Subject Mathematics
126. ১.১৬ - এর সাধারন ভগ্নাংশ কোনটি?
(a) ১
(b) ১ ৪৫
(c) ১ ১৭ ৯৯
(d) ১ ২৫
Ans. d
127. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(a) ১৬ বর্গমিটার
(b) ১৫ বর্গমিটার
(c) ১৭ বর্গমিটার
(d) ১৪ বর্গমিটার
Ans. b
128. + + + . . . . . . . . + ৫০ = কত?
(a) ৩৫৭২৫
(b) ৪২৯২৫
(c) ৪৫৫০০
(d) ৪৭২২৫
Ans. b
129. ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) ৪৫%
(b) ৪৮.৫০%
(c) ৫২.৭৫%
(d) ৫৬.২৫%
Ans. d
130. এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় -
(a) ৪৫% কমানো হয়েছে
(b) ৬.২৫% কমানো হয়েছে
(c) ৫% বাড়ানো হয়েছে
(d) ৬.২৫% বাড়ানো হয়েছে
Ans. b
131. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
(a) ৭
(b) ৯
(c) ১০
(d) ১২
Ans. b
132. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
(a) ৪০
(b) ৪৮
(c) ৫০
(d) ৬০
Ans. d
133. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
(a) ৩৮ বছর
(b) ৪১ বছর
(c) ৪৫ বছর
(d) ৪৮ বছর
Ans. b
134. যদি (x-y)² = 14 এবং xy = 2 হয়, তবে x²+y² = কত?
(a) 12
(b) 14
(c) 16
(d) 18
Ans. d
135. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(a) ৪
(b) ৯
(c) ১২
(d) ১৬
Ans. b
136. একটি সমদ্বিবাহু সমকোণূ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
(a) ৩৬
(b) ৪৮
(c) ৫৬
(d) ৭২
Ans. a
137. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -
(a) ৮
(b) ১২
(c) ১৮
(d) ২২
Ans. c
138. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
(a) ২৪
(b) ৩৬
(c) ৪৮
(d) ৫০
Ans. c
139. কোন সংখ্যাটি বৃহত্তম?
(a) ০.৩
(b)
(c) √০.৩
(d)
Ans. c
140. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
(a) ১৫%
(b) ১০%
(c) ১২%
(d) ১১%
Ans. b
141. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
(a) ৪%
(b) ৬%
(c) ৫%
(d) ৭%
Ans. c
142. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ১০০
Ans. d
143. কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
(a) ৭৩০
(b) ৭৩৫
(c) ৮০০
(d) ৭৮০
Ans. b
144. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
(a) ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
(b) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
(c) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
(d) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
Ans. a
145. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
(a) ৬৫ বছর
(b) ২৮ বছর
(c) ৩৩ বছর
(d) ৫৩ বছর
Ans. c
146. ৬০ মিটারবিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
(a) ৮:২২:৩০
(b) ১০:২০:৩০
(c) ৯:২১:৩০
(d) ১২:২০:২৮
Ans. c
147. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংটি কত?
(a)
(b) ১১
(c) ১১ ১৩
(d) ১৩ ১৫
Ans. b
148. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
(a) 35
(b) 140
(c) 70
(d) 144
Ans. a
149. ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?
(a)
(b)
(c)
(d) ১৬
Ans. b
150. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-
(a) ৯
(b) ১২
(c) ১৪
(d) ১৫
Ans. d