Subject Bengali
351. এক কথায় প্রকাশ করুন:
'যা লাফিয়ে চলে' -
(a) উল্লম্ফ
(b) প্লবগ
(c) লাফবাজ
(d) দড়াবাজ
(e) কোনটিই নয়
Ans. b
352. 'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' -এটি কোন শ্রেণীর বাক্য?
(a) সরল বাক্য
(b) জটিল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাস বাক্য
(e) কোনটিই নয়
Ans. a
353. 'তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি' -এটি কোন শ্রেণীর বাক্য?
(a) জটিল বাক্য
(b) সরল বাক্য
(c) যৌগিত বাক্য
(d) ব্যাস বাক্য
(e) কোনটিই নয়
Ans. b
354. কোনো মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে?
(a) ৫টি
(b) ৩টি
(c) ৭টি
(d) ৮টি
(e) কোনটিই নয়
Ans. a
355. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য?
(a) কৃঞ্চকুমারী
(b) বীরাঙ্গনা
(c) মেঘনাদবধ
(d) চতুর্দশপদী কবিতাবলী
(e) কোনটিই নয়
Ans. b
356. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
(a) তাসের দেশ
(b) শেষের কবিতা
(c) কালের যাত্রা
(d) বসন্ত
(e) কোনটিই নয়
Ans. a
357. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
(a) কপালকুণ্ডলা
(b) মরুশিখা
(c) নীলদর্পন
(d) মেঘনাদবধ
(e) কোনটিই নয়
Ans. c
358. কোন পণ্ডিত টীকার মাধ্যমে পদচর্যাপদের পদগুলো ব্যাখ্যা করেন?
(a) মুনিদত্ত
(b) কাহ্ণ পা
(c) লুই পা
(d) ডাকার্ণব
(e) কোনটিই নয়
Ans. a
359. জহির রায়হান রচনা করেন -
(a) সংশপ্তক
(b) বিধ্বস্ত নীলিমা
(c) খোয়াবনামা
(d) আরেক ফাল্গুন
(e) কোনটিই নয়
Ans. d
360. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ -
(a) ঝিলিমিলি
(b) চিত্তনামা
(c) কবর
(d) মৃত্যুক্ষুধা
(e) কোনটিই নয়
Ans. a
361. মুনীর চৌধুরী রচিত 'করব' কোন ধরনের রচনা?
(a) উপন্যাস
(b) কবিতা
(c) ছোটগল্প
(d) নাটক
(e) কোনটিই নয়
Ans. d
362. 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি কার রচনা?
(a) সত্যেন সেন
(b) সৈয়দ মুজতবা আলী
(c) আবুল ফজল
(d) সমরেশ বসু
(e) কোনটিই নয়
Ans. b
363. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' রচনা করেন -
(a) বডু চণ্ডীদাস
(b) খনা
(c) রামাই পণ্ডিত
(d) হলায়ুধ মিশ্র
(e) কোনটিই নয়
Ans. a
364. 'সমুদ্র' -এর সমার্থক শব্দ কোনটি?
(a) গগন
(b) অরুণ
(c) পাথার
(d) বহ্নি
(e) কোনটিই নয়
Ans. c
365. 'ঐহিক' এর বিপরীত শব্দ কোনটি?
(a) পারত্রিক
(b) অনৈহিক
(c) ঐচ্ছিক
(d) নৈহিক
(e) কোনটিই নয়
Ans. a
366. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(a) বৃহদার্থে
(b) ক্ষুদ্রার্থে
(c) সাদৃশ্য অর্থে
(d) ব্যাঙ্গার্থে
(e) কোনটিই নয়
Ans. b
367. দিগু সমাসের উদাহরণ কোনটি?
(a) পুরুষসিংহ
(b) চৌরাস্তা
(c) কাপুরুষ
(d) হাটবাজার
(e) কোনটিই নয়
Ans. b
368. এক কথায় প্রকাশ করুন:
'যার চক্ষুলজ্জা নেই'-
(a) নির্লজ্জ
(b) চশমখোর
(c) চাক্ষুষ
(d) চোষ্য
(e) কোনটিই নয়
Ans. b
369. এক কথায় প্রকাশ করুন:
'যা অবশ্যই ঘটবে'-
(a) সাম্ভাব্য
(b) সম্ভাবনাময়
(c) দুর্নিবার
(d) অবশ্যম্ভাবী
(e) কোনটিই নয়
Ans. a
370. নিচের কোন বানাটি শুদ্ধ?
(a) অগ্নিবীণা
(b) অগ্নীবিণা
(c) অগ্নিবিনা
(d) অগ্নিবীণা
(e) কোনটিই নয়
Ans. a
371. বাগধারার অর্থ নির্ণয় করুণ:
'ধর্মের ষাঁড়' --
(a) সুসময়ের বন্ধু
(b) স্বার্থপর
(c) বেহায়া
(d) অকর্মন্য
(e) কোনটিই নয়
Ans. b
372. বাগধারার অর্থ নির্ণয় করুন;
'একচোখা' --
(a) ধার্মিক
(b) ভণ্ড সাধু
(c) পক্ষপাতদুষ্ট
(d) প্রাচীনপন্থী
(e) কোনটিই নয়
Ans. c
373. বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে?
(a) ১১
(b) ১০
(c) ৮
(d) ৭
(e) কোনটিই নয়
Ans. a
374. বাংলাদেশের বণসঙ্গীতের রচয়িতা কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) শামসুর রহমান
(d) আল মাহমুদ
(e) কোনটিই নয়
Ans. a
375. 'বিষাদসিন্ধু' উপন্যাসের রচয়িতা কে?
(a) মীর মশাররফ হোসেন
(b) ফররুখ আহমেদ
(c) কাজী নজরুল ইসলাম
(d) বিষ্ণু দে
(e) কোনটিই নয়
Ans. a