Subject খেলা | |||
---|---|---|---|
51. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? | |||
(a) ১৯৩ | |||
(b) ১৬৮ | |||
(c) ১৯৯ | |||
(d) ১৯৬ | |||
Ans. c | |||
52. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়ঃ | |||
(a) ১৯৬২ সনে | |||
(b) ১৯৮৬ সনে | |||
(c) ১৯৭৮ সনে | |||
(d) ১৯৮২ সনে | |||
Ans. d | |||
53. গুয়াম এর গভর্নরের নাম হচ্ছেঃ (জানুয়ারী ২০১৮) | |||
(a) এ্যডি ক্যালভো | |||
(b) ডোনাল্ড ডাক | |||
(c) বন ব্লুম | |||
(d) গ্লেন বেক | |||
Ans. a | |||
54. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেনঃ | |||
(a) কার্ল মার্কস | |||
(b) ফ্রেডরিক এঙ্গেলস | |||
(c) ভি.আই.লেনিন | |||
(d) মাও সে তুং | |||
Ans. c | |||
55. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন? | |||
(a) মুশফিক | |||
(b) তামিম | |||
(c) সাব্বির | |||
(d) লিটন দাশ | |||
Ans. a | |||
56. জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? | |||
(a) বাস্তববাদ | |||
(b) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ) | |||
(c) গঠনবাদ | |||
(d) উদারতাবাদ | |||
Ans. d | |||
N.B. Zero-Sum Game (শূণ্য অংকে খেলা) এমন একটি খেলা বা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ। আর এ খেলায় একজন অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূণ্য হয়। যেমন ফুটবল, কেননা ফুটবল গেমটা হল একটা “জিরো সাম গেম” (Zero Sum Game) এই গেম এ কাউকে না কাউক জিরো হতেই হয়, আর অন্যকে হিরো। ফুটবলের মতোই আরো অনেক গেম আছে, যেগুলো আসলে জিরো সাম গেম। যেমন- দাবা, ব্যাডমিন্টন, ক্রিকেট এইসব ই আসলে জিরো সাম গেম। যাতে এক পক্ষ হারবে, আর অন্য পক্ষ জিতবে। একই সাথে দু’দল ই হারতে অথবা জিততে পারবে না। এটাই আসলে জিরো সাম গেমের মূল কনসেপ্ট। এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকারে দেয়া হয়েছে। জিরোসাম গেমের মধ্যে উদারতাবাদ এ অর্থে পাওয়া যায় যে, এ প্রতিযোগিতায় যে কেই সফল ও ব্যর্থ হওয়ার সম্ভবনা থাকে। |