Subject দুর্যোগ ব্যবস্থাপনা
1. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সবৃপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
(a) ভেনিস
(b) ক্যাটরিনা
(c) আইভান
(d) রিটা
Ans. b
2. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে?
(a) ফিজি
(b) পাপুয়া নিউগিনি
(c) গোয়াম
(d) মালদ্বীপ
Ans. d
3. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?
(a) পুনর্বাসন
(b) ঝুকি (Risk) চিহ্নিতকরণ
(c) দুর্যোগ প্রস্তুতি ঝুঁকি
(d) দুর্যোগ প্রশমণ কর্মকান্ড
Ans. b
4. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসু হবে?
(a) কমিউনিটি পর্যায়ে
(b) জাতীয় পর্যায়ে
(c) উপজেলা পর্যায়ে
(d) আঞ্চলিক পর্যায়ে
Ans. a
5. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
(a) ৮০ বিলিয়ন ডলার
(b) ১০০ বিলিয়ন ডলার
(c) ১৫০ বিলিয়ন ডলার
(d) ২০০ বিলিয়ন ডলার
Ans. b
6. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
(a) ৩০%
(b) ৪০%
(c) ৫০%
(d) ৬০%
Ans.
7. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
(a) ১ জানুয়ারী
(b) ১১ জানুয়ারী
(c) ১৯ জানুয়ারী
(d) ২১ মার্চ
Ans. d
8. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) নতুন দিল্লী
(b) কলম্বো
(c) ঢাকা
(d) কাঠমুন্ডু
Ans. a
9. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
(a) উদ্ধার পর্যায়ে
(b) প্রভাব পর্যায়ে
(c) সতর্কতা পর্যায়ে
(d) পুনর্বাসন পর্যায়ে
Ans. d
10. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
(a) ভূমিকম্প
(b) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
(c) ঘূণিঝড় ও জলোচ্ছাস
(d) খরা বা বন্যা
Ans. b