Subject মুক্তিযুদ্ধ
1. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
(a) যশোর
(b) কুষ্টিয়া
(c) মেহেরপুর
(d) চুয়াডাঙ্গা
Ans. c
2. বাংলাদেশের জাতীয় দিবস কবে ?
(a) ১৬ই ডিসেম্বর
(b) ৭ই মার্চ
(c) ২৬শে মার্চ
(d) ১৭ই এপ্রিল
Ans. c
3. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ?
(a) মেঃ জেঃ জিয়াউর রহমান
(b) মেঃ জেঃ সফিউল্লা
(c) লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ
(d) জেনারেল আতাউল গণি ওসমানী
Ans. d
4. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
(a) ২১ ফেব্রুয়ারি
(b) ১৪ ডিসেম্বর
(c) ৭ মার্চ
(d) ১৬ ডিসেম্বর
Ans. b
5. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
(a) ১০মার্চ
(b) ২১ মার্চ
(c) ২ মার্চ
(d) ২৫ মার্চ
Ans. c
6. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
(a) ১৯৯২ সালে
(b) ২০০০ সালে
(c) ২০০১ সালে
(d) ২০০২ সালে
Ans. c
7. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
(a) ১৯৯৮
(b) ১৯৯৯
(c) ২০০০
(d) ২০০১
Ans. b
8. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
(a) ১৬ ই ডিসেম্বর
(b) ২৬ শে মার্চ
(c) ২১শে ফেব্রুয়ারী
(d) ৭ ই মার্চ
Ans. b
9. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
(a) নাটোর
(b) চাঁপাইনবাবগঞ্জ
(c) জয়পুরহাট
(d) নওগাঁ
Ans. b
10. স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কতজন?
(a) ৭ জন
(b) ৬৮ জন
(c) ১৭৫ জন
(d) ৪২৬ জন
Ans. d
11. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
(a) বিজয় স্তম্ভ
(b) বিজয়কেতন
(c) স্বাধীনতা সোপান
(d) রক্ত সোপান
Ans. d
12. স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
(a) ৫ জন
(b) ৭ জন
(c) ২ জন
(d) ৬ জন
Ans. c
13. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(a) আট
(b) দশ
(c) এগার
(d) পনের
Ans. c
14. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
(a) ঢাকায়
(b) লাহোরে
(c) করাচিতে
(d) নারায়ণগঞ্জে
Ans. b
15. মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
(a) জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
(b) এয়ার কমোডর এ কে খন্দকার
(c) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
(d) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
Ans. b
16. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
(a) ১০ এপ্রিল, ১৯৭১
(b) ৭ এপ্রিল, ১৯৭১
(c) ৭ মার্চ, ১৯৭১
(d) ২৫ মার্চ, ১৯৭১
Ans. a
17. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
(a) ভারত
(b) শ্রীলংকা
(c) মায়ানমার
(d) রাশিয়া
Ans. a
18. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
(a) সৈয়দ নজরুল ইসলাম
(b) তাজউদ্দীন আহমদ
(c) শেখ মুজিবুর রাহমান
(d) ক্যাপ্টেন মনসুর আলী
Ans. c
19. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
(a) শেখ মুজিবুর রাহমান
(b) জেনারেল আতাউল গনি ওসমানী
(c) তাজউদ্দীন আহমদ
(d) ক্যাপ্টেন মনসুর আলী
Ans. b
20. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
(a) ৪ টি
(b) ৭ টি
(c) ১১ টি
(d) ১৪ টি
Ans. c
21. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সমারিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
(a) ৯টি
(b) ১১টি
(c) ১৫টি
(d) ১৭টি
Ans. b
22. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়?
(a) ৪২ জন
(b) ৫৮ জন
(c) ৬৮ জন
(d) ৬২ জন
Ans. c
23. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানের রচয়িতা কে?
(a) আবদুল গাফফার চৌধুরী
(b) আলতাফ মাহমুদ
(c) আবদুল লতিফ
(d) আব্দুর আলীম
Ans. a
24. স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
(a) ১৯ টি
(b) ১১ টি
(c) ৮ টি
(d) ১১ টি
Ans. d
25. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
(a) সেগুনবাগিচা
(b) ধানমণ্ডি
(c) মগবাজার
(d) বনানী
Ans. a