Read Agrani Bank Limited Senior Officer 2015 (1) Exam
1. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?
(a) বেগম সুফিয়া কামাল
(b) ডাঃ সিতারা পারভীন
(c) জাহানারা ইমাম
(d) ড. নীলিমা ইব্রাহীম
Ans. b
2. এক ঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হত। এক ঝুড়ি আমের দাম কত?
(a) ৩৫০ টাকা
(b) ২৫০ টাকা
(c) ৩০০ টাকা
(d) ২০০ টাকা
Ans. c
3. অপরাজেয় বাংলার ভাস্কর কে?
(a) লুই কান
(b) নিতুন কুন্ডু
(c) শামীম শিকদার
(d) সৈয়দ আবদুল্লাহ খালেদ
Ans. d
4. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) ৪৫%
(b) ৪৮.৫০%
(c) ৫২.৭৫%
(d) ৫৬.২৫%
Ans. d
5. কোন সংখ্যার অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি অংশ হবে। সংখ্যাটি কত?
(a) ৫৩
(b) ৬৩
(c) ৩৬
(d) ৩৫
Ans. c
6. Kyat – কোন দেশের মুদ্রার নাম -
(a) থাইল্যান্ড
(b) মায়ানমার
(c) ভিয়েতনাম
(d) লাওস
Ans. b
7. পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী কোনটি?
(a) গারো
(b) মারমা
(c) চাকমা
(d) রাখাইন
Ans. a
8. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় -
(a) ভিক্ষু
(b) পোপ
(c) দালাইলামা
(d) কনফুসিয়াস
Ans. c
9. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশী ব্যবহার করা হয় কোথায়?
(a) সার কারখানারয়
(b) বিদ্যুৎ উৎপাদনে
(c) সিমেন্ট ফ্যাক্টরীতে
(d) বসত বাড়ীতে রান্নার কাজে
Ans. b
10. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) জন মিল্টন
(d) বার্সিল ফার্ণান্দো
Ans. a
11. ‘শেষের কবিতা’ সাহিত্যের কোন শ্রেণীভুক্ত?
(a) কবিতা
(b) উপন্যাস
(c) নাটক
(d) ছোটগল্প
Ans. b
12. বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন?
(a) সম্রাট অশোক
(b) সম্রাট আকবর
(c) রাজা লক্ষণ সেন
(d) আবুল ফজল
Ans. b
13. সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে -
(a) কাঠমুন্ডু
(b) নয়াদিল্লী
(c) ইসলামাবাদ
(d) মালদ্বীপ
Ans. b
14. ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী -
(a) জোসেফ সিটগলিৎজ
(b) এইচ জি খোরানা
(c) জেন টিরোলে
(d) ইলিনর অস্ট্রাম
Ans. c
15. m - 1 m = 2 হলে, m4 - 1 m4 = কত?
(a) ৩৪
(b) ৩২
(c) ৩১
(d) ৩০
Ans. a
16. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
(a) ১৬
(b) ৪
(c) ৮
(d) ২
Ans. a
17. ওয়ান-ডে ক্রিকেট সিরিজের প্রথম দুই ম্যাচে যারা ৫টি উইকেট পেয়েছেন তাদের তাদের বোলিং কোচ – (২০১৫ সাল পর্যন্ত)
(a) হিথ স্ট্রিক
(b) চন্ডিকা হাথুরা সিংহে
(c) জগমোহন ডালমিয়া
(d) ডেভ হোয়াটমোর
Ans. a
18. ‘কোপা আমেরিকা-২০১৫’ এর কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি নিম্নের যে দেশ -
(a) ব্রাজিল
(b) প্যারাগুয়ে
(c) বলিভিয়া
(d) ভেনিজুয়েলা
Ans. d
19. সুনামির (Tsunami) কারণ-
(a) আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
(b) ঘূণিঝড়
(c) চন্দ্র ও সুর্যের আকর্ষণ
(d) সমুদ্র তলদেশের ভূমিকম্প
Ans. d
20. কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কত জন দুটোই পছন্দ করে?
(a) ১৪ জন
(b) ১৩ জন
(c) ১১ জন
(d) ১০ জন
Ans. c
21. বাংলাদেশ সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
(a) আবদুল মালেক উকিল
(b) শামসুল হুদা চৌধুরী
(c) মোহাম্মদ উল্লাহ
(d) শাহ্ আবদুল হামিদ
Ans. c
22. বাংলাদেশে ভারতের ছিটমহল নেই কোথায়?
(a) লালমনিরহাট
(b) কুড়িগ্রাম
(c) কুমিল্লা
(d) রংপুর
Ans. c
23. বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে -
(a) ১৫ জুন, ২০১৫
(b) ১৬ জুন, ২০১৫
(c) ১৮ জুন, ২০১৫
(d) ২১ জুন, ২০১৫
Ans. a
24. ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-
(a) ১৮ বছর
(b) ২১ বছর
(c) ২২ বছর
(d) ২৩ বছর
Ans. b
25. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোথায় অবস্থিত?
(a) খুলনা
(b) সাতক্ষীরা
(c) বাগেরহাট
(d) ঝালকাঠি
Ans. b
26. সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে?
(a) অটল বিহারী বাজপেয়ী
(b) লে. জে. জগজিৎ সিং আরোরা
(c) সোনিয়া গান্ধি
(d) প্রণব মুখার্জী
Ans. a
27. ‘বাঙ্গালীর ইতিহাস’ – বইটির লেখক কে?
(a) আবদুল কাদির
(b) আর সি মজুমদার
(c) নীহার রনজন রায়
(d) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
Ans. c
28. SAPTA – এর অর্থ কি?
(a) SAARC Preferential Trading Arrangement
(b) South Asian Preferential Trading Arrangement
(c) SAARC Preferential Tariff Agreement
(d) South Asian Preferential Tariff Agreement
Ans. d
29. ‘Adam Peak’ তীর্থস্তানটি কোথায় অবস্থিত?
(a) ভারত
(b) শ্রীলংকা
(c) ইন্দোনেশিয়া
(d) ইতালি
Ans. b
30. F(x) = x² + 1 1 -x - 1 হলে, নিচের কোনটি সঠিক?
(a) f(0) = ∞
(b) f(1) = -1
(c) f(-1) = 1
(d) f(1) = 0
Ans. d
31. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি. মি. ও ৬ কি.মি। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবের-
(a) ১০ ঘন্টা
(b) ৫ ঘন্টা
(c) ৬ ঘন্টা
(d) ৮ ঘন্টা
Ans. c
32. দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দু’টি কি কি?
(a) ৭ এবং ১১
(b) ১০ এবং ১৬
(c) ১০ এবং ২৪
(d) ১২ এবং ১৮
Ans. b
33. কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি -
(a) ক্যারল
(b) এ ম্যান ইন লাভ
(c) ধীপান
(d) স্টান্ডিং টল
Ans. c
34. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ-আসলের অংশ হবে?
(a) ১০%
(b) ১৫%
(c) ২০%
(d) ২৫%
Ans. c
35. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ – কবিতাটির রচয়িতা কে?
(a) এ্যালেন গিসেনবার্গ
(b) জর্জ হ্যারিসন
(c) এ্যন্থনি ম্যাসকারেনহাস
(d) শামসুর রাহমান
Ans. a
36. হুমায়ুন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
(a) শঙ্খনীল কারাগার
(b) নন্দিত নরকে
(c) তেঁতুল বনে জোৎস্না
(d) জোৎস্না ও জননীর গল্প
Ans. d
37. আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত কোথায় অবস্থিত?
(a) জেনেভা
(b) হেগ
(c) প্যারিস
(d) লন্ডন
Ans. b
38. প্রথম বারের মত আদিবাসী সম্প্রদায়ে থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন -
(a) সুকোমল কুমার সিনহা
(b) দিলীপ বড়ুয়া
(c) ব্যারিস্টার দেবাশীষ রায়
(d) সুরেন্দ্র কুমার সিনহা
Ans. d
39. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজ ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৫ দিন করার পর খ চলে গেল। বাকী কাজ ক একা কত দিনে করতে পারবে?
(a) ২ দিনে
(b) ১ দিনে
(c) ১ দিনে
(d) ১ দিনে
Ans. b
40. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) প্যারিস
(b) লিও
(c) ভার্সাই
(d) মাসাই
Ans. b
41. কোন দু’টি সুন্দরবনের বৃক্ষ?
(a) শাল ও সেগুণ
(b) চাপালিশ ও গর্জন
(c) জারুল ও গর্জন
(d) গেওয়া ও গরান
Ans. d
42. ‘এনরন্’ (ENRON)কি?
(a) একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ
(b) একটি ঔষধের নাম
(c) পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানী কোম্পানী
(d) এক প্রকার রোগ জীবাণু
Ans. c
43. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রী কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গেছিল?
(a) ১৪ মিটার
(b) ১৬ মিটার
(c) ১৮ মিটার
(d) ২০ মিটার
Ans. d
44. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে?
(a) ৮১
(b) ৭২
(c) ৬৩
(d) ৫৪
Ans. b
45. কয়েকজন শ্রমিক একটি কাক ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?
(a) ১৮ দিন
(b) ১২ দিন
(c) ১০ দিন
(d) ৯ দিন
Ans. d
46. নুপুরের ধ্বনি কোনটি?
(a) কলতান
(b) কেকা
(c) কল্লোল
(d) নিক্কন
Ans. d
47. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
(a) বেলে মাটি
(b) এঁটেল মাটি
(c) পলি মাটি
(d) দো-আঁশ মাটি
Ans. d
48. হাজার হ্রদের দেশ কোনটি?
(a) ফিনল্যান্ড
(b) ইন্দোনেশিয়া
(c) জাপান
(d) নরওয়ে
Ans. a
49. ‘Eifel Tower’ এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
(a) Saar
(b) Daniub
(c) Rhine
(d) Seine
Ans. d
50. গ্রীণ হাউজ নির্গমণকারী শীর্ষ স্থানীয় দেশ দুটি হচ্ছে -
(a) মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
(b) মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
(d) মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া
Ans. b
51. ‘কর্মভোগ এড়ানো যায় না’ – এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে?
(a) পেশা
(b) অনুষ্ঠান
(c) কৃতর্ম
(d) কর্তব্য
Ans. c
52. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত?
(a) সুইজারল্যান্ড
(b) প্যারিস
(c) লন্ডন
(d) ইস্তাম্বুল
Ans. d
53. ‘সম্প্রতি’ নেপালে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ‘ধারাহার টাওয়ার’ এর পূর্ব নাম কি?
(a) ভীমসেন স্তম্ভ
(b) যোশীমঠ
(c) লাল কেল্লা
(d) দরবার স্কোয়ার
Ans. a
54. বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
(a) রাখাইন
(b) খাসিয়া
(c) সাঁওতাল
(d) গারো
Ans. b
55. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
(a) হোসে গুসামাও
(b) রবার্ট মুগাবো
(c) নেলসেন ম্যান্ডেলা
(d) অং সান সুচি
Ans. c
Each of the following idioms is followed by some alternative meaning. Choose the one which best expressed its meaning.
56. A fool’s paradise
(a) Paradise of Idiot
(b) To have happy dreams
(c) to live in the past
(d) To live in illusions
Ans. a
57. To smell a rat
(a) To detect bad smell
(b) To misunderstand
(c) To suspect a trick or deceit
(d) To see hidden meaning
Ans. c
58. To take a leap in the dark
(a) To take risk
(b) To hazard one self
(c) to do a task secretly
(d) To do a hazardous thing without any idea of the result
Ans. d
59. Bird’s eye View
(a) To view something closely
(b) To view suspiciously
(c) To view in general from above
(d) To look from a different angle
Ans. c
60. By the rule of thumb
(a) By the use of force
(b) By practical experience which is rather than rough
(c) By cheating and deception
(d) By the use of trickery
Ans. b
Find out which underlined parts (a, b, c & d) of the following sentences has an error.
61. In an epidemic a , unprotected b children remain lesser c vulnerable d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. c
62. A person can a be called guilty b until proven c in a court of law d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. a
63. The news of Musa Ibrahim’s ascent a to Mt b Everest brought proud c and joy for all Bangladeshis d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. c
64. The use of fossil a fuel is more b worse c for the environment d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. b
65. A more a sense of ethics b and integrity c is expected of a physician d .
(a) .
(b) .
(c) .
(d) .
Ans. a
For each question, there are four alternatives. Choose the one which can be best substituted for the given words.
66. A man who pays too much attention to his clothes and personal appearance
(a) Snob
(b) Duffer
(c) Dandy
(d) Licentious
Ans. c
67. A thing kept in the memory of a person
(a) memento
(b) epitaph
(c) elegy
(d) gift
Ans. a
68. A person who rarely speak the truth
(a) Liar
(b) Scoundrel
(c) Crook
(d) Hypocrite
Ans. d
69. A person who speaks for other
(a) Reporter
(b) Spokesman
(c) Alien
(d) Supporter
Ans. b
70. A place where everything is perfect
(a) Heaven
(b) Platoon
(c) Cosmos
(d) Utopia
Ans. d
Pick out the best one which can complete the incomplete statement meaningfully.
71. This book is quite similar _____.
(a) than a story told by our teacher
(b) to the one I read last week
(c) of that film we saw at school
(d) with the ‘Treasure Island’
Ans. b
72. To succeed in a difficult task _____.
(a) one needs to be persistent
(b) persistent is needed
(c) you need a person of persistent
(d) one need to be persistence
Ans. a
73. How much a man earns is as important as _____.
(a) when does he do so
(b) how does he do it
(c) where does he earn
(d) how well he spends it
Ans. d
74. The doctor warns him that unless he gives up smoking ____.
(a) will he be able to recover
(b) he will not suffer
(c) his health will soon be recovered
(d) he will not recover
Ans. d
75. The more we looked at the place modern art, _____.
(a) it looked better
(b) the more we like it
(c) the less we liked it
(d) he will not recover
Ans. c