Subject Bengali
2001. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
(a) শূণ্য
(b) ত্রিভুজ
(c) পূণ্য
(d) ভূবন
Ans. b
2002. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
(a) জবাবদিহি
(b) মিথস্ক্রিয়া
(c) একত্রিত
(d) গৌরবিত
Ans. c
2003. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
(a) ৭টি
(b) ৮টি
(c) ৬টি
(d) ১১টি
Ans. a
2004. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(a) সংস্কৃত
(b) হিন্দি
(c) অহমিয়া
(d) তুর্কি
Ans. d
2005. ‘আমার ঘরের চাবি পরের হাতে’-গানটির রচয়িতা কে?
(a) লালন শাহ
(b) হাসন রাজা
(c) পাগলা কানাই
(d) রাধারমণ দত্ত
Ans. a
2006. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
(a) আগমনী
(b) কোরবানী
(c) প্রলয়োল্লাস
(d) বিদ্রোহী
Ans. c
2007. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পন’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
(a) কলকাতা
(b) ঢাকা
(c) লন্ডন
(d) মুর্শিদাবাদ
Ans. b
2008. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
(a) শেষলেখা
(b) শেষপ্রশ্ন
(c) শেষকথা
(d) শেষদিন
Ans. a
2009. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
(a) কাজী আবদুল ওদুদ
(b) আবুল ফজল
(c) রশীদ করিম
(d) হুমায়ুন কবির
Ans. d
2010. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
(a) আবু ইসহাক
(b) সুনীল গঙ্গোপ্যাধ্যায়
(c) প্রমথনাথ বিশী
(d) প্রমথ চৌধুরী
Ans. d
2011. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি -
(a) উপন্যাস
(b) ছোটগল্প
(c) প্রবন্ধ
(d) অনুবাদ নাটক
Ans. d
2012. অম্বর এর প্রতিশব্দ কোনটি?
(a) পৃথিবী
(b) জল
(c) সমুদ্র
(d) আকাশ
Ans. d
2013.
ভাষারীতিসর্বনামবিশেষ্যক্রিয়া
সাধু:তাহারাভাতখাইতেছিল
চলিত:তারাভাতখাচ্ছিল
(a)  125 (√5) 2x = 1
    ⇒ 5 3 . 5 2x . 1 2 = 1
    ⇒ 5 3 + x = 5 0
    ⇒ 3 + x = 0     ∴ x = -3
(b) cotθ 1 – cos²θ = cotθsinθ = cosθ sinθ × sinθ = cosθ
(c)  একটি সংখ্যা × অপর সংখ্যা = ল. সা. গু × গ. সা. গু.
    ⇒ ২১ × অপর সংখ্যা = ৮৪ × ৭
    ⇒ অপর সংখ্যা = ৮৪ × ৭ ২১
    ∴ অপর সংখ্যা = ২৮
(d)  ধরি, বৃহত্তম সূক্ষ্মকোণটি x1
    এবং ক্ষুদ্রতম     x
    তাহলে x1 + x2 = 90°
    দেয়া আছে, x1 + x2 = 90°


             

Ans. d
2014. 2x² + 5x + 3 < 0
⇒ 2x² + 3x + 2x + 3 < 0
⇒ x (2x + 3) + 1(2x + 3) < 0
⇒ (2x + 3) (x + 1) < 0
(2x + 3) (x + 1) এর যেকোনো একটির মান ঋণাত্বক হলে অসমতাটি সত্য হবে।
যখন(x + 1) এর চিহ্ন(2x + 3) এর চিহ্ন(2x + 3) (x + 1) এর চিহ্ন
x < -3/2--+
-3/2 < x <-1-+-
x > -1+++
(a) |a-b|
(b) Layer 1 ২০ ফুট ২০ ফুট ২০ ফুট ১০ ফুট ১০ ফুট A B C D E
চিত্র হতে, BC = ২০ ফুট, AC = ১০ ফুট,
∴BA = (২০ - ১০) ফুট = ১০ ফুট
(c) 4
(d) 3
(e) 2
Ans. c
2015. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
(a) উপনেতা
(b) উপভোগ
(c) উপগ্রহ
(d) উপসাগর
Ans. b
N.B. উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দই ক্ষুদ্র অর্থে ‘উপ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গটি ‘বিশেষ তৃপ্তি’ অর্থে ব্যবহৃত হয়েছে।
2016. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
(a) তামসিক
(b) বারুই
(c) পান-ব্যবসায়ী
(d) পর্ণকার
Ans. a
N.B. তাম্বুলিক অর্থ বারুই, পান-ব্যবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞাতপ্রসূত। প্রশ্নে উল্লিখিত ‘তাম্বুলিক’ শব্দের স্থলে ‘তাম্বূলিক’ হবে।
2017. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছেঃ
(a) বৈকুন্ঠের খাতা
(b) জামাই বারিক
(c) বিবাহ-বিভ্রাট
(d) হিতে বিপরীত
Ans. a
N.B. রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক ‘বৈকুন্ঠের খাতা’। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি এবং আরচণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূল কারণ। ‘জামাই বারিক’, ‘বিবাহ বিভ্রাট’ ও ‘হিতে বিপ’
2018. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
(a) গাজী মিয়াঁর বস্তানী
(b) আলালের ঘরে দুলাল
(c) কলিকাতার কমলালয়
(d) হুতোম প্যাঁচার নক্সা
Ans. a
N.B. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ ‘গাজী মিয়াঁর বস্তানী’। এ ছাড়াও আরও কয়েকটি গ্রন্থ: বিষাদ-সিন্ধু, নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা, ফাস কাগজ প্রভৃতি। ‘আলালের ঘরে দুলাল’, ‘হুতোম প্যাঁচার নকশা’, কলিকাতার কমলালয়’ গ্রন্থত্রয়ের রচয়িতা যথাক্রমে –প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
2019. ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্তসার’ কার রচনা?
(a) রাজা রামমোহন রায়
(b) গোলকনাথ শর্মা
(c) রামরাম বসু
(d) মৃত্যুঞ্জয় বিদ্যাঙ্কার
Ans. b
N.B. ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্তসার’ গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমেহন রায়। এছাড়া তার আরও কয়েকটি গ্রন্থ হল ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রর্বতক ও নিবর্তকের সস্বাদ, গৌড়ীর ব্যাকরণ ইত্যাদি। গোলকনাথ শর্মা, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিনটি পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন।
2020. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
(a) দুঃ + অবস্থা
(b) দূর + বস্থা
(c) দুর + বস্থা
(d) দুর + অবস্থা
Ans. a
N.B. পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিগর্স ‘র’ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন – (উঃ + অ = উ +র) দুঃ + অবস্থা = দুরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
2021. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
(a) করছিলাম
(b) করেছি
(c) করছি
(d) করব
Ans. d
N.B. ‘করব’ ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে ‘করব’ ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে ‘করছিলাম’, ‘করেছি’, ‘করছি’ এই তিনটি ক্রিয়ার মধ্যে ‘করছিলাম’ ও ‘করছি’ ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীত অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরস্পরটি এরূপ: অতীত + অতীত, অতীত + বর্তমান + ভবিষ্যৎ। ‘করেছি’ পুরাঘটিত বর্তমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
2022. ‘সরল’ শব্দের বিপরীতার্থক শব্দ নয় নিচের কোনটি?
(a) বক্র
(b) গরল
(c) কুটিল
(d) জটিল
Ans. b
N.B. সরল শব্দের বিপরীতার্থক শব্দ ‘গরল’ বাদে অপশনের বাকি তিনটিই। তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয়। গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ।
2023. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে অ্যাখ্যায়িত করেন কে?
(a) বিষ্ণু দে
(b) বুদ্ধদেব বসু
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সৈয়দ শামসুল হক
Ans. b
N.B. কবি জীবনান্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্মা সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধদেব বসু অ্যাখ্যায়িত করেছে ‘নির্জনতম কবি’ বলে। তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর ‘চিত্ররূপময়’ বলে আখ্যায়িত করেছেন।
2024. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
(a) পদ্মমনি
(b) পদ্মাবতী
(c) পদ্মগোখরা
(d) পদ্মরাগ
Ans. d
N.B. মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস ‘পদ্মরাগ’। তার রচিত আরেকটি উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’। ‘পদ্মাবতী’ নামে কাব্য ও নাটক লিখেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূধন দত্ত। ‘পদ্ম-গোখরো’ গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
2025. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?
(a) প্রাতিপদিক
(b) নাম-পদ
(c) মৌলিক শব্দ
(d) কৃদন্ত শব্দ
Ans. a
N.B. বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন – হাত, বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দবিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে।