(b) Eligabethan | |||
(c) Romantic | |||
(d) Modern | |||
Ans. b | |||
12. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন? | |||
(a) পরিবিবি | |||
(b) ইসলাম খান | |||
(c) শায়েস্তা খান | |||
(d) ঈশা খান | |||
Ans. b | |||
13. আরবলীগ প্রতিষ্ঠা পায়- | |||
(a) ১৯৪৯ | |||
(b) ১৯৫০ | |||
(c) ১৯৪৫ | |||
(d) ১৯৪০ | |||
Ans. c | |||
14. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে? | |||
(a) ১৯৭২ সালে | |||
(b) ১৯৭৩ সালে | |||
(c) ১৯৭৪ সালে | |||
(d) ১৯৭৭ সালে | |||
Ans. c | |||
15. সুশাসনের পথে অন্তরায়- | |||
(a) আইনের শাসন | |||
(b) জবাবদিহিতা | |||
(c) স্বজনপ্রীতি | |||
(d) ন্যায়পরায়ণতা | |||
Ans. c | |||
16. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা? | |||
(a) শামসুর রাহমান | |||
(b) আল মাহমুদ | |||
(c) আবুল ফজল | |||
(d) আবু জাফর ওবায়দুল্লাহ | |||
Ans. d | |||
17. বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? | |||
(a) ১৯৯৮ সালে | |||
(b) ১৯৯৯ সালে | |||
(c) ২০০০ সালে | |||
(d) ১৯৯৭ সালে | |||
Ans. d | |||
18. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? | |||
(a) স্নায়ুতন্ত্রের | |||
(b) রেচন তন্ত্রের | |||
(c) পরিপাক তন্ত্রের | |||
(d) শ্বাস তন্ত্রের | |||
Ans. a | |||
19. নিম্নলিখিত কোনটি Internatinal mother Earth day? | |||
(a) ১৮ এপ্রিল | |||
(b) ২০ এপ্রিল | |||
(c) ২২ এপ্রিল | |||
(d) ২৪ এপ্রিল | |||
Ans. c | |||
20. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? | |||
(a) রিক্তের বেদন | |||
(b) সর্বহারা | |||
(c) আলেয়া | |||
(d) কুহেলিকা | |||
Ans. d | |||
21. ভাইরাস জনিত রোগ নয় কোনটি? | |||
(a) জন্ডিস | |||
(b) এইডস | |||
(c) নিওমোনিয়া | |||
(d) চোখ ওঠা | |||
Ans. c | |||
22. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? | |||
(a) ডিজেল | |||
(b) পেট্রোল | |||
(c) অকটেন | |||
(d) সিএনজি | |||
Ans. a | |||
23. কোন যন্ত্রের সাহায্যে শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? | |||
(a) ট্রান্সফ্ররমার | |||
(b) ডায়নামো | |||
(c) বৈদ্যুতিক মটর | |||
(d) হুইল | |||
Ans. b | |||
24. Identify the correct sentence? | |||
(a) Yesterday, he has gone home | |||
(b) Yesterday, he did gone home | |||
(c) Yesterday, he had gone home | |||
(d) Yesterday, he went home | |||
Ans. d | |||
25. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক? | |||
(a) এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস | |||
(b) এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত | |||
(c) ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয় | |||
(d) উপরের সবগুলোই | |||
Ans. d | |||
26. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? উঃ | |||
(a) ১৭৫৬ | |||
(b) ১৭৫২ | |||
(c) ১৭৬০ | |||
(d) ১৭৬২ | |||
Ans. c | |||
27. Who of the following writers was not a novelist? | |||
(a) Charles Dickens | |||
(b) W. B. Yeats | |||
(c) James Joyce | |||
(d) Jane Austen | |||
Ans. b | |||
28. যদি = হয় তবে x = কত? | |||
(a) 0 | |||
(b) 1 | |||
(c) -1 | |||
(d) 4 | |||
Ans. a | |||
29. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ? | |||
(a) জুন ২০০১ | |||
(b) জুন ২০০ | |||
(c) জুন ২০০২ | |||
(d) জুন ২০০৩ | |||
Ans. c | |||
30. Which one is a correct sentence? | |||
(a) paper is made of wood | |||
(b) paper is made from wood | |||
(c) paper is made by wood | |||
(d) paper is made on wood | |||
Ans. a | |||
31. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? | |||
(a) ১১.২ কি.মি | |||
(b) ১২.২ কি.মি | |||
(c) ১১.৮ কি.মি | |||
(d) ১২.৮ কি.মি | |||
Ans. c | |||
32. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? | |||
(a) বিভিন্ন ডিভাইস সংযুক্ত করার কাজে | |||
(b) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওর্য়াককে সংযুক্ত করার কাজে | |||
(c) এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে | |||
(d) কোনটিই নয় | |||
Ans. b | |||
33. নিচের কোনটি ডাটাবেজ language? | |||
(a) Oracle | |||
(b) C | |||
(c) MS-Word | |||
(d) কোনটিই নয় | |||
Ans. a | |||
34. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? | |||
(a) ১৭ জানুয়ারী ১৯৭২ | |||
(b) ২৬ মার্চ ১৯৭১ | |||
(c) ১৬ ডিসেম্বর ১৯৭১ | |||
(d) ২১ ফেব্রুয়ারী ১৯৭২ | |||
Ans. a | |||
35. সুন্দরবন বাঘ গণনায় ব্যবহৃত হয়- | |||
(a) পাগ-মার্ক | |||
(b) ফুটমার্ক | |||
(c) GIS | |||
(d) কোয়ার্ডবেট | |||
Ans. a | |||
36. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? | |||
(a) ভারত | |||
(b) আলজেরিয়া | |||
(c) আলবেনিয়া | |||
(d) ফ্রান্স | |||
Ans. c | |||
37. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে- | |||
(a) অর্থনৈতিক উন্নয়ন | |||
(b) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন | |||
(c) সামাজিক উন্নয়ন | |||
(d) সবগুলোই | |||
Ans. b | |||
38. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? | |||
(a) ১৯৪১ | |||
(b) ১৯৪৫ | |||
(c) ১৯৪৮ | |||
(d) ১৯৪৯ | |||
Ans. b | |||
39. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা - | |||
(a) উইলিয়াম কেরি | |||
(b) গোলকনাথ শর্মা | |||
(c) রামরাম বসু | |||
(d) হরপ্রসাদ রায় | |||
Ans. c | |||
40. যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়- | |||
(a) প্যথজেনিক | |||
(b) ইনফেকশন | |||
(c) টক্সিন | |||
(d) জীবানু | |||
Ans. d | |||
41. Which of the followings books is written by Thomas Hardy? | |||
(a) Vanity Fair | |||
(b) The Return of the Native | |||
(c) Pride and Prejudice | |||
(d) Oliver Twist | |||
Ans. b | |||
42. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি? | |||
(a) জ + ঞ | |||
(b) ঞ + গ | |||
(c) ঞ + জ | |||
(d) গ + ঞ | |||
Ans. a | |||
43. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? | |||
(a) ৮০ বিলিয়ন ডলার | |||
(b) ১০০ বিলিয়ন ডলার | |||
(c) ১৫০ বিলিয়ন ডলার | |||
(d) ২০০ বিলিয়ন ডলার | |||
Ans. b | |||
44. ‘The Merchant of Venice’ is a Shakespearean play about | |||
(a) a Jew | |||
(b) a Moor | |||
(c) a Roman | |||
(d) a Turk | |||
Ans. a | |||
45. ২৬শে মার্চ ১৯৭১ - এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন - | |||
(a) বেতার/রেডিওর মাধ্যমে | |||
(b) ওয়ারলেসের মাধ্যমে | |||
(c) টেলিগ্রামের মাধ্যমে | |||
(d) টেলিভিশনের মাধ্যমে | |||
Ans. b | |||
46. ‘Venerate’ Means - | |||
(a) defame | |||
(b) abuse | |||
(c) respect | |||
(d) accuse | |||
Ans. c | |||
47. Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? | |||
(a) IEEE 802.11 | |||
(b) IEEE 804.11 | |||
(c) IEEE 803.11 | |||
(d) IEEE 806.11 | |||
Ans. a | |||
48. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? | |||
(a) পুন্ড্র | |||
(b) তাম্রলিপ্ত | |||
(c) গৌড় | |||
(d) হরিকেল | |||
Ans. a | |||
49. হেড মৌলভী কোন ভাষার শব্দ? | |||
(a) ইংরেজি + ফার্সি | |||
(b) ইংরেজি + আরবি | |||
(c) তুর্কি + আরবি | |||
(d) ইংরেজি + পর্তুগিজ | |||
Ans. a | |||
50. Shakespeare’s ‘Measure for Measure’ is a successful _____ | |||
(a) tragedy | |||
(b) comedy | |||
(c) tragi-comedy | |||
(d) melo drama | |||
Ans. b | |||
51. Who is known as “the poet of the nature” in English literature? | |||
(a) Lord Tennyson | |||
(b) John Milton | |||
(c) Williams Words Worth | |||
(d) John Keats | |||
Ans. c | |||
52. প্রাণী জগতের উৎপত্তি ও বংশের সম্মন্ধীয় বিদ্যাকে বলে - | |||
(a) বায়োলজী | |||
(b) জুওলজী | |||
(c) জেনেটিক | |||
(d) ইভোলিওশন | |||
Ans. d | |||
53. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের? | |||
(a) বিহারী-বিনোদিনী | |||
(b) নিখিলেস-বিমলা | |||
(c) মধুসূদন-কুমুদিনী | |||
(d) অমিত-লাবণ্য | |||
Ans. b | |||
54. কোনটি জসিম উদ্দীনের নাটক? | |||
(a) রাখালী | |||
(b) মাটির কান্না | |||
(c) বেদের মেয়ে | |||
(d) বোবা কাহিনী | |||
Ans. c | |||
55. 12 টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভূক্ত থাকবে? | |||
(a) 252 | |||
(b) 292 | |||
(c) 224 | |||
(d) 120 | |||
Ans. d | |||
56. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? | |||
(a) আলমগীর নামা | |||
(b) আইন-ই-আকবরী | |||
(c) আকবর নামা | |||
(d) তুজুক-ই-আকবরী | |||
Ans. c | |||
57. War and Peace উপন্যাসের রচয়িতা - | |||
(a) লিও টলষ্টয় | |||
(b) ডেভিড রিকার্ডো | |||
(c) কার্ল মার্কস | |||
(d) জেন অস্টিন | |||
Ans. a | |||
58. Slow and steady _____ the race. (Fill in the gap) | |||
(a) win | |||
(b) wins | |||
(c) has won | |||
(d) won | |||
Ans. b | |||
59. ১ + ৫ + ৯ + ----------------+ ৮১ = ? | |||
(a) ৯৬১ | |||
(b) ৮৬১ | |||
(c) ৭৬১ | |||
(d) ৬৬১ | |||
Ans. b | |||
60. He insisted _____ there. (Fill in the gap) | |||
(a) on my going | |||
(b) is to go | |||
(c) over going | |||
(d) to go | |||
Ans. a | |||
61. কোনটি উপন্যাস নয়? | |||
(a) দিবারাত্রির কাব্য | |||
(b) হাঁসুলী বাঁকের উপকথা | |||
(c) কবিতার কথা | |||
(d) পথের পাঁচালী | |||
Ans. c | |||
62. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? | |||
(a) WAN | |||
(b) Satellite Communication | |||
(c) MAN | |||
(d) TV রিমোর্ট কন্ট্রোলে | |||
Ans. d | |||
63. আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তরঃ | |||
(a) ভিয়েনা | |||
(b) জেনেভা | |||
(c) প্যারিস | |||
(d) লন্ডন | |||
Ans. b | |||
64. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে? | |||
(a) অর্থমন্ত্রী | |||
(b) প্রধানমন্ত্রী | |||
(c) পরিকল্পনা মন্ত্রী | |||
(d) স্পীকার | |||
Ans. b | |||
65. বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? | |||
(a) দ্রাবিড় | |||
(b) নেগ্রিটো | |||
(c) ভোটচীন | |||
(d) অষ্ট্রিক | |||
Ans. d | |||
66. 1 + 3 + 5 + ………………. + (2x -1) কত? | |||
(a) x(x-1) | |||
(b) | |||
(c) x(x+1) | |||
(d) x² | |||
Ans. d | |||
67. নিচের কোনটি 3G Language নয়? | |||
(a) C | |||
(b) Java | |||
(c) Assembly Language | |||
(d) Machine Language | |||
Ans. d | |||
68. ‘শুভলং’ ঝরণা কোথায় অবস্থিত? | |||
(a) রাঙামাটি | |||
(b) বান্দরবন | |||
(c) মৌলভীবাজার | |||
(d) সিলেট | |||
Ans. a | |||
69. ৬ দফা দাবী পেশ করা হয়: | |||
(a) ১৯৭০ সালে | |||
(b) ১৯৬৬ সালে | |||
(c) ১৯৬৫ সালে | |||
(d) ১৯৬৯ সালে | |||
Ans. b | |||
70. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? | |||
(a) শ্রীচৈতন্যদেব | |||
(b) শ্রীকৃষ্ণ | |||
(c) আদিনাথ | |||
(d) মনোহর দাশ | |||
Ans. a | |||
71. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? | |||
(a) ছায়ানট | |||
(b) চক্রবাল | |||
(c) রুদ্রমঙ্গল | |||
(d) বালুচর | |||
Ans. d | |||
72. আবহাওয়ার অফিসের রির্পোট অনুযায়ী-২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত? | |||
(a) 1 | |||
(b) | |||
(c) | |||
(d) | |||
Ans. c | |||
73. | |||
(a) 1 | |||
(b) -1 | |||
(c) a - 1 | |||
(d) a + 1 | |||
Ans. c | |||
74. কোনটি শওকত ওসমানের রচনা নয়? | |||
(a) চৌরসন্ধি | |||
(b) ক্রীতদাসের হাসি | |||
(c) ভেজাল | |||
(d) বনি আদম | |||
Ans. c | |||
75. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? | |||
(a) ১৭টি | |||
(b) ২০টি | |||
(c) ৬৪টি | |||
(d) ১৯টি | |||
Ans. d | |||
76. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? | |||
(a) ৯ মে ১৯৫৪ | |||
(b) ২২ ফেব্রুয়ারী ১৯৫৩ | |||
(c) ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬ | |||
(d) ২১ ফেব্রুয়ারী ১৯৫২ | |||
Ans. a | |||
77. ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি? | |||
(a) H | |||
(b) S | |||
(c) F | |||
(d) J | |||
Ans. a | |||
78. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- | |||
(a) সুবচন নির্বাসনে | |||
(b) রক্তাক্ত প্রান্তর | |||
(c) নূরলদীনের সারা জীবন | |||
(d) পায়ের আওয়াজ পাওয়া যায় | |||
Ans. d | |||
79. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় - | |||
(a) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে | |||
(b) বাস্তবতার নিরিখে আচরণের মানদন্ড নির্ধারিত সংক্রান্ত আচরণবিধি | |||
(c) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি | |||
(d) উপরের তিনটিই সঠিক | |||
Ans. a | |||
80. x² + y² = 185, x – y = 3 এর একটি সমাধান হলঃ | |||
(a) (7, 4) | |||
(b) (9, 6) | |||
(c) (10, 7) | |||
(d) (11, 8) | |||
Ans. d | |||
81. শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী? | |||
(a) স্বীকৃতি | |||
(b) স্নেহ | |||
(c) সাফল্য | |||
(d) উল্লেখিত সব কটি | |||
Ans. d | |||
82. বর্তমানে NAM এর সদস্য সংখ্যা – (সাল ২০১৫) | |||
(a) ৩৩ | |||
(b) ১৫ | |||
(c) ৭৭ | |||
(d) ২১ | |||
Ans. | |||
83. ‘Elegy written is a country churchyard’ is written by - | |||
(a) William Wordsworth | |||
(b) Thomas Gray | |||
(c) John Keats | |||
(d) W. B. Yeats | |||
Ans. b | |||
84. কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? | |||
(a) সভাসদ | |||
(b) শুভেচ্ছা | |||
(c) ফলবান | |||
(d) তপোবন | |||
Ans. b | |||
85. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? | |||
(a) জনশ্রুতি | |||
(b) অনমনীয় | |||
(c) খাসমহল | |||
(d) তপোবন | |||
Ans. a | |||
86. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? | |||
(a) আলফা রশ্মি | |||
(b) বিটা রশ্মি | |||
(c) গামা রশ্মি | |||
(d) আলট্রাভয়োলেট রশ্মি | |||
Ans. c | |||
87. ২০০৪ সালে ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়- | |||
(a) ১০০-২০০ কি.মি | |||
(b) ৩০০-৪০০ কি.মি | |||
(c) ৭০০-৮০০ কি.মি | |||
(d) ৯০০-১০০০ কি.মি | |||
Ans. c | |||
88. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী? | |||
(a) RAM | |||
(b) Hard Disk | |||
(c) Pen drive | |||
(d) কোনটিই নয় | |||
Ans. a | |||
89. কত? | |||
(a) 4 | |||
(b) 27√3 | |||
(c) 8 | |||
(d) | |||
Ans. c | |||
90. সর্বদলীয় কেন্দ্রীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? | |||
(a) ৩১ জানুয়ারী ১৯৫২ | |||
(b) ২ ফেব্রুয়ারী ১৯৫২ | |||
(c) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২ | |||
(d) ২০ জানুয়ারী ১৯৫২ | |||
Ans. a | |||
91. “Man is a political animal” – who said this? | |||
(a) Dante | |||
(b) Plato | |||
(c) Aristotle | |||
(d) Socrates | |||
Ans. c | |||
92. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? | |||
(a) ব্ +ন্+ধ্+ন | |||
(b) বন্ + ধন | |||
(c) ব + ন্ধ + ন | |||
(d) বান্ + ধন্ | |||
Ans. b | |||
93. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? | |||
(a) ট্রিপসিন | |||
(b) লাইপেজ | |||
(c) টয়ালিন | |||
(d) অ্যামাইলেজ | |||
Ans. a | |||
94. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে? | |||
(a) ৪ কেজি | |||
(b) ৬ কেজি | |||
(c) ৮ কেজি | |||
(d) ১০ কেজি | |||
Ans. c | |||
95. চিত্র অনুসারে o কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ΔABC অন্তর্লিখিত। ∠y = 120° হলে ∠x = কত? | |||
(a) 68° | |||
(b) 34° | |||
(c) 45° | |||
(d) 39° | |||
Ans. b | |||
96. বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ | |||
(a) ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন | |||
(b) পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন | |||
(c) প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন | |||
(d) মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন | |||
Ans. b | |||
97. Wi MAX এর পূর্ণরূপ কি? | |||
(a) Worldwide Interoperability for Microwave Access | |||
(b) Worldwide Internet for Microwave Access | |||
(c) Worldwide Interconnection for Microwave Access | |||
(d) কোনটিই নয় | |||
Ans. a | |||
98. What world be the right antonym for ‘initiative’? | |||
(a) apathy | |||
(b) indolence | |||
(c) enterprise | |||
(d) activity | |||
Ans. b | |||
99. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? | |||
(a) ১৬% | |||
(b) ২০% | |||
(c) ২৫% | |||
(d) ২৪% | |||
Ans. b | |||
100. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে? | |||
(a) ১ জানুয়ারী | |||
(b) ১১ জানুয়ারী | |||
(c) ১৯ জানুয়ারী | |||
(d) ২১ মার্চ | |||
Ans. d | |||
101. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে- | |||
(a) দুর্নীতি রোধ করা | |||
(b) সামাজিক অবক্ষয় রোধ করা | |||
(c) রাজনৈতিক অবক্ষয় রোধ করা | |||
(d) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা | |||
Ans. b | |||
102. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? | |||
(a) যুক্তরাজ্য | |||
(b) পূর্ব জার্মানী | |||
(c) স্পেন | |||
(d) গ্রীস | |||
Ans. b | |||
103. কোনটি “প্রদত্ত চিত্র” – এর আয়নার প্রতিফলন? | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. b | |||
104. ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by - | |||
(a) W. B. Yeats | |||
(b) Robert Frost | |||
(c) John Keats | |||
(d) Rudyard Kipling | |||
Ans. | |||
105. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় - | |||
(a) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে | |||
(b) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না | |||
(c) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না | |||
(d) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না | |||
Ans. c | |||
106. ৩, ৭, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে? | |||
(a) ৬ | |||
(b) ৭ | |||
(c) ২৮ | |||
(d) ২৯ | |||
Ans. c | |||
107. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? | |||
(a) বঙ্গদূত | |||
(b) জ্ঞানান্বেষণ | |||
(c) জ্ঞানাঙ্কুর | |||
(d) সংবাদ প্রভাকর | |||
Ans. b | |||
108. = কত? | |||
(a) ৩.৮৫ | |||
(b) ৩.৭৫ | |||
(c) ৩.৯৫ | |||
(d) ৩.৬৫ | |||
Ans. c | |||
109. ΔABC এ ∠A = 40°, ∠B = 70°, হলে ΔABC কি ধরনের ত্রিভূজ? | |||
(a) সমকোণী | |||
(b) স্থুলকোণী | |||
(c) সমদ্বিবাহু | |||
(d) সমবাহু | |||
Ans. c | |||
110. সুনামীর কারণ হলো- | |||
(a) ঘূর্ণীঝড় | |||
(b) চন্দ্র ও সূর্যের আকর্ষণ | |||
(c) সমুদ্রের তলদেশে ভূমি কম্পন | |||
(d) আগ্নেয়গিরির অগ্নুৎপাত | |||
Ans. c | |||
111. MDG - এর অন্যতম লক্ষ্য কি? | |||
(a) দেশ থেকে পোলিও নির্মূল | |||
(b) HIV/AIDS নির্মূল করা | |||
(c) যক্ষাক নির্মূল করা | |||
(d) ক্ষুধা ও দারিদ্র দূর করা | |||
Ans. d | |||
112. প্রশ্নবোধক চিহ্ন (?) –এর স্থানে কি বসবে? | |||
(a) L10 | |||
(b) L15 | |||
(c) K15 | |||
(d) K8 | |||
Ans. d | |||
113. ‘Null and Void’ - এর বাংলা পরিভাষা কী? | |||
(a) বাতিল | |||
(b) পালাবদল | |||
(c) মামুলি | |||
(d) নিরপেক্ষ | |||
Ans. a | |||
114. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের – | |||
(a) নৈতিক শক্তি | |||
(b) নৈতিক বিধি | |||
(c) নৈতিক আদর্শ | |||
(d) সবগুলোই | |||
Ans. d | |||
115. নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয়? | |||
(a) চার ইয়ারী কথা | |||
(b) পালামৌ | |||
(c) দৃষ্টিপাত | |||
(d) দেশে বিদেশে | |||
Ans. a | |||
116. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি? | |||
(a) ২২° - ৩০´ ২০° - ৩৪´ দক্ষিণ অক্ষাংশে | |||
(b) ৮০° - ৩১´ ৪০° - ৯০´ দ্রাঘিমাংশে | |||
(c) ৩৪° - ২৫´ ৩৮´ উত্তর অক্ষাংশে | |||
(d) ৮৮° - ০১´ থেকে ৯২° - ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে | |||
Ans. d | |||
117. Mobile Phone –এর কোনটি input device নয়? | |||
(a) Keypad | |||
(b) Touch Screen | |||
(c) Camera | |||
(d) Power Supply | |||
Ans. d | |||
118. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? | |||
(a) ভারত | |||
(b) চীন | |||
(c) মায়ানমার | |||
(d) আফগানিস্তান | |||
Ans. b | |||
119. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? | |||
(a) ঢাকায় | |||
(b) খুলনায় | |||
(c) নারায়নগঞ্জ | |||
(d) চাঁদপুরে | |||
Ans. d | |||
120. The Climax of a plot is what happens - | |||
(a) in the beginning | |||
(b) at the height | |||
(c) at the end | |||
(d) in the confrontation | |||
Ans. b | |||
121. সুন্দরবন - এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? | |||
(a) ৫০% | |||
(b) ৫৮% | |||
(c) ৬২% | |||
(d) ৬৬% | |||
Ans. c | |||
122. Which of the following writer belongs to the romantic period in English literature? | |||
(a) A Tennyson | |||
(b) Alexander Pope | |||
(c) John Dryden | |||
(d) S. T. Coleridge | |||
Ans. d | |||
123. Professor Razzak was a scholar _____ refute. (Fill in the gap) | |||
(a) in | |||
(b) of | |||
(c) after | |||
(d) by | |||
Ans. b | |||
124. প্রেসিডেন্ট-উইড্র উইলসনের 14 Points এ কত point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? | |||
(a) ৯ | |||
(b) ১১২ | |||
(c) ১৩ | |||
(d) ১৪ | |||
Ans. d | |||
125. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না? | |||
(a) OPT | |||
(b) NOON | |||
(c) SOS | |||
(d) OTTO | |||
Ans. d | |||
126. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? | |||
(a) পুটিয়া, রাজশাহী | |||
(b) নাচোল, চাপাইনবাবগঞ্জ | |||
(c) লালপুর, নাটোর | |||
(d) ঈশ্বদি, পাবনা | |||
Ans. c | |||
127. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন? | |||
(a) দৌলত কাজী | |||
(b) মাগন ঠাকুর | |||
(c) সাবিরিদ খান | |||
(d) আলাওল | |||
Ans. d | |||
128. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম? | |||
(a) রাখাইন | |||
(b) মারমা | |||
(c) পাঙন | |||
(d) খিয়াং | |||
Ans. c | |||
129. Boolean Algebra – এর নিচের কোনটি সঠিক? | |||
(a) | |||
(b) A.A = 1 | |||
(c) A + A = 2A | |||
(d) উপরের কোনটিই নয় | |||
Ans. a | |||
130. নিচের কোন উক্তিটি সঠিক? | |||
(a) ১ কিলোবাইট = ১০২৪ বাইট | |||
(b) ১ মেগাবাইট = ১০২৪ বাইট | |||
(c) ১ কিলোবাইট = ১০০০ বাইট | |||
(d) ১ মেগাবাইট = ১০০০ বাইট | |||
Ans. a | |||
131. লাউসের (Laos) সরকারি নাম কি? | |||
(a) Laos People’s Democratic Republic | |||
(b) Republic of Laos | |||
(c) Kingdom of Laos | |||
(d) Democratic Republic of Laos | |||
Ans. a | |||
132. Plotter কোন ধরনের ডিভাইস? | |||
(a) ইনপুট | |||
(b) আউটপুট | |||
(c) মেমোরী | |||
(d) উপরের কোনটিই নয় | |||
Ans. b | |||
133. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য? | |||
(a) ব্রজাঙ্গনা | |||
(b) বিলাতের পত্র | |||
(c) বীরাঙ্গনা | |||
(d) হিমালয় | |||
Ans. c | |||
134. সার্ক প্রতিষ্ঠিত হয়: | |||
(a) ১৯৮২ | |||
(b) ১৯৮৫ | |||
(c) ১৯৮৪ | |||
(d) ১৯৮৩ | |||
Ans. b | |||
135. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা? | |||
(a) ম্যাকিয়াভেলি | |||
(b) হবস | |||
(c) লক | |||
(d) রাসেল | |||
Ans. d | |||
136. ‘সুবর্ণ মধ্যক’ হলো- | |||
(a) গানিতিক মধ্যক | |||
(b) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা | |||
(c) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান | |||
(d) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম | |||
Ans. b | |||
137. x - = 1 হলে, x³ - এর মান কত? | |||
(a) 1 | |||
(b) 2 | |||
(c) 3 | |||
(d) 4 | |||
Ans. d | |||
138. Give the antonym of the world “transitory” | |||
(a) temporary | |||
(b) permanent | |||
(c) transparent | |||
(d) short-lived | |||
Ans. b | |||
139. প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?) | |||
(a) ২ | |||
(b) ৪ | |||
(c) ১৫ | |||
(d) ১২ | |||
Ans. a | |||
140. This could have worked if I _____ been more cautious. | |||
(a) had | |||
(b) have | |||
(c) might | |||
(d) would | |||
Ans. a | |||
141. নিচের কোন মেমোরীটি Non-Volatile? | |||
(a) SRAM | |||
(b) DRAM | |||
(c) ROM | |||
(d) উপরের সবগুলোই | |||
Ans. c | |||
142. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? | |||
(a) এক কক্ষ | |||
(b) দুই বা দ্বিকক্ষ | |||
(c) তিন কক্ষ | |||
(d) বহুকক্ষ বিশিষ্ট | |||
Ans. a | |||
143. ‘Child is the father of man’ is taken from the poem of - | |||
(a) W. Wordsworth | |||
(b) S. T. Coleridge | |||
(c) P. B. Shelley | |||
(d) A. C. Swinburne | |||
Ans. a | |||
144. Credit tk 5000 _____ my account. | |||
(a) in | |||
(b) with | |||
(c) against | |||
(d) to | |||
Ans. d | |||
145. সমুদ্রপৃষ্ঠ ৪৫ cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugec হবে? | |||
(a) ৩ কোটি | |||
(b) ৩.৫ কোটি | |||
(c) ৪ কোটি | |||
(d) ৪.৫ কোটি | |||
Ans. a | |||
146. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো- | |||
(a) স্বাধীনতা | |||
(b) ক্ষমতা | |||
(c) কর্মদক্ষতা | |||
(d) জনকল্যাণ | |||
Ans. d | |||
147. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়? | |||
(a) ২৫ মার্চ ১৯৭১ | |||
(b) ২৬ মার্চ ১৯৭১ | |||
(c) ১৪ ডিসেম্বর ১৯৭১ | |||
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১ | |||
Ans. c | |||
148. IAEA এর সদর দপ্তর হচ্ছে: | |||
(a) জেনেভা | |||
(b) ভিয়েনা | |||
(c) ওয়াশিংটন | |||
(d) প্যারিস | |||
Ans. b | |||
149. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? | |||
(a) রবী + ইন্দ্র | |||
(b) রবী + ঈন্দ্র | |||
(c) রবি + ইন্দ্র | |||
(d) রবি + ঈন্দ্র | |||
Ans. c | |||
150. Teacher said, “The earth _____ round the sun.” | |||
(a) moves | |||
(b) moved | |||
(c) has moved | |||
(d) will be moving | |||
Ans. a | |||
151. “Frailty thy name is woman”___ is a famous dialogue from. | |||
(a) Christopher Marlow | |||
(b) Johns Webstar | |||
(c) W. Shakespeare | |||
(d) T. S. Eliot | |||
Ans. c | |||
152. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে- | |||
(a) সুসম্পর্ক গড়ে তোলে | |||
(b) আস্থার সম্পর্ক গড়ে তোলা | |||
(c) শাস্তির সম্পর্ক গড়ে তোলে | |||
(d) কোনটিই নয় | |||
Ans. b | |||
153. Verb of ‘Number’ is - | |||
(a) number | |||
(b) enumerate | |||
(c) numbering | |||
(d) numerical | |||
Ans. a | |||
154. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়- | |||
(a) শব্দ শক্তি | |||
(b) তড়িৎ শক্তি | |||
(c) আলোক শক্তি | |||
(d) চৌম্বক শক্তি | |||
Ans. b | |||
155. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত? | |||
(a) ধান | |||
(b) কলা | |||
(c) পাট | |||
(d) গম | |||
Ans. b | |||
156. দু’টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দু’টির ল. সা. গু কত? | |||
(a) ২৬০ | |||
(b) ৭৮০ | |||
(c) ১৩০ | |||
(d) ৪৯০ | |||
Ans. a | |||
157. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? | |||
(a) 36 | |||
(b) 32 | |||
(c) 31 | |||
(d) 40 | |||
Ans. c | |||
158. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? | |||
(a) 24 | |||
(b) 8 | |||
(c) 16 | |||
(d) 32 | |||
Ans. c | |||
159. ঢাকার লালবাগের দূর্গ কে নির্মাণ করেনঃ | |||
(a) শাহ সুজা | |||
(b) শায়েস্তা খান | |||
(c) মীর জুমলা | |||
(d) সুবেদার ইসলাম খান | |||
Ans. b | |||
160. “A Passage of India” is written by | |||
(a) E. M. Forster | |||
(b) Rudyard Kipling | |||
(c) Galls Worthy | |||
(d) A. H. Auden | |||
Ans. a | |||
161. নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি – | |||
(a) গণদেবতা | |||
(b) পদ্মানদীর মাঝি | |||
(c) সীতারাম | |||
(d) পথের পাঁচালী | |||
Ans. c | |||
162. যদি, ৫+৩ = ২৮ ৯+১ = ৮১০ ২+১ = ১৩ হয় তবে, ৫+৪ = ? | |||
(a) ১৮ | |||
(b) ১৯ | |||
(c) ২০ | |||
(d) ২১ | |||
Ans. b | |||
163. The play ‘Candida’ is by - | |||
(a) James Joyce | |||
(b) Shakespeare | |||
(c) G. B. Shaw | |||
(d) Arthur Miller | |||
Ans. c | |||
164. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? | |||
(a) কবিগান | |||
(b) পুঁথি সাহিত্য | |||
(c) নাথ সাহিত্য | |||
(d) বৈষ্ণব পদ সাহিত্য | |||
Ans. a | |||
165. The romantic age in English literature began with the publication of _____. | |||
(a) Preface to Shakespeare | |||
(b) Preface to Lyrical Ballads | |||
(c) Preface to Ancient Mariners | |||
(d) Preface to Dr. Johnson | |||
Ans. b | |||
166. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? | |||
(a) ৯০ শতাংশ | |||
(b) ৯৪ শতাংশ | |||
(c) ৯৮ শতাংশ | |||
(d) ৯৯.৯৭ শতাংশ | |||
Ans. d | |||
167. “এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ? | |||
(a) বিশেষ্য | |||
(b) অব্যয় | |||
(c) ক্রিয়া | |||
(d) বিশেষণ | |||
Ans. d | |||
168. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? | |||
(a) যুদ্ধপরাধীদের বিচার | |||
(b) সমুদ্রসীমা বিজয় | |||
(c) বৈদেশিক মুদ্রার রিজার্ভ | |||
(d) বিদ্যুৎ উৎপাদন | |||
Ans. a | |||
169. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চীত থাকে? | |||
(a) হৃদযন্ত্রে | |||
(b) বৃক্কে | |||
(c) ফুসফুসে | |||
(d) প্লিহাতে | |||
Ans. d | |||
170. কোনটি বিশেষ্য পদ? | |||
(a) জাত | |||
(b) গৈরিক | |||
(c) উদ্ধত | |||
(d) গাম্ভীর্য | |||
Ans. d | |||
171. ‘To do away with’ means - | |||
(a) to repeat | |||
(b) to start | |||
(c) to get rid of | |||
(d) to drive off | |||
Ans. c | |||
172. কোন রং বেশি দূর থেকে দেখা যায়? | |||
(a) সাদা | |||
(b) কালো | |||
(c) হলুদ | |||
(d) লাল | |||
Ans. d | |||
173. তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? | |||
(a) ১২ তম | |||
(b) ১৩ তম | |||
(c) ১৪ তম | |||
(d) ১৫ তম | |||
Ans. d | |||
174. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় - | |||
(a) আষাঢ়-শ্রাবণ মাসে | |||
(b) ভাদ্র-আশ্বিন মাসে | |||
(c) অগ্রহায়ণ-পৌষ মাসে | |||
(d) মাঘ-ফাল্গুন মাসে | |||
Ans. c | |||
175. মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? | |||
(a) কবর | |||
(b) চিঠি | |||
(c) রক্তাক্ত-প্রান্তর | |||
(d) মুখরা রমনী বশীকরণ | |||
Ans. d | |||
176. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? | |||
(a) ৫১৩৮ কি.মি | |||
(b) ৪৩৭১ কি.মি. | |||
(c) ৪১৫৬ কি.মি | |||
(d) ৩৯৭৮ কি.মি | |||
Ans. c | |||
177. The poem “The Solitary Reaper” is written by_ | |||
(a) W. H. Auden | |||
(b) W. Wordsworth | |||
(c) W. B. Yeats | |||
(d) Ezra Pound | |||
Ans. b | |||
178. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? | |||
(a) ভিয়েতনাম সংকট | |||
(b) সাইপ্রাস সংকট | |||
(c) কোরিয়া সংকট | |||
(d) প্যালেষ্টাইন সংকট | |||
Ans. c | |||
179. (1011)2 + (0101)2 = ? | |||
(a) (1100)2 | |||
(b) (11000)2 | |||
(c) (01100)2 | |||
(d) কোনটিই নয় | |||
Ans. d | |||
180. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে? | |||
(a) ১৯০৯ | |||
(b) ১৯১০ | |||
(c) ১৯১৪ | |||
(d) ১৯২১ | |||
Ans. c | |||
181. I have been living in Dhaka _____ 2000. | |||
(a) since | |||
(b) from | |||
(c) after | |||
(d) till | |||
Ans. a | |||
182. Johan Smith is good ____ Mathematics. | |||
(a) at | |||
(b) in | |||
(c) of | |||
(d) after | |||
Ans. a | |||
183. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর? | |||
(a) 8 | |||
(b) 16 | |||
(c) 21 | |||
(d) উপরের কোনটিই নয় | |||
Ans. b | |||
184. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? | |||
(a) ৭ টি | |||
(b) ৯ টি | |||
(c) ১০ টি | |||
(d) ৮ টি | |||
Ans. d | |||
185. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টিতে চুক্তি সাক্ষরিত হয়? | |||
(a) ২ | |||
(b) ৩ | |||
(c) ৪ | |||
(d) ৫ | |||
Ans. a | |||
186. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? | |||
(a) ১৪ টাকা | |||
(b) ৪২ টাকা | |||
(c) ১২ টাকা | |||
(d) ১০৫ টাকা | |||
Ans. b | |||
187. ২এর কত শতাংশ ৮ হবে? | |||
(a) ২০০ | |||
(b) ৪০০ | |||
(c) ৩৪৫ | |||
(d) ৩০০ | |||
Ans. b | |||
188. Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ | |||
(a) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয় | |||
(b) জিব্রালটার প্রণালীর সুরক্ষা | |||
(c) জাতিসংঘ প্রতিষ্ঠা | |||
(d) যুদ্ধে ক্ষতিপ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান | |||
Ans. c | |||
189. ব্যাক্তিগত মূল্যবোধ লালন করে- | |||
(a) সামাজিক মূল্যবোধকে | |||
(b) গণতান্ত্রিক মূল্যবোধকে | |||
(c) ব্যাক্তিগত মূল্যবোধকে | |||
(d) স্বাধীনতার মূল্যবোধকে | |||
Ans. c | |||
190. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমার অন্তর্ভূক্ত হয়েছে? | |||
(a) ১৬২ টি | |||
(b) ১১১ টি | |||
(c) ৫১ টি | |||
(d) ১০১ টি | |||
Ans. b | |||
191. The idiom ‘A stitch in time saves nine’ – refers to the importance of - | |||
(a) saving lives | |||
(b) timely action | |||
(c) saving time | |||
(d) time tailoring | |||
Ans. b | |||
192. In English grammar, _____ deals with formation of sentences. | |||
(a) Morphology | |||
(b) Etymology | |||
(c) Syntax | |||
(d) Semantics | |||
Ans. c | |||
193. London town is found a living in the works of - | |||
(a) Thomas Hardy | |||
(b) Charles Dickens | |||
(c) W. Congreve | |||
(d) D. H. Lawrence | |||
Ans. b | |||
194. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? | |||
(a) ১৯০৩ | |||
(b) ১৮৬৯ | |||
(c) ১৮৮৯ | |||
(d) ১৮৫৪ | |||
Ans. b | |||
195. বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ | |||
(a) ১৭৭০ খ্রীষ্টাব্দ | |||
(b) ১৭৬০ খ্রীষ্টাব্দ | |||
(c) ১৭৬৫ খ্রীষ্টাব্দ | |||
(d) ১৭৫৬ খ্রীষ্টাব্দ | |||
Ans. a | |||
196. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? | |||
(a) মিশর | |||
(b) ইরান | |||
(c) ইরাক | |||
(d) সিরিয়া | |||
Ans. d | |||
197. আয়না থেকে ২ ফুট দুরত্বে দাড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে? | |||
(a) ৫ ফুট | |||
(b) ৪ ফুট | |||
(c) ৩ ফুট | |||
(d) ২ ফুট | |||
Ans. b | |||
198. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ - | |||
(a) উৎকর্ষতা | |||
(b) অপকর্ষ | |||
(c) উৎকর্ষ | |||
(d) অপকর্ষতা | |||
Ans. c | |||
199. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? | |||
(a) প্রথম ১০টি | |||
(b) প্রথম ৪টি | |||
(c) প্রথম ৬টি | |||
(d) প্রথম ৫টি | |||
Ans. b | |||
200. সঠিক বানান কোনটি? | |||
(a) কূসংস্কার | |||
(b) কুসংকার | |||
(c) কুসংষ্কার | |||
(d) কূশংষ্কার | |||
Ans. b |