Subject মুক্তিযুদ্ধ |
| 76. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? | |
| (a) বিল অব রাইটস | |
| (b) ম্যাগনাকার্টা | |
| (c) পিটিশন অব রাইটস | |
| (d) মুখ্য আইন | |
| Ans. b | |
| 77. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? | |
| (a) নেকড়ে অরণ্য | |
| (b) বন্দী শিবির থেকে | |
| (c) নিষিদ্ধ লোবান | |
| (d) প্রিয়যোদ্ধা প্রিয়তম | |
| Ans. b | |
| 78. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বানস মন্ত্রী কে ছিলেন? | |
| (a) ক্যাপ্টেন এম মনসুর আলী | |
| (b) তাজউদ্দিন আহমেদ | |
| (c) এ. এইচ. এম কামরুজ্জামান | |
| (d) খন্দকার মোস্তাব আহমেদ | |
| Ans. c | |
| 79. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? | |
| (a) দ্বি-জাতি তত্ত্ব | |
| (b) সামাজিক চেতনা | |
| (c) অসাম্প্রদায়িকতা | |
| (d) বাঙ্গালী জাতীয়াবাদ | |
| Ans. d | |
| 80. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না- | |
| (a) শেরে বাংলা এ কে ফজলুল হক | |
| (b) হোসেন শহীদ সোহরাওয়ার্দী | |
| (c) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী | |
| (d) নবাব স্যার সলিমুল্লাহ | |
| Ans. d | |
| 81. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের- | |
| (a) ফেব্রুয়ারীতে | |
| (b) মে মাসে | |
| (c) জুলাই মাসে | |
| (d) আগষ্টে | |
| Ans. a | |
| 82. মুজিবনগর সরকার কখন গঠিত হয়? | |
| (a) ১২ই এপ্রিল, ১৯৭১ | |
| (b) ১০ই এপ্রিল, ১৯৭১ | |
| (c) ১৪ই এপ্রিল, ১৯৭১ | |
| (d) ১৭ই এপ্রিল, ১৯৭১ | |
| Ans. b | |
| N.B. ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী বা প্রবাসী বা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। এ সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে। মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হয় ১৭ এপ্রিল ১৯৭১। | |
| 83. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমনি’ করা রচনা? | |
| (a) আমজাদ হোসেন | |
| (b) হুমায়ূন আহমেদ | |
| (c) শওকত ওসমান | |
| (d) সৈয়দ শামসুল হক | |
| Ans. b | |
| N.B. হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো –আগুনের পরশমনি, দেয়াল ও শ্যামল ছায়া। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যস: নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়। | |
| 84. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? | |
| (a) ১০ নং সেক্টর | |
| (b) ১১ নং সেক্টর | |
| (c) ৮ নং সেক্টর | |
| (d) ৯ নং সেক্টর | |
| Ans. a | |
| N.B. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে ১০ নং সেক্টর নৌ-কমান্ড নিয়ে গঠিত হয়। এ সেক্টরের কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না। এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষনরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা। | |
| 85. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politices) উপাধি দিয়েছিলেন? | |
| (a) নিউজ উইরুস (উইকস) | |
| (b) দি ইকনমিস্ট | |
| (c) টাইম | |
| (d) গার্ডিয়ান | |
| Ans. a | |
| N.B. ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek –এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ (Poet of Politices) বলে অ্যাখ্যায়িত করেছিলেন। | |
| 86. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন | |
| (a) সতীন সরকার | |
| (b) সৈয়দ আলী আহসান | |
| (c) সৈয়দ শামসুল হক | |
| (d) শামসুর রহমান | |
| Ans. | |
| N.B. যতীন সরকার ২০১০ সালে, সৈয়দ শাসমুল হক ২০০০ সালে, শামসুর রাহমান ১৯৯১ সালে ও সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, অপশনে ‘সতীন’ –এর পরিবর্তে ‘যতীন’ এবং ‘রহমান’ পরিবর্তে ‘রাহমান’ হবে। | |