Review 27 th BCS Exam | |||
---|---|---|---|
1. Identify the imperative sentence. | |||
I shall go to college | |||
Matin is singning a song | |||
Stand up | |||
It has been raining since morning | |||
Ans. | |||
2. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? | |||
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস | |||
বঙ্গভাষা ও সাহিত্য | |||
বাংলা সাহিত্যের কথা | |||
বাংলা সাহিত্যের রূপরেখা | |||
Ans. | |||
3. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? | |||
খালেদ | |||
ফয়সাল | |||
আব্দুল আজিজ | |||
আবদুল্লাহ | |||
Ans. | |||
4. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? | |||
৭ | |||
৯ | |||
১০ | |||
১২ | |||
Ans. | |||
5. গ্রিক শব্দ কোনটি? | |||
তুফান | |||
লুঙ্গি | |||
কুপন | |||
দাম | |||
Ans. | |||
6. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল? | |||
৪০ | |||
৪৮ | |||
৫০ | |||
৬০ | |||
Ans. | |||
7. এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় - | |||
৪৫% কমানো হয়েছে | |||
৬.২৫% কমানো হয়েছে | |||
৫% বাড়ানো হয়েছে | |||
৬.২৫% বাড়ানো হয়েছে | |||
Ans. | |||
8. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে - | |||
৮ | |||
১২ | |||
১৮ | |||
২২ | |||
Ans. | |||
9. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? | |||
১৯৯৫ | |||
১৯৯৬ | |||
১৯৯৮ | |||
২০০১ | |||
Ans. | |||
10. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? | |||
বিজয় স্তম্ভ | |||
বিজয়কেতন | |||
স্বাধীনতা সোপান | |||
রক্ত সোপান | |||
Ans. | |||
11. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের? | |||
সুন্নি | |||
শিয়া | |||
কুর্দি | |||
খ্রিস্টান | |||
Ans. | |||
12. UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? | |||
৪৪৪ ডলার | |||
৭৭০ ডলার | |||
১০৭০ ডলার | |||
১৭৭০ ডলার | |||
Ans. | |||
13. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত? | |||
৩৮ বছর | |||
৪১ বছর | |||
৪৫ বছর | |||
৪৮ বছর | |||
Ans. | |||
14. কোনটি উপন্যাস? | |||
নতুন চাঁদ | |||
কন্যা কুমারী | |||
গড্ডলিকা | |||
নেমেসিস | |||
Ans. | |||
15. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? | |||
দিনাজপুর | |||
গোপালপুর | |||
পাকশী | |||
ঈশ্বরদী | |||
Ans. | |||
16. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? | |||
ইয়াসির আরাফাত | |||
নাগীব মাহফুজ | |||
আনোয়ার সাদাত | |||
প্রফেসর আব্দুস সালাম | |||
Ans. | |||
17. NIPORT কী? | |||
জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান | |||
পোল্ট্রি ফার্মবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান | |||
নদী বন্দরবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান | |||
বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান | |||
Ans. | |||
18. বিলিরুবিন তৈরি হয় - | |||
পিত্তথলিতে | |||
কিডনিতে | |||
প্লীহায় | |||
যকৃতে | |||
Ans. | |||
19. মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? | |||
২১ বছর | |||
২২ বছর | |||
২৪ বছর | |||
২৫ বছর | |||
Ans. | |||
20. চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিকেল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দুরত্বের ব্যয় বহন করতে হয়েছে? | |||
৭০০০ কি.মি | |||
৫৭০ কি.মি | |||
৩০০ কি.মি | |||
১৭০ কি.মি | |||
Ans. | |||
21. + + + . . . . . . . . + = কত? | |||
৩৫৭২৫ | |||
৪২৯২৫ | |||
৪৫৫০০ | |||
৪৭২২৫ | |||
Ans. | |||
22. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? | |||
আলাওল | |||
কোরেশী মাখন ঠাকুর | |||
দৌলত কাজী | |||
সৈয়দ সুলতান | |||
Ans. | |||
23. কোন পরিষদে সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? | |||
অছি পরিষদ | |||
সাধারণ পরিষদ | |||
নিরাপত্তা পরিষদ | |||
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ | |||
Ans. | |||
24. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? | |||
পেট্রোল ইঞ্জিনে | |||
ডিজেল ইঞ্জিনে | |||
রকেট ইঞ্জিনে | |||
বিমান ইঞ্জিনে | |||
Ans. | |||
25. কিউবায় ক্ষেপানাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? | |||
রিচার্ড এম. নিক্সন | |||
জন এফ. কেনেডি | |||
লিন্ডান বেইসন জনসন | |||
হ্যারি এস ট্রুম্যান | |||
Ans. | |||
26. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়? | |||
হংকং | |||
শ্রীলংকা | |||
ম্যাকাউ | |||
বাংলাদেশ | |||
Ans. | |||
27. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? | |||
বি. এ. সিদ্দিকী | |||
খাজা ওয়াসিউদ্দিন | |||
হুমায়ুন রশীদ চৌধুরী | |||
শমসের মবিন চৌধুরী | |||
Ans. | |||
28. স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কতজন? | |||
৭ জন | |||
৬৮ জন | |||
১৭৫ জন | |||
৪২৬ জন | |||
Ans. | |||
29. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে? | |||
তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে | |||
ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে | |||
সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে | |||
অলৌকিকভাবে | |||
Ans. | |||
30. Which of the following sentence is the correct one? | |||
Paper is made of wood | |||
Paper is made from wood | |||
Paper is made by wood | |||
Paper is made on wood | |||
Ans. | |||
31. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? | |||
এবিএম চুক্তি (ABM) | |||
সল্ট-১ চুক্তি (SALT-1) | |||
সল্ট-২ চুক্তি (SALT-2) | |||
স্টার্ট-১ চুক্তি (START-1) | |||
Ans. | |||
32. গাছের খাদ্যতালিকায় আছে - | |||
N, P, K, S ও Zn | |||
Na, P, K, S ও Al | |||
N, B, K, S ও Al | |||
N, P, K, S ও Al | |||
Ans. | |||
33. The word bounty is colest in meaning to - | |||
generosity | |||
familiar | |||
dividing line | |||
sympathy | |||
Ans. | |||
34. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন প্রত্রিকাটি? | |||
অরণি | |||
পরিচয় | |||
নবশক্তি | |||
ক্রান্তি | |||
Ans. | |||
35. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? | |||
মার্কিন যুক্তরাষ্ট্র | |||
নিউজিল্যান্ড | |||
বাহামা | |||
সুইজারল্যান্ড | |||
Ans. | |||
36. যদি (x-y)² = 14 এবং xy = 2 হয়, তবে x²+y² = কত? | |||
12 | |||
14 | |||
16 | |||
18 | |||
Ans. | |||
37. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? | |||
দুটি | |||
চারটি | |||
ছয়টি | |||
আটটি | |||
Ans. | |||
38. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? | |||
১৩৬ তম | |||
১৩৭ তম | |||
১৩৮ তম | |||
১৩৯ তম | |||
Ans. | |||
39. 'পাখি সব করে রব রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা - | |||
রামনায়ণ তর্করত্ন | |||
বিহারীলাল | |||
কৃষ্ণচন্দ্র মজুমদার | |||
মদনমোহন তর্কালংকার | |||
Ans. | |||
40. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? | |||
হ্যারি এস. ট্রুম্যান | |||
ফ্রাঙ্কলিন রুজভেল্ট | |||
জেমস মানরো | |||
তথ্যটি সঠিক নয় | |||
Ans. | |||
41. Which is the noun of word 'beautiful'? | |||
Beauty | |||
Beautify | |||
Beauteous | |||
Beautifully | |||
Ans. | |||
42. Choose the correct indirect speech - She asked me, "Are you happy in your new job?' | |||
She asked me if I was happy in my new job | |||
She asked me if I have been happy in my new job | |||
She asked me whether I am happy in my new job | |||
She asked me if I had been happy in my new job | |||
Ans. | |||
43. স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? | |||
৫ জন | |||
৭ জন | |||
২ জন | |||
৬ জন | |||
Ans. | |||
44. মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? | |||
নাইজেরিয়া | |||
লেবানন | |||
নাইজার | |||
উগান্ডা | |||
Ans. | |||
45. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থান? | |||
৫ম | |||
৭ম | |||
৯ম | |||
১০ম | |||
Ans. | |||
46. A person who writes about his own life writes - | |||
a diary | |||
a biography | |||
an autobiography | |||
a chronicle | |||
Ans. | |||
47. Which of the following sentence is correct? | |||
Why have you done this? | |||
Why you had done this? | |||
Why you habe done this? | |||
Why did you done this? | |||
Ans. | |||
48. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী? | |||
মাগধীর ব্যাকরণ | |||
গৌড়ীর ব্যাকরণ | |||
মাতৃভাষা ব্যাকরণ | |||
ভাষা ও ব্যাকরণ | |||
Ans. | |||
49. 'আমি কিংবদন্তীর কথা বলছি' এর রচয়িতা কে? | |||
সিকানদার আবু জাফর | |||
আবু জাফর ওবায়দুল্লাহ | |||
ফররুখ আহমদ | |||
আহসান হাবীব | |||
Ans. | |||
50. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত? | |||
২১ | |||
২২ | |||
২৩ | |||
২৬ | |||
Ans. | |||
51. কোন প্রত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? | |||
কালিকলম | |||
প্রগতি | |||
কল্লোল | |||
সবুজপত্র | |||
Ans. | |||
52. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সবৃপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? | |||
ভেনিস | |||
ক্যাটরিনা | |||
আইভান | |||
রিটা | |||
Ans. | |||
53. অক্সাম (Oxfam)এর সদর দপ্তর কোথায়? | |||
নিউইয়র্ক | |||
ক্যামেনিক্স | |||
লন্ডন | |||
হেগ | |||
Ans. | |||
54. একটি সমদ্বিবাহু সমকোণূ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি? | |||
৩৬ | |||
৪৮ | |||
৫৬ | |||
৭২ | |||
Ans. | |||
55. Chmeical Weapons Convention কোন সালে স্বাক্ষরিত হয়? | |||
১৯৯০ | |||
১৯৯৩ | |||
১৯৯৬ | |||
১৯৯৯ | |||
Ans. | |||
56. START-2 কী? | |||
টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল | |||
বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি | |||
কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি | |||
এর কোনটিই নয় | |||
Ans. | |||
57. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ - | |||
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে | |||
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয় | |||
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক পায় | |||
সঞ্চিত বাষ্পের তাপ রান্না সহায়ক | |||
Ans. | |||
58. সংবিধান কোন অনুচ্ছেদ "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন' বলা আছে? | |||
১০ নং অনুচ্ছেদ | |||
২১(২) নং অনুচ্ছেদ | |||
২৭ নং অনুচ্ছেদ | |||
২৮(২) নং অনুচ্ছেদ | |||
Ans. | |||
59. সাপ্তাহিক 'সুধাকর' -এর সম্পাদক কে? | |||
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ | |||
মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ | |||
শেখ আব্দুর রহিম | |||
ইসমাইল হোসেন সিরাজী | |||
Ans. | |||
60. ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? | |||
৪৫% | |||
৪৮.৫০% | |||
৫২.৭৫% | |||
৫৬.২৫% | |||
Ans. | |||
61. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিণী' পদক লাভ করেন? | |||
১৯১৬ | |||
১৯২৩ | |||
১৯৩৩ | |||
১৯০৩ | |||
Ans. | |||
62. নিচের কোনটি DNA -এর নাইট্রোজেন বেস? | |||
ইউরাসিল | |||
গোয়ানিন | |||
পিরিডক্সিন | |||
এ্যাসপারাজিন | |||
Ans. | |||
63. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? | |||
মেলানিন | |||
গায়ামিন | |||
ক্যারোটিন | |||
হিমোগ্লোবিন | |||
Ans. | |||
64. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? | |||
৪ | |||
৯ | |||
১২ | |||
১৬ | |||
Ans. | |||
65. 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? | |||
একরাত্রি | |||
শুভা | |||
সমাপ্তি | |||
পোস্টমাস্টার | |||
Ans. | |||
66. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত? | |||
৫৪৩ | |||
৫৪৫ | |||
৪১৫ | |||
৫৪০ | |||
Ans. | |||
67. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াস থাকে না? | |||
Meson | |||
Neutron | |||
Proton | |||
Electron | |||
Ans. | |||
68. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন? | |||
পারভীন ফাতেমা | |||
ফিরোজা বেগম | |||
রওশন জাহান | |||
কানিজ ফাতিমা | |||
Ans. | |||
69. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? | |||
১৯৭২ | |||
১৯৭৩ | |||
১৯৭৫ | |||
১৯৯৭ | |||
Ans. | |||
70. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? | |||
রাজশাহী | |||
ঢাকা | |||
চট্টগ্রাম | |||
খুলনা | |||
Ans. | |||
71. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - | |||
আলফা রশ্মি | |||
বিটা রশ্মি | |||
গামা রশ্মি | |||
রঞ্জন রশ্মি | |||
Ans. | |||
72. The meaning of the word 'obese' is - | |||
very fat | |||
ugly | |||
trady | |||
obnoxious | |||
Ans. | |||
73. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি? (সাল ২০০৫) | |||
৫.০৩ | |||
৬.০৩ | |||
৪.৮ | |||
৬.৮ | |||
Ans. | |||
74. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি বলা হয়- | |||
উপমিত | |||
উপমান | |||
উপমেয় | |||
রূপক | |||
Ans. | |||
75. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? | |||
২০১০ সাল | |||
২০১৫ সাল | |||
২০২০ সাল | |||
২০২৫ সাল | |||
Ans. | |||
76. 'জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারতেন না - | |||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |||
সৈয়দ মুজতবা আলী | |||
প্রমথ চৌধুরী | |||
প্রমথনাথ বিশী | |||
Ans. | |||
77. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? | |||
ডেনমার্ক | |||
ফিনল্যান্ড | |||
নেদারল্যান্ডস | |||
যুক্তরাষ্ট্র | |||
Ans. | |||
78. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপথ লাভ করে? | |||
১৯৭২ সালে | |||
১৯৭৬ সালে | |||
১৯৭৪ সালে | |||
১৯৭৫ সালে | |||
Ans. | |||
79. 'এ মাটি সোনার বাড়া' -এ উদ্বৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? | |||
বিশেষণের অতিশায়ন | |||
রূপবাচক বিশেষণ | |||
উপাদান বিশেষণ | |||
বিধেয় বিশেষণ | |||
Ans. | |||
80. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? | |||
তানভীর কবীর | |||
হামিদুর রহমান | |||
হামিদুজ্জামান | |||
অস্কার বাদল | |||
Ans. | |||
81. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার? | |||
৮ | |||
১০ | |||
১২ | |||
১৪ | |||
Ans. | |||
82. Amnesty Internatioanl কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? | |||
১৯৭৭ | |||
১৯৭৮ | |||
১৯৭৯ | |||
১৯৮১ | |||
Ans. | |||
83. মাসিক মোহম্মদী কোন সালে প্রকাশিত হয়? | |||
১৯২৬ | |||
১৯২৭ | |||
১৯২৮ | |||
১৯২৯ | |||
Ans. | |||
84. বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে? | |||
মধুসূধন দত্ত | |||
দীনবন্ধু মিত্র | |||
জ্যেতিন্দ্রনাথ ঠাকুর | |||
রামনায়ণ তর্করত্ন | |||
Ans. | |||
85. রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে? | |||
হমিদুর রহমান | |||
মৃণাল হক | |||
শামীম শিকদার | |||
নভেরা আহমেদ | |||
Ans. | |||
86. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? | |||
উনিশ | |||
কুড়ি | |||
একুশ | |||
বাইশ | |||
Ans. | |||
87. 'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী? | |||
মেছ+ও | |||
মাছি + উয়া > ও | |||
মাছ + উয়া > ও | |||
মাছ+ও | |||
Ans. | |||
88. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? | |||
বাক + দান = বাকদান | |||
উৎ + ছেদ = উচ্ছেদ | |||
পর + পর = পরস্পর | |||
সম + সার = সংসার | |||
Ans. | |||
Choose the correct alternative and mark its letter on your answer Sheet: | |||
89. 'Thorugh thick and think' means - | |||
under all conditions | |||
to make thick and thin | |||
not clear in understading | |||
of great density | |||
Ans. | |||
90. The rich should not look down _____ the poor. | |||
at | |||
for | |||
towards | |||
upon | |||
Ans. | |||
91. Every driver must be held _____ his own actions | |||
responsibe for | |||
responsible to | |||
liable to | |||
blamed for | |||
Ans. | |||
92. What would have happened if _____? | |||
The bridge is broken | |||
The bridge would break | |||
The bridge had broken | |||
The bridge had been broken | |||
Ans. | |||
93. I look a map with me, as didn't want to _____ my way on the journey. | |||
loose | |||
lose | |||
lost | |||
loss | |||
Ans. | |||
94. Explain the meaning of 'Bring to pass' - | |||
Cause to destory | |||
Cause to happed | |||
Cause to carry out | |||
Cause to convince | |||
Ans. | |||
95. 'Prior to' means - | |||
after | |||
before | |||
immediately | |||
during the peirod of | |||
Ans. | |||
96. Nobody knocked him down: it was an - | |||
incident | |||
occurrence | |||
accident | |||
event | |||
Ans. | |||
Fill in the gap with the suitable word: | |||
97. To stay healthy, we must plane to have a balanced _____. | |||
diet | |||
Food | |||
drink | |||
Environment | |||
Ans. | |||
Give the correct passive from of - | |||
98. 'My teacher embodies all the good qualites.' | |||
All the good qualities are embodied by my teacher | |||
All the good qualities are embodied in my teacher | |||
All the good qualities are embodied to my teacher | |||
All the good qualities are embodied on my teacher | |||
Ans. | |||
What will be the correct preposition to complete the sentence? | |||
99. 'I am not good _____ translation.' | |||
in | |||
about | |||
with | |||
at | |||
Ans. | |||
100. 'Hurry up! we have to go _____ five minutes. | |||
in | |||
on | |||
by | |||
for | |||
Ans. |
Total Question : | 100 |
Total Hit : | 0 |
Correct : | 0 |
Wrong/Cheat : | 0 |