Subject Mathematics
2351. 3 x+2 = 81 3 x-2 এর মান কত হবে?
(a) 3
(b) 0
(c) 1
(d) 2
Ans. c
2352. একটি খুটিঁর অংশ কালো এবং বাকী অংশ সাদা খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
(a) ৯ মিটার
(b) ৮ মিটার
(c) ৬ মিটার
(d) ১২ মিটার
Ans. a
2353. a(a+b) a-b কে (a+b) a³-b³ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
(a) a²-b²
(b) a³ + a²b + ab² a+b
(c) a³ + a²b + ab²
(d) a²+ab+b²
Ans. c
2354. একটি ত্রিভুজের তিনটি কোণের অনপাত ১:২:৩ ত্রিভুজের হবে-
(a) সমকোণী ত্রিভুজ
(b) সমবাহু ত্রিভুজ
(c) সূক্ষ্মকোণী ত্রিভূজ
(d) স্থূলকোণী ত্রিভুজ
Ans. a
2355. কোনো আসল ২০ বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
(a) ৩০ বছরে
(b) ২৫ বছরে
(c) ৪০ বছরে
(d) ৬০ বছরে
Ans. c
2356. একটি ১৩ মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটি এক প্রান্ত দেয়াল থেকে ৫ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতর দেয়াল স্পর্শ করেছে?
(a) ২০ মিটার
(b) ১৮ মিটার
(c) ১৫ মিটার
(d) ১২ মিটার
Ans. c
2357. এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক সহস্রাংশ এর গড় হবে-
(a) ০.০০৩
(b) ০.০১
(c) ০.০৩৭
(d) ০.১১১
Ans. c
2358. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য অনুপাত হবে-
(a) ৪:১
(b) ১:৪
(c) ১:২
(d) ২:১
Ans. a
2359. p² + 7p + c যদি p-5 দ্বারা বিভাজ্য হয় তবে c এর মান কত হবে?
(a) 30
(b) -60
(c) 5
(d) -30
Ans. b
2360. যদি a+b=√7 এবং b=a-√3 হয়, তবে ab= কত?
(a) √21
(b) 2
(c) 1
(d) 2√10
Ans. c
2361. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে, তাদের যোগফল কত হবে?
(a) ২০
(b) ১২
(c) ১৫
(d) ১৪
Ans. b
2362. দুটি সংখ্যার গুণফল ৪০ এবং ভাগফল হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
(a) ২২
(b) ৪১
(c) ১৩
(d) ১৪
Ans. d
2363. একটি ট্রেন ঘন্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
(a) ৬০ সেকেন্ড
(b) ১ সেকেন্ড
(c) ৬ সেকেন্ড
(d) ০.৬ সেকেন্ড
Ans. c
2364. একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান।বস্তুটি আয়তন ৩৪৩ ঘন সে.মি হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
(a) ৭ বর্গ সে.মি
(b) ৪৯ বর্গ সে.মি
(c) ৯ বর্গ সে.মি
(d) ৩৬ বর্গ সে.মি
Ans. b
2365. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা সংখা হবে কয়টি?
(a) একটি
(b) দুইটি
(c) তিনটি
(d) অসংখ্য
Ans. a
2366. ২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
(a) ৬২ ডিগ্রী
(b) ১১৮ ডিগ্রী
(c) ১৫২ ডিগ্রী
(d) ৩৩২ ডিগ্রী
Ans. c
2367. ৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
(a) ৩৭ ডিগ্রী
(b) ৫৩ ডিগ্রী
(c) ১৫২ ডিগ্রী
(d) ৩৩২ ডিগ্রী
Ans. a
2368. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
(a) ৩৬০ ডিগ্রী
(b) ৯০ ডিগ্রী
(c) ১৮০ ডিগ্রী
(d) ৬০ ডিগ্রী
Ans. a
2369. একটি ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(a) ১২ বর্গফুট
(b) ৬ বর্গফুট
(c) ৩০ বর্গফুট
(d) ৪০ বর্গফুট
Ans. b
2370. একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
(a) ১:১০
(b) ১:৯
(c) ৯:১
(d) ১০:১
Ans. c
2371. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
(a) ১০
(b) ২৫
(c) ৫০
(d) ১০০
Ans. c
2372. ১২টি ডিমের বিক্রয়মুল্য ১৫ টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
(a) ২০%
(b) ১৫%
(c) ৩০%
(d) ২৫%
Ans. d
2373. ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬,             -ধারাটির পরের পদটি কত?
(a) ১৫৪
(b) ১৮৪
(c) ১৯২
(d) ২০২
Ans. d
2374. a+b=5 এবং a-b = ৩ হলে ab এর মান কত?
(a) ৬
(b) ৪
(c) ৮
(d) ১০
Ans. b
2375. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?
(a) সমকোণ
(b) সূক্ষ্মকোণ
(c) স্থূলকোণ
(d) সরলকোণ
Ans. b