Subject নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
26. কোনটি ন্যায়পয়ণতার নৈতিক মূলনীতি নয়?
(a) পুরষ্কার ও শান্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
(b) আইনের শাসন
(c) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
(d) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
Ans. c
27. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
(a) ৬টি
(b) ৭টি
(c) ৮টি
(d) ৯টি
Ans. d
28. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
(a) সততা ও নিষ্ঠা
(b) কর্তব্যপরয়ণতা
(c) মায়া ও মমতা
(d) উদারতা
Ans. a
29. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল-
(a) সুশাসন
(b) আইনের শাসন
(c) রাজনীতি
(d) মানবাধিকার
Ans. a
30. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
(a) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
(b) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
(c) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
(d) উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
Ans. c
31. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
(a) রাজনীতি
(b) বুদ্ধিজিবী সম্প্রদায়
(c) সংবাদ মাধ্যম
(d) যুবশক্তি
Ans. c
32. সরকারি সিদ্ধান্ত প্রণয়নের কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
(a) বিশ্বস্ততা
(b) সৃজনশীলতা
(c) নিরপেক্ষতা
(d) জবাবদিহিতা
Ans. b
33. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়” – উক্তিটি কার?
(a) এরিষ্টটল
(b) জন স্টুয়ার্ট মিল
(c) ম্যাককরনী
(d) মেকিয়াভেলি
Ans. c
34. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
(a) ধারা ২৬
(b) ধারা ২৭
(c) ধারা ২৮
(d) ধারা ২৯
Ans. b
35. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
(a) ৩ বছর
(b) ৪ বছর
(c) ৫ বছর
(d) ৬ বছর
Ans. c
36. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
(a) নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
(b) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
(c) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
(d) কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না।
Ans. d
37. কোনটি স্থানীয় সরকার নয়?
(a) পৌরসভা
(b) পল্লী বিদ্যুৎ
(c) সিটি কর্পোরেশন
(d) উপজেলা পরিষদ
Ans. b
38. আইন প্রণয়ণের ক্ষমতা-
(a) আইন মন্ত্রণালয়ের
(b) রাষ্ট্রপতির
(c) স্পীকারের
(d) জাতীয় সংসদের
Ans. d
39. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
(a) রাজনৈতিক দল
(b) সুশীল সমাজ
(c) বিচার বিভাগ
(d) প্রশাসন বিভাগ
Ans. b
40. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স-
(a) ৩০ বছর
(b) ৩৫ বছর
(c) ৪০ বছর
(d) ৪৫ বছর
Ans. b
41. নীচের কোনটি নাগরিকের দায়িত্ব?
(a) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
(b) শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
(c) দক্ষ জনশক্তি তৈরী করা
(d) রাজনৈতিক সংগঠনে অন্তর্ভূক্ত হওয়া
Ans. a
42. মূল্যবোধ পরীক্ষা করে-
(a) ভাল ও মন্দ
(b) ন্যায় ও অন্যায়
(c) নৈতিকতা ও অনৈতিকতা
(d) উপরের সবগুলো
Ans. d
43. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-
(a) সুশাসনের শিক্ষা থেকে
(b) আইনের শিক্ষা থেকে
(c) মূল্যবোধের শিক্ষা থেকে
(d) কর্তব্যবোধ থেকে
Ans. c
44. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীতাকে নিশ্চিত করে?
(a) অংশগ্রহণ
(b) জবাবদিহিতা
(c) স্বচ্ছতা
(d) সাম্য ও সমতা
Ans. c
45. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংকের সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
(a) শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
(b) শাসন প্রক্রিয়া এবং সুশাসন
(c) শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
(d) শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
Ans. d
46. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
(a) অংশগ্রহণ
(b) স্বচ্ছতা
(c) নৈতিক শাসন
(d) জবাবদিহিতা
Ans. c
47. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
(a) আইন
(b) প্রতীক
(c) ভাষা
(d) মূল্যবোধ
Ans. a
48. কোন বছর ইউ এন ডি পি (UNDP) সুশানের সংজ্ঞা প্রবর্তন করে?
(a) ১৯৯৫
(b) ১৯৯৭
(c) ১৯৯৮
(d) ১৯৯৯
Ans. c
49. শূন্যবাদ যে ল্যাটি শব্দ থেকে উদ্ভূত তার অর্থ
(a) সব
(b) কিছুই না
(c) সর্বজনীন
(d) কিছু
Ans. b
50. A person who believes that laws and governments are not necessary is known as -?
(a) a militant
(b) an anarchist
(c) a terrorist
(d) an extremist
Ans. b
N.B. অ্যানার্কিজম (Anarchism) বা নৈরাজ্যবাদী আন্দোলন ঊনবিংশ শতাব্দীতে জোরদার হয়ে ওঠে। নৈরাজ্যবাদীদের মৌলিক বৈশিষ্ঠ্য হলো –
    ১. সমাজ-বিশ্লেষণের ধার না করা;
    ২. কোনো সুনির্দিষ্ঠ রাজনৈতিক কর্মসূচি বা ধারাবাহিক রাজনৈতিক কর্মকান্ডের তোয়াক্কা না করা;
    ৩. বিপ্লবী কর্মকান্ডের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক পূর্বপ্রস্তুতির ধার না ধারা;
    ৪. বিদ্যমান সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে অস্বীকার করা;
    ৫. ক্রমবর্ধমান সন্ত্রাস ও অরাজকতার মাধ্যমে অবস্থিত সরকার ও রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার রীতিতে বিশ্বাসী হওয়া ইত্যাদি।
    মোটকথা, সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি, সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাস – এ তিনটিই ছিল নৈরাজ্যবাদীদের প্রধান বৈশিষ্ট্য।