Read 11th BCS Exam | |||
---|---|---|---|
1. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা - | |||
(a) আতাউর রহমান খান | |||
(b) মুহম্মদ আব্দুল হাই | |||
(c) আবুল মনসুর আহমদ | |||
(d) মুহম্মদ শহীদুল্লাহ | |||
Ans. c | |||
2. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে - | |||
(a) ক্যাপাসিটর | |||
(b) জেনারেটর | |||
(c) ষ্টোরেজ ব্যাটারি | |||
(d) ট্রান্সফরমার | |||
Ans. c | |||
3. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে - | |||
(a) কীটপতঙ্গের সাহায্যে | |||
(b) ফুলে ফুলে সংস্পর্শে | |||
(c) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে | |||
(d) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে | |||
Ans. c | |||
4. ‘সূর্য’ – এর প্রতিশব্দ | |||
(a) সুধাংশু | |||
(b) শশাংক | |||
(c) আদিত্য | |||
(d) বিধু | |||
Ans. c | |||
5. এক মিটার সমান কত ইঞ্চি? | |||
(a) ৩৭.৩৯ ইঞ্চি | |||
(b) ৩৯.৩৭ ইঞ্চি | |||
(c) ৩৯.৪৭ ইঞ্চি | |||
(d) ৩৮.৫৫ ইঞ্চি | |||
Ans. b | |||
6. 'চাচা কাহিনীর' লেখক - | |||
(a) সৈয়দ শামসুল হক | |||
(b) সৈয়দ মুজতবা আলী | |||
(c) শওকত ওসমান | |||
(d) ফররুখ আহমদ | |||
Ans. b | |||
7. মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় - | |||
(a) অণু | |||
(b) পরমাণু | |||
(c) ইলেকট্রন | |||
(d) প্রোটন | |||
Ans. b | |||
8. (x+3)(x-3) কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ? | |||
(a) - 3 | |||
(b) - 6 | |||
(c) 6 | |||
(d) 3 | |||
Ans. a | |||
9. What is the antonym `Honorary' ? | |||
(a) Literary | |||
(b) Honorable | |||
(c) Salaried | |||
(d) Official | |||
Ans. c | |||
10. Choose the correct sentence - | |||
(a) He was hunged for murder | |||
(b) He has been hunged for murder | |||
(c) He was hanged for murder | |||
(d) He had been hunged for murder | |||
Ans. c | |||
11. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ? | |||
(a) ৬৪ | |||
(b) ৬০ | |||
(c) ৫০ | |||
(d) ৬২ | |||
Ans. a | |||
12. বৈরাগ্য সাধনে _____ সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন। | |||
(a) মুক্তি | |||
(b) আনন্দ | |||
(c) আশ্বাস | |||
(d) বিশ্বাস | |||
Ans. a | |||
13. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা - | |||
(a) মোঃ বরকতউল্লাহ | |||
(b) মুহম্মদ আব্দুল হাই | |||
(c) মাওলানা আকরাম খাঁ | |||
(d) মুহম্মদ শহীদুল্লাহ | |||
Ans. c | |||
14. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ? | |||
(a) ২ জন | |||
(b) ৩ জন | |||
(c) ৪ জন | |||
(d) ৫ জন | |||
Ans. b | |||
15. এডেন কোন দেশের সমুদ্রবন্দর ? | |||
(a) ওমান | |||
(b) কাতার | |||
(c) ইয়েমেন | |||
(d) ইরাক | |||
Ans. c | |||
16. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? | |||
(a) ২১ ফেব্রুয়ারি | |||
(b) ১৪ ডিসেম্বর | |||
(c) ৭ মার্চ | |||
(d) ১৬ ডিসেম্বর | |||
Ans. b | |||
17. নামিবিয়ার রাজধানী - | |||
(a) প্রিটোরিয়া | |||
(b) উইন্ডহুক | |||
(c) করাভু | |||
(d) কোটাভি | |||
Ans. b | |||
18. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো - | |||
(a) লেন্সের কাজ করে | |||
(b) আতশী কাচের কাজ করে | |||
(c) দর্পনের কাজ করে | |||
(d) প্রিজমের কাজ করে | |||
Ans. d | |||
19. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো - | |||
(a) ইরি ১ | |||
(b) ইরি ৮ | |||
(c) ইরি ৩ | |||
(d) ইরি ২০ | |||
Ans. b | |||
20. কাজ করার সামর্থ্যকে বলে - | |||
(a) শক্তি | |||
(b) ক্ষমতা | |||
(c) কাজ | |||
(d) বল | |||
Ans. a | |||
21. বেগম রোকেয়ার রচনা কোনটি? | |||
(a) ভাষা ও সাহিত্য | |||
(b) লালসালু | |||
(c) আয়না | |||
(d) অবরোধবাসিনী | |||
Ans. d | |||
22. `Syntax' means - | |||
(a) Supplementary tax | |||
(b) Sentence building | |||
(c) Manner of speech | |||
(d) Synchronizing | |||
Ans. b | |||
23. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ - | |||
(a) ১৪ লিটার | |||
(b) ৬ লিটার | |||
(c) ১০ লিটার | |||
(d) ৪ লিটার | |||
Ans. d | |||
24. Who is the author of `For Whom the Bell Tolls' ? | |||
(a) Lord Tennison | |||
(b) Homer | |||
(c) Charles Dickens | |||
(d) Ernest Hemingway | |||
Ans. d | |||
25. বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ? | |||
(a) যমুনা | |||
(b) পদ্মা | |||
(c) ব্রক্ষপুত্র | |||
(d) মেঘনা | |||
Ans. d | |||
26. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ - | |||
(a) অমাবস্যা | |||
(b) গলাধাক্কা দেওয়া | |||
(c) কাস্তে | |||
(d) দ্বিতীয় | |||
Ans. b | |||
27. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ? | |||
(a) সদাচার | |||
(b) নিষ্ঠা | |||
(c) সংযম | |||
(d) সততা | |||
Ans. a | |||
28. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ফুট। BC = ৬ফুট, CF= ৫ ফুট, DE = কত? | |||
(a) ১৫ ফুট | |||
(b) ১২ ফুট | |||
(c) ২০ ফুট | |||
(d) ১৮ ফুট | |||
Ans. d | |||
29. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ? | |||
(a) ২০° | |||
(b) ২২.৫° | |||
(c) ২৩° | |||
(d) ২৩.৫ ° | |||
Ans. b | |||
30. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ? | |||
(a) রংপুর | |||
(b) ফরিদপুর | |||
(c) রাজশাহী | |||
(d) যশোর | |||
Ans. d | |||
31. কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় - | |||
(a) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে | |||
(b) তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ | |||
(c) এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল | |||
(d) কম্পিউটার তৈরির নক্সা | |||
Ans. c | |||
32. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? | |||
(a) ৩:২ | |||
(b) ৫:৮ | |||
(c) ১০:৬ | |||
(d) ১০:৭ | |||
Ans. c | |||
33. ‘হারারে’- এর পুরাতন নাম - | |||
(a) পেট্রোগ্রাড | |||
(b) ফরমুলা | |||
(c) সলসবেরী | |||
(d) রোডেসিয়া | |||
Ans. c | |||
34. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে - | |||
(a) ১০ কি. মি. | |||
(b) ১০ নিউটন | |||
(c) ২৭ কি. মি. | |||
(d) ৫ কি. মি. | |||
Ans. b | |||
35. What is the verb of the word 'ability'? | |||
(a) Enable | |||
(b) ably | |||
(c) able | |||
(d) abalones | |||
Ans. a | |||
36. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ? | |||
(a) গঙ্গা | |||
(b) ব্রক্ষ্মপুত্র | |||
(c) করতোয়া | |||
(d) মহানন্দা | |||
Ans. c | |||
37. জাপানের পার্লামেন্টের নাম - | |||
(a) নেসেট | |||
(b) পিনাসাস | |||
(c) ডায়েট | |||
(d) শুরা | |||
Ans. c | |||
38. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর - | |||
(a) ভিয়েনা | |||
(b) বন | |||
(c) জেনেভা | |||
(d) রোম | |||
Ans. a | |||
39. ইফটা (EFTA) বলতে বোঝায় - | |||
(a) একটি বাণিজ্যিক গোষ্ঠী | |||
(b) পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা | |||
(c) একটি বিমান সংস্থা | |||
(d) একটি সামরিক চুক্তি | |||
Ans. a | |||
40. Fill in the blank. He has been ill___ Friday last. | |||
(a) since | |||
(b) in | |||
(c) from | |||
(d) on | |||
Ans. a | |||
41. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় - | |||
(a) ৭ জুলাই | |||
(b) ৯ মার্চ | |||
(c) ৫ জুন | |||
(d) ২১ মে | |||
Ans. c | |||
42. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? (১৯৯০-৯১ অনুসারে) | |||
(a) ২ কোটি একর | |||
(b) ২ কোটি ৫০ লক্ষ একর | |||
(c) ২ কোটি ৪০ লক্ষ একর | |||
(d) ২ কোটি ২৫ লক্ষ একর | |||
Ans. c | |||
43. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ? | |||
(a) ৬৪ মিটার | |||
(b) ১৪৪ মিটার | |||
(c) ১২৮ মিটার | |||
(d) ৯৬ মিটার | |||
Ans. c | |||
44. 'Out and out' means - | |||
(a) Not at all | |||
(b) Thoroughly | |||
(c) To be last | |||
(d) Man of outside | |||
Ans. b | |||
45. ইউরিয়া সারের কাঁচামাল | |||
(a) অপরিশোধিত তেল | |||
(b) মিথেন গ্যাস | |||
(c) এমোনিয়া | |||
(d) ক্লিংকার | |||
Ans. b | |||
46. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম - | |||
(a) মালদ্বীপ | |||
(b) হাতিয়া | |||
(c) বরিশাল | |||
(d) সন্দ্বীপ | |||
Ans. c | |||
47. ১৯, ৩৩, ৫১, ৭৩ .. পরবর্তী সংখ্যাটি কত? | |||
(a) ৮৫ | |||
(b) ১২১ | |||
(c) ৯৯ | |||
(d) ৯৮ | |||
Ans. c | |||
48. কোনটি শুদ্ধ বাক্য ? | |||
(a) একটি গোপন কথা বলি | |||
(b) একটা গোপনীয় কথা বলি | |||
(c) একটি গুপ্ত কথা করি | |||
(d) একটি গোপন কথা বলি | |||
Ans. b | |||
49. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? | |||
(a) ফ্লোরিডা | |||
(b) পক | |||
(c) জেব্রাল্টার | |||
(d) বেরিং | |||
Ans. d | |||
50. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় - | |||
(a) ১৯৮৫ সালে | |||
(b) ১৯৮৬ সালে | |||
(c) ১৯৮৭ সালে | |||
(d) ১৯৮৪ সালে | |||
Ans. b | |||
51. বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে -- | |||
(a) শব্দ | |||
(b) কারক | |||
(c) পদ | |||
(d) ক্রিয়াপদ | |||
Ans. c | |||
52. পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ? | |||
(a) জেদ্দা | |||
(b) জেরুজালেম | |||
(c) প্যালেষ্টাইন | |||
(d) তাইফ | |||
Ans. b | |||
53. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে - | |||
(a) লোহাকে টেস্পারিং করা হয়েছে | |||
(b) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে | |||
(c) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে | |||
(d) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে | |||
Ans. d | |||
54. Fill in the blanks. He has assured me_______safety ? | |||
(a) with | |||
(b) of | |||
(c) for | |||
(d) at | |||
Ans. b | |||
55. 'সংশয়' – এর বিপরীতার্থক শব্দ কোনটি ? | |||
(a) বিস্ময় | |||
(b) নির্ভর | |||
(c) দ্বিধা | |||
(d) প্রত্যয় | |||
Ans. d | |||
56. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ? | |||
(a) | |||
(b) n+√2 | |||
(c) √2n | |||
(d) √2(n+1) | |||
Ans. a | |||
57. বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ? | |||
(a) রংপুর | |||
(b) ময়মনসিংহ | |||
(c) ফরিদপুর | |||
(d) টাংগাইল | |||
Ans. c | |||
58. "Justice delayed is justice denied" was stated by_ | |||
(a) Disraeli | |||
(b) Gladstone | |||
(c) Emerson | |||
(d) Shakespeare | |||
Ans. b | |||
59. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক - | |||
(a) ভারতচন্দ্র রায় | |||
(b) কাজী দৌলত | |||
(c) সৈয়দ হামজা | |||
(d) আব্দুল হাকিম | |||
Ans. c | |||
60. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো - | |||
(a) জিপসাম | |||
(b) বালি | |||
(c) সাজি মাটি | |||
(d) চুনাপাথর | |||
Ans. b | |||
61. 'May Allah help you!' What kind of sentence is this? | |||
(a) Assertive | |||
(b) Imperative | |||
(c) Optative | |||
(d) Exclamatory | |||
Ans. c | |||
62. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ? | |||
(a) ১৮৭৫ ফুট | |||
(b) ১৯৭৫ ফুট | |||
(c) ১৯২৫ ফুট | |||
(d) ২০১৫ ফুট | |||
Ans. c | |||
63. সমুদ্র স্রোতের অন্যতম কারণ - | |||
(a) সমুদ্রের ঘূর্ণিঝড় | |||
(b) বায়ু প্রবাহের প্রভাব | |||
(c) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য | |||
(d) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা | |||
Ans. b | |||
64. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায় ? | |||
(a) বার্লিন | |||
(b) জুরিখ | |||
(c) বার্সেলোনা | |||
(d) ব্রাসেলস | |||
Ans. c | |||
65. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো - | |||
(a) ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা | |||
(b) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা | |||
(c) ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া | |||
(d) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা | |||
Ans. b | |||
66. মা ও মণি হলো - | |||
(a) একটি উপন্যাসের নাম | |||
(b) একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী | |||
(c) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম | |||
(d) একটি প্রসাধন শিল্পের নাম | |||
Ans. c | |||
67. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য - | |||
(a) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা | |||
(b) বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা | |||
(c) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো | |||
(d) দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা | |||
Ans. d | |||
68. মালদ্বীপের মুদ্রার নাম কী ? | |||
(a) পাউন্ড | |||
(b) ডলার | |||
(c) রুপী | |||
(d) রুপাইয়া | |||
Ans. d | |||
69. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ? | |||
(a) ৭৫০ টাকা | |||
(b) ৭৫ টাকা | |||
(c) ৭০০ টাকা | |||
(d) ৭২০ টাকা | |||
Ans. d | |||
70. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ? | |||
(a) ২৫.৫ টাকা | |||
(b) ২৫.৯৩ টাকা | |||
(c) ৪০ টাকা | |||
(d) ২৭ টাকা | |||
Ans. b | |||
71. ‘------ সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’ | |||
(a) ৬ ই | |||
(b) ৮ ই | |||
(c) ৫ ই | |||
(d) ১০ ই | |||
Ans. b | |||
72. যদি - = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ? | |||
(a) 35 | |||
(b) 45 | |||
(c) 54 | |||
(d) 55 | |||
Ans. c | |||
73. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? | |||
(a) সালফার | |||
(b) কার্বন | |||
(c) মিথেন | |||
(d) নিয়ন | |||
Ans. c | |||
74. Which is the noun of the word 'Beautiful' ? | |||
(a) Beautify | |||
(b) Beauty | |||
(c) Beautifully | |||
(d) Beauteous | |||
Ans. b | |||
75. বাসস একটি - | |||
(a) খবরের কাগজের নাম | |||
(b) একটি প্রেস ক্লাবের নাম | |||
(c) একটি সংবাদ সংস্থার নাম | |||
(d) একটি বিদেশি কোম্পানির নাম | |||
Ans. c | |||
76. ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো । ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ? | |||
(a) ১৫ কি.মি | |||
(b) ২৫ কি.মি | |||
(c) ২০ কি.মি | |||
(d) ২৮ কি.মি | |||
Ans. a | |||
77. সরল করলে তার মান হবে - | |||
(a) ০ | |||
(b) ১ | |||
(c) ২২৫ | |||
(d) | |||
Ans. c | |||
78. মিশুকের স্থপতি কে ? | |||
(a) মোস্তফা মনোয়ারা | |||
(b) শামীম সিকদার | |||
(c) হামিদুজ্জামান খান | |||
(d) মঈনুল হোসেন | |||
Ans. c | |||
79. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ - | |||
(a) কম হয় | |||
(b) বেশি হয় | |||
(c) একই হয় | |||
(d) খুব কম হয় | |||
Ans. c | |||
80. Choose the correct sentence - | |||
(a) The rich is not always happy | |||
(b) Rich is not always happy | |||
(c) The rich is not happy always | |||
(d) The rich are not always happy | |||
Ans. d | |||
81. a – {a –(a+1)} = কত | |||
(a) a | |||
(b) a+1 | |||
(c) a-1 | |||
(d) 1 | |||
Ans. b | |||
82. জাতিসংঘ দিবস কোনটি? | |||
(a) ১৭ সেপ্টেম্বর | |||
(b) ২৪ সেপ্টেম্বর | |||
(c) ২৪ অক্টোবর | |||
(d) ১৭ অক্টোবর | |||
Ans. b | |||
83. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক - | |||
(a) তারাশংকর | |||
(b) শরৎচন্দ্র | |||
(c) বঙ্গিমচন্দ্র | |||
(d) নজরুল ইসলাম | |||
Ans. b | |||
84. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে - | |||
(a) ওয়েভ গাইডের মধ্য দিয়ে | |||
(b) খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায় | |||
(c) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে | |||
(d) ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে | |||
Ans. a | |||
85. সাউথ কমিশনের চেয়ারম্যান - | |||
(a) রবার্ট মৃগাবে | |||
(b) জুলিয়াস নায়ারে | |||
(c) জেনারেল সুহার্তো | |||
(d) ফিডেল ক্যাষ্ট্রো | |||
Ans. b | |||
86. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন - | |||
(a) ক্ষমাপ্রার্থী | |||
(b) ক্ষমার্হ | |||
(c) ক্ষ্যমাপ্রদ | |||
(d) ক্ষমা | |||
Ans. b | |||
87. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে - | |||
(a) অল্প সুদে | |||
(b) বিনা সুদে | |||
(c) স্বাভাবিক সুদে | |||
(d) অতি সামান্য সুদে | |||
Ans. b | |||
88. বাংলার গীতিকবিতায় 'ভোরের পাখি' কে ? | |||
(a) প্যারিচাঁদ মিত্র | |||
(b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |||
(c) বিহারীলাল চক্রবর্তী | |||
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |||
Ans. c | |||
89. A rolling stone gathers no moss. what rolling' is ? | |||
(a) Gerund | |||
(b) Participle | |||
(c) Verbal Noun | |||
(d) Adjective | |||
Ans. b | |||
90. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? | |||
(a) ২২৫ নটিক্যাল মাইল | |||
(b) ২০০ নটিক্যাল মাইল | |||
(c) ২৫০ নটিক্যাল মাইল | |||
(d) ১০ নটিক্যাল মাইল | |||
Ans. b | |||
91. সমাস ভাষাকে - | |||
(a) সংক্ষেপ করে | |||
(b) বিস্তৃত করে | |||
(c) ভাষারূপ ক্ষুন্ন করে | |||
(d) অর্থবোধক করে | |||
Ans. a | |||
92. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ? | |||
(a) ভাওয়াল ও মধুপুরের বনভূমি | |||
(b) পার্বত্য চট্টগ্রামের বনভূমি | |||
(c) সিলেটের বন ভূমি | |||
(d) খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি | |||
Ans. a | |||
93. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? | |||
(a) ২৪ জোড়া | |||
(b) ২৬ জোড়া | |||
(c) ২৩ জোড়া | |||
(d) ২৫ জোড়া | |||
Ans. c | |||
94. বি. কে. এস. পি হলো - | |||
(a) একটি কিশোর ফুটবল টিমের নাম | |||
(b) একটি সংবাদ সংস্থার নাম | |||
(c) একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম | |||
(d) একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম | |||
Ans. c | |||
95. ওডার-নীস নদী - | |||
(a) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক | |||
(b) পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক | |||
(c) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক | |||
(d) পূর্ব জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যসীমা নির্ধারন | |||
Ans. c | |||
96. আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা - | |||
(a) W. Wilson | |||
(b) Paul Haris | |||
(c) Baden Powel | |||
(d) H. Wilson | |||
Ans. b | |||
97. 'Hold water' means - | |||
(a) keep water | |||
(b) Store | |||
(c) Bear examination | |||
(d) Drink water | |||
Ans. c | |||
98. What is the synonym of `Incite' ? | |||
(a) Urge | |||
(b) Permit | |||
(c) Instigate | |||
(d) deceive | |||
Ans. c | |||
99. কোনটি শুদ্ধ ? | |||
(a) সৌজন্যতা | |||
(b) সৌজন্নতা | |||
(c) সৌজন্য | |||
(d) সৌজন্ন | |||
Ans. c | |||
100. Who is poet of the 'Victorian age' ? | |||
(a) Mathew Arnold | |||
(b) Helen keller | |||
(c) Robert Browning | |||
(d) Shakespeare | |||
Ans. c |