Subject Science
576. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
(a) মদ্য শিল্পে (Wine industry)
(b) রুটি শিল্পে (Bakery)
(c) সাইট্রিক এসিড
(d) এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরীতে
Ans. c
577. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
(a) হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDSIM)
(b) রাতকানা
(c) এমিয়া
(d) কোয়াশিয়রকর (KWASHIORKOY)
Ans. a
578. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?
(a) মেরু অঞ্চলে
(b) বিষুব অঞ্চলে
(c) পাহাড়ের ওপর
(d) পৃথিবীর কেন্দ্রে
Ans. a
579. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
(a) ৪০-৫০ ভাগ
(b) ৬০-৭০ ভাগ
(c) ৮০-৯০ ভাগ
(d) ৩০-২৫ ভাগ
Ans. c
580. চা পাতায় কোন ভিটামিন থাকে?
(a) ভিটামিন ‘ই’
(b) ভিটামিন ‘কে’
(c) ভিটামিন বি কমপ্লেক্স
(d) ভিটামিন ‘এ’
Ans. c
581. নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
(a) পিতল
(b) তামা
(c) লোহা
(d) টিন
Ans. a
582. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
(a) বিকন অন্বেষা
(b) ব্রাক অন্বেষা
(c) নোয়া ১৮
(d) নোয়া ১৯
Ans. b
583. মা এর রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতের স্বাস্থ্যঝুকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
(a) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
(b) ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
(c) জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচ বি আই জি (HBIG) শট দিতে হবে
(d) জন্মের ১ মাস পর কেবলামাত্র (HBIG) শট দিতে হবে
Ans. c
584. ডেঙ্গু রোগ ছড়ায় -
(a) Aedes aegypti মশা
(b) House files
(c) Anophilies মশা
(d) ইঁদুর ও কাঠবেড়ালী
Ans. a
585. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
(a) স্ট্রাটোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) আয়োনোস্ফিয়ার
(d) ওজোনস্তর
Ans. d
586. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
(a) প্লাসটিড
(b) মাইটোকন্ড্রিয়া
(c) নিউক্লিওলাস
(d) ক্রোমাটিন বস্তু
Ans. b
587. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো সষ্ট হলে কি রোগ হয়?
(a) এপিলেপসি
(b) পারকিনসন
(c) প্যারালাইসিস
(d) থ্রমবোসিন
Ans. b
588. স্টিফেন হকিন্স একজন-
(a) দার্শনিক
(b) পদার্থবিদ
(c) রসায়নবিদ
(d) কবি
Ans. b
589. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
(a) নাইট্রোজেন গ্যাস
(b) মিথেন গ্যাস
(c) হাইট্রোজেন গ্যাস
(d) কার্বন মনোক্সাইড
Ans. b
590. কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস?
(a) তেল
(b) সমুদ্রের ঢেউ
(c) গ্যাস
(d) কয়লা
Ans. b
591. কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?
(a) অক্সিজেন
(b) কার্বন ডাই-অক্সাইড
(c) সালফার ডাই-অক্সাইড
(d) নাইট্রোজেন ডাই-অক্সাইড
Ans. c
592. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসারে ব্যবহার করা হয়?
(a) টাইক্লোরোট্রাইফ্লুরো ইথেন
(b) টেট্রাফ্লুরো ইথেন
(c) ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
(d) আর্গন
Ans. b
593. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
(a) আলফা রেস (Alpha rays)
(b) বিটা রেস (Beta rays)
(c) গামা রেস (Gama rays)
(d) অক্স রেস (X-rays)
Ans. c
594. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
(a) নাইট্রোজেন (Nitrogen)
(b) হাইড্রোজেন (Hydrogen)
(c) অক্সিজেন (Oxygen)
(d) ওজোন (Ozone)
Ans. a
N.B. বায়ুমন্ডলে নাইট্রোজেন ৭৮.০২% এবং অক্সিজেন ২০.৭১%। এ দুই গ্যাস বাদে বাকি বায়ুমন্ডলীয় উপাদান অল্প পরিমাণেই থাকে। সমুদ্রতীরে এর সামান্য ব্যত্যয় হলেও নাইট্রোজেনের প্রাচুর্যই বেশি।