Read Sonali Bank Limited Officer 2010 Exam | |||
---|---|---|---|
1. কোনটি বাংলাদেশের পাহাড়ী দ্বীপ? | |||
(a) হাতিয়া | |||
(b) চরফ্যাশন | |||
(c) মহেশখালী | |||
(d) ছেঁড়া দ্বীপ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
2. নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়ার? | |||
(a) উইন্ডোজ | |||
(b) লিনাক্স | |||
(c) এমএসওয়ার্ড | |||
(d) ডস | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
3. নিচের কোন বানাটি শুদ্ধ? | |||
(a) অগ্নিবীণা | |||
(b) অগ্নীবিণা | |||
(c) অগ্নিবিনা | |||
(d) অগ্নিবীণা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
4. একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? | |||
(a) ১০২ টাকা | |||
(b) ১০০ টাকা | |||
(c) ১০৫ টাকা | |||
(d) ৯৫ টাকা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
5. Which of the following sentence is correct? | |||
(a) The man said to me that he is a coward | |||
(b) The man said me that he was a coward | |||
(c) The man told me that he was a coward | |||
(d) The man told to me that he is a coward | |||
(e) None of these are correct | |||
Ans. c | |||
6. একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমটিার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে? | |||
(a) ১২০০ | |||
(b) ১১ | |||
(c) ৩ | |||
(d) ১.২ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
7. চর্যাপদের কবির সংখ্যা কতজন? | |||
(a) ২৪ | |||
(b) ২৫ | |||
(c) ২৩ | |||
(d) ২৬ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
8. কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত? | |||
(a) ৪০০ টাকা | |||
(b) ৪০৫ টাকা | |||
(c) ৪১০ টাকা | |||
(d) ৪৩৫ টাকা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
9. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমার সীমান্ত আছে? | |||
(a) খাগড়াছড়ি | |||
(b) বান্দরবান | |||
(c) রাঙামাটি | |||
(d) কক্সবাজার | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
10. কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়? | |||
(a) ই-মেইলের বিষয় | |||
(b) প্রাপকের ই-মেইল ঠিকানা | |||
(c) তারিখ | |||
(d) সময় | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
11. 'রোহিণী' চরিত্রটি কোন উপন্যাসের? | |||
(a) পল্লীসমাজ | |||
(b) মৃত্যুক্ষুধা | |||
(c) কৃষ্ণকান্তের উইল | |||
(d) সংশপ্তক | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
12. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? | |||
(a) ইনসুলিন | |||
(b) গ্লুকাগন | |||
(c) এস্ট্রাজেন | |||
(d) এড্রিনালিন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
13. ‘Painter’ is to ‘Canvas’ as ‘Carpenter | |||
(a) Saw | |||
(b) Wood | |||
(c) Brick | |||
(d) Chisel | |||
(e) None of these | |||
Ans. b | |||
14. কম্পিউটার ভাইরাস কি? | |||
(a) একটি ক্ষতিকর জীবাণু | |||
(b) একটি ক্ষতিকারক প্রোগ্রাম | |||
(c) একটি ক্ষতিকারক বর্তনী | |||
(d) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
15. 'ঐহিক' এর বিপরীত শব্দ কোনটি? | |||
(a) পারত্রিক | |||
(b) অনৈহিক | |||
(c) ঐচ্ছিক | |||
(d) নৈহিক | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
16. বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে? | |||
(a) ১১ | |||
(b) ১০ | |||
(c) ৮ | |||
(d) ৭ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
17. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে? | |||
(a) সামন্তরিক | |||
(b) রম্বস | |||
(c) ট্রাপিজিয়াম | |||
(d) আয়তক্ষেত্র | |||
(e) কোনটিই নয় | |||
Ans. ad | |||
18. The correct passive form of "I saw him go to the garden” is | |||
(a) He was seen go to the garden | |||
(b) He was seen to go to the garden | |||
(c) He was been seen to go to the garden | |||
(d) He went to the garden was seen | |||
(e) None of these are correct | |||
Ans. b | |||
19. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? | |||
(a) মঙ্গল কাব্য | |||
(b) রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান | |||
(c) অনুবাদ সাহিত্য | |||
(d) বৈষ্ণব পদাবলী | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
20. বাংলাদেশের বণসঙ্গীতের রচয়িতা কে? | |||
(a) কাজী নজরুল ইসলাম | |||
(b) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(c) শামসুর রহমান | |||
(d) আল মাহমুদ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
21. এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত টাকা সুদ পাবেন? | |||
(a) ২৫০ টাকা | |||
(b) ২০৫ টাকা | |||
(c) ২২৫ টাকা | |||
(d) ২৯০ টাকা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
22. চর্যাপদের পাণ্ডুলিপি কে আবষ্কার করেন? | |||
(a) হরপ্রসাদ শাস্ত্রী | |||
(b) বড় চণ্ডীদাস | |||
(c) বসন্তরঞ্জন রায় | |||
(d) দীনেশ সেন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
23. Which of the following sentence is incorrect? | |||
(a) The water of this canal is purer than the pond | |||
(b) The water of this canal is purer than the pond’s | |||
(c) The water of this canal is purer than that of the pond | |||
(d) The water of this canal is purer than the pond water | |||
(e) None of these are incorrect | |||
Ans. c | |||
24. আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? | |||
(a) বাংলাদেশ | |||
(b) ভারত | |||
(c) শ্রীলংকা | |||
(d) পাকিস্তান | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
25. What is the adjective form of the word ‘Obligate'? | |||
(a) Obligato | |||
(b) Obligation | |||
(c) Obligatory | |||
(d) Obligate p | |||
(e) None of these | |||
Ans. c | |||
26. এক কথায় প্রকাশ করুন: 'যার চক্ষুলজ্জা নেই'- | |||
(a) নির্লজ্জ | |||
(b) চশমখোর | |||
(c) চাক্ষুষ | |||
(d) চোষ্য | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
27. একটি দ্রব্য ৮০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত ক্ষতি হলো? | |||
(a) ২০% | |||
(b) ২৫% | |||
(c) ১৮% | |||
(d) ২৬% | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
28. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? | |||
(a) কাবাডি | |||
(b) ক্রিকেট | |||
(c) ফুটবল | |||
(d) হকি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
29. কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা? | |||
(a) এনোফিলিস | |||
(b) এডিস | |||
(c) কিউলেক্স | |||
(d) সিসি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
30. X টাকার X%সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X=? | |||
(a) ২০ | |||
(b) ২৫ | |||
(c) ৫৫ | |||
(d) ৫০ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
31. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? | |||
(a) ৭ টি | |||
(b) ৮ টি | |||
(c) ১০টি | |||
(d) ৯ টি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
32. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য X একক। এর কর্ণের দৈর্ঘ্য কত? | |||
(a) | |||
(b) একক | |||
(c) ২ | |||
(d) X | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
33. নিচের কোন বানানটি শুদ্ধ? | |||
(a) স্বায়ত্বশাসন | |||
(b) স্বায়ত্তশাসন | |||
(c) সায়ত্তশাসন | |||
(d) সায়ত্বশাসন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
34. 'সমুদ্র' -এর সমার্থক শব্দ কোনটি? | |||
(a) গগন | |||
(b) অরুণ | |||
(c) পাথার | |||
(d) বহ্নি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
35. Shihab always runs quite fast. Here 'always' is a/an | |||
(a) preposition | |||
(b) adjective | |||
(c) adverb | |||
(d) verb | |||
(e) None of these | |||
Ans. c | |||
36. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? | |||
(a) বৃহদার্থে | |||
(b) ক্ষুদ্রার্থে | |||
(c) সাদৃশ্য অর্থে | |||
(d) ব্যাঙ্গার্থে | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
37. কম্পিউটারে কোনো বিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী? | |||
(a) এমএসএক্সেল | |||
(b) পেইন্ট | |||
(c) এমএসওয়ার্ট | |||
(d) এন্টিভাইরাস | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
38. ‘Trigger’ is to ‘Pistol’ as ‘Button’ is to | |||
(a) Cylinder | |||
(b) Elevator | |||
(c) Knife | |||
(d) Stick | |||
(e) None of these | |||
Ans. b | |||
39. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? | |||
(a) চট্টগ্রাম | |||
(b) ঢাকা | |||
(c) ময়মনসিংহ | |||
(d) রংপুর | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
40. নিচের কোনটি ড্যাটা (data) পরিবহনের জন্য সুবিধাজনক? | |||
(a) স্পিকার | |||
(b) পাওয়ার সাপ্লাই | |||
(c) প্রসেসর | |||
(d) পেনড্রাইভ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
41. কোনো ই-মেইলে 'CC' এর অর্থ কি? | |||
(a) Carbon Copy | |||
(b) Close Circuit | |||
(c) Close Contact | |||
(d) Contact Center | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
42. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা কত তারিখ ছিল? | |||
(a) ১ ফাল্গুন | |||
(b) ৮ ফাল্গুন | |||
(c) ১৮ ফাল্গুন | |||
(d) ১০ ফাল্গুন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
43. 'বিষাদসিন্ধু' উপন্যাসের রচয়িতা কে? | |||
(a) মীর মশাররফ হোসেন | |||
(b) ফররুখ আহমেদ | |||
(c) কাজী নজরুল ইসলাম | |||
(d) বিষ্ণু দে | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
44. নিচের কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? | |||
(a) ওয়াই-ম্যাক্স | |||
(b) সি-মস | |||
(c) ব্রডব্যান্ড | |||
(d) ব্লু-টুথ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
45. টাকায় ১২টি লেবু বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? | |||
(a) ৬ টি | |||
(b) ৭ টি | |||
(c) ৮ টি | |||
(d) ৯ টি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
46. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? | |||
(a) ৪ নভেম্বর | |||
(b) ১৬ ডিসেম্বর | |||
(c) ২৩ অক্টোবর | |||
(d) ৭ মার্চ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
47. ইউরোপের বেশিরভাগ দেশে কোন মুদ্রাটি চালু আছে? | |||
(a) ডলার | |||
(b) পাউন্ড | |||
(c) ইউরো | |||
(d) রুপি | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
48. বাগধারার অর্থ নির্ণয় করুন; 'একচোখা' -- | |||
(a) ধার্মিক | |||
(b) ভণ্ড সাধু | |||
(c) পক্ষপাতদুষ্ট | |||
(d) প্রাচীনপন্থী | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
49. কোনটি পাখি নয়? | |||
(a) সরালি | |||
(b) ময়ূর | |||
(c) পেঁচা | |||
(d) বাদুর | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
50. কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে? | |||
(a) এররিং | |||
(b) কারেক্টিং | |||
(c) ম্যানেজিং | |||
(d) ডিবাগিং | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
51. নিচের কোন গ্যাসটি গ্রীন হাইজ গ্যাস নামে পরিচিত? | |||
(a) অক্সিজেন | |||
(b) নাইট্রোজেন | |||
(c) হাইড্রোজেন | |||
(d) কার্বন-ডাই-অক্সাইড | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
52. কোনো ওয়েবসাইটের নামের শুরুতে ব্যবহৃত 'www' এর অর্থ কি? | |||
(a) World Wide Web | |||
(b) Worldwide Wireless Windows | |||
(c) Word Wide WAN | |||
(d) World Wire-free Woofer | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
53. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? | |||
(a) ১১ | |||
(b) ৮ | |||
(c) ৯ | |||
(d) ১০ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
54. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক? | |||
(a) ডিভিডি রম ড্রাইভ | |||
(b) পেন ড্রাইভ | |||
(c) মডেম | |||
(d) টাচ স্ক্রীন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
55. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? | |||
(a) পরী বিবির মাজার | |||
(b) ছোটকাটরা | |||
(c) বড়কাটরা | |||
(d) ষাট গম্বুজ মসজিদ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
56. বার ভূঁঞার অন্যতম ঈশা খাঁ -এর রাজধানী কোথায় ছিল? | |||
(a) ইসলামাবাদ | |||
(b) ফরিদাবাদ | |||
(c) জাহাঙ্গীরনগর | |||
(d) সোনারগাঁ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
57. ৫০ টি কলা ২০০ টাকায় কিনে ২৫টি কলা ৫০ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? | |||
(a) ক্ষতি ৫০% | |||
(b) ক্ষতি ১০% | |||
(c) কোনো লাভ বা ক্ষতি হবে না | |||
(d) লাভ ১০% | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
58. বাংলাদেশের মুক্তিযু্দ্ধে সাহসিকতার জন্য কতজন নারীরকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়? | |||
(a) ১ জন | |||
(b) ২ জন | |||
(c) ৩ জন | |||
(d) ৪ জন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
59. এক কথায় প্রকাশ করুন: 'যা অবশ্যই ঘটবে'- | |||
(a) সাম্ভাব্য | |||
(b) সম্ভাবনাময় | |||
(c) দুর্নিবার | |||
(d) অবশ্যম্ভাবী | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
60. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে? | |||
(a) ১০ লাইন | |||
(b) ২৫ লাইন | |||
(c) ৪ লাইন | |||
(d) ৮ লাইন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
61. বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি কে? | |||
(a) চণ্ডীদাস | |||
(b) নবীনচন্দ্র সেন | |||
(c) ঈশ্বরচন্দ্র গুপ্ত | |||
(d) মুকুন্দরাম | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
62. এইডস রোগের ভাইরাস হল | |||
(a) H1N1 | |||
(b) HIV | |||
(c) H1N5 | |||
(d) H5N1 | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
63. এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায়৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। সে মোট ৫ ঘন্টায় মোট ২৪০ কিলোমিটার যায়। সে ৬০ কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিলো? | |||
(a) ১০০ | |||
(b) ১২০ | |||
(c) ১৫০ | |||
(d) ১৮০ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
64. কম্পিউপারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? | |||
(a) ভিজিএ কার্ড | |||
(b) মডেম | |||
(c) অডিও কার্ড | |||
(d) সিম কার্ড | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
65. বিজয় লে-আউটে বাংলঅ লেখার সময় 'ন' বর্ণটি লিখতে কীবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে? | |||
(a) B | |||
(b) N | |||
(c) K | |||
(d) G | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
66. ৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পাবে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? | |||
(a) ৬ জন | |||
(b) ৮ জন | |||
(c) ৭ জন | |||
(d) ১২ জন | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
67. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে? | |||
(a) ১৬ ডিসেম্বর | |||
(b) ২৬ মার্চ | |||
(c) ১৪ ডিসেম্বর | |||
(d) ৭ মার্চ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. c | |||
68. a + b = 9m এবং ab = 18m² হলে a - b = ? | |||
(a) 3m | |||
(b) -3m | |||
(c) 6m | |||
(d) 8m | |||
(e) A এবং B উভয়ই | |||
Ans. e | |||
69. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? | |||
(a) সুলেখা | |||
(b) বিজয় | |||
(c) সুতনী | |||
(d) রূপসা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
70. Which of the following is not a plural form of 'Buffalo'? | |||
(a) Buffaloss | |||
(b) Buffalos | |||
(c) Buffaloes | |||
(d) Buffalo | |||
(e) None of these | |||
Ans. a | |||
71. আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? | |||
(a) এশিয়া | |||
(b) উত্তর আমেরিকা | |||
(c) ইউরোপ | |||
(d) আফ্রিকা | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
72. কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত? | |||
(a) ৩:৪:৫ | |||
(b) ৬:৮:১২ | |||
(c) ৬:৯:১৫ | |||
(d) ৪:৫:৬ | |||
(e) কোনটিই নয় | |||
Ans. d | |||
73. 'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত? | |||
(a) শীতলক্ষা | |||
(b) বুড়িগঙ্গা | |||
(c) ধলেশ্বরী | |||
(d) গোমতী | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
74. What kind of noun is “Boy”? | |||
(a) Material | |||
(b) Proper | |||
(c) Common | |||
(d) Collective | |||
(e) None of these | |||
Ans. c | |||
75. বাগধারার অর্থ নির্ণয় করুণ: 'ধর্মের ষাঁড়' -- | |||
(a) সুসময়ের বন্ধু | |||
(b) স্বার্থপর | |||
(c) বেহায়া | |||
(d) অকর্মন্য | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
76. দিগু সমাসের উদাহরণ কোনটি? | |||
(a) পুরুষসিংহ | |||
(b) চৌরাস্তা | |||
(c) কাপুরুষ | |||
(d) হাটবাজার | |||
(e) কোনটিই নয় | |||
Ans. b | |||
77. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সংযোগের সর্বাধিক ব্যবহৃত হয়? | |||
(a) VLSI | |||
(b) DVD | |||
(c) TPC/IP | |||
(d) CIH | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
78. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে পুত্রের বয়স কত? | |||
(a) ২৪ বছর | |||
(b) ১৬ বছর | |||
(c) ১২ বছর | |||
(d) ৮ বছর | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
79. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? | |||
(a) CIH | |||
(b) SQL | |||
(c) Blue-Ray | |||
(d) SPSS | |||
(e) কোনটিই নয় | |||
Ans. a | |||
Choose the correct spelling Instruction: For each question, choose the option that contains a word with correct spelling. | |||
80. . | |||
(a) Licince | |||
(b) Licents | |||
(c) Lisence | |||
(d) Lisense | |||
(e) None of these are correct | |||
Ans. e | |||
81. . | |||
(a) Receive | |||
(b) Receive | |||
(c) Receve | |||
(d) Ricieve | |||
(e) None of these are correct | |||
Ans. b | |||
82. . | |||
(a) Extantion | |||
(b) Exansion | |||
(c) Extension | |||
(d) Extention | |||
(e) None of these are correct | |||
Ans. c | |||
83. . | |||
(a) Malnatrition | |||
(b) Mulnutrition | |||
(c) Malnutrition | |||
(d) Malnutrision | |||
(e) None of these are correct | |||
Ans. c | |||
84. . | |||
(a) Apropriate | |||
(b) Appropriate | |||
(c) Appropriet | |||
(d) Apropriet | |||
(e) None of these are correct | |||
Ans. b | |||
Fill in the Gaps Instruction: For each question select the word(s)/phrase(s) that appropriately fill(s) in the gap(s). | |||
85. He want to ___ and ___. | |||
(a) the Canada, USA | |||
(b) Canada, the USA | |||
(c) The Canada, The USA | |||
(d) Canada, USA | |||
(e) None of these | |||
Ans. b | |||
86. In a time of fiscal crisis such lavish expenditure must be ___. | |||
(a) quickened | |||
(b) corrected | |||
(c) adjusted | |||
(d) curtailed | |||
(e) None of these | |||
Ans. d | |||
87. ___ he worked very hard, he ___ not pass. | |||
(a) If, will | |||
(b) Although was | |||
(c) Though had | |||
(d) Although did | |||
(e) None of these | |||
Ans. d | |||
88. The bank is ___ of ___. | |||
(a) out avail | |||
(b) in the brink, nutshell | |||
(c) on the brink, ruin | |||
(d) nearly, ruin | |||
(e) None of these | |||
Ans. c | |||
89. One swallow does not make a ___. | |||
(a) quarrel | |||
(b) summer | |||
(c) autumn | |||
(d) winter | |||
(e) None of these | |||
Ans. b | |||
90. If I ___ a bicycle I ___ ride everyday. | |||
(a) wish, will | |||
(b) had, would | |||
(c) had had, would | |||
(d) wish, would | |||
(e) None of these | |||
Ans. b | |||
Word Meaning Instruction: For each question select the word/phrase you think is closest in meaning to the word given. | |||
91. “পর্যাপ্ত” | |||
(a) lack | |||
(b) unwanted | |||
(c) sharpner | |||
(d) adequate | |||
(e) None of them | |||
Ans. d | |||
92. “ Blue blood ” | |||
(a) foolish | |||
(b) simple | |||
(c) aristocracy | |||
(d) flatter | |||
(e) None of these | |||
Ans. c | |||
93. “শান্ত” | |||
(a) foolish | |||
(b) simple | |||
(c) calm | |||
(d) flatter | |||
(e) None of these | |||
Ans. c | |||
94. “ Kith and kin ” | |||
(a) relatives | |||
(b) river and cannels | |||
(c) rivalry | |||
(d) enrollment | |||
(e) None of these | |||
Ans. a | |||
95. “ক্লান্তিকর” | |||
(a) enrollment | |||
(b) sociable | |||
(c) grueling | |||
(d) plethora | |||
(e) None of these | |||
Ans. c | |||
96. “স্থগিত” | |||
(a) opponent | |||
(b) postpone | |||
(c) obvious | |||
(d) election | |||
(e) None of these | |||
Ans. b | |||
97. “Bed of roses” | |||
(a) bed made of roses | |||
(b) comfortable situation | |||
(c) small bed | |||
(d) rose garden | |||
(e) None of these | |||
Ans. b | |||
98. “মানবতাবাদী” | |||
(a) innocent | |||
(b) kind | |||
(c) humanitarian | |||
(d) flatter | |||
(e) None of these | |||
Ans. c | |||
99. “ Ideal” | |||
(a) perfect | |||
(b) bulky | |||
(c) weak | |||
(d) magnitude | |||
(e) None of these | |||
Ans. a | |||
100. “ Apex” | |||
(a) opponent | |||
(b) postpone | |||
(c) obvious | |||
(d) top | |||
(e) None of these | |||
Ans. d |