Subject Bengali
126. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
(a) অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
(b) বক ধার্মিক; বিড়াল তপস্বী
(c) রুই-কাতলা; কেউ কেটা
(d) বক ধার্মিক; ভিজে বেড়াল
Ans. b
127. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
(a) চাকু, চাকর
(b) খদ্দর, হরতাল
(c) চা, চিনি
(d) রিক্সা, রেস্তোরাঁ
Ans. c
128. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
(a) ভাষাতত্ত্ববিদ
(b) সাহিত্যের ইতিহাস রচয়িতা
(c) ইসলাম প্রচারক
(d) সমাজ সংস্কারক
Ans. a
129. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন -
(a) বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
(b) বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
(c) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
(d) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
Ans. c
130. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
(a) ঘোড়াকে চাবুক মার
(b) ডাক্তার ডাক
(c) গাড়ি স্টেশন ছেড়েছে
(d) মুষলধারে বৃষ্টি পড়েছে
Ans. a
131. ফোর্ড উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
(a) ১৮০০ সালে
(b) ১৮০১ সালে
(c) ১৮০২ সালে
(d) ১৮০৪ সালে
Ans. b
132. 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
(a) নাটক
(b) কাব্য
(c) আত্মজৈবনিক উপন্যাস
(d) গীতিকবিতার সংকলন
Ans. c
133. 'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা কে?
(a) মদনমোহন তর্কালঙ্কার
(b) রামানারায়ণ কর্তরত্ন
(c) বিহারীলাল চক্রবর্তী
(d) কৃষ্ণচন্দ্র মজুমদার
Ans. a
134. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
(a) আরাকান রাজসভা
(b) কৃষ্ণনগর রাজসভা
(c) রাজা গণেশের রাজসভা
(d) লক্ষ্মণ সেনের রাজসভা
Ans. b
135. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর - এখানে হারায় কোন ধাতু?
(a) প্রযোজক ধাতু
(b) ভাব বাচ্যের ধাতু
(c) সংযোগমূলক ধাতু
(d) নাম ধাতু
Ans. a
136. 'মহুয়া' পালাটির রচয়িতা -
(a) দ্বিজ কানাই
(b) মনসুর বয়াতী
(c) নয়নচাঁদ ঘোষ
(d) দ্বিজ ঈশান
Ans. a
137. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
(a) স্যার উইলিয়অম জোন্স
(b) স্যার উইলিয়াম কেরি
(c) রাজীব লোচন মুখোপাধ্যায়
(d) ব্রাসি হ্যালহেড
Ans. d
138. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন?
(a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(b) অক্ষয়কুমার দত্ত
(c) প্যারীচাঁদ মিত্র
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans. b
139. কোন গ্রন্থটি মহাকাব্য?
(a) অবকাশ রঞ্জিনী
(b) বৃত্রসংহার
(c) বিরহ বিলাপ
(d) বীরঙ্গনা কাব্য
Ans. b
140. বত্রিশ সিংহাসন কার রচনা?
(a) মৃতুঞ্জয় বিদ্যালঙ্কার
(b) রামরাম বসু
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) রাজিব লোচন মুখোপাধ্যায়
Ans. a
141. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
(a) হুতোম প্যাঁচার নকশা
(b) আলালের ঘরের দুলাল
(c) সধবার একাদশী
(d) বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
Ans. b
142. 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
(a) মুন্সী আব্দুল লীতফ
(b) কাজী আকরাম হোসেন
(c) গিরিশচন্দ্র সেন
(d) শেখ আব্দুল জব্বার
Ans. c
143. কোন নাটকটি সেলিম আল দীনের -
(a) মুনতাসীর ফ্যান্টাসী
(b) পায়ের আওয়াজ পাওয়া যায়
(c) কবর
(d) বহুব্রীহি
Ans. a
144. 'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?
(a) সাম্যবাদী
(b) বিষের বাশীঁ
(c) সিন্ধুহিন্দোল
(d) নতুন চাঁদ
Ans. c
145. কোন্ শব্দটি ফারসি?
(a) মুসাফির
(b) তকদির
(c) পেরেশান
(d) মজলুম
Ans. c
146. উপসর্গ কোনটি?
(a) অতি
(b) থেকে
(c) চেয়ে
(d) দ্বারা
Ans. a
147. দাপ্তরিক কোন্ শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
(a) আইন
(b) দাখিল
(c) এজেন্ট
(d) মুচলেকা
Ans. c
148. 'নেমেসিস' কোন জাতীয় রচনা?
(a) কাব্য
(b) নাটক
(c) উপন্যাস
(d) গীতিকবিতা
Ans. b
149. 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা?
(a) পূরবী
(b) শেষলেখা
(c) আকাশ প্রদীপ
(d) সেঁজুতি
Ans. b
150. 'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র?
(a) জননী
(b) সূর্যদীঘল বাড়ী
(c) সারেং বৌ
(d) হাজার বছর ধরে
Ans. b