Subject Bengali
1026. ‘যদি হয় সুজন, তেতুঁল পাতায় ন জন’ – প্রবচনটির অর্থ কি?
সুজনেরা তেতুঁল পছন্দ করে
সামান্য কিছু নিয়ে ঝগড়া করা
সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি
মিলে শে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
যাহা বাহান্ন তাহা তেপান্ন
Ans.
1027. উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ কি?
বিনীত
অবনমিত
অবনতি
অধোগতি
অবনমন
Ans.
1028. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
কাজী নজরুল ইসলাম
বেগম সুফিয়া কামাল
রোকনুজ্জামান
শামসুর রাহমান
শহীদ কাদরী
Ans.
1029. ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
মধ্যযুগের অভিজ্ঞতা বাচক
পূর্ববঙ্গ গীতিকা
নাথ গীতিকা
ময়মনসিংহ গীতিকা
কাজল রেখা
Ans.
1030. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ অর্থ বৈশিষ্টের দিক থেকে কোন ধরনের প্রবাদ?
সাধারণ অভিজ্ঞতা বাচক
নীতিকথা মূলক
ইতিকথা মূলক
মানবচরিত্র সমালোচনামূলক
সামাজিক রীতিনীতি জ্ঞাপন
Ans.
1031. ‘চারু’ ও ‘অমল’ চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র?
একরাত্রি
জীবিত ও মৃত
সমাপ্তি
নষ্টনীড়
হৈমন্তী
Ans.
1032. “সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি”- কোন শ্রেণীর বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
সাধু
Ans.
1033. “দশে মিলে করি কাজ” বাক্যটিতে “দশে” কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
সম্প্রদান কারকে সপ্তমী
কর্তৃকারকে চতুর্থী
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
Ans.
1034. “তামার বিশ” বাগধারাটির অর্থ কি?
গভীর আঘাত
ধাতব পদার্থের আঘাত
পুরানো ক্ষত
অর্থের কুপ্রভাব
কারও সুনামে জ্বলা
Ans.
1035. “দিন ও রাতের সন্ধিক্ষণ” এর এককথায় প্রকাশ -
পূর্বাহ্ন
গোধূলি
সন্ধ্যা
সায়াহ্ন
অপরাহ্ন
Ans.
1036. “শিরে সংক্রান্তি” -র সঠিক অর্থ কোনটি?
মহাবিপদ
আসন্ন বিপদ
মাথা যন্ত্রনা
মাথায় বোঝা
শুভ সংবাদ
Ans.
1037. বাক্যের ক্ষুদ্রতম অংশ কোনটি?
বর্ণ
ধ্বনি
শব্দ
চিহ্ন
অনুসর্গ
Ans.
1038. “সংশয়” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
প্রত্যয়
বিস্ময়
নিঃসয়
নির্ভয়
দ্বিধা
Ans.
1039. “অনিল” শব্দের অর্থ কি?
রাত্রি
বাতাস
শুদ্ধ
আঁধার
অরণ্য
Ans.
1040. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখ’ – গ্রন্থটি লেখক কে?
সুফিয়া কামাল
নির্মলেন্দু গুণ
সৈয়দ শাসমুল হক
শাসমুর রাহমান
কোনোটিই নয়
Ans.
1041. স্বভাবতই মূর্ধন্য ষ হয় – এমন উদাহরণ কোনটি?
কৃষক
বর্ষা
ঔষধ
কাষ্ট
কোনোটিই নয়
Ans.
1042. ‘সেতার’ – এর ‘সে’ কোন অর্থ দ্যোতনা করে?
তার
অনেক
প্রত্যেক
সকল
কোনোটিই নয়
Ans.
1043. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
সমীভবন
সম্প্রকর্ষ
স্বরাগম
স্বরসঙ্গতি
কোনোটিই নয়
Ans.
1044. ‘মাথায়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
মাথা + আয়
মাথা +য়
মাথা + অয়
মাথা + এ
কোনোটিই নয়
Ans.
1045. নুরুল মোমেনের ‘নেমেসিস’ কোন ধরনের রচনা?
নাটক
উপন্যাস
প্রবন্ধগ্রন্থ
কাব্যগ্রন্থ
কোনোটিই নয়
Ans.
1046. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
আরবি
ফারসি
হিন্দি
তুর্কি
কোনোটিই নয়
Ans.
1047. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?
গোবিন্দচন্দ্র দাস
যতীন্দ্রনাথ সেন
সুকান্ত ভট্টাচার্য
রামেন্দ্রসুন্দর ত্রেবেদী
কোনোটিই নয়
Ans.
1048. সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
সর্বনাম ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও সর্বনাম
কোনোটিই নয়
Ans.
1049. ‘অমিত্রক্ষর’ ছন্দের বৈশিষ্ট হলো -
চরণের প্রথমে মিল থাকে
বিশ মাত্রার পর্ব থাকে
অন্তমিল থাকে
অন্তমিল থাকে না
Ans.
1050. চাঁদ কোন শ্রেণীর শব্দ?
তৎসম
অর্ধতৎসব
তদ্ভব
দেশী
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0