Review 31st BCS Exam | |||
---|---|---|---|
1. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? | |||
ইন্দিরা দেবী | |||
কাদম্বরী দেবী | |||
মৃণালিনী দেবী | |||
মৈত্রেয়ী দেবী | |||
Ans. | |||
2. হারারে’র পূর্ব নাম কী? | |||
সলসব্যারী | |||
রোডেসিয়া | |||
জিবুতি | |||
জায়ারে | |||
Ans. | |||
3. নিচের কোন বানানটি শুদ্ধ? | |||
নিশিথীনি | |||
নিশীথিনি | |||
নীশিথিনী | |||
নিশীথিনী | |||
Ans. | |||
4. কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত? | |||
250 | |||
100 | |||
200 | |||
300 | |||
Ans. | |||
5. (x-4)² + (y+3)²=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংনাক কত? | |||
(0,0) | |||
(4,-3) | |||
(-4,3) | |||
(10,10) | |||
Ans. | |||
6. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? | |||
জসীম উদদীন | |||
ফররুখ আহমেদ | |||
আবুল হাসান | |||
শহীদ কাদরী | |||
Ans. | |||
7. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য? | |||
আত্মজীবনী | |||
প্রণয়কাব্য | |||
নীতিকাব্য | |||
জঙ্গনামা | |||
Ans. | |||
8. পূ্র্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? | |||
মালয়েশিয়া | |||
ইন্দোনেশিয়া | |||
থাইল্যান্ড | |||
মিয়ানমার | |||
Ans. | |||
9. বাংলাদেশের লোকশিল্প জাদুয়র কোথায় অবস্থিত? | |||
ময়নামতি | |||
সোনারগাঁ | |||
ঢাকা | |||
পাহাড়পুর | |||
Ans. | |||
10. Quarterly শব্দের অর্থ কী? | |||
সাপ্তাহিক | |||
পাক্ষিক | |||
ষান্মাসিক | |||
ত্রৈমাসিক | |||
Ans. | |||
11. কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় | |||
মেইল | |||
ইন্টারকম | |||
ইন্টারনেট | |||
টেলিকমিউনেশন | |||
Ans. | |||
12. ভারি পানির সংকেত হচ্ছে | |||
2H₂O₂ | |||
H₂O | |||
D₂O | |||
HD₂O₂ | |||
Ans. | |||
13. কোনটি সবচেয়ে ছোট? | |||
2/11 | |||
3/11 | |||
2/13 | |||
4/15 | |||
Ans. | |||
14. নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? | |||
মার্কিন যুক্তরাষ্ট্র | |||
জাপান | |||
দক্ষিন কোরিয়া | |||
জার্মানি | |||
Ans. | |||
15. 1²+2²+3²+..........+x² এর মান কত? | |||
x | |||
{x(x+1)/2}² | |||
Ans. | |||
16. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ? | |||
ভর সংখ্যা সমান থাকে | |||
নিউট্রন সংখ্যা সমান থাকে | |||
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে | |||
প্রোটন সংখ্যা সমান থাকে | |||
Ans. | |||
17. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী? | |||
দিলারা হাসেম | |||
রাজিয়া খান | |||
রিজিয়া রহমান | |||
সেলিনা হোসেন | |||
Ans. | |||
18. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় - | |||
মাটির ক্ষয় রোধের জন্য | |||
মাটির অম্লতা বৃ্ধির জন্য | |||
মাটির অম্লতা হ্রাসের জন্য | |||
মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য | |||
Ans. | |||
19. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে? | |||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |||
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | |||
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |||
আনন্দমোহন বাগচী | |||
Ans. | |||
20. যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে | |||
0,2 | |||
1,1 | |||
-1,3 | |||
-3,4 | |||
Ans. | |||
21. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংঙ্গিত? | |||
চট্টগ্রাম | |||
রাংগামাটি | |||
চাঁপাইনবাবগঞ্জ | |||
জামালপুর | |||
Ans. | |||
22. যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে? | |||
Ans. | |||
23. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? | |||
১৯৯৭ | |||
১৯৯৮ | |||
১৯৯৯ | |||
২০০০ | |||
Ans. | |||
24. কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়? | |||
১০ থেকে ৪০০ নেমি | |||
৪০০ থেকে ৭০০ নেমি | |||
১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি. | |||
১ মি এর ঊর্ধে | |||
Ans. | |||
25. To end in smoke- | |||
To create fire | |||
To go through suffering | |||
To come to nothing | |||
To see fire | |||
Ans. | |||
26. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? | |||
ইসরাইল ও জর্ডান | |||
ভারত ও পাকিস্তান | |||
চীন ও তাইওয়ান | |||
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া | |||
Ans. | |||
27. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? | |||
৬ টি | |||
৫ টি | |||
৪ টি | |||
৩ টি | |||
Ans. | |||
28. অশোক সৈয়দ কার ছদ্মনাম? | |||
আবদুল মান্নান সৈয়দ | |||
সৈয়দ আজিজুল হক | |||
আবু সয়ীদ আইয়ুব | |||
সৈয়দ শামসুল হক | |||
Ans. | |||
29. হীরক উজ্জ্বল দেখায় কারণ - | |||
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য | |||
প্রতিসরনের জন্য | |||
প্রতিফলনের জন্য | |||
অপবর্তনের জন্য | |||
Ans. | |||
30. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? | |||
সঞ্চয় | |||
কবীন্দ্র পরমেশ্বর | |||
শ্রীকর নন্দী | |||
কাশীরাম দাস | |||
Ans. | |||
31. একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? | |||
6 | |||
8 | |||
12 | |||
24 | |||
Ans. | |||
32. x³-x² কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে - | |||
2 | |||
4 | |||
-6 | |||
-8 | |||
Ans. | |||
33. দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত? | |||
36 | |||
37 | |||
39 | |||
40 | |||
Ans. | |||
34. log2() এর মান- | |||
1/25 | |||
-5 | |||
1/5 | |||
-1/5 | |||
Ans. | |||
35. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে- | |||
২৫ জোড়া | |||
২৪ জোড়া | |||
২৩ জোড়া | |||
২০ জোড়া | |||
Ans. | |||
36. যদি = হয় তবে এর মান- | |||
Ans. | |||
37. হাজার হ্রদের দেশ কোনটি? | |||
নরওয়ে | |||
ফিনল্যান্ড | |||
ইন্দোনেশিয়া | |||
জাপান | |||
Ans. | |||
38. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়? | |||
১৩৭ | |||
১৩৮ | |||
১৪৭ | |||
১৫০ | |||
Ans. | |||
39. কোলেস্টেরল এক ধরনের- | |||
অসম্পৃক্ত এলকোহল | |||
জৈব এসিড | |||
পলিমার | |||
এমিনো এসিড | |||
Ans. | |||
40. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন | |||
স্টিফেন হকিং | |||
জি লেমেটার | |||
আব্দুস সালাম | |||
এডুইন হাবল | |||
Ans. | |||
41. (4x²-16) এবং 6x²+24x+24 এর গ. সা. গু. - | |||
x+2 | |||
x+4 | |||
x-2 | |||
2(x+2) | |||
Ans. | |||
42. প্রবল জোয়ারের কারণ, যখন - | |||
সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে | |||
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে | |||
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে | |||
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে | |||
Ans. | |||
43. কে বাংলা সাল গণনা শুরু করেন? | |||
লক্ষণ সেন | |||
ইলিয়াশ শাহ | |||
বিজয় সেন | |||
আকবর | |||
Ans. | |||
44. আফগনিস্থানের শেষ বাদশাহ কে ছিলেন? | |||
দাউদ খাঁ | |||
জহির শাহ | |||
নাদির শাহ | |||
নজীবুল্লাহ | |||
Ans. | |||
45. জাতিসংঘের জনসংখ্যা সক্রান্ত রির্পোট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? | |||
সপ্তম | |||
নবম | |||
একাদশ | |||
ত্রয়োদশ | |||
Ans. | |||
46. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? | |||
৬ | |||
২ | |||
৪ | |||
৫ | |||
Ans. | |||
47. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? | |||
ইরাক | |||
ইরান | |||
সৌদি আরব | |||
আলজেরিয়া | |||
Ans. | |||
48. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? | |||
১৯২১ | |||
১৯২৫ | |||
১৯২৯ | |||
১৯৩৩ | |||
Ans. | |||
49. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? | |||
বহুব্রীহি | |||
কর্মধারয় | |||
সুপসুপা | |||
অব্যয়ীভাব | |||
Ans. | |||
50. কাজ ও বলের একক যথাক্রমে- | |||
নিউটন ও মিটার | |||
জুল ও ডাইন | |||
ওয়াট ও পাউন্ড | |||
প্যাসকেল ও কিলোগ্রাম | |||
Ans. | |||
51. অপটিক্যাল ফাইবার হচ্ছে - | |||
খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল | |||
খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল | |||
খুব সরু এসবেস্টস ফাইবের নল | |||
সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল | |||
Ans. | |||
52. একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈঘ্য যথাক্রমে 20m, 21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত? | |||
20m² | |||
210m² | |||
290m² | |||
300m² | |||
Ans. | |||
53. কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ? | |||
হিলিয়াম | |||
নিয়ন | |||
আর্গন | |||
জেনন | |||
Ans. | |||
54. শিখণ্ডী শব্দের অর্থ কী? | |||
কবুতর | |||
কোকিল | |||
খরগোশ | |||
ময়ূর | |||
Ans. | |||
55. যদি + ( | |||
9 | |||
11 | |||
12 | |||
13 | |||
Ans. | |||
56. জারন বিক্রিয়ায় ঘটে | |||
ইলেকট্রন বর্জন | |||
ইলেক্ট্রন গ্রহণ | |||
ইলেকট্রন আদান প্রদান | |||
তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ | |||
Ans. | |||
57. রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? | |||
21দিন | |||
18দিন | |||
7দিন | |||
3 দিন | |||
Ans. | |||
58. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? | |||
১৭৮৯ | |||
১৭৯১ | |||
১৭৯৫ | |||
১৮০০ | |||
Ans. | |||
59. কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত? | |||
70 | |||
80 | |||
90 | |||
75 | |||
Ans. | |||
60. ‘বিদ্রোহী’ কবিতা কাব্যের অন্তর্গত? | |||
দোলন চাঁপা | |||
বিষের বাঁশী | |||
সাম্যবাদী | |||
অগ্নিবাণী | |||
Ans. | |||
61. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? | |||
জার্মানি | |||
ফ্রান্স | |||
যুক্তরাজ্য | |||
রাশিয়া | |||
Ans. | |||
62. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? | |||
ব্যঞ্জনধ্বনি | |||
স্বরধ্বনি | |||
নিপাতনে সিদ্ধ | |||
বিসর্গ সন্ধি | |||
Ans. | |||
63. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? | |||
কলম্বিয়া | |||
নিকারাগুয়া | |||
কোস্টারিকা | |||
এল সালভাদর | |||
Ans. | |||
64. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে? | |||
১৯৮২ | |||
১৯৮৫ | |||
১৯৭৫ | |||
১৯৭৯ | |||
Ans. | |||
65. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য? | |||
মহাকাব্য | |||
সনেট | |||
পত্রকাব্য | |||
গীতিকাব্য | |||
Ans. | |||
66. 'এপিকালচার' বলতে বুঝায় - | |||
রেশমের চাষ | |||
মৎস্য চাষ | |||
মৌমাছির চাষ | |||
পাখিপালন বিদ্যা | |||
Ans. | |||
67. গাড়ি চলে না, চলে না, চলে না রে ……. গানের গীতিকার কে? | |||
সঞ্চিব চৌধুরী | |||
বাপ্পা মজুমদার | |||
শাহ আবদুল করিম | |||
দাশরথি রায় | |||
Ans. | |||
68. বাংলা গদ্যের জনক কে? | |||
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |||
উইলিয়াম কেরী | |||
রবীন্দ্রনাথ ঠাকুর | |||
Ans. | |||
69. যদি a²+ | |||
±9 | |||
±7 | |||
±5 | |||
±3 | |||
Ans. | |||
70. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় - | |||
ট্রান্সমিটারের সাহায্যে | |||
স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে | |||
স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে | |||
এডাপ টরের সাহায্যে | |||
Ans. | |||
71. আকাশে বিদ্যুৎ চমকায় - | |||
মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে | |||
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে | |||
মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে | |||
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে | |||
Ans. | |||
72. রেলপথে ঢাকা থেকে খুলনার দুরত্ব কত? | |||
৬২৭ কি. মি. | |||
৫২৯ কি. মি. | |||
৪২০ কি. মি. | |||
৩০৭ কি. মি. | |||
Ans. | |||
73. f(x)=x³-2x+10 হলে f(0) কত? | |||
1 | |||
5 | |||
8 | |||
10 | |||
Ans. | |||
74. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? | |||
পৃথ্বী | |||
নীর | |||
ক্ষিতি | |||
অবনি | |||
Ans. | |||
75. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - | |||
স্ট্যাটোস্ফির | |||
ট্রপোস্ফিয়ার | |||
আয়োনোস্ফিয়ার | |||
ওজোনস্তর | |||
Ans. | |||
76. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম - | |||
ক্রোনোমিটার | |||
কম্পাস | |||
সিসমোগ্রাফ | |||
সেক্সট্যান্ট | |||
Ans. | |||
77. 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল- | |||
3147 | |||
2287 | |||
2987 | |||
2187 | |||
Ans. | |||
78. 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান- | |||
x=1,y=-1 | |||
x=1,y=1 | |||
x=-1,y=-1 | |||
x=-1,y=1 | |||
Ans. | |||
79. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? | |||
অস্ট্রেলিয়া | |||
কানাডা | |||
যুক্তরাষ্ট্র | |||
চীন | |||
Ans. | |||
80. কচু শাকে কোন উপাদান বেশী থাকে? | |||
আয়োডিন | |||
লৌহ | |||
ভিটামিন | |||
ক্যালসিয়াম | |||
Ans. | |||
81. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? | |||
ফার্সি | |||
তুর্কি | |||
পর্তুগিজ | |||
আরবি | |||
Ans. | |||
Choose the correctly spelt word:- | |||
82. . | |||
Accilerate | |||
Accelerate | |||
Accelerrate | |||
Accilarate | |||
Ans. | |||
83. . | |||
Volantory | |||
Volantary | |||
Voluntary | |||
Voluntory | |||
Ans. | |||
84. . | |||
Tsunami | |||
Sunami | |||
Suname | |||
Sunamce | |||
Ans. | |||
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative | |||
85. He is quite _____ in dealing with people. | |||
unsubtle | |||
imprudent | |||
diplomatic | |||
impolite | |||
Ans. | |||
86. They suffered much _____ tornado had hit their village? | |||
until | |||
since | |||
as if | |||
let alone | |||
Ans. | |||
In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- | |||
87. Repeal | |||
Abolish | |||
Enact | |||
Annul | |||
Nullify | |||
Ans. | |||
88. Equity - | |||
Uprightness | |||
Justice | |||
Integrity | |||
Bias | |||
Ans. | |||
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- | |||
89. The word 'Shrug' indicating doubt or indifference is associated with- | |||
Shoulders | |||
Head | |||
Forehead | |||
Eyebrows | |||
Ans. | |||
90. A formal composition or speech expressing high praise of somebody- | |||
elegy | |||
eulogy | |||
caricature | |||
exaggeration | |||
Ans. | |||
In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:- | |||
91. Omnipotent - | |||
Feeble | |||
Supreme | |||
Impotent | |||
Vulnerable | |||
Ans. | |||
92. Sporadic – | |||
Consistent | |||
Uniform | |||
Frequent | |||
Scattered | |||
Ans. | |||
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence: - | |||
93. One day 'women will have has so long been denied them - leisure, money and room to themselves. | |||
Spece | |||
Liberty | |||
Office | |||
Capacity | |||
Ans. | |||
94. Crafty men condemn studies, simple men admire them and wise men use them. | |||
Denounce | |||
Laud | |||
Compliment | |||
Acclaim | |||
Ans. | |||
Of the four alternatives, find the one that best fits into the blank space: | |||
95. Only those who are not serious to their success work by _____ and start. | |||
long odds | |||
against time | |||
every inch | |||
fits | |||
Ans. | |||
96. While living in poverty, the poet had to _____ a great deal of sufferings | |||
see through | |||
put up with | |||
pass by | |||
fall back | |||
Ans. | |||
97. _____ his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather. | |||
In contrast of | |||
In contrast to | |||
In contrast by | |||
In contrast as | |||
Ans. | |||
98. Wordsworth introduced the readers _____ a new kind of poetry. | |||
with | |||
at | |||
to | |||
by | |||
Ans. | |||
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence: | |||
99. . | |||
The land is belonged to an old lady | |||
They parted from one another suddenly | |||
The leader expressed himself forcibly | |||
Mother bought me an ice-cream | |||
Ans. | |||
100. . | |||
He was always arguing with his brother | |||
His failure resulted for lack of attention | |||
When will you write to him about your plan? | |||
Who was the boy you were all laughing at? | |||
Ans. |
Total Question : | 100 |
Total Hit : | 0 |
Correct : | 0 |
Wrong/Cheat : | 0 |