Subject ভূগোল
1. পৃথিবীর গভীরতম স্থান –
(a) ভারত মহাসাগর
(b) আটলান্টিক মহাসাগর
(c) প্রশান্ত মহাসাগর
(d) উত্তর মহাসাগর
Ans. c
2. পৃথিবীর গভীরতম হ্রদ –
(a) কাসপিয়ান
(b) বৈকাল
(c) মানস সরোবর
(d) ডেড সী
Ans. b
3. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
(a) সুয়েজ খাল
(b) মিসিসিপি
(c) ভলগা
(d) পানামা খাল
Ans. d
4. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে ?
(a) মূল মধ্যরেখা
(b) কর্কটক্রান্তি রেখা
(c) মকরক্রান্তি রেখা
(d) আন্তর্জাতিক তারিখ রেখা
Ans. b
5. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
(a) ইসরাইল ও জর্ডান
(b) ভারত ও পাকিস্তান
(c) চীন ও তাইওয়ান
(d) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
Ans. b
6. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কিসের খনির প্রকল্প কাজ চলছে?
(a) কঠিন শিলা
(b) কয়লা
(c) চুনাপাথর
(d) সাদামাটি
Ans. b
7. প্রবল জোয়ারের কারণ ও সময় -
(a) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
(b) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
(c) পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
(d) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
Ans. d
8. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে -
(a) মূল মধ্যরেখা
(b) কর্কট ক্রান্তি রেখা
(c) মকর ক্রান্তি রেখা
(d) আন্তর্জাতিক তারিখ রেখা
Ans. b
9. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
(a) ফিজি
(b) ভ্যাটিকান
(c) কুয়েত
(d) মালদ্বীপ
Ans. b
10. Which one of the following ecosystems covers the largest area of the earth's surface?
(a) Desert Ecosystem
(b) Mountain Ecosystem
(c) Fresh water Ecosystem
(d) Marine Ecosystem
Ans. d
11. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -
(a) প্রায় ৬ ঘন্টা
(b) প্রায় ১২ ঘন্টা
(c) প্রায় ২৪ ঘন্টা
(d) চাঁদের তিথি অনুসারে ভিন্ন
Ans. b
12. পীট কয়লার বৈশিষ্ট্য হলো -
(a) মাটির অনেক অনেক গভীরে থাকে
(b) ভিজা ও নরম
(c) পাহাড়ি এলাকায় পাওয়া যায়
(d) দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
Ans. b
13. এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
(a) হ্যালীর ধূমকেতু
(b) হেল-বপ ধূমকেতু
(c) শুমেকার লেভী ধূমকেতু
(d) কোনটিই নয়
Ans. b
14. 'গ্যালিলিও' কী?
(a) মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
(b) বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
(c) শনি গ্রহের একটি উপগ্রহ
(d) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Ans. d
15. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
(a) হরমুজ
(b) জিব্রাল্টার
(c) বসফরাস
(d) দার্দানেলিস
Ans. b
16. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
(a) ধ্রুবতারা
(b) প্রক্সিমা সেন্টারাই
(c) লুব্ধক
(d) পুলহ
Ans. c
17. জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
(a) অমাবস্যায়
(b) একাদশীতে
(c) অষ্টমীতে
(d) পঞ্চমীতে
Ans. a
18. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
(a) রাঙামাটি
(b) খাগড়াছড়ি
(c) বান্দরবান
(d) সিলেট
Ans. c
19. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
(a) শুক্র
(b) পৃথিবী
(c) মঙ্গল
(d) বুধ
Ans. a
20. সুন্দরবন - এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
(a) ৫০%
(b) ৫৮%
(c) ৬২%
(d) ৬৬%
Ans. c
21. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
(a) ২২° - ৩০´ ২০° - ৩৪´ দক্ষিণ অক্ষাংশে
(b) ৮০° - ৩১´ ৪০° - ৯০´ দ্রাঘিমাংশে
(c) ৩৪° - ২৫´ ৩৮´ উত্তর অক্ষাংশে
(d) ৮৮° - ০১´ থেকে ৯২° - ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে
Ans. d
22. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
(a) ভারত
(b) চীন
(c) মায়ানমার
(d) আফগানিস্তান
Ans. b
23. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
(a) মূল মধ্যরেখা
(b) মকরক্রান্তি রেখা
(c) আন্তর্জাতিক তারিখরেখা
(d) কর্কটক্রান্তি রেখা
Ans. d
24. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়?
(a) ২ ভাগে
(b) ৪ ভাগে
(c) ৫ ভাগে
(d) ৮ ভাগে
Ans. a
25. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নিধারণ করে না?
(a) অক্ষরেখা
(b) দ্রাঘিমারেখা
(c) উচ্চতা
(d) সমুদ্রস্রোত
Ans. b