Subject Bangladesh Affairs | |||
---|---|---|---|
901. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? | |||
(a) ১৯৯৩ | |||
(b) ১৯৯৭ | |||
(c) ১৯৯৯ | |||
(d) ২০০১ | |||
Ans. b | |||
902. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? | |||
(a) ১,৭২,০০০ কোটি টাকা | |||
(b) ১,৭৩,০০০ কোটি টাকা | |||
(c) ১,৭০,০০০ কোটি টাকা | |||
(d) ১,৭১,০০০ কোটি টাকা | |||
Ans. c | |||
N.B. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের (৪৮ তম) বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১,৭৩.০০০ কোটি টাকা যা জিডিপির ৬.৮২%। এ বছরের মোট বাজেট ঘোষণা করা হয় ৪,৬৪,৫৭৩ কোটি টাকার। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৭.৮% ও মূল্যস্ফীতি ৫.৬% ধরা হয়েছে। | |||
903. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? | |||
(a) রাষ্টপতি | |||
(b) জাতীয় সংসদ | |||
(c) প্রধানমন্ত্রী | |||
(d) স্পীকার | |||
Ans. a | |||
N.B. বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে – ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন’। | |||
904. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? | |||
(a) ৭টি | |||
(b) ৮টি | |||
(c) ৫টি | |||
(d) ৬টি | |||
Ans. a | |||
N.B. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিল বর্তমানে সাতটি। এ তফসিলগুলো সংবিধানের মূল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে কাজ করে থাকে। সাতটি তফসিলের শিরোনামগুলো নিম্নরূপ: ১. অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন (অনুচ্ছেদ ৪৭); ২. দ্বিতীয় তফসিল বিলুপ্ত; ৩. শপথ ও ঘোষণা (১৪৮ অনুচ্ছেদ); ৪. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী [১৫০(১) অনুচ্ছেদ]; ৫. বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ [১৫০(২) অনুচ্ছেদ]; ৬. বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা [১৫০(২) অনুচ্ছেদ]; ৭. ১৯৭১ সালের ১০ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র [১৫০(২) অনুচ্ছেদ] | |||
905. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার নূন্যতম বয়স কত? | |||
(a) ৩৫ বছর | |||
(b) ২৫ বছর | |||
(c) ২০ বছর | |||
(d) ৩০ বছর | |||
Ans. b | |||
N.B. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ নেই। তবে সংবিধানে ৬৬(১) অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য নূন্যতম ২৫ বছর হওয়ার কথা উল্লেখ আছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমত নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে নির্বাচিত হতে হয় এবঙ এ সূত্রেই প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর ধরা হয়। | |||
906. শিশু মৃত্যুর হার হ্রাসের সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন? | |||
(a) সম্মানসূচক ডক্টররেট ডিগ্রী | |||
(b) Planet 50-50 | |||
(c) এমডিজি-২০১০ | |||
(d) জাতিসংঘ শান্তি পুরস্কার | |||
Ans. c | |||
N.B. শিশু মৃত্যুরহার কমানোর জন্য বাংলাদেশ ২০১০ সালে এমডিজি অ্যাওয়ার্ড লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ২০১০ সালে নেপাল, কম্বোডিয়া, সিয়েরা লিওন, লাইব্রেরিয়া ও রুয়ান্ডা এমডিজির বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে। |