Subject Information Technology
226. সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
(a) বিল গেইস্
(b) ইটম বার্নাস লি
(c) এ্যান্ডি গ্রোভ
(d) মার্ক জুকারবার্গ
Ans. d
227. ‘Bluetooth’ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
(a) ম্যাগনিটিক
(b) অপটিক্যাল
(c) লেসার
(d) রেডিও ফ্রিকোয়েন্সি
Ans. d
228. Trojan Horse is a
(a) Software
(b) Virus
(c) Hardware
(d) Internet Protocol
Ans. b
229. Radio link is a tool of banking communication in a
(a) WAN area
(b) LAN area
(c) Remote area
(d) VAN area
Ans. c
230. Optical fiber carries data at the speed of light as it is made of
(a) UTA (Ultra thin aluminum)
(b) Copper
(c) Titanium
(d) Bundle of reflecting glass
Ans. d
231. Internet access by transmitting fastest digital data with heavy bandwidth over the wires are best possible by
(a) Digital lines
(b) Regular cable lines
(c) Optical fibers
(d) Analog lines
Ans. c
232. Which protocol assigns IP address to the client connected in the internet?
(a) DHCP
(b) IP
(c) RFC
(d) WWW
Ans. a
233. Internetworks on
(a) packet switching
(b) circuit switching
(c) hub stitching
(d) vandals
Ans. a
234. বাংলাদেশ তৈরি ল্যাপটপ কোনটি?
(a) শাপলা
(b) দোয়েল
(c) যমুনা
(d) এসার
Ans. b
235. কয়টি BIT মিলে এক BYTE হয়?
(a) ০-২০
(b) ৭-৬৪
(c) ৮-৬৪
(d) ০-৬৪
Ans.
236. http-এ সংক্ষিপ্ত রূপটি কী বোঝায়?
(a) Hypertext Transfer Protocol
(b) High Task Termination Procedure
(c) Havard Teletext Proof
(d) Times Technical Professionals
Ans. a
237. সম্প্রতি (সাল ২০১৬) ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
(a) Google Earth
(b) Street View
(c) Road Image
(d) Google Map
Ans. b
238. কম্পিউটার সি, পি, ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
(a) এ. এল. ইউ (ALU)
(b) কন্ট্রোল ইউনিট (control unit)
(c) রেজিস্ট্রার সেট (Register set)
(d) কোনটিই নয়
Ans. a
239. আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিষ্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
(a) অ্যাপেল
(b) গুগল
(c) মাইক্রোসফট
(d) আই, বি, এম
Ans. a
240. Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
(a) Queue
(b) Stack
(c) Union
(d) Array
Ans. b
241. নীচের কোনটি ইনপুট ডিভাইস?
(a) OMR
(b) COM
(c) Plotter
(d) Monitor
Ans. a
242. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
(a) ২৫৬ টি
(b) ৪০৯৬ টি
(c) ৬৫৫৩৬ টি
(d) ৪২৯৪৯৬৭২৯৬ টি
Ans. c
243. এনড্রয়েড অপারেটিং সিষ্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক
(a) এটির নির্মাতা গুগল
(b) এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
(c) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরী
(d) উপরের সবগুলো সঠিক
Ans. d
244. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব
(a) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
(b) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
(c) ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
(d) উপরের কোনটিই নয়
Ans. c
245. ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি -
(a) তামার তার
(b) অপটিক্যাল ফাইবার
(c) তারহীন সংযোগ
(d) উপরের সবকটি
Ans. c
246. “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ∅ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়” – এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।
(a) A N D
(b) N O R
(c) Ex-OR
(d) OR
Ans. c
247. কোনটি অপারেটিং সিস্টেম নয়-
(a) C
(b) DOS
(c) CP/M
(d) XENIX
Ans. a
248. IP-V6 এড্রেস কত বিটের?
(a) ১২৮
(b) ৩২
(c) ১২
(d) ৬
Ans. a
249. EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার করতে হতো?
(a) RAM
(b) ROM
(c) Mercury Delay lines
(d) Registors
Ans. c
250. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
(a) প্রোগ্রাম
(b) প্রোটোকল
(c) প্রোগ্রামিং
(d) ফ্লোচার্ট
Ans. b