Subject Agriculture
26. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
(a) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
(b) ধান-প্রধান বাণিজ্যিক
(c) স্বয়ংভোগী মিশ্র
(d) স্বয়ংভোগী শষ্য ও পশুপালন
Ans. a
27. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -
(a) আষাঢ়-শ্রাবণ মাসে
(b) ভাদ্র-আশ্বিন মাসে
(c) অগ্রহায়ণ-পৌষ মাসে
(d) মাঘ-ফাল্গুন মাসে
Ans. c
28. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
(a) ধান
(b) কলা
(c) পাট
(d) গম
Ans. b
29. বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?(২৫.০৫.২০১২)
(a) ১৯৯৬
(b) ২০০৮
(c) ২০০১
(d) ১৯৮৪
Ans. b
30. পিসিকালচার বলতে বোঝায় -
(a) হাঁস-মুরগী পালন
(b) মৌমাছি পালন
(c) মৎষ্য চাষ
(d) রেশম চাষ
Ans. c
31. প্রধান বীজ উৎপাদকারী সরকারি প্রতিষ্ঠান -
(a) BARI
(b) BRRI
(c) BADC
(d) BINA
Ans. c
32. আলুর একটি জাত-
(a) ডায়মন্ড
(b) রূপালী
(c) ড্রামহেড
(d) ব্রিশাইল
Ans. a
33. বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয় -
(a) আউশ ধান
(b) আমন ধান
(c) বোরো ধান
(d) ইরি ধান
Ans. c
34. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-
(a) পিসিকালচার
(b) এপিকালচার
(c) মেরিকালচার
(d) সেরিকালচার
Ans. b
35. বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
(a) ১৪.৭৯ শতাংশ
(b) ১৬ শতাংশ
(c) ১২ শতাংশ
(d) ১৮ শতাংশ
Ans.
N.B. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৯-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.৭৪ শতাংশ। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে অবদান ১৪.২৩ শতাংশ।