Subject Mathematics
1976. টাকায় ৬টি করে ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
৭ টি
৫ টি
৪ টি
৩ টি
Ans.
1977. a + 1 a = 3 হলে a² + 1 = কত?
7
9
11
13
Ans.
1978. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
৭০
৮০
৯০
৯৮
Ans.
1979. একজন দোকানদার ৫ টি লেবু যে দামে ক্রয় করে ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
২০%
১৫%
২৫%
৫০%
Ans.
1980. ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
৩৫
১৫
১০৫
৪২
Ans.
1981. একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
১৬
১৮
২০
২৮
Ans.
1982. পিতার বর্তসান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার ও পুত্রে বর্তমান বয়স কত বছর?
৫৬ ও ১৪
৩২ ও ৮
৩৬ ও ৯
৪০ ১০
Ans.
1983. ১, ২৭, ১২৫,..... শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
১৬৯
২১৬
২৮৯
৩৪৩
Ans.
1984. ১ (এক) বিলিয়ন-
১০০ কোটি
১০ কোটি
১০০০ কোটি
১৫০ কোটি
Ans.
1985. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল-
৪৯৯৯
৫৫০১
৫০৫০
৫০০১
Ans.
1986. ০.০৯ ÷ ১০=
.৯
.০৯
.০০৯
০.৯০
Ans.
1987. a 5 × a 3 এর মান কোনটি?
a 15
(a²) 15
a 5 . a 3
a 8
Ans.
1988. কোনটি ক্ষুদ্রতম-
ডেসিমিটার
সেন্টিমিটার
ডেকামিটার
হেক্টোমিটার
Ans.
1989. ১ মেট্রিক টন=
১২০০ কেজি
১০৫০ কেজি
১০০০ কেজি
১৫০০ কেজি
Ans.
1990. কোনটি ৩৫÷ কোণের পূরক কোণ-
১৫৫÷
৫৫÷
২৫৫÷
১২৫÷
Ans.
1991. a+b=5, a-b=3, হলে ab এর মান কত?
2
4
5
3
Ans.
1992. কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান-
আয়তক্ষেত্র
রম্বস
সামান্তরিক
বর্গক্ষেত্র
Ans.
1993. ৪৮ কোন সংখ্যার ৬০%-
৫০
৬০
৭০
৮০
Ans.
1994. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
৬ মিটার
১০ মিটার
১৮ মিটার
১২ মিটার
Ans.
1995. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
ব্যাস
ব্যাসার্ধ
বৃত্তচাপ
পরিধি
Ans.
1996. x+y=7 এবং xy=10 হলে (x-y) ² এর মান কত?
9
12
6
3
Ans.
1997. ৪৮ সংখ্যাটি কোনা সংখ্যার ৬০%?
৫০
৬০
৭০
৮০
Ans.
1998. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
৩%
৪%
৫%
৬%
Ans.
1999. ত্রিভূজের ∠A = ৬০°, ∠B = ৪০° হলে ∠C = হলে, কত?
৮০°
৬০°
১২০°
৪০°
Ans.
2000. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
% বেড়েছে
% কমেছে
% কমেছে
% বেড়েছে
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0