Subject Bengali
451. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
(a) কাব্য
(b) নাটক
(c) উপন্যাস
(d) প্রবন্ধ
Ans. a
452. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
(a) পথের দাবী
(b) নিস্কৃতি
(c) চরিত্রহীন
(d) দত্তা
Ans. a
453. কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
(a) আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
(b) ভবিষ্যতের বাঙালি
(c) উন্নত জীব
(d) সভ্যতা
Ans. b
454. “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(d) প্রমথ চৌধুরী
Ans. d
455. ‘বঙ্গ দর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(a) প্যারীচাঁদ মিত্র
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) প্রমথ চৌধুরী
Ans. b
456. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
(a) বিদ্রোহী
(b) আনন্দময়ীর আগমন
(c) প্রলয়োলল্লাস
(d) রক্তাম্বরধারিণী মা
Ans. d
457. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
(a) সমাপ্তি
(b) দেনা পাওনা
(c) পোস্ট মাস্টার
(d) মধ্যবর্তিনী
Ans. a
458. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
(a) শওকত ওসমান
(b) জহির রায়হান
(c) শহিদুলল্লাহ কায়সার
(d) রশিদ করিম
Ans. d
459. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
(a) নাটক
(b) উপন্যাস
(c) কাব্য
(d) ছোট গল্প
Ans. b
460. কোনটি মুহাম্মদ এনামুল হকের রচনা?
(a) ভাষার ইতিবৃত্তি
(b) আধুনিক ভাষাতত্ত্ব
(c) মনীষা মঞ্জুরী
(d) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
Ans. c
461. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) দেবেন্দ্রনাথ সেন
(d) মোহিতলাল মজুমদার
Ans. a
462. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(a) তত্ত্ব বোধিনী পত্রিকায়
(b) ধূমকেতু
(c) কল্লোল
(d) কালি ও কলম
Ans. c
463. জঙ্গম এর বিপরীত শব্দ কি ?
(a) অরণ্য
(b) পর্বত
(c) স্থাবর
(d) সমুদ্র
Ans. c
464. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
(a) সন্ধিজনিত
(b) প্রত্যয়জনিত
(c) উপসর্গজনিত
(d) বিভক্তিজনিত
Ans. b
465. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
(a) না-বাচক
(b) হ্যাঁ-বাচক
(c) প্রশ্নবোধক
(d) বিস্ময়সূচক
Ans. b
466. ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কি?
(a) বৃহৎ
(b) বর্ধিষ্ণু
(c) বর্ধমান
(d) বৃদ্ধি প্রাপ্ত
Ans. c
467. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
(a) নিদাঘ
(b) নশ্বর
(c) নষ্ট মান
(d) বিনশ্বর
Ans. b
468. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
(a) দ্বন্দ্ব সমাস
(b) রূপক সমাস
(c) বহুব্রীহি সমাস
(d) দ্বিগু সমাস
Ans. d
469. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো-
(a) চাঁদ মুখে ন্যায়
(b) চাঁদের মত মুখ
(c) চাঁদমুখ যার
(d) চাঁদ রূপ মুখ
Ans. d
470. 'সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা।' এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
(a) কর্মকারকে শুন্য
(b) সম্প্রদানে সপ্তমী
(c) অধিকরণে শুন্য
(d) কর্তৃকারকে শুন্য
Ans. a
471. 'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।' কোন ধরনের বাক্য?
(a) সরল
(b) জটিল
(c) যৌগিক
(d) অনুজ্ঞামূলক
Ans. b
472. ‘সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
(a) বলাকা
(b) সোনার তরী
(c) চিত্রা
(d) পুনশ্চ
Ans. a
473. বাংলা ছন্দ কত রকমের?
(a) এক
(b) দুই
(c) তিন
(d) চার
Ans. c
474. কোনটি শুদ্ধ শব্দ?
(a) দন্দ
(b) দ্বন্দ
(c) দ্বন্দ্ব
(d) দন্ধ
Ans. c
475. 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-
(a) অন্ত্যমিল আছে
(b) অন্ত্যমিল নেই
(c) চরণের প্রথমে মিল থাকে
(d) চরণের প্রথমে মিল থাকে না।
Ans. b