Subject Bengali
251. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমদ
আব্দুল কাদির
বন্দে আলী মিয়া
Ans.
252. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
ধূসর পান্ডুলিপি
কবিতার কথা
ঝরা পালকের কবি
দুর্দিনের যাত্রী
Ans.
253. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
মাহেনও
সওগাত
ধূমকেতু
কালিকলম
Ans.
254. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
মোতাহের হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
মীর মশাররফ হোসেন
ফররুখ আহমদ
Ans.
255. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?
একরাত্রি
নষ্টনীড়
ক্ষুধিত পাষাণ
মধ্যবর্তিনী
Ans.
256. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
১৮১৭ সালে
১৮৩২ সালে
১৮৫২ সালে
১৭৫৩ সালে
Ans.
257. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
নটির পূজা
বেহুলা গীতাভিনয়
নবীন তপস্বিনী
কৃষ্ণকুমারী
Ans.
258. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
বিয়ে পাগলা বুড়ো
কিঞ্চিত জলযোগ
কল্কি অবতার
Ans.
259. ইয়ংবেঙ্গল কী ?
বাংলাভাষা শিখার্থী ইংরেজ
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
একটি সাময়িক পত্রের নাম
Ans.
260. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
দিগদর্শন
সংবাদ প্রভাকর
তত্তবোধিনী
বঙ্গদর্শন
Ans.
261. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
নবম শতকে
ত্রয়োদশ শতকে
ষোড়শ শতকে
উনিশ শতকে
Ans.
262. লোকসাহিত্য কাকে বলে ?
গ্রামিণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে
লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
Ans.
263. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
জনৈক গোপবালা
Ans.
264. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
নবদ্বীপের
মিথিলার
বৃন্দাবনের
বর্ধমানের
Ans.
265. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র রায়গুনাকার
মুকূন্দারাম চক্রবর্তী
কানাহরি দত্ত
Ans.
266. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
আরাকান রাজগ্রন্থাগার থেকে
নেপালের রাজগ্রন্থশালা থেকে
সুদূর চীন দেশ থেকে
Ans.
267. কোনটি সঠিক শব্দ?
আপদমস্তক
আপাদমস্তক
আপদসম্ত
অপাদমস্তক
আপাদমাস্তক
Ans.
268. সমাস নির্ণয় করুণ ‘দশ আনন যাহার-দশানন’।
দ্বন্দ্ব সমাস
কর্মধারয়
বহুব্রীহি সমাস
অব্যয়ীভাব
মধ্যপদলোপী কর্মধারয়
Ans.
269. বিপরীত শব্দ নির্ণয় করুন ‘ভূত’।
অশরীরী
অবাস্তব
বর্তমান
অতীত
ভবিষ্যৎ
Ans.
270. 'কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না'। বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
বিরক্তি
ঘৃণা
যন্ত্রণা
কষ্ট
দুঃখ
Ans.
271. 'রক্ত কবরী' কোন জাতীয় গ্রন্থ?
উপন্যাস
কাব্য
নাটক
গল্প গ্রন্থ
কাব্য নাট্য
Ans.
272. 'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ফুল
নগ
গিরি
কানন
ধরিত্রী
Ans.
273. 'পরার্থ' শব্দের অর্থ -
পরাধীন
ভিন্ন অর্থ
দৈব
পরোপকার
পরনিন্দা করা
Ans.
274. 'যে নারী প্রিয় কথা বলে' এর এক কথায় প্রকাশ কি হবে?
প্রিয়ভাষিনী
প্রিয়ংবদা
মিষ্টিভাষিনী
সুবক্তা
প্রিয়া
Ans.
275. 'সাত সাগরের মাঝি' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমেদ
আব্দুল কাদির
বন্দে আলী মিয়া
জীবনানন্দ দাশ
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0