Subject Bangladesh Affairs
576. মৌর্যযুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
(a) রাঢ়
(b) পুণ্ড্রনগর
(c) পাটনা
(d) সমতট
Ans. b
577. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
(a) সোমপুর বিহার
(b) ধর্মপাল বিহার
(c) বটেশ্বর বিহার
(d) শ্রীবিহার
Ans. a
578. কৈবর্ত বিদ্রোহের নেতা কি ছিলেন?
(a) কৈবর্ত
(b) অশোক
(c) দিব্য
(d) কানু কৈবর্ত
Ans. c
579. ‘রামসাগর’ কার কীর্তি?
(a) ধর্মপাল
(b) গোপাল
(c) রাম পাল
(d) মহীপাল
Ans.
580. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কত সালে গঠিত হয়?
(a) ১৯৪৭
(b) ১৯৪৮
(c) ১৯৫০
(d) ১৯৫২
Ans. b
581. বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়?
(a) মৌরভীবাজার
(b) পঞ্চগড়
(c) সিলেট
(d) হবিগঞ্জ
Ans. b
582. কোনটি ব্যবস্থাপনার পরিকল্পনার ও নিয়ন্ত্রণের মধ্যে সংযোগ স্থাপন করে?
(a) সংগঠন
(b) বীমাসংস্থান
(c) অর্থসংস্থান
(d) নিদের্শনা
Ans. ad
583. ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট রাজস্বপ্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল -
(a) ১,৩৬,০৯০ কোটি টাকা
(b) ৮২,৪৯১ কোটি টাকা
(c) ১,৭৪,১২৯ কোটি টাকা
(d) ৮৪,২২৯ কোটি টাকা
Ans.
584. বাংলাদেশ ___ দেশ। শুন্যস্থান পূরণ কর।
(a) জলবায়ুর দেশ
(b) নীলাকাশ দেশ
(c) সূর্য উদয়ের দেশ
(d) কৃষি প্রধান
Ans. d
585. বাংলাদেশের বিজয় দিবস কোনটি?
(a) ২১ ফ্রেরুয়ারি
(b) ২৬ মার্চ
(c) ১৫ আগষ্ট
(d) ১৬ ডিসেম্বর
Ans. d
586. ছন্দের জাদুকর বলা হয় কাকে?
(a) জসীমউদ্দিন
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) হুমায়ূন আহমেদ
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. b
587. ভানুসিংহের পদাবলীর রচয়িতা কে?
(a) জসীমউদ্দিন
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) হুমায়ূন আহমেদ
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. d
588. ‘সাগর কন্যা’ বাংলাদেশের কোন এলাকায় ভৌগোলিক নাম?
(a) টেকনাফ
(b) কক্সবাজার
(c) খুলনা
(d) পটুয়াখালী
Ans. d
589. সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে?
(a) ৪টি
(b) ৩টি
(c) ৫টি
(d) ৬টি
Ans. b
590. পল্লীকবি কে?
(a) জসীমউদ্দীন
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) হুমায়ন আহমেদ
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. a
591. কখন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়?
(a) ১৯৬৬
(b) ১৯৬৯
(c) ১৯৭১
(d) ১৯৭০
Ans. b
592. বাংলাদেশে কোন আদিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি?
(a) চাকমা
(b) সাঁওতাল
(c) গারো
(d) মারমা
Ans. a
593. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
(a) মেহেপুর
(b) বরগুনা
(c) টাংগাইল
(d) কুড়িগ্রাম
Ans.
594. ‘শহীদ জননী’ নামে কে বেশি পরিচিত?
(a) রাজিয়া মাহবুর
(b) বেগম সুয়িয়া কামাল
(c) জাহানারা ইমাম
(d) বেগম নুসরাত জানান
Ans. c
595. বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত?(২০১৩ সাল পর্যন্ত)
(a) ১৮ ও ২০
(b) ১৮ ও ১৮
(c) ১৮ ও ২৫
(d) ১৮ ও ২১
Ans. d
596. বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি নাম কি?
(a) মো: আব্দুল হামিদ
(b) মো: জিল্লুর রহমান
(c) তাজউদ্দীন আহমেদ
(d) ক্যাপ্টেন মনসুর আলী
Ans. a
597. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা পায়?
(a) ২০০০ সালে
(b) ১৯৯৮ সালে
(c) ১৯৯৯ সালে
(d) ২০০১ সালে
Ans. a
598. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
(a) ১৯৭৩ সালে
(b) ১৯৭২ সালে
(c) ১৯৭৪ সালে
(d) ১৯৭৫ সালে
Ans. a
599. বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি?
(a) কেওক্রাড়ং
(b) থানচি
(c) নীলগিরি
(d) চিম্বুক
Ans.
600. বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা কে?
(a) আখতার হামিদ খান
(b) জয়নুল আবেদিন
(c) রহমত আহমেদ
(d) মো: এনামূল হক
Ans. a