Review 15th BCS Exam | |||
---|---|---|---|
1. Who of the following was both a poet and painter? | |||
Keats | |||
Donne | |||
Blake | |||
Spenser | |||
Ans. | |||
2. Many islands make up- | |||
an isles | |||
an archipelago | |||
a peninsula | |||
continent | |||
Ans. | |||
3. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? | |||
লসএঞ্জেলস | |||
আটলান্টা | |||
টোকিও | |||
নিউ দিল্লী | |||
Ans. | |||
4. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়? | |||
চট্টগ্রাম | |||
সিলেট | |||
ঢাকা | |||
রাজশাহী | |||
Ans. | |||
5. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? | |||
আলালের ঘরের দুলাল | |||
জোহরা | |||
মৃত্যুক্ষুধা | |||
হাজার বছর ধরে | |||
Ans. | |||
6. `Bootleg’ means to- | |||
distribute | |||
export | |||
import | |||
smuggle | |||
Ans. | |||
7. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে? | |||
নদী স্রোতের ব্যবহার করে | |||
যথাযথভাবে হাল ঘুরিয়ে | |||
গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে | |||
পাল ব্যবহার করে | |||
Ans. | |||
8. ‘Club of Vienna’ কী? | |||
পশ্চিম ইউরোপের প্রধাণ বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা | |||
অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা | |||
একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান | |||
পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন | |||
Ans. | |||
9. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন? | |||
নবাব সিরাজউদ্দৌলা | |||
নবাব মুর্শিদকুলি খাঁ | |||
সুবেদার ইসলাম খান | |||
নবাব শায়েস্তা খান | |||
Ans. | |||
10. 'The World Economic Forum' কর্তৃক নির্ধারিত International Competitveness Ranking - এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? | |||
যুক্তরাষ্ট্র | |||
জাপান | |||
জার্মানি | |||
দক্ষিণ কোরিয়া | |||
Ans. | |||
11. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? | |||
তিতুমীর | |||
সৈয়দ আহমদ | |||
দুদু মিয়া | |||
হাজী শরিয়তউল্লাহ | |||
Ans. | |||
12. Who wrote ‘Beauty is truth, truth is beauty’? | |||
Shakespeare | |||
Wordsworth | |||
Keats | |||
Eliot | |||
Ans. | |||
13. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত? | |||
- | |||
Ans. | |||
14. ‘>সোনালী কাবিন’-এর রচয়িতা কে? | |||
হাসান হাফিজুর রহমান | |||
আল মাহমুদ | |||
হুমায়ুন আজাদ | |||
শক্তি চট্টোপাধ্যায় | |||
Ans. | |||
15. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য | |||
অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে | |||
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে | |||
শব্দের কথ্য ও লেখ্য রূপে | |||
বাক্যের সরলতা ও জটিলতায় | |||
Ans. | |||
16. ২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে? (সাল - ১৯৯৩) | |||
২০ মিলিয়ন | |||
১২ মিলিয়ন | |||
১০ মিলিয়ন | |||
২৩ মিলিয়ন | |||
Ans. | |||
17. What is the synonym of ‘incredible’? | |||
Unbelievable | |||
Unthinkable | |||
Unlikely | |||
Unthinking | |||
Ans. | |||
18. কোন সংখ্যাটি বৃহত্তম? | |||
০.৩ | |||
Ans. | |||
19. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে? | |||
১৯৯১ সাল | |||
১৯৯২ সাল | |||
১৯৯৩ সাল | |||
১৯৯৪ সাল | |||
Ans. | |||
20. People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence? | |||
The patriots will always be remembered by people | |||
The patriots are always being remembered | |||
People are always remembered by the patriots | |||
The patriots are always remembered. | |||
Ans. | |||
21. বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা কত? (১৫তম বিসিএস পরীক্ষার সময়) | |||
৩০ | |||
৩২ | |||
৩৫ | |||
৪০ | |||
Ans. | |||
22. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? | |||
বিপরীত | |||
নিকৃষ্ট | |||
বিকৃত | |||
অভাব | |||
Ans. | |||
23. Which of the following school of literary writings is connected with a medical theory? | |||
Comedy of manners | |||
Theater of the Absurd | |||
Heroic Tragedy | |||
Comedy of Humours | |||
Ans. | |||
24. The speaker failed to make the audience ___to him patiently. Which of the following is the correct verb form in the blank above? | |||
to listen | |||
listening | |||
listened | |||
listen | |||
Ans. | |||
25. My uncle has three sons, ___ work in the same office. which of the following is the best form of pronoun in the abpve sentence? | |||
all of them | |||
who all | |||
they all | |||
all of whom | |||
Ans. | |||
26. রিও-ডি জেনিরোতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেল? | |||
১৫০ | |||
১৫৬ | |||
১৭৯ | |||
১৭৮ | |||
Ans. | |||
27. ‘প্রভাত চিন্তা’,‘ নিভৃত চিন্তা’,‘ নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা- | |||
কালীপ্রসন্ন | |||
কালীপ্রসন্ন ঘোষ | |||
কৃষ্ণচন্দ্র মজুমদার | |||
এস ওয়াজেদ আলী | |||
Ans. | |||
28. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? | |||
এল. ই. ডি. | |||
সিলিকন চিপ | |||
এল. সি. ডি. | |||
আই. সি. | |||
Ans. | |||
29. 'ক্রজিরো' কোন দেশের মুদ্রার নাম? | |||
লুক্সেমবার্গ | |||
ব্রাজিল | |||
কম্বোডিয়া | |||
মঙ্গোলিয়া | |||
Ans. | |||
30. ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles - এ চ্যাম্পিয়ন হন? | |||
Boris Becker | |||
Mechael Stich | |||
Andre Agassi | |||
Stefan Edberg | |||
Ans. | |||
31. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? | |||
২ | |||
৩ | |||
৪ | |||
৫ | |||
Ans. | |||
32. যে ভূমিতে ফসল জন্মায় না- | |||
পতিত | |||
অনুর্বর | |||
ঊষর | |||
বন্ধ্যা | |||
Ans. | |||
33. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? | |||
হংকং | |||
ডালাস | |||
লন্ডন | |||
নিউইয়র্ক | |||
Ans. | |||
34. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে? | |||
সেই বই পড়ছে | |||
সে গভীর চিন্তায় মগ্ন | |||
সে ঘুমিয়ে আছে | |||
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না | |||
Ans. | |||
35. বিশ্বব্যাংক -এর কোন অংগ সংগঠটি 'Soft-loan-Window' নামে পরিচিত? | |||
IBRD | |||
IDA | |||
IFC | |||
EDI | |||
Ans. | |||
36. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছি? | |||
ফুনসিনপেক | |||
সি. পি. পি | |||
খেমাররুজ | |||
কে. পি. এল. এন. এফ | |||
Ans. | |||
37. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? | |||
৮,০০০কি. মি | |||
১১,০০০কি:মি | |||
৫,২০০ কি. মি | |||
৮,৫০০কি. মি | |||
Ans. | |||
38. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? | |||
সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে | |||
ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে | |||
পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে | |||
মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে | |||
Ans. | |||
39. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত? | |||
লাসা | |||
উলানবাহতার | |||
পিয়ংইয়ং | |||
কাবুল | |||
Ans. | |||
40. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ? (১৫ তম বিসিএস পরীক্ষার বছর অনুসারে) | |||
৮০% | |||
৭৫% | |||
৩২% | |||
১০% | |||
Ans. | |||
41. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? | |||
১৯৭৮-৭৯ | |||
১৯৭৯-৮০ | |||
১৯৮০-৮১ | |||
১৯৮১-৮২ | |||
Ans. | |||
42. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য- | |||
জীবনানুভূতির গভীরতায় | |||
দৃষ্টিভঙ্গির সূক্ষতায় | |||
কাহিনীর সরলতা ও জটিলতায় | |||
ভাষার প্রকারভেদ | |||
Ans. | |||
43. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী? | |||
হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া | |||
মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা | |||
হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা | |||
ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া | |||
Ans. | |||
44. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী? | |||
নারিকেল জিনজিরা | |||
সোনাদিয়া | |||
কুতুবদিয়া | |||
নিঝুম দ্বীপ | |||
Ans. | |||
45. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ- | |||
জ্ঞান | |||
বুদ্ধি | |||
মেধা | |||
প্রজ্ঞা | |||
Ans. | |||
46. Are you doing anything special ___ the weekend? Fill in the gap with appropriate prepositions. | |||
in | |||
for | |||
on | |||
at | |||
Ans. | |||
47. শুদ্ধ বানানটি নির্দেশ কর? | |||
মুহুর্মুহু | |||
মূহুর্মুহু | |||
মুর্হুমূর্হু | |||
মুর্হুর্মূহু | |||
Ans. | |||
48. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত? | |||
২৫.০ মিলিয়ন ইসলামি দিনার | |||
১৫.০ মিলিয়ন ইসলামি দিনার | |||
১০.০ মিলিয়ন ইসলামি দিনার | |||
কোন চাঁদা দিতে হয় না | |||
Ans. | |||
49. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? | |||
৬ ঘন্টা | |||
৫ ঘন্টা | |||
৬ ঘন্টা | |||
৫ ঘন্টা | |||
Ans. | |||
50. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর। | |||
ইচ্ছাময় | |||
ঐচ্ছিক | |||
ইচ্ছুক | |||
অনিচ্ছা | |||
Ans. | |||
51. a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত? | |||
0 | |||
1 | |||
2 | |||
3 | |||
Ans. | |||
52. What is the meaning of the word ‘intrepid’? | |||
arrogant | |||
belligerent | |||
questioning | |||
fearless | |||
Ans. | |||
53. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? | |||
দুঃ+লোক | |||
দিব্+লোক | |||
দ্বি+লোক | |||
দি+লোক | |||
Ans. | |||
54. কোনটি রক্তের কাজ নয়? | |||
কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা | |||
ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা | |||
হরমোন বিতরণ করা | |||
জারক রস বিতরণ করা | |||
Ans. | |||
55. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার? | |||
রবীন্দ্রনাথ ঠাকুর | |||
কাজী আব্দুল ওদুদ | |||
মোহাম্মদ লুৎফর রহমান | |||
প্রমথ চৌধুরী | |||
Ans. | |||
56. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব- | |||
১০ | |||
৩০ | |||
২০ | |||
২৫ | |||
Ans. | |||
57. What is the antonym of ‘famous’? | |||
Opaque | |||
Obscure | |||
Illiterate | |||
Immature | |||
Ans. | |||
58. নিত্য ব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন। সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক? | |||
ফুসফুসে রোগ সৃষ্টি করে | |||
গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে | |||
ওজোন স্তরে ফুটো তৈরি করে | |||
দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে | |||
Ans. | |||
59. স্বাধীনতাযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? | |||
৯ | |||
১০ | |||
১১ | |||
১২ | |||
Ans. | |||
60. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা? | |||
কাজী নজরুল ইসলাম | |||
রবীন্দ্রনাথ ঠাকুর | |||
গোলাম মোস্তফা | |||
শেখ ফজলল করিম | |||
Ans. | |||
61. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান? | |||
০.০৯২৯ | |||
৭.৩২ | |||
৬.৪৫ | |||
৬৪.৫০ | |||
Ans. | |||
62. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? | |||
IJO | |||
APEC | |||
SAARC | |||
ADB | |||
Ans. | |||
63. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? | |||
মায়ানমার | |||
জর্ডান | |||
ইরাক | |||
ইসরাইল | |||
Ans. | |||
64. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? | |||
আবাসিক | |||
কৃষি | |||
পরিবহন | |||
শিল্প | |||
Ans. | |||
65. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস - এর অংশ কত? (১৫ তম বিসিএস পরীক্ষার সময়) | |||
৭৭.৫৫% | |||
৫৫% | |||
৩৫% | |||
৫৫% | |||
Ans. | |||
66. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম- | |||
সুন্দরম | |||
লোকায়ত | |||
উত্তরাধিকার | |||
কিছুধ্বনি | |||
Ans. | |||
67. What is the meaning of the expression ‘bottom line’? | |||
The final step | |||
The end of a road | |||
The last line of a book | |||
The essential point | |||
Ans. | |||
68. The United Nations University কোন শহরে অবস্থিত? | |||
লন্ডন | |||
ব্রাসেলস | |||
নিউইয়র্ক | |||
টোকিও | |||
Ans. | |||
69. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? (১৫ তম বিসিএস পরীক্ষার সময়) | |||
অষ্টম | |||
দশম | |||
দ্বাদশ | |||
চতুর্দশ | |||
Ans. | |||
70. গ্রিন হাউজ এফেক্টে পরিতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে? | |||
উত্তাপ বেড়ে যাবে | |||
নিম্নভুমি নিমজ্জিত হবে | |||
সাইক্লোনের প্রবণতা বাড়বে | |||
বৃষ্টিপাত কমে যাবে | |||
Ans. | |||
71. League of Arab states (আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? (১৫ তম বিসিএস পরীক্ষার সময়) | |||
তিউনিস | |||
কায়রো | |||
রাবাত | |||
জেদ্দা | |||
Ans. | |||
72. The ‘poet laureate’ is- | |||
the best poet of the country | |||
a winner of the Nobel prize in poetry | |||
the Court poet of England | |||
a classical poet | |||
Ans. | |||
73. x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি - | |||
সমবাহু | |||
বিষমবাহু | |||
সমকোণী | |||
সমদ্বিবাহু | |||
Ans. | |||
74. আল্ট্রাসনোগ্রাফী কী? | |||
নতুন ধরনের এক্সরে | |||
ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং | |||
শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ | |||
শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ | |||
Ans. | |||
75. নিম্নের কোন তারিখে পিএলও - ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? | |||
১০ সেপ্টেম্বর, ১৯৯৩ | |||
১১ সেপ্টেম্বর, ১৯৯৩ | |||
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ | |||
২০ সেপ্টেম্বর, ১৯৯৩ | |||
Ans. | |||
76. Which of the following ages in liierary history is the lastest? | |||
The augustan Age | |||
The Victorian Age | |||
The Georgian | |||
The Restoration Age | |||
Ans. | |||
77. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? | |||
কক্সবাজার | |||
চট্টগ্রাম | |||
কাপ্তাই | |||
রাঙ্গামাটি | |||
Ans. | |||
78. Which of the following is a correct sentence? | |||
He was too clever not to miss the point | |||
He was so clever to miss the point | |||
He was too clever to miss the point | |||
He was too clever to grasp the point | |||
Ans. | |||
79. কোন সংখ্যার অংশ ৬৪-এর সমান? | |||
১৮ | |||
২৪৮ | |||
২১৭ | |||
২২৪ | |||
Ans. | |||
80. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে? | |||
৯.৬ কিলোগ্রাম | |||
১১.০ কিলোগ্রাম | |||
৪৮.০কিলোগ্রাম | |||
৫৬.০ কিলোগ্রাম | |||
Ans. | |||
81. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন- | |||
বিনয় ঘোষ | |||
সিকান্দার আবু জাফর | |||
মোহাম্মদ আকরাম খাঁ | |||
তফাজ্জল হোসেন | |||
Ans. | |||
82. The word ‘plurality’ means- | |||
The letter ‘S’ | |||
Men and women | |||
Chaos and confusion | |||
The holding of more than one office at a time | |||
Ans. | |||
83. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল- | |||
৪৮৫০ | |||
৪৯৫০ | |||
৫৭৫০ | |||
৫৯৫০ | |||
Ans. | |||
84. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? (২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে) | |||
৮ | |||
১০ | |||
২১ | |||
২২ | |||
Ans. | |||
85. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি? | |||
কর্ণফুলী | |||
হালদা | |||
সাংগু | |||
নাফ | |||
Ans. | |||
86. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন? | |||
ব্যামফিল্ড ফুলার | |||
লর্ড মিন্টো | |||
লর্ড কার্জন | |||
ওয়ারেন হেষ্টিংস | |||
Ans. | |||
87. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? | |||
দিনাজপুর | |||
পঞ্চগড় | |||
জয়পুরহাট | |||
লালমনিরহাট | |||
Ans. | |||
88. আকাশ নীল দেখায় কেন? | |||
নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে | |||
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে | |||
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে | |||
নীল আলোর প্রতিফলন বেশি বলে | |||
Ans. | |||
89. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন? | |||
বিসর্জন | |||
ডাকঘর | |||
বসন্ত | |||
অচলায়তন | |||
Ans. | |||
90. The first English dictonary was completed by - | |||
Iazak Walton | |||
Samuel Johnson | |||
Samuel Butler | |||
Sir Thomas Browne | |||
Ans. | |||
91. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত? | |||
ইথিওপিয়া | |||
নাইজেরিয়া | |||
কেনিয়া | |||
সুদান | |||
Ans. | |||
92. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত? | |||
৪ | |||
১৪ | |||
৭ | |||
৩৩ | |||
Ans. | |||
93. Plebiscite is a term related to | |||
Medicine | |||
Technology | |||
Law | |||
Politics | |||
Ans. | |||
94. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? | |||
১৮৬৫ সালে | |||
১৮৭২ সালে | |||
১৯৭৫ সালে | |||
১৯৮১ সালে | |||
Ans. | |||
95. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন- | |||
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ | |||
মোহাম্মদ বরকতউল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ | |||
মোহাম্মদ আকরাম হক, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ | |||
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ | |||
Ans. | |||
96. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- | |||
শৈত্য | |||
শীতল | |||
উত্তাপ | |||
হিম | |||
Ans. | |||
97. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি? | |||
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায় | |||
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে | |||
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে | |||
কোনটীই নয় | |||
Ans. | |||
98. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ = a, QR = b, RP = c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে- | |||
a + b + c | |||
b + c - a | |||
c + a - b | |||
a – b + c | |||
Ans. | |||
99. ‘Paediatric’ relates to the treatment of: | |||
adults | |||
women | |||
old people | |||
children | |||
Ans. | |||
100. নিচের কোন দেশটি Grouop of Enght (G-8) এর সদস্য নয়? | |||
কানাডা | |||
ইতালি | |||
সুইডেন | |||
জাপান | |||
Ans. |
Total Question : | 100 |
Total Hit : | 0 |
Correct : | 0 |
Wrong/Cheat : | 0 |