Subject Information Technology
251. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৯০ সালে
(b) ১৯৮৮ সালে
(c) ১৯৯৪ সালে
(d) ১৯৯৮ সালে
Ans. c
252. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
(a) Simple Message Transmission Protocol
(b) Strategic Mail Transfer Protocol
(c) Strategic Mail Transmission Protocol
(d) Simple Mail transfer Protocol
Ans. d
253. কোন প্রোটকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
(a) TCP/IP
(b) Novel netware
(c) Net BEUI
(d) Linux
Ans. a
254. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
(a) $
(b) #
(c) &
(d) @
Ans. d
255. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
(a) ফেসবুক
(b) টুইটার
(c) লিংকড ইন
(d) উইকিপিডিয়া
Ans. d
256. 10101111 এর 1’s complement কোনটি?
(a) 1111 1111
(b) 0000 0000
(c) 0101 0000
(d) 1100 0011
Ans. c
257. কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
(a) address bus
(b) input-reader bus
(c) dat bus
(d) control bus
Ans. b
258. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
(a) maleware
(b) irmware
(c) virus
(d) lip - lop
Ans. b
259. একটি লজিক গেট এর আউটপুট ১ হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি
(a) AND
(b) OR
(c) XOR
(d) NAND
Ans. d
260. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
(a) Windows XP
(b) Windows 98
(c) MS DOS
(d) Windows 7
Ans. c
261. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়
(a) ভাইরাস ধ্বংসের জন্য
(b) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
(c) ডিস্কের ফাইলগুলোকে পূনর্বিন্যস্ত করতে
(d) ডিস্ক ফরমেট করতে
Ans. c
262. কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
(a) ekhanei.com
(b) olx.com
(c) google.com
(d) amazon.com
Ans. c
263. কম্পিউটার নেটওয়ার্কে OST মডেমের স্তর কয়টি?
(a) ৭
(b) ৫
(c) ৯
(d) ৮
Ans. a
264. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
(a) তামার তার
(b) কো-এক্সিয়াল ক্যাবল
(c) অপটিক্যাল ফাইবার
(d) ওয়্যারলেস মিডিয়া
Ans. c
265. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত হয়?
(a) POP3
(b) POP9
(c) HTML
(d) SMTP
Ans. a
266. কোনটি সঠিক নয়?
(a) A+O = A
(b) A.1 = A
(c) A+A´=1
(d) A.A´=1
Ans. d
267. একটি word কত বিট বিশিষ্ট হর?
(a) 8
(b) 16
(c) 4
(d) 2
Ans. b
268. Cozy Bear একটি কি?
(a) চুক্তি
(b) হ্যাকার গ্রুপ
(c) বিনোদনকেন্দ্র
(d) নদী
Ans. b
N.B. প্রযুক্তি বিশ্বে APT29 আইডেন্টিটি-ধারী Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ। এন্টি-ভাইরাস কোম্পানি ক্যাস্পারস্কির তথ্য মতে, এর জন্ম ২০০৮ সালে।