Subject Mathematics
2026. What is the plural of `sheep’?
(a) sheep
(b) sheeps
(c) sheepers
(d) sheelly
Ans. a
2027. ভাজ্য = কোন সূত্রটি প্রযোজ্য?
(a) ভাজ্য= ভাগফল × ভাজক + ভাগশেষ
(b) ভাজ্য = ভাগফল + ভাজক - ভাগেশেষ
(c) ভাজ্য = ভাজক – ভাগফল + ভাগশেষ
(d) ভাজ্য = ভাজক × ভাগফল – ভাগশেষ
Ans. a
2028. কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ ও ১৮৩ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না?
(a) ৯
(b) ৭
(c) ৫
(d) ৩
Ans. d
2029. ৭০ লিটারের ১ % = কত লিটার?
(a) ৩
(b) ২
(c) ১
(d) ১ লিটার
Ans. c
2030. ৩৬ টি ব্যগের দাম ১৮০০ টাকা হলে, ৫০০ টাকায় ঐরূপ কয়টি ব্যাগ পাওয়া ডাবে?
(a) ১২টি
(b) ১১টি
(c) ১০টি
(d) ১৫ টি
Ans. c
2031. ১০টি সংখ্যার যোগফল ৪৬২।এদের প্রথম সংখ্যাটি ৪টি গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখাটি কত?
(a) ৬০
(b) ৬৪
(c) ৬২
(d) ৩৬
Ans. b
2032. অনুপাত কী?
(a) একটি পূর্ণসংখ্যা
(b) একটি মৌলিক সংখ্যা
(c) একটি ভগ্নাংশ
(d) একটি জোড় সংখ্যা
Ans. c
2033. ১ মিটার= কত ইঞ্চি?
(a) ৩৭.৩৯ ইঞ্চি
(b) ৩৯.৩৭ ইঞ্চি
(c) ৩৯.৪৭ ইঞ্চি
(d) ৩৮.৫৫ ইঞ্চি
Ans. b
2034. কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?
(a) ৭৫
(b) ২২৫
(c) ১১২৫
(d) ৯০০
Ans. b
2035. ৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫,ও৬ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?
(a) ২৯
(b) ২৭
(c) ২৫
(d) ২১
Ans. d
2036. দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?
(a) ৩৫
(b) ৪০
(c) ৪৫
(d) ৫০
Ans. b
2037. p - 6 p হলে, p p² - p - 1
(a) 7 6
(b) 6 7
(c) 6 5
(d) 5 6
Ans. c
2038. a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে, ab + bc + ca= কত?
(a) 70
(b) 68
(c) 72
(d) 71
Ans. d
2039. 7 p 2 - p – 8 এর উৎপাদক হবে -
(a) (7p - 8)(p + 1)
(b) (7p + 8)(p + 1)
(c) (7p - 8)(p - 1)
(d) কোনটিই নয়
Ans. a
2040. 2 x + 2 = 16 হলে, 5 5x - 2 এর মান কত?
(a) 3
(b) 2
(c) 1
(d) 0
Ans. c
2041. 3√2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
(a) মূলদ সংখ্যা
(b) জটিল সংখ্যা
(c) অমূলদ সংখ্যা
(d) বাস্তব সংখ্যা
Ans. c
2042. 1+3+5+7+ ...... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
(a) n(n + 1)(2n + 1) 2
(b) { n(n + 1) 2
(c) n(n + 1) 2
(d) n²
Ans. d
2043. 6a² + a -15 এর একটি উৎপাদক নিচের কোনটি?
(a) (2a - 3)
(b) (2a + 3)
(c) (a – 3)
(d) (3a + 2))
Ans. a
2044. ৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত?
(a) ৩৫°
(b) ১৩৫°
(c) ৩০৫°
(d) ১২৫°
Ans. a
2045. যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল তাকে বলে -
(a) ট্রাপিজিয়াম
(b) রম্বস
(c) আয়তনক্ষেত্র
(d) সামন্তরিক
Ans. a
2046. ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A= 115 হলে, ∠B কত?
(a) 90°
(b) 85°
(c) 75°
(d) 65°
Ans. d
2047. কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
(a) ১৬
(b) ১৪
(c) ১২
(d) ১০
Ans. c
2048. কোন ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগ ফল ৪১৫ হবে?
(a) ১১
(b) ১০
(c) ৯
(d) ১২
Ans. b
2049. দুটি সরলেরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যোগফল ৪১৫ হবে?
(a) পূরক কোণ
(b) সম্পূরক কোণ
(c) বিপ্রতীপ কোণ
(d) সন্নিহিত কোণ
Ans. c
2050. কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-
(a) রম্বস
(b) সামন্তরিক
(c) ট্রাপিজিয়াম
(d) আয়তক্ষেত্র
Ans. c